নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল আছি, ভাল থেকো...

এখানে যা লিখব, সবই সত্য-মিথ্যা-কল্পনা! বাস্তবতার সাথে কোন মিল আছে কিনা আমি জানিনা। স্বস্তির সন্ধানে উদভ্রান্তের মত ছুটে বেড়াই প্রতিদিন-প্রতিরাত।

চোখ গেলো

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম, হাওয়ায় হারিয়ে ফেললাম.. fb.com/nil.nishad1

চোখ গেলো › বিস্তারিত পোস্টঃ

দ্রোহ কিংবা প্রেম

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

তুমি চাইলে বৃষ্টি হতে পারে আজ এই অভিশপ্ত নগরীতে
অথবা মহা প্লাবন
বানের জলে ভেসে যেতে পারে সব
আমার অভিশপ্ত অতীত
যন্ত্রণাময় বর্তমান
কিংবা আশাহীন ভবিষ্যত

আজ তুমি ইচ্ছার দেবী
তুমি চাইলে সব হতে পারে
তৃষিত ঠোঁটে চুষে নেবো
এক সাগর তৃষ্ণার জল।

অথবা আগুন
পুড়িয়ে দিতে পারি এই যান্ত্রিক নগরী
আজন্ম জ্বলতে থাকা বুকের একটুখানি আগুনে
শুধু স্ফুলিঙ্গ চাই খাঁ খাঁ বিরাণ তপ্ত নগরীতে

আজ তুমি সর্বেসর্বা
তোমার অঙ্গুলি হেলনে ঘটে যাবে মহা প্রলয়
শুধু বলে দাও নেশাতুর চোখের ইশারাতে
ক্ষত-বিক্ষত করে দিতে পারি মরুময় চরাচর

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

আমি অথবা অন্য কেউ বলেছেন: খুব সুন্দর কবিতা। দারুন শব্দের ব্যবহার এবং তীব্র অনুভুতি। ++

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

লিখে বলেছেন: হেলাল হাফিজের কবিতার সাথে মিল পাচ্ছি। এখানে বলে রাখা ভালো, হেলাল হাফিজের যে গুটিকয়েক কবিতা পড়েছি, আমার ভালো লেগেছে।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

শিপন মোল্লা বলেছেন: আসলে খুবই চমৎকার কবিতা দারুন শব্দে সাজিয়েছেন। ফেসবুকেই পড়ে ছিলাম । ভাল লাগছে আপনার কবিতা ।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৪

নয়ন কিংবা আসিফ বলেছেন: দ্রোহ কিংবা প্রেম

উহুম। এইটা আদি ও অকৃত্রিম প্রেম। ভালো লেগেছে কবিতা :-B


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.