![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন, হাওয়ায় পেয়েছি তোর নাম, হাওয়ায় হারিয়ে ফেললাম.. fb.com/nil.nishad1
স্থির সাইরেনের মত বেজে যায় কিছু সুর
সীমাবদ্ধে একাকীত্ব নিয়ে
আমার ভাবনার বন্দরে
তোমায় ভেবে
ল্যাম্পপোস্টের মত স্থবির কিছু স্মৃতি
শ্রদ্ধা জানায় মনের অলি-গলি রাজপথে
তোমার অস্তিত্বের প্রতি
বিনম্র চিত্তে মেনে নিয়ে সব পরাজয়
অথবা নদীর মত কোন কোন দিন
বয়ে যায় নিরালায়
গোপন অভিমানে
অচিন কোন ঠিকানায় নিরবধি
কখনওবা অন্ধকার রাত্তিরে
নিবু নিবু আগুনে ছেয়ে যাওয়া এ্যাশ ট্রেতে
অনায়াসে পুরে যায় নির্ঘুম প্রহর
নক্ষত্রের মত জ্বলতে থাকে অব্যক্ত কথামালা
দ্রোহী শব্দের যৌক্তির কর্মবিরতি
কোন থমকে যাওয়া দুপুরে
ভাবনার দেয়ালে বিদ্রোহী স্লোগান
'তোমাকে চাই' তোমাকে চাই
আমি সকরুণ চোখে ধ্বংস দেখি
কষ্টের প্রলয়োল্লাস
ভাল থাকার অজস্র শপথ মিথ্যে করে
ভেসে যায় আমার সব প্রতিরোধ।
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১১
চোখ গেলো বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
আহমেদ জী এস বলেছেন: চোখ গেলো ,
ভাল থাকার অজস্র শপথ মিথ্যে করে
ভেসে যায় আমার সব প্রতিরোধ।
খুব সুন্দর হয়েছে লাইনটি ।
তবে এখানটাতে -
আমার ভাবনার বন্দরে
তোমায় ভেব
"ভেব" হবে না "ভেবে" হবে ?
শুভেচ্ছান্তে ।
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১১
চোখ গেলো বলেছেন: হুম 'ভেবে' হবে। টাইপিং মিস্টেক। এডিট করেছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
এম এ কাশেম বলেছেন: সুন্দর।
ভালো লেগেছে।