নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাকি চন্দনকন্যা --- মন্তব্য করেছেন অন্যতম ঐপন্যাসিক মোহিত কামাল।

আমার নীড় আমার ভালোবাসা। আমার নীড়ের জন্য আমি সব কিছু করতে পারি। আমি মোবাইল আর আমার নীড় আমার নোকিয়া মোবাইলের থাইলেন্ড কোম্পানির ব্যাটারি। যেই ব্যাটারি আমাকে এনার্জি দেয় বলেই আমি এখনো সচল আছি।

চন্দনকন্যা

আমি রাগিনী, আমি অভিমানী, আমি মনহিনী, আমি মনদিনী, আমি এক পথচারীনি। ভালবাসি প্রকতি,ভালবাসি মানুষ, ভুল বুঝে এরা আমায় করে তুলে অমানুষ।বোঝাতে চাই মনের কথা বোঝে নাতো কেউ, না বুঝে দোষে দেয় আমায় কেউ কেউ। নীর আমার ভালবাসা

চন্দনকন্যা › বিস্তারিত পোস্টঃ

কিন্তু ভেবে দেখার বিষয় এটা যে এখন এই একটি উদ্দেশ্য (যুদ্ধাপরাধীর বিচার) সফল করলেই কি দেশের উন্নতি হবে ??????? নাকি জাতির উন্নতির জন্য এই প্রজন্মকে মানে আমাদেরকে আর কিছু করতে হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

এবার মনে হচ্ছে জনগণ ঐক্য বদ্ধ হয়ে হরতাল প্রতিহত করবেই। দোকান সমিতির মালিক পরিবহন সমিতির মালিক, অফিস-আদালত, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় স্বর্ব সতরের মানুষ ঐক্যজট্ হয়ে হরতাল প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে।

হ্যা আমরা হরতাল প্রতিহত করবো, আমাদেরকে করতেই হবে।

ঠিক ৪২ বছর আগেও যেমন একটি উদেশ্যকে সফল করতে পুরো বাংলি জাতি এক হয়েছিল এখনো ঠিক একটি উদেশ্যকে সফল করতেই বাংলি জাতি এক হয়েছে।এই উদ্দেশ্য কখনই বিফলে য়েতে পারে না।



কিন্তু ভেবে দেখার বিষয় এটা যে এখন এই একটি উদ্দেশ্য (যুদ্ধাপরাধীর বিচার) সফল করলেই কি দেশের উন্নতি হবে ???????

নাকি জাতির উন্নতির জন্য এই প্রজন্মকে মানে আমাদেরকে আর কিছু করতে হবে।



এই প্রজন্ম যেভাবে রাজাকারের বিরুদ্ধে আন্দোলনে উঠে পরে নেমেছে ঠিক এরকম একটা আন্দোলন যদি হত শিশু ও নারী ধর্ষণ নিয়ে তাহলে দেশটি কতই না এগিয়ে যেত।



প্রজন্ম চত্তরে যারা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, যুদ্ধাপরাধীদের ফাসির রায় না দেয়া পর্যন্ত আমরা রাজপথ ছারবোনা। কিন্তু আমাদের যুদ্ধ এখানেই শেষ নয়। সব অপরাধের বিরুদ্ধেই লড়াই করতে হবে কঠোর ভাবে। কারন আমরা প্রজন্ম, আমরা কোন রাজনীতি করি না, আমরা কোন দল করি না, আমরা কউকে ভয়ও পাই না। আমরা শুধু দেশকে ভালবাসি দেশের স্বার্থে কাজ করি।



জয় বাংলা !!!!!!!!!!!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

আব্দুর রহ্‌মান বলেছেন: আগে এইটা। পরে অন্য কিছু।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

চন্দনকন্যা বলেছেন: ভাই যুদ্ধাপরাধীদের বিচারও তো হল ৪২বছর পরে।এই পরে পরে করেই তো দেশটা রসাতলে গেল।
যাই হোক আপনার মন্তব্যকে শ্রদ্ধা জানাই। ধন্যবাদ

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

খুব সাধারন একজন বলেছেন: কিন্তু ভেবে দেখার বিষয় এটা যে এখন এই একটি উদ্দেশ্য (যুদ্ধাপরাধীর বিচার) সফল করলেই কি দেশের উন্নতি হবে ??????? নাকি জাতির উন্নতির জন্য এই প্রজন্মকে মানে আমাদেরকে আর কিছু করতে হবে।

এইটা একটা জ্ঞানের কথা কইসেন আপু।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

চন্দনকন্যা বলেছেন: ধন্যবাদ !!!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

আব্দুর রহ্‌মান বলেছেন: কোন যদি-কিন্তু নাই

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

ra66i বলেছেন: One step at a time.
Sorry, bangla torjoma krte parlam na bole english ai likhlam

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

হাসানুর বলেছেন: একটা কিছু দিয়ে তো শুরু করতে হবে নাকি ? এটা সফল হউক, আপনেরা আরেকটা শুরু করবেন....অন্যায়ের বিরুদ্বে সংগ্রাম এভাবে আজীবন চলতেই থাকবে।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

সাইবার সোহেল বলেছেন: আপু আমার কথাও একই। আজকে যদি পুরো জামাতের সকল সদস্যকে নির্বিচারে হত্যা করা হয় তা হলে কালকেই কি দেশ থেকে সকল অনাচার অত্যাচার দুর হয়ে যাবে?? । এর উত্তর আমিও খুজছি..... :||

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

ফায়ারম্যান বলেছেন: এক চোর চুরি করে ধরা পড়লো।গ্রামের মাতবরের কাছে নিয়ে আসলো লোকে।প্রথমে একজন মিস্টার "ক" বলল যে সে চুরি করেছে বিচার চাই।বলতে না বলতেই আরেকজন মিস্টার "খ" বলল যে "আচ্ছা কাছের খালটায় গত দু দিন ধরে মাছ ধরতে দিচ্ছে না পাশের অমুক গ্রামের লোকেরা,এর একটা বিহিত করতে হবে"।এরপরই আরেকজন মিস্টার "গ" বলল "আমার আলুক্ষেতে মড়ক লেগেছে,সব কেমন যেন কালচে হয়েছে,অফিসে কাল এটা অবশ্যই বলতে হবে"।কথাটা বলার সাথে সাথেই তারপর মিস্টার "ঘ" বলল "চৌধুরী বাড়ির সাথে আমাদের সম্বন্ধ কিভাবে হয়,এটা অন্যায় এর বিহিত করতে হবে"।মিস্টার "চ" বলল "আবারও আলীবর্দি গাঁয়ের লোকেরা আমার ছেলেকে মেরেছে,এটার সমাধান না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না"।মিস্টার "ছ" বলল "আপনি নিরপেক্ষ মাতবর,সো সবার কথাই শুনতে হবে"।এর মধ্যে মিস্টার "ক" এর চোরের অভিযোগ ঢাকা পড়ে গেলো।সচেতন মানুষ চিন্তা করতে লাগলো যে ক বাদে বাকিরা তো দাবীগুলো সুন্দর সংঘটিতভাবে সময়মত সুনির্দিষ্টভাবে দিতে পারতো।তা না করে চোরের অভিযোগের সময়ই দিলো,তার মানে ঝামেলা আছে।খোঁজ নিয়ে জানা গেলো যে “খ” “গ” “ঘ” “চ” “ছ” এরা সবাই চোরের জ্ঞাতি ভাই।যুদ্ধের ভাষায় এই টেকনিকে বলে ডাইভার্শন।অনেকটা সরবতে চিনি বেশি হলে আরও পানি মিশিয়ে লঘু করার চেষ্টা বা লঘু করে লবন মিশানো।আমাদের কাজ হবে সতর্কভাবে চলা,এদের ফাঁদে পা না দেয়া।“খ” “গ” “ঘ” “চ” “ছ” এদের অভিযোগগুলো আমরাই জানাব তবে সময় সুযোগ বুঝে,সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে যেন সরবত কোনোভাবেই লঘু না হয়

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

চন্দনকন্যা বলেছেন: ভালো লিখেছেন। একটু ভালো করে আমার লিখাটা পরে দেখুন তো আপনার উদাহরন এর সাথে আমার লিখার কোন মিল আছে কিনা ???? তাই বলছি আগে পরুন তারপর মন্তব্য করুন। ধন্যবাদ

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

সামুর ডাইনোসর বলেছেন: এসো নিজে করি ০৮ - কিভাবে ত্যানা প্যাঁচাবেন / How to go round and round and round and ...


আপু এই লেখাটি আপনার জন্যই। আপনি অবশ্যই পড়বেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

চন্দনকন্যা বলেছেন: আগে আপনি পরছেন তো ??? আগে নিজে পরেন কারন এগুলো আপনাদের মতো পাবলিকদের জন্যই লেখা হযেছে। ধন্যবাদ :)

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

ফায়ারম্যান বলেছেন: একটা দাবিই আগে পূরণ হয় কিনা আগে দেখেন ..............!!! তবে এই একটা ইস্যুর দাবিটা যদি পূরন হয় তখন তরুন প্রজন্ম এই ভিত্তির উপর দাড় হয়ে বাকি ইস্যুগুলোর বিষয়েও আলটিমিটলি এগুনোর উৎসাহ পাবে

যেটা হচ্ছে সেটাতে আগে হাত লাগান । নাকি অসুবিধা আছে????

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

চন্দনকন্যা বলেছেন: হয়তো আমার লিখাটা পুরোটা পরেন নাই তাই জানতে চেয়েছেন অসুবিধা আছে কি নাই?আর ভাই আপনার মতো এই আন্দোনলে শুধু হাত লাগাই নাই সম্পুর্নটাই যুক্ত। তাই আগে পরুন তারপর মন্তব্য করুন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.