নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাকি চন্দনকন্যা --- মন্তব্য করেছেন অন্যতম ঐপন্যাসিক মোহিত কামাল।

আমার নীড় আমার ভালোবাসা। আমার নীড়ের জন্য আমি সব কিছু করতে পারি। আমি মোবাইল আর আমার নীড় আমার নোকিয়া মোবাইলের থাইলেন্ড কোম্পানির ব্যাটারি। যেই ব্যাটারি আমাকে এনার্জি দেয় বলেই আমি এখনো সচল আছি।

চন্দনকন্যা

আমি রাগিনী, আমি অভিমানী, আমি মনহিনী, আমি মনদিনী, আমি এক পথচারীনি। ভালবাসি প্রকতি,ভালবাসি মানুষ, ভুল বুঝে এরা আমায় করে তুলে অমানুষ।বোঝাতে চাই মনের কথা বোঝে নাতো কেউ, না বুঝে দোষে দেয় আমায় কেউ কেউ। নীর আমার ভালবাসা

চন্দনকন্যা › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষার দাবিতে যেহেতু কবিতাটি লিখেছেন তাহলে উনি কেন ১০ই ফাল্গুন দিয়ে কবিতাটি লিখলেননা? একুশে ফেব্রুয়ারি দিয়ে কেন লিখলেন?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

অমর একুশে ফেব্রুআরি আমি কি ভুলিতে পারি।

আচ্ছা ৫২ এর এই দিনে তো ভাষা শহীদরা বাঙলা ভাষার দাবিতে আন্দোলন করেছিলেন এবং বলেছিলেন-- রাষ্ট্রভাষা বাঙলা চাই, রাষ্ট্রভাষা বাঙলা চাই, রাষ্ট্রভাষা বাঙলা চাই। এই শ্লোগানে মুখরিত ছিল পুরো বাঙলি জাতি। পরবর্তিতে এই দাবি ছিনিয়ে আনতে সফল হয়েছিল পুরো বাঙলি জাতি। ঊর্দু থেকে হয়ে গেল বাঙলা ভাষা। যখন আমাদের ভাষা শহীদেরা আন্দোলনে মুখরিত ছিল রাষ্ট্রভাষরা দাবিতে ঠিক তখনই আব্দুর গাফ্ফার চৌধুরি লিখেছিলেন এই কবিতাটি:



"আমার ভাইয়ের রক্তে রাঙনো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি।"-----এখানে কি আপনারা কোন ভুল দেখতে পান??

আচ্ছা উনি তো ভাষা শহীদের নিয়ে এই গানটা লিখেছিলেন, যারা ভাষার জন্য শহীদ হয়েছিলেন তাই না? বাংলা ভাষার দাবিতে যেহেতু কবিতাটি লিখেছেন তাহলে উনি কেন ১০ই ফাল্গুন দিয়ে কবিতাটি লিখলেননা? একুশে ফেব্রুয়ারি দিয়ে কেন লিখলেন? ইংরেজি মাসের নাম ও তারিখ কেন ব্যবহার করলেন?

আজ ১৯৩ টি দেশে (য়েই দেশ গুলো জাতিসংঘের সদস্য) সেই দেশগুলোর প্রভাত ফেরিতে ২১শে ফেব্রুয়ারীর গান গাওয়া হয়েছে। গানটি যদি ২১শে ফেব্রুয়ারী দিয়ে না লিখে ১০ই ফাল্গুন দিয়ে লিখা হত তাহলে হয়তো বাংলা ভাষার গুরুত্ততা আর জোরদার হত এবং গানটিতে ইংরেজি ভাষার মিশ্রন থাকতো না।



যিনি এই গানটি লিখেছিলেন উনি অবশ্যই মহৎ এবং আমার চেয়ে অনেক বেশী জ্ঞানের অধীকারী। উনার কাছে আমি কিছুই না। আমি এখানে শুধুই আমার ভাব প্রকাশ করেছি, আমার মনের কিছু অজানা প্রশ্ন তুলে ধরেছি। এর চেয়ে বেশী কিছুই না।



আমার এই লেখায় কোন ভুল হলে আমি ক্ষমা প্রাথী। ভুল হলে অবশ্যই তা তুলে ধরবেন। কারন ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহন করে আর আমিও এর বাহিরে না। নিজের লেখাটি সংশোধন করবো।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

ঝুমকু বলেছেন: এই কথাটি আমারও অনেকবার মনে হইছে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

চন্দনকন্যা বলেছেন: হ্যা, এটা ভাবনার বিষয়। যদি কোন জ্ঞানী ব্যক্তি এর উত্তর দি্তে পারত?

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

আমি অপার হয়ে বসে আছি বলেছেন: এখানে তারিখটা বড় নয়, রক্তে রাংগা আত্মত্যাগের মাধ্যমে মায়ের ভাষায় প্রাণকূলে মনের সমস্ত আবেগ-অনুভূতি, ভালোবাসা, ইচ্ছা, আকুতি প্রভৃতি প্রকাশের অধিকারের আদায়ের দাবিটাই মূখ্য।

তাছাড়া, আমার মনে হয় গানের কথা, সুর আর ছন্দেরও ১টা ব্যপার আছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

চন্দনকন্যা বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

আহলান বলেছেন: উর্দু , একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা .... মূলত এই বক্তব্যকেই প্রতিহত করতে সেদিন সবাই ঝাপিয়ে পড়েছিলো। এখানে ইংরেজী তারিখ বা মাসের সাথে কোন বিরোধ ছিলো না। .....

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

চন্দনকন্যা বলেছেন: ধন্যবাদ।
"উর্দু , একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা .... মূলত এই বক্তব্যকেই প্রতিহত করতে সেদিন সবাই ঝাপিয়ে পড়েছিলো।" ঠিক বলেছেন কিন্তু তারপরেও এই কবিতাটিতে বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষার মিশ্রন না থাকলে ভাল হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.