নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাকি চন্দনকন্যা --- মন্তব্য করেছেন অন্যতম ঐপন্যাসিক মোহিত কামাল।

আমার নীড় আমার ভালোবাসা। আমার নীড়ের জন্য আমি সব কিছু করতে পারি। আমি মোবাইল আর আমার নীড় আমার নোকিয়া মোবাইলের থাইলেন্ড কোম্পানির ব্যাটারি। যেই ব্যাটারি আমাকে এনার্জি দেয় বলেই আমি এখনো সচল আছি।

চন্দনকন্যা

আমি রাগিনী, আমি অভিমানী, আমি মনহিনী, আমি মনদিনী, আমি এক পথচারীনি। ভালবাসি প্রকতি,ভালবাসি মানুষ, ভুল বুঝে এরা আমায় করে তুলে অমানুষ।বোঝাতে চাই মনের কথা বোঝে নাতো কেউ, না বুঝে দোষে দেয় আমায় কেউ কেউ। নীর আমার ভালবাসা

চন্দনকন্যা › বিস্তারিত পোস্টঃ

আমার ভালো লাগার কিছু মুহুর্ত , শেয়ার করলাম আপনাদের সাথে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

সারাদিন কি করি আমি?

কিছুই না। ঘুমাই, খাই , টিভি দেখি আর ইনটারনেট ব্রাউজ করে চাকরি খুজি। এভাবে বাসা্য থাকতে থাকতে মাঝে মাঝে এত খারাপ লাগে যে মনটা চা্য কোথাও পালিয়ে চলে যাই। যেখানে কেউ আমাকে খুজে পাবে না। কিন্তু তারপরেও কিছু মুহুর্ত আছে যখন নিজের বাসায় থাকতেই বেশী ভাল লাগে। ঠিক এইসব মুহুর্তগুলোর জন্য বাসা থেকে কোথাও যেতে ইচ্ছা করে না। আমার ভাল লাগার মুহুর্তগুলো সবার সাথে শেয়ার করতে চাই।



সকালে ঘুম থেকে উঠে যখন দেখি আমার বন্ধ রুমে জানালা দিয়ে হালকা আলো এসেছে তখন খুবই ভালো লাগে।



ঘুমটা পুরোপুরি ভাঙার আগেই রুমে আব্বু চলে এসে মাথায় হাত বুলাতে বুলাতে যখন বলে "মা ওঠো, আর কত ঘুমাবা"।



তারপর ঠিক এক ঘন্টা পর এক হাতে এক কাপ চা এবং অন্য হাতে টিভির রিমোট দিয়ে টিভি দেখার মজাই আলাদা।



ঠিক দুপুরে আব্বু বাসা্য আসার পর এক সাথে ভাত না খেলে মনে হয় আজকের দিনটাই যেন উল্টাপাল্টা। খাওয়ার টেবিলে বসে আব্বুর সাথে একটু ঝগরা মানে দুষ্টামি করতেই হবে।



খাওয়ার পরে যদি আব্বু আম্মুর রুমে একসাথে বসে টিভি দেখবো আর গল্প করবো। যেদিন আপু বাসায় আসে সেদিন তো কোন কথাই নাই। ধুমায়া আড্ডা



বিকেলে আব্বু বাহিরে চলে যাওয়ার আগে একসাথে বসে চা তো খেতেই হবে।



সন্ধা হলে আমার নুডুলস রান্না করতে খুবই ভাল লাগে।




এই ছিল আমার কিছু ভাল লাগার মুহুর্ত। হয়তো সবার জীবনেই এই ধরনের কিছু মুহুর্ত থাকে।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

একেই বলে রোজনামচা । .........

মা-বাবার সাথে সময় কাটানোর মুহুর্তগুলো সত্যিই ...........

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

চন্দনকন্যা বলেছেন: "রোজনামচা" মানে কি?

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

শার্লক বলেছেন: ভাল তো। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

চন্দনকন্যা বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

আধখানা চাঁদ বলেছেন: ভাল ভাল । মা-বাবার প্রতি আরো যত্নবান হবেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

চন্দনকন্যা বলেছেন: অবশ্যই। আপনিও আপনার মা-বাবার প্রতি যত্নবান হবেন। তাদের ইচ্ছাকেই সবকিছুর আগে দেখবেন।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: অসাধারণ মুহুর্ত................আপনার ভালোলাগা এবং ভালোথাকার মুহুর্তগুলো সারাজীবন আপনাকে আচ্ছন্ন করে রাখুক এই শুভকামনা থাকলো।

ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

চন্দনকন্যা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা রইল। ভাল থাকবেন।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জীবনের শ্রেষ্ঠ সময় পার করছেন... উপভোগ করে নিন... :D :D

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

চন্দনকন্যা বলেছেন: আমিও জানি জীবনের শ্রেষ্ঠ সময় পার করছি। আমার নীড় ও আমাকে এই কথা বলে।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

পথহারা সৈকত বলেছেন: আপনে কোন দ্যাশে থাকেন, জাতি জানতে চায়..... :D

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

চন্দনকন্যা বলেছেন: কেন ভাই? কোন অসুবিধা আছে নাকি?

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

ছেরা_লুংগী বলেছেন: সবকিছুই ভালো লাগলো, ভালো লাগলোনা আপনার হাতের রান্না নুডুলস না খেতে পেরে । নুডুলস আমার খুব প্রিয় খাবার ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

চন্দনকন্যা বলেছেন: আমারও খুবই প্রিয় তাইতো প্রতিদিন রান্না করি।

আর আপনারও চিন্তার কোন কারন নেই। দোয়া করি আপনার জীবনেও এমন কেউ আসবে যে আপনাকে প্রতিদিন নুডুলস রান্না করে খাওয়াবে।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

মেহেরুন বলেছেন: আপনার ভালোলাগার মুহূর্তগুলোর সাথে আমার ভালোলাগার অদ্ভুত মিল। কিন্তু আর কিছুদিন পরেই বাবার সাথে কাটানো মুহূর্ত গুলো আর পাবো না। চলে যেতে হবে নতুন জীবনের পথে। :(

আপনার জন্য শুভকামনা রইলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

চন্দনকন্যা বলেছেন: ধন্যবাদ।

কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আমরা একই পথের পথিক তাই মিল তো থাকবেই আমাদের মধ্যে। দোয়া করি আপনার নতুন জীবন আপনার জন্য অনেক আনন্দ বয়ে আনুক। শুভ কামনা রইল আপনার প্রতিও।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

আমি তুমি আমরা বলেছেন: পরিবারের সাথে কাটানো প্রতিটি মূহূর্তই অসাধারন, অমূল্য

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

চন্দনকন্যা বলেছেন: আসলেই অমুল্য। তাইতো আপনাদের সবার সাথে শেয়ার করলাম।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

মাক্স বলেছেন: আমি তুমি আমরা বলেছেন: পরিবারের সাথে কাটানো প্রতিটি মূহূর্তই অসাধারন, অমূল্য

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: নাইস :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

চন্দনকন্যা বলেছেন: থ্যাংকস :)

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

মাটিরমানুষ বলেছেন: আপনার ভালোলাগাটা অনেক ভালো লাগলো আপু।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

চন্দনকন্যা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

নীল-দর্পণ বলেছেন: মুহুর্তগুলো সারা জীবন থাক এরকম :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

চন্দনকন্যা বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

মাটিরমানুষ বলেছেন: ৩ বছর পর আবার ব্লগ এ এসে ভালোই লাগছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

চন্দনকন্যা বলেছেন: স্বাগতম আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.