নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিন্দুর জন্য

আমি চন্দ্রবিন্দুর জন্য লিখি।

চন্দ্রবিন্দুর জন্য › বিস্তারিত পোস্টঃ

অকারনেই কেটে গেল জীবনের অনেকটা বৎসর।

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৪

কিভাবে যে জীবনের ২৪ টা বৎসর কাটিয়ে দিলাম কিছুই জানিনা।
অর্ধেকটা জীবন কাটিয়ে দিলাম না পারলাম কিছু শিখতে না পারলাম কিছু বুজতে।
আমার পরিচিত দের থেকে আলাদা করে সময় টা কাটিয়ে দিলাম।
সব সময় মনে হয় ওদের থেকে আমার কি যেন নাই।

ইংরেজিতে একটা কথা আছে what do you do for a living (আপনি আয়-রোজগারের জন্য কি করেন)।
আমি আমার বয়সের পরিচিত একজনকে যদি জিজ্ঞেস করি আপনি কি করেন নিশ্চই সে বলবে আমি পড়ালেখা করি/ চাকরি করি/ ব্যাবসা করি অথবা অন্য কিছু।

আর যদি জিজ্ঞেস করি আপনি ৮/১০ বৎসর আগে কি করেছেন তখন সে বলবে পড়ালেখা করতাম নবম শ্রেনিতে বা দশম শ্রেনিতে।
এই কথা গুলো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কোন উত্তর থাকবে না।
থাকবেই বা কোথা থেকে আমি যে আগে তাদের দলে ছিলাম না।
কোথা থেকে যে উড়ে এসে তাদের দলে যোগ দিলাম বুজতেই পারি না।

যারা আমাকে চিনে জানে তারা কেউ কেউ আমাকে অসাধারন মনে করে, আমি সবসময় নিজেকে খুব সাধারন মনে করি।
আর বিস্বাস করি আমার বৃত্তের মধ্যে যারা আছে সবার অনেক সাধনা করা অনেক কিছু আছে যা আমার নাই।
থাকবেই বা কোথা থেকে আমি কখনো যে কোনো সাধনা করি নাই।
আমি জানি তোমরা যেই সাধনা করে বড় হয়েছ আমি সারা জীবনেও তা অর্জন করতে পারব না। আর আমার যে পিছনে ফিরে তাকানোর এক বিন্দু সময়ও নেই।

মাঝে মাঝে খুব কষ্ট হয় কেনো যে তোমাদের দলে যোগ দিলাম
আমার তো এখানে আসার কথা ছিলো না।
কিসের তরে অপরিচিত শহরে চলো এলাম।

খুব ইচ্ছে করে রাখাল হয়ে ফিরে যাই অচেনা এক নগরে।

তবুও অনেক সুখে আছি মনে কোন কষ্ট নেই, হয়তো নতুন কিছু অর্জন করতেই এখানে আছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.