নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিন্দুর জন্য

আমি চন্দ্রবিন্দুর জন্য লিখি।

চন্দ্রবিন্দুর জন্য › বিস্তারিত পোস্টঃ

যেই মেয়েটাকে ধর্ষন এর পর খুন করা হয়েছে তার নাম ”মাহফুজা”

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪০

গতকাল গাজীপুরের কাপাসিয়ায় গিয়েছিলাম।
আমাদের বাসা থেকে কাপাসিয়া প্রায় ৪৫ কিঃ মিঃ দূরে
আমি সেখানে বেড়াতে যাই নাই গিয়েছিলাম একটা কাজে

গতকাল দুপুরে খবর পেলাম কাপাসিয়ায় একটি মেয়েকে ধর্ষন এর পর হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যাতা নিশ্চত হওয়ার জন্য আমরা আমাদের টিম সহ কাপাসিয়ার উদ্যেশে রওনা করলাম বিকাল ৩ টার পরে।

ঘটনা স্থল এ গিয়ে জানতে পারি।
যেই মেয়েটাকে ধর্ষন এর পরে খুন করা হয়েছে তার নাম ”মাহফুজা”
গত বৃহস্পতিবার রাতে উপজেলার চাদঁপুর ইউনিয়নের জায়গীর গ্রামে নিজ ঘরে রিনা (৩৪)তার ভাতিজি মাহফুজাকে (১১) নিয়ে ঘুমাতে যায়। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ঘরে হানা দিয়ে মাহফুজাকে ধর্ষন করে। পরে মাহফুজাকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এসময় তার ফুপু রিনাকেও মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়।
নিহত মাহফুজা কাপাসিয়ার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

আমরা যেয়ে দেখলাম মাহফুজার মা বাকরুব্দ হয়ে আছে কথা বলতে পারছে না।
মাহফুজার বাবা পাশেই বসে আছে আর বড় বোনটা পৃথিবীটাকে ভেঙ্গে চুরমার করার চেষ্টা করছে। আর ভাই টা নির্বাক দাড়িয়ে আছে। কারো চোখে আর কোন জল নেই থাকবেই বা কোথা থেকে আগের দিন রাত থেকেই তারা কান্নাকাটি করে সাগরের সব জল শুকিয়ে মরুভুমি বানিয়ে ফেলেছে।
বাকরুব্দ মাহফুজার মাকে অনেক মহিলারা কথা বলানোর চেষ্টা করছে। সে কোন কথা বলছে না শুধু তাকিয়ে আমাদের কে দেখছে।
আমরা ৫ মিনিট ধরে তাকে ডাকাডাকি করার পর সে চেঁচিয়ে উঠল।
বলতে লাগল আমার মেয়েকে মেরে ফেলেছে ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে
আমার ছোট মেয়েটা ঘুমিয়ে ছিল আমার ঘুমন্ত মেয়েটাকে ওরা মেরে ফেলেছে আমি আপনাদের কাছে বিচার চাই।
মাহফুজার মায়ের কথা গুলো শুনে আমার অনেক দিনের শুকনো চোখ দুটি ভিজে গেল।
মায়ের আত্মনাদে আর চোখ গুলো না মুছে পারলাম না।
উপর দিকে তাকিয়ে দেখলাম সবাই আমাকে দেখছে তারা হয়তো বলতে চাইছে আমি কেন কাঁদছি। আর এত মানুষের সামনে কাঁদতে আমার একটুও লজ্জা করল না।
কিছু ক্ষন পর দেখলাম মাহফুজার লাশ নিয়ে এসেছে
একটু পরেই সবাই মাহফুজাকে শেষ বারের মত দেখবে।
আর তখন কার আত্মনাদ পৃথিবীর সব সব্দকে হার মানাবে
সেই আত্মনাদ শোনার মত সক্তি আমাদের আর রইল না
তাই আমরা মাহফুজাদের বাড়ি থেকে চলে এলাম।

মাহফুজার বাবা মা মাহফুজা হত্যার সঠিক বিচার দাবি করছে।
হয়তো মাহফুজা হত্যার বিচার হবে এমনও হতে পারে কারো ফাসি হবে।
যদি সঠিক বিচার হয় মাহফুজার মা কি মাহফুজাকে ভুলে যাবে?

না কখনও মা তার সন্তান কে ভুলতে পারে না।

আমাদের দেশে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে।
মাহফুজার মত আরো অনেক মেয়েকেই ধর্ষন করা হচ্ছে হত্যা করা হচ্ছে।
কিন্তু মাহফুজাদের মায়েদের কি হচ্ছে তা আর কেউ জানতে চাইছে না জানতে পারছে না।
মাহফুজার মায়ের জন্য অনেক কষ্ট হচ্ছে।
কেন এমন হলো?
কি করে মাহফুজার মা মাহফুজাকে ছাড়া থাকবে?
কেন মাহফুজার মত একটা শিশুও অমানুষদের হাত থেকে রেহাই পেল না?
আল্লার কাছে দোয়া করি মাহফুজার যেন বেহেস্ত নছীব হয়।
আর আল্লাহ যেন মাহফুজার মাকে মাহফুজাকে ছাড়াই বাচার তৈাফিক দান করেন।

আপনারা সবাই দোয়া করবেন আর কোন মেয়েকে যেন মাহফুজা হতে না হয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪

নুর ইসলাম রফিক বলেছেন: আল্লার কাছে দোয়া করি মাহফুজার যেন বেহেস্ত নছীব হয়।
আর আল্লাহ যেন মাহফুজার মাকে মাহফুজাকে ছাড়াই বাচার তৈাফিক দান করেন।

২| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০১

ঢাকাবাসী বলেছেন: প্রতিদিন এরকম শত শত মাহফুজারা ধর্ষিতা হচ্ছে, করছে পুলিশ নেতা ছাত্র গুন্ডা সবাই। শাস্তি হয় না কারোই। ফলে ওটা বাড়ছেই।

৩| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১:৫৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আল্লার কাছে দোয়া করি মাহফুজার যেন বেহেস্ত নছীব হয় ।
আর আল্লাহ যেন মাহফুজার মাকে মাহফুজাকে ছাড়াই বাচার তৈাফিক দান করেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.