নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিন্দুর জন্য

আমি চন্দ্রবিন্দুর জন্য লিখি।

চন্দ্রবিন্দুর জন্য › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় ছবির তালিকায় শীর্ষ স্থান করে নিয়েছে টুইলাইট সিরিজ (The Twilight)

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২০

আমি ছোট বেলা থেকেই ছবি (মুভি) দেখতে খুব পছন্দ করি।
জীবনে অনেক ছবি দেখলেও আমার প্রিয় ছবির তালিকায় শীর্ষ স্থান করে নিয়েছে টুইলাইট সিরিজ (The Twilight) টুইলাইট ছবির কাহিনীতে তিনটা থিম আছে তার মধ্যে ভালোবাসা রয়েছে সবচেয়ে বেশি। আরো আছে ভাম্পায়ার (পিচাশ) এবং ভাল্লুক।

তবে যাই হোক ছবিটার একটু গল্প বলি।
বেলা সোয়ান ফিনিক্স শহর থেকে ফরক ওয়াশিংটন এ আসে এবং স্থানীয় একটি স্কুলে ভর্তি হয়। বেলা অনেক সুন্দরী এবং ফিনিক্স থেকে এসেছে তাই স্কুলে আসার পর পরই অনেক স্মাট ছেলে বেলা কে পছন্দ করে। বেলা কাউকেই পাত্তা দেয় না।
কয়েক দিন পরই বেলা একটা সুন্দর (সাদা) ফ্যামিলির কয়েকজন ছেলে মেয়েকে দেখতে পায়। সবই জোড়া জোড়া থাকলেও এডওয়ার্ড নামের একজন একা আর বেলা তাকেই পছন্দ করে ফেলে এবং ক্লাসে একই বেঞ্চে বসে। কয়েকদিনের মধ্যেই বেলা জানতে পারে এডওয়ার্ড এবং তার ফ্যামিলি ভাম্পায়ার (পিচাশ)। এডওয়ার্ড ভাম্পায়ার হোক আর যাই হোক বেলা যে তার প্রেমে পড়ে গেছে। বেলা কিছুতেই এডওয়ার্ডকে ছাড়তে পারে না।
কয়েকদিন পরেই এডওয়ার্ড আর এডওয়ার্ড এর ফ্যামিলি ফরক ওয়াশিংটন থেকে চলে যায় এবং এডওয়ার্ড বেলার সাথে কোন যোগাযোগ করে না। এডওয়ার্ডকে ছাড়া বেলা সোয়ান পাগল হয়ে যায়। যদিও এডওয়ার্ড কয়েক মাস পড়েই ফিরে আসে।

আসল কথা হচ্ছে
বেলা সোয়ান একটা ভাম্পারকে ভালোবসে অনেক কষ্ট দেওয়ার পরও।
আসলে ভালোবাসা কোন ভাম্পায়ার আর ভাল্লুক বোঝে না।
ভালোবাসা শুধু তার প্রিয়জন কে খোজে সে হোক অনেক ভালো অথবা নিষ্ঠুর।
আমিও কি জানি কি অনুসন্ধান করি হয়তো সেটা আলো অথবা আধাঁর
এখনও স্থির করতে পারি নাই আসলে আমি কি চাই
আমি কি অনুসন্ধান করছি।
হয়তো একদিন পাবো যা আমি চাই হোক সেটা কালো অথবা ভালো।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৩১

কেএসরথি বলেছেন: বাবুদের মুভি :)

২| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৩

সুমন কর বলেছেন: এডা কোন মুভি হলো !! B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.