![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশে মার্চ আমার চন্দ্রবিন্দুর জন্মদিন ছিল।
আমি অনেক অনেক কিছু দিয়ে অনেক আশা নিয়ে চন্দ্রবিন্দুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম। কিন্তু সেদিন চন্দ্রবিন্দু একটা কথা বলে সব কিছু উলট পালট করে দেয়।
সেদিন এর পর থেকে আমার ইচ্ছে করছিল আমি আর চন্দ্রবিন্দুর সাথে কথা বলব না।
কিন্তু অনেক দিন পরে গত ১৫ এপ্রিল জানতে পারি চন্দ্রবিন্দুর একটা রোগ হয়েছে অপারেশন করতে হবে।
কথাটা শুনে সেদিন আমার কোন প্রতিক্রিয়াই ছিল না। আমি সত্যি করেই বুঝতে পারি নাই আসলে আমার খারাপ লাগছে না ভালো লাগছে।
তারপর থেকে কয়েকদিন ভাবতে থাকি চন্দ্রবিন্দুর কেন এমনটি হল?
কয়েকদিন পরেই চন্দ্রবিন্দুকে আমার খুব দেখতে ইচ্ছে করে
তারপর একদিন চন্দ্রবিন্দুর সাথে আমার দেখা হয়ে যায়।
আমাদের অনেক কথা হয়। চন্দ্রবিন্দুর অনেক অজানা কথা আমি জানতে পারি, অবশেষে আমি আবার চন্দ্রবিন্দুর প্রেমে পড়ে যাই।
এখন আমি সত্যিই বুঝতে পারছি না আমি কি দিনে দিনে পাগল হয়ে জাচ্ছি?
না চন্দ্রবিন্দুর গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছি?
যদি পাগল হয়ে যাই তাহলে তো আমার কোন চন্দ্রবিন্দু প্রোয়জন নেই।
আর যদি গভীর প্রেমে পড়ে যাই তাহলে তো একবার চন্দ্রবিন্দুকে ভালোবাসি বললেই পারি।
আজ আমার ইচ্ছে করছে আমার সবকিছুর বিনিময়ে হলেও চন্দ্রবিন্দু আগে সুস্থ হয়ে উঠুক।
চন্দ্রবিন্দু সুস্থ হলেই আমি বলে দেব আমি তাকে অনেক ভালোবাসি।
হয়তো তখন এর উলটোটাও হতে পারে।
চন্দ্রবিন্দুও হয়তো এখন আমাকে ভালোবাসে। হয়তো সেও আমার মতই পাগল হয়ে আছে একবার ভালোবাসি বলার জন্য।
আল্লাহর কাছে প্রার্থনা করি চন্দ্রবিন্দু যেন দ্রুত সুস্থ হয়ে যায়।
.........................চন্দ্রবন্দিুর জন্য...........................
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২১
সহজপাঁচালি বলেছেন: ‘ভালবাসি’ বলার জন্য সুস্থই হতে হবে কেন?
তবে কি অসুস্থ চন্দ্রবিন্দুকে আপনি ভালবাসতে পারছেন না?
এমনতো হতে পারে ওটাই তাকে বাঁচতে সাহায্য করবে!
যাহোক, ওল্টোপাল্টা কিছু বলতে চাইছি না। শুধু এইটুকু বলতে চাই চন্দ্রবিন্দু তো একা বাঁচতে পারে না। কোনকিছু লিখতে গেলেই দেখবেন চন্দ্রবিন্দুর সাথে কেউ না কেউ আছে। তো তার বাঁচতে হলে তো কাউকে সাথে চাই নাকি! ভালোবাসাটাই তো সবকিছু না।
নির্মলেন্দু গুণের একটা কবিতা পড়েছিলাম যার প্রথম কয়েকটা লাই এমন:
“আমি বলছি না ভালোবাসতেই হবে
আমি চাই কেউ আমার জন্য অপেক্ষা করুক....”
ধন্যবাদ
চন্দ্রবিন্দুর জন্য শুভকামনা
বিদ্র:
যাচ্ছি আর বুঝতে বানান ভুল করে জাচ্ছি আর বুজতে লেখা হয়েছে।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৩
চন্দ্রবিন্দুর জন্য বলেছেন: আমি এর আগে একটি আরটিকেল লিখেছি।
"জীবনের বাঁকে অগোচরে রয়ে যাওয়া কিছু বাস্তবতা।"
সেখানে আমি তুলে ধরেছি চন্দ্রবিন্দুর সাথে আমার কত আগে থেকে পরিচয়, আর কেন আমি তার প্রেমে পড়েছিলাম। ওটা ছিল আমার প্রথম প্রেমে পড়া,
দ্বিতিয় বার আমি চন্দ্রবিন্দুর প্রেমে পড়েছি ও অসুস্থ বলেই।
আমি আসলে চন্দ্রবিন্দুকে ভালোবাসি হোক সে সুস্থ অথবা অসুস্থ।
আমি যদি এখন চন্দ্রবিন্দুকে ভালোবাসি কথাটা বলি হয়তো সে মানসিক চাপে থাকবে।
আমি সত্যিই চাই না আমার জন্য সে কোন চাপে থাকুক।
বিদ্র: আমি আসলে মূর্খ মানুষ তাই ঠিক মত বানান করতে পারি না, ঠিক মত লিখতে পারি না।
আমার লেখা পড়তে অসুবিদা হওয়ার জন্য আমি দুঃখিত।
@সহজপাঁচালি
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৪
মুক্তকণ্ঠ বলেছেন: আপনার চন্দ্রবিন্দুর জন্যে শুভকামনা।