![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমার এক হাইস্কুল ফ্রেন্ডের বিয়ে৷ যৌতুক হিসেবে নিচ্ছে দুই লক্ষ টাকা আর দুই ভরি স্বর্ন৷মেয়ের বাবা গরিব জমি বিক্রি করে যৌতুক পরিশোধ করছে৷ আমি ফ্রেন্ডকে বললাম অনেকে অনেক কষ্ট করেও ভালবাসার মানুষকে পায়না৷আর তুই পেয়েও যৌতুক নিচ্ছিস৷ও বললো খুশি হয়ে দিচ্ছে৷আমি বললাম বাবা মা তার সন্তানকে ছোট থেকে এই পর্যন্ত বড় করেছে কত কষ্টে কত ভালবেসে৷সেই সন্তানকে অন্যের ঘরে দিয়ে দিচ্ছে সারাজীবনের জন্য,এ যে কী কষ্ট!এর পরেও শেষ সম্বল জমি টুকুও বিক্রি করে যৌতুক দিতে হচ্ছে৷
এটাতো গেল নিম্নবিত্ত পরিবারের কথা৷
আমরা সবাই বলি জাতি শিক্ষিত হলে যৌতুকের হার কমবে,কিন্তু দেখুন শিক্ষিত ও উচ্চবিত্তরা যৌতুক নিচ্ছে অভিনব কায়দায়৷এরা বলছে আমরা কিছু চাইনা শুধু মেয়েকে আর মেয়ে যে ঘরে থাকবে সেই ঘ়রটা সাজিয়ে দিলেই হবে৷এরা নগদ টাকা নিচ্ছেনা অথচ লক্ষ লক্ষ টাকার গহনা ও আসবাবপত্র নিচ্ছে৷সুতরাং যৌতুকের অভিশাপ আমাদের ছাড়ছে না৷শুধু যৌতুক দেওয়া ও নেওয়ার ধরন পাল্টাচ্ছে৷ইসলাম কিন্তু যৌতুককে সম্পূর্নরুপে হারাম বলে ঘোষনা দিয়েছে৷এবং মেয়েকে উপযুক্ত মোহরানা প্রদানের মাধ্যমে বিবাহ করতে বলা হয়েছে৷
তবেই আমরা এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি যদি শুধু ধর্মীয় অনুশাসন মেনে চলি৷আসুন আমরা নিজেকে বদলাই,সমাজকে বদলে দেই৷
©somewhere in net ltd.