নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: চঞল মাহমুদ

যারা বার বার ভূল করে,আমি তাদেরই একজন,স্বপ্নহীন মানুষ হিসেবে বেঁচে আছি.প্রতিটি জীব সৃষ্টির পেছনে প্রকৃতির একটি উদ্দেশ্য থাকে.সব সময় চাই যেন তার ইচ্ছাটা বাস্তবায়ন করতে পারি.আমি স্রষ্টাকে খুঁজিনা.আমি আমাকেই খুঁজিয়া বেড়াই.

মো: চঞল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

যৌতুক ও বাংলার সমাজ

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

আজ আমার এক হাইস্কুল ফ্রেন্ডের বিয়ে৷ যৌতুক হিসেবে নিচ্ছে দুই লক্ষ টাকা আর দুই ভরি স্বর্ন৷মেয়ের বাবা গরিব জমি বিক্রি করে যৌতুক পরিশোধ করছে৷ আমি ফ্রেন্ডকে বললাম অনেকে অনেক কষ্ট করেও ভালবাসার মানুষকে পায়না৷আর তুই পেয়েও যৌতুক নিচ্ছিস৷ও বললো খুশি হয়ে দিচ্ছে৷আমি বললাম বাবা মা তার সন্তানকে ছোট থেকে এই পর্যন্ত বড় করেছে কত কষ্টে কত ভালবেসে৷সেই সন্তানকে অন্যের ঘরে দিয়ে দিচ্ছে সারাজীবনের জন্য,এ যে কী কষ্ট!এর পরেও শেষ সম্বল জমি টুকুও বিক্রি করে যৌতুক দিতে হচ্ছে৷

এটাতো গেল নিম্নবিত্ত পরিবারের কথা৷

আমরা সবাই বলি জাতি শিক্ষিত হলে যৌতুকের হার কমবে,কিন্তু দেখুন শিক্ষিত ও উচ্চবিত্তরা যৌতুক নিচ্ছে অভিনব কায়দায়৷এরা বলছে আমরা কিছু চাইনা শুধু মেয়েকে আর মেয়ে যে ঘরে থাকবে সেই ঘ়রটা সাজিয়ে দিলেই হবে৷এরা নগদ টাকা নিচ্ছেনা অথচ লক্ষ লক্ষ টাকার গহনা ও আসবাবপত্র নিচ্ছে৷সুতরাং যৌতুকের অভিশাপ আমাদের ছাড়ছে না৷শুধু যৌতুক দেওয়া ও নেওয়ার ধরন পাল্টাচ্ছে৷ইসলাম কিন্তু যৌতুককে সম্পূর্নরুপে হারাম বলে ঘোষনা দিয়েছে৷এবং মেয়েকে উপযুক্ত মোহরানা প্রদানের মাধ্যমে বিবাহ করতে বলা হয়েছে৷

তবেই আমরা এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি যদি শুধু ধর্মীয় অনুশাসন মেনে চলি৷আসুন আমরা নিজেকে বদলাই,সমাজকে বদলে দেই৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.