নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিটি সলু্শন বিডি

i am a SEO.

সিটি সলু্শন বিডি › বিস্তারিত পোস্টঃ

এইচটিএমএল এলিমেন্ট রেফারেন্স

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

বর্ণের ক্রমানুসারে এইচটিএমএল ট্যাগ
ট্যাগ বর্ণনা
এটা দ্বারা কমেন্ট বুঝায়। অর্থাৎ এই ট্যাগ দিয়ে কমেন্ট করা হয়।
ডকুমেন্ট এর টাইপ বুঝায়। এটি এইচটিএমএলের কোনো ট্যাগ নয়। এটি ওয়েব ব্রাউজারের জন্য একটি নির্দেশনা মাত্র
ট্যাগ দ্বারা হাইপারলিংক (hyperlink) বুঝায়, যেটি এক পেজ থেকে অন্য পেজে লিংক করতে ব্যবহার হয়।
এলিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ন এট্রিবিউট হচ্ছে href এট্রিবিউট যেটি লিংকের গন্তব্য নির্দেশ করে।
এটা দ্বারা কোন একটি শব্দ গুচ্ছের সংক্ষিপ্তরুপ বুঝায়।
একটি ডকুমেন্ট এর লেখকের/মালিক এর যোগাযোগের তথ্য বুঝানোর জন্য ব্যবহার করা হয়।
ইমেজ ম্যাপ এর ভিতর একটি এরিয়াকে নির্দেশ করে ।
আর্টিকেল এর জন্য ব্যবহার করা হয়।
সাউন্ড কন্টেন্ট এর জন্য ব্যবহার করা হয়। সাধারনত অডিও যুক্ত করা হয়।
টেক্সট কে বোল্ড(bold) করার জন্য ব্যবহার করা হয়।
ওয়েব পেজে ব্যবহারকৃত সকল লিংকের URLs এবং টার্গেট নির্ধারণ করে।
একটি টেক্সটকে বিচ্ছিন্ন বা আলাদা করার জন্য ব্যবহার করা হয়।
বর্তমান টেক্সট ডিরেকশনকে ওভাররাইট করার জন্য ব্যবহার করা হয়।
অন্য সেকশন থেকে ব্লককোডের সেকশনকে আলাদা করে।
ডকুমেন্টের বডি কে বুঝায়।একটি এইচটিএমএল ডকুমেন্টের সব কন্টেন্টগুলোই এলিমেন্টের মধ্যে থাকে
ট্যাগের মাধ্যমে এক লাইনের ব্রেক নেওয়া হয়। অর্থাৎ ব্যবহার করলে ওইখান থেকে লাইন ব্রেক করে পরের লাইনে চলে যাবে।
ক্লিক করা যায় এমন বাটন তৈরী করতে ব্যবহার করা হয়।
স্ক্রিপ্ট ব্যাবহার করে গ্রাফিক্স আঁকতে ট্যাগ ব্যাবহার করা হয়।
ট্যাগ শিরোনামের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ টেবিলের শিরোনাম দেয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।
কোন একটি কাজের টাইটেল(title) এর জন্য ব্যবহার করা হয়।
ট্যাগ দ্বারা কম্পিউটার কোডের একটি অংশকে বুঝায়।
একটি এলিমেন্টের প্রতিটি কলামের জন্য কলাম প্রোপার্টি ব্যবহার করা হয়।
টেবিলের এক বা একাধিক কলামকে সাজানোর জন্য ব্যাবহার করা হয়।
ইনপুট এলিমেন্টের জন্য কিছু পূর্বনির্ধারিত অপশনের একটি লিস্ট উল্লেখ করে।
বর্ণনামূলক লিস্টের ব্যাখ্যা/বিবরন বর্ণনা করার জন্য ব্যাবহার করা হয়।
ডকুমেন্ট থেকে ডিলেট হয়ে গেছে এরকম টেক্সটকে বুঝাইয় অথবা টেক্সট আপডেট অথবা পরিবর্তন দেখানোর জন্য ব্যবহার করা হয়।
কিছু অতিরিক্ত তথ্যকে নির্দেশ করে, যেটা চাইলে একজন ব্যবহারকারী ভিউ অথবা হাইড করতে পারে।
একটি টার্মের উদাহরণকে তুলে ধরতে সাহায্য করে।
একটি ডায়ালগ বক্স অথবা ডায়ালগ উইন্ডোকে বুঝানোর জন্য ব্যবহার করা হয়।
ডকুমেন্টের মধ্যে একটি division বা একটি section নির্দেশ করে করে।
লিস্ট আইটেমের বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়।
বর্ণনামূলক লিস্টের নাম অথবা শর্ত নির্ধারন করার জন্য ব্যবহার করা হয়।
টেক্সট এম্পাসাইজ করার জন্য ব্যবহার করা হয়। টেক্সট ইতালিক আকারে প্রদর্শিত হয়
এক্সটার্নাল এপ্লিকেশন ফ্লাশ এনিমেশন ফাইল,ইমেজ,ভিডিও,ইঊটিউব ভিডিও অথবা ইন্টারেক্টিভ বিষয়বস্তু(একটি প্লাগ-ইন) নির্ধারণ করে।
ফরম এর মধ্যে গ্রুপ সম্পর্কিত এলিমেন্ট তৈরিতে ব্যবহার হয়। এবং এলিমেন্টের চারদিকে একটি বক্স তৈরি করে।
এলিমেন্টের শিরোনামকে বুঝানোর জন্য ব্যবহার করা হয়।
স্বয়ংসম্পূর্ন কন্টেন্ট যেমন কোন কিছুর ব্যাখ্যা , ডায়াগ্রাম, ছবি, কোডের লিস্ট ইত্যাদি নির্দেশ করে।
একটি ডকুমেন্ট অথবা সেকশনের ফুটার(footer)নির্দেশ করে।
ব্যবহারকারীর তথ্য ইনপুট নেয়ার জন্য একটি এইচটিএমএল ফরম তৈরী করতে ব্যবহার করা হয়।
থেকে এইচটিএমএল এর হেডিং/শিরোনামের জন্য ব্যবহার করা হয়।
একটি ডকুমেন্টের কিছু তথ্যকে নির্দেশ করে।
একটি ডকুমেন্ট বা সেকশনের শিরোনাম(header) এর জন্য ব্যবহার করা হয়।
কোন একটি কন্টেন্টের পরে হরিজন্টাল রেখা টানার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়।
একটি এইচটিএমএল ডকুমেন্টের মূল ট্যাগ এর জন্য ব্যবহার করা হয়। এটি অন্যান্য সকল এইচটিএমএল এলিমেন্টের ধারক।
টেক্সট এর নির্দিষ্ট অংশ ইতালিক(italic) আকারে প্রদর্শিত হয়।
একটি ইনলাইন ফ্রেম এর জন্য ব্যবহার করা হয়।ডকুমেন্টের মধ্যে আরেকটি ডকুমেন্ট বসানোর জন্য ব্যবহার করা হয়।
ইমেজ অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
একটি ইনপুট ফিল্ড নির্দিষ্ট করে যেখানে ব্যবহারকারী তথ্য প্রবেশ করতে পারে।
ডকুমেন্টে নতুন টেক্সট যুক্ত করতে ব্যবহার করা হয়।
কী-বোর্ড ইনপুট এর জন্য ব্যবহার করা হয়।
ফর্মের মধ্যে key-pair জেনারেটর ফিল্ড এর জন্য ব্যবহার করা হয়।
এলিমেন্ট এর লেভেলকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়।
এলিমেন্টের ক্যাপশন নির্দেশ করতে ব্যবহার করা হয়।
লিস্ট আইটেমের লিস্ট নির্ধারন করার জন্য ব্যবহার করা হয়।
কোন ডকুমেন্ট এবং অন্য কোন external রিসোর্সের সাথে সম্পর্ক বু্ঝায়। (স্টাইল সীট লিংক করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়)
একটি ডকুমেন্ট একটি ডকুমেন্টের মূল বিষয়বস্তু উল্লেখ করে।
ক্লাইন্ট-সাইডের ইমেজ-ম্যাপ এর জন্য ব্যবহার করা হয়।
মার্ক বা হাইলাইট করার জন্য ব্যবহার করা হয়।
কমান্ডের লিস্ট বা মেনু তৈরী করার জন্য ব্যবহার করা হয়।
এটি দ্বারা কমান্ড/মেনু আইটেমকে বুঝায়, যা ইউজার পপ-আপ মেনু থেকে খোচা(invoke)/কল করতে পারে।
এটি একটি ডকুমেন্টের মেটাডাটার জন্য ব্যবহার করা হয়।
কোন কিছুর পরিমাপ বুঝানোর জন্য,ট্যাগ ব্যবহার করা হয়।
নেভিগেশন লিংক এর জন্য ব্যবহার করা হয়।
যে সকল ব্রাউজারে স্ক্রিপ্ট সক্রিয় নয়, সেসকল ব্রাউজারে ট্যাগ বিকল্প কন্টেন্ট হিসাবে কাজ করে।
ডকুমেন্টের মধ্যে একটি এম্বেডেড অবজেক্ট নির্ধারন করে।
ordered লিস্ট এর জন্য ব্যবহার করা হয়।
গ্রুপ সম্পর্কিত অপশনগুলো ড্রপ- ডাউন লিস্টে দেখানোর জন্য ব্যবহার করা হয়।
একটি ড্রপ-ডাউন লিস্টের এক বা একাধিক অপশন এর জন্য ব্যবহার করা হয়।
ফলাফল দেখাতে ব্যবহার করা হয়।
প্যারাগ্রাফ এর জন্য ব্যবহার করা হয়।
প্লাগইন এম্বেড করার জন্য প্যারামিটার নির্ধারণ করতে ব্যবহার করা হয়।
আগে থেকেই ফরম্যাট করা টেক্সট এর জন্য ব্যবহার করা হয়।
কোন টাস্ক বা কাজের প্রোগ্রেস/সফলতা/অগ্রগতিকে বুঝায়।
একটি ছোট উদ্ধৃতি বুঝায়।
যেসকল ব্রাউজারে ruby টীকা সাপোর্ট করে না সেখানে কি দেখাতে হবে তার নির্দেশনা দেয়।
পূর্ব এশিয়ান অক্ষর গুলোর ব্যখ্যা করার জন্য ব্যবহার করা হয়।
ruby টীকা(পূর্ব এশিয়ার টাইপোগ্রাফীর) এর জন্য ব্যবহার করা হয়।
পরিবর্তন বা মুছে ফেলার মত লেখা নির্দেশ করার জন্য ব্যাবহার করা হত। বর্তমানে এটি ব্যাবহার করা হয় না এর পরিবর্তে del ট্যাগ ব্যবহার করুন।
কম্পিউটার প্রোগ্রাম থেকে সাধারন আউটপুট এর জন্য ব্যবহৃত হয়।
ক্লাইন্ট-সাইড স্ক্রিপ্ট (জাভাস্ক্রিপ্ট) উল্লেখ করতে ব্যবহৃত হয়।
ডকুমেন্টের সেকশন নির্দেশ করে যেমনঃ অধ্যায়, হেডার, ফুটার অথবা ডকুমেন্টের যেকোনো সেকশন ।
সাধারনত ড্রপ-ডাউন লিস্টের জন্য ব্যবহৃত হয়।
টেক্সটের আকার ছোট করার জন্য ব্যবহার করা হয়।
মিডিয়া এলিমেন্টে একাধিক মিডিয়া রিসোর্সের জন্য ব্যবহার করা হয়( এবং )
লেখার বা ডকুমেন্টের নির্দিষ্ট অংশে আলাদা স্টাইল দেয়ার জন্য ব্যবহার করা হয়।
ট্যাগ দ্বারা টেক্সট এর গুরুত্ব বুঝায়।
একটি ডকুমেন্টের স্টাইল করার জন্য ব্যবহার করা হয়।
সাবস্ক্রিপ্ট টেক্সটের জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়।
এলিমেন্টকে সংক্ষিপ্ত আকারে দেখানোর জন্য ব্যবহার করা হয়
সুপারস্ক্রিপ্ট টেক্সট এর জন্য ব্যবহার করা হয়।
তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করা হয়।
টেবিলের বডি কন্টেন্টগুলোকে গ্রুপ করার জন্য ব্যবহার করা হয়।
td দ্বারা টেবিল ডাটাকে বুঝায়। অর্থাৎ টেবিলের মধ্যে যে কন্টেন্টগুলো লিখা হয় তাই টেবিল ডাটা।
ইনপুট এর ভেতর এক বা একাধিক-লাইনকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়।
টেবিল এর গ্রুপ ফুটারে কন্টেন্ট যোগ করার জন্য ব্যবহার করা হয়।
টেবিলে শিরোনাম(header) লিখার জন্য এটি ব্যবহার করা হয়।
টেবিল এর গ্রুপ হেডার কন্টেন্ট যোগ করার জন্য ব্যবহার করা হয়।
তারিখ/সময় বুঝানোর জন্য ব্যবহার করা হয়।
কোন একটি ডকুমেন্টের title নাম দেয়ার জন্য ট্যাগ ব্যবহার করা হয়।
টেবিলের সারি বানানোর জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়।
মিডিয়া এলিমেন্টের জন্য টেক্সট ট্র্যাক নির্দিষ্ট করতে ব্যবহার করা হয় ( এবং< অডিও >)।
একটি সাধারন টেক্সট এর নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য ব্যাবহার করা হয়।
আনঅর্ডার(বুলেট) লিস্টের জন্য ব্যবহার করা হয়।
ভেরিয়েবল কে বুঝাতে ব্যবহার করা হয়।
এই ট্যাগের মাধ্যমে ভিডিও এ্যাড করা হয়।
উপযুক্ত স্থানে লাইন ব্রেক করতে ব্যবহার করা হয়

For more details :

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০০

পদাতিক চৌধুরি বলেছেন: বাবারে!! এইচ টি এমএলের মাল্টি ব্যাবহার জানলাম। অনেকের কাজে আসবে নিঃসন্দেহে।

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.