![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতে হবে তুমিই রাজা
প্রজা তোমার দেশের লোক
সবার মুখে ফুটছে হাসি
আসল কিংবা নকল হোক।
সবাই তোমায় বাসে ভালো
একজনও না নিন্দা গায়।
পরের ভালো চাও বা না চাও
সবাই তোমার ভালো চায়।
হাজার বছর বাঁচবে তুমি
পাবে না তো রোগ বালাই
চাওয়া মাত্র সামনে হাজির
রসগোল্লা দুধ মালাই ।
নিঃস্ব হলেও বিশ্ব ব্যাংকে
কোটি টাকা ডিপোজিট
তোমার মাথা ঠিকই আছে
অন্যে না হয় বলুক ছিট।
শোনা কথায় কান দিয়ো না
দিলে সুখে বিঘ্ন হয়।
চক্ষু কর্নের কম ব্যাবহার
সুখের সূত্র তারেই কয়।
©somewhere in net ltd.