নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন বাঁধ ভাঙ্গি, সামুতে বন্যা লাগিয়ে দিই।

মামু আমি সামুতে নতুন আইসি!! ব্যাং ব্যাং...

গাঁজাখোর বাঙ্গাল

নিজের ব্যাপারে লেখাটাই তো বড় কঠিন কাজ। নিজের ঢোল না পিটিয়ে নিজের সম্পর্কে কিছু বলতে পারিনা। তাই আপাতত আফ যাই, পরে কখনো চেষ্টা করে দেখা যাবে। তবে এটুকু বলে রাখা ভাল- আমি একজন ফুল-টাইম গাজাখোর। এবং আশা করি বুঝতে পারছেন একজন গাজাখোর হিসেবে যারপরনাই গর্বিত।

গাঁজাখোর বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

আমি ও আমার আহ্লাদী ছাত্রী (এক্সক্লুসিভ্লি অন গাঁজাখোরজ ব্লগ)

১৯ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৭

আমি একটা পিচ্চি মেয়েকে পড়াই। ক্লাস থ্রিতে পড়ে। ওর ইঁচড়ে পাকা প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে আমার প্রাণ যায়।



- "স্যারর? "

- "হু?

- "আপনার গার্লফ্রেন্ড নেই?"

-"না"

-সত্যি বলছেন?

- (একটু বিরক্ত হয়ে) "হ্যাঁ। কেন?? "

- "না এমনি"



ক্ষণিকের নীরবতা। অতঃপর আবারো....



- "স্যার? আপনার কেন গার্লফ্রেন্ড নেই?"

- (হতাশ হয়ে) "উফ! জানিনা"

- স্যার!! বলেন না আপনার গার্লফ্রেন্ডের নাম কি??

- (একটু রাগত স্বরে) "বললাম না, নেই" ,সাথে একটু হালকা ধমকের সুরে যোগ করলাম, "লিখতে বললাম না? লিখছো না কেন? লিখো।"



এরপর কলম দিয়ে খাতায় কিছু একটা লিখতে যেয়ে, একটু থেমে কি যেন একটা ভেবে, কলমটা মুখের মাঝে ঢুকিয়ে এমন ভাবে চুষতে থাকে যেন কলমের পশ্চাৎদেশ চুইয়ে চুইয়ে মধু পড়ছে!! ঈষৎ চিন্তামগ্ন ভাবে মধু খেতে খেতে হঠাৎ সে প্রশ্ন করে বসে-



- "স্যার আপনার গার্লফ্রেন্ড দেখতে কেমন?"



এ কী বিপদে পড়লাম রে বাবা! বুঝতে পারি, একে এসব বলে কাজ হবে না, তাই এবার ভোল পাল্টাই, ভোল পাল্টিয়ে ঝটপট উত্তর দিই-



-"খুউব সুন্দরী।"



এই কথা শোনা মাত্রই হঠাৎ বেশ উত্তেজিত হয়ে উঠে আমার ছাত্রী। গলার স্বরে কিছুটা রুক্ষতার আভাস-



- "স্যার?? এত্তগুলা মিথ্যা কথা বললেন কেন? আপনার গার্লফ্রেন্ড আছে বলতে প্রব্লেম কি? "



(আলালের ঘরের দুলালি বলে কথা! ইংলিশ মিডিয়ামে পড়ে, একটু চালু মাইয়া তো হতেই হবে। তার উপর আবার বেশ জোরেই বলছিল কথাগুলো। গড নোউস, কখন না পাশের রুম থেকে ওর মা শুনে ফেলে এসব? তারপর যদি জানতে চায় কি নিয়ে কথা চলছে? আর এমন উত্তেজিত হতেও কখনো দেখিনি পিচ্চিটাকে। বেশ ভয় পেয়ে গিয়েছিলাম বৈকি! কিন্তু অতঃপর তাহার উত্তেজনার আকস্মিক প্রশমণ। একটু থেমে বেশ কৌতূহলী চোখে জিজ্ঞেস করলো,



-"আপনারা ডেইট টেইট করেন না? ডেইট করতে কোথায় যান?"



আর মনে মনে ভেবে নিচ্ছিলাম প্রশ্নগুলোর উত্তর কি দেয়া যায়। কিন্তু, আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ও বলে চললো...



- "ওহ শিট! আপুর নাম টাই তো বলেননি এখনো। আপু কি আপনার সাথেই পড়ে? আমাকে একদিন আপুর সাথে দেখা.... "



অপস... জীবন টা আমার দুর্বিষহ হয়ে গেল। এইটারে ধমক দিতে পারিনা। একটু কড়া কথা শোনালে অথবা কিছুটা শাসন করার চেষ্টা করলেই অশ্রুর বন্যা বইয়ে দেই। পড়াশুনা কিছু করেনা। না করলে না করুক পড়াশুনা, তাতে আমার তেমন কিছু আসে যায় না। প্রবলেম একটাই আমি ওকে একটুও কনট্রোল করতে পারিনা। আর আমি ওকে কি আর পড়াবো?? ও আমাকে উলটো "প্রেমোলজী" শেখায়।



- "স্যার, আপনি আপনার গার্লফ্রেন্ডকে সময় দেন না কেন?? কই আমার সামনে তো কথা বললেন না কখনো? কিংবা এস।এম।এস ও তো দেন না। রাতে কথা বলেন তো??"



আমি কি বলবো ভেবে বের করার আগেই বুঝে যাই আমাকে কিছু বলতে হবে না, ও-ই বলে যায়,



- "স্যার শোনেন, আপুকে কখনো কষ্ট দিবেন না কিন্তু! আপু কিন্তু আপনাকে অ......নে.....ক লাভ করে!! "









আললাহ জানেন, এই মেয়েকে আমি ক্যামনে বোঝাবো আমার গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ড নিয়ে আমার কোন মাথাব্যাথাও নেই।



আললাহ জানেন, এই আহ্লাদী মেয়েটাকে আমি কিভাবে সামলাবো !





























******************************************************************************************************

পুনশ্চ ১ : লেখাটি এর আগে Monday, September 27, 2010 আমার ফেসবুক নোট হিশেবে প্রকাশিত হয়েছিল।



পুনশ্চ ২ : আমি আর এখন কারো গৃহপালিত শিক্ষক নই। আমি এই পেশা টা কে মনে প্রাণে ঘৃণা করি।



পুনশ্চ ৩ : গার্লফ্রেন্ড নিয়ে এখন আমার যথেষ্ট মাথাব্যাথা আছে। আমি কোন এক নোয়াখাইল্যা (দুর্ভাগ্যবশত) মহাসুন্দরীর প্রেমে ফাইস্যা গেসি।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১২ সকাল ১০:২০

তিতাস একটি নদীর নাম বলেছেন: নোয়াখাইল্যা মহাসুন্দরী কি আপনার ছাত্রী =p~ =p~ =p~ =p~
সরি মজা করলাম--এমন অনেক অভিজ্ঞতা অনেকের আছে। বিচিত্র অভিজ্ঞতা। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্র/ছাত্রী না পড়ালে চলে না।

১৯ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৫৭

গাঁজাখোর বাঙ্গাল বলেছেন: নাহ! নোয়াখাইল্যা মহাসুন্দরী আমার বিয়ের একমাত্র পাত্রী। !:#P !:#P !:#P

ধন্যবাদ।

২| ১৯ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৪৩

কাব্য সৈনিক বলেছেন: নোয়াখালির মহাসুন্দরী কত তম :P :P

১৯ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৫৯

গাঁজাখোর বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ। নোয়াখালির মহাসুন্দরী সর্বশেষতম। :)

৩| ১৯ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৫৭

মা-বাবার বেকার সন্তান বলেছেন: আর আমি ওকে কি আর পড়াবো?? ও আমাকে উলটো "প্রেমোলজী" শেখায়।

১৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০২

গাঁজাখোর বাঙ্গাল বলেছেন: জী জনাব, ঠিকই ধরেছেন। নোয়াখাইল্যা মহাসুন্দরীকে পটাতে সেই কবেকার "প্রেমোলজী"বেশ কাজে দিয়েছিল B-)) B-)) B-)) B-)) B-))

ধন্যবাদ।

৪| ১৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: নোয়াখাইল্যা মাপ চাই জীবনে আমি আর এই পথে নাই --এখন দেখি চাদঁপূরে দিগে ইলিশ পাওয়া যায় নাই হাহাহাহা

১৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১১

গাঁজাখোর বাঙ্গাল বলেছেন: জনাব মনে হয় ধরা খাইসিলেন?? কমেন্ট মারফত কিছু অভিজ্ঞতা আমাদের সাথেও শেয়ার করেন।

ধন্যবাদ।

৫| ১৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১০

ভোরের শিশির । বলেছেন: হা হা চখাম

১৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১৩

গাঁজাখোর বাঙ্গাল বলেছেন: তাই নাকি ব্রাদার? কই? কেউ তো পিলাচ টিলাচ দেয় না :( X((

ধন্যবাদ এনিওয়েজ!

৬| ১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১৩

উইত্তোরজিন্দেগী বলেছেন: এসব বেয়াদ্দপ পুলাপাইনরে উঠতে-বসতে থাবড়াইতে পারলে আরাম হয়। X(
আফসোস, চাইলেও তা বেশিরভাগ সময়ই করা যায়না। :(

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৫

গাঁজাখোর বাঙ্গাল বলেছেন: আহ! ছেলে মানুষ তো, এভাবে বলতে নেই ;) ;)

৭| ১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১৭

sketch1989 বলেছেন: বেস্ট অফ লাক ফর নোয়াখালির মহাসুন্দরী :) :) ;)

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৬

গাঁজাখোর বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ। :D :D :D :D :D :D বেস্ট অফ লাক ফর মি ঠু!! B-) B-) B-) B-)

৮| ১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:১৬

সজলমেহেদি বলেছেন: ভাই, নোয়াখাইল্লা সুন্দরী নিয়া আমিও কিঞ্চিৎ ফাঁপরে আছি। আপনার কানে কানে বলি, সেও কিন্তু একসময় আমার ছাত্রী ছিল :P

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:০৪

গাঁজাখোর বাঙ্গাল বলেছেন: হেহেহে! আপনারো কপাল পুড়ছে!! ব্যাপার না ভাই! কি আর করবেন বলেন সুন্দরী রুপবতী নারীদের একটু আধটু ফাপড়ে রাখার অভ্যেস থাকবেই ;) ;) ;) ;) ;)

পুনশ্চঃ নোয়াখাইল্লা মহাসুন্দরী কিন্তু আমার স্টুডেন্ট ছিল না (যদিও এখন হঠাত ফটাত তাকে ইকোনোমিক্স বুঝিয়ে দিতে হয়। কখনো গৃহপালিত শিক্ষক ছিলাম, সেকি আর ভুলে যাওয়া যায়)

৯| ১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৩১

িসফাত অািমর বলেছেন: মজা পাইলাম। ভাই আরও লেখেন। ফেসবুক আইডি কি?

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:০৬

গাঁজাখোর বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ। ফেসবুক বর্জন করিয়াছি, সে কবেকার কথা(নস্টালজিক হইবার ইমো হইবে)।

১০| ১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৪৩

মিজভী বাপ্পা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~।বিয়াপক হাসলাম।আফনার স্টুডেন্ট আপনাকে প্রেমপাঠ করাইয়া ছাড়ত B-))

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:০৮

গাঁজাখোর বাঙ্গাল বলেছেন: জী জনাব! অনেকটা ওরকমই বলতে পারেন :D

১১| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৩

বিষাদ সজল বলেছেন: চরম মজা খাইলাম ।

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:১০

গাঁজাখোর বাঙ্গাল বলেছেন: বাহ! বেশি করে খান। :D :D :D সংযমের মাস রমজান ফুরিয়েছে। B-)) B-)) B-))

১২| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:০৮

তামিম ইবনে আমান বলেছেন: পুনশ্চ ৩ : গার্লফ্রেন্ড নিয়ে এখন আমার যথেষ্ট মাথাব্যাথা আছে। আমি কোন এক নোয়াখাইল্যা (দুর্ভাগ্যবশত) মহাসুন্দরীর প্রেমে ফাইস্যা গেসি। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:১২

গাঁজাখোর বাঙ্গাল বলেছেন: :P :P :P :P প্রেম আমার উপরে পড়েছে টাইপ অবস্থা =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

ইমতিয়াজ শাইখ বলেছেন: মজা পাইসি :-B :-B

১৪| ২০ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

ভোরের শিশির । বলেছেন: আপনার ভাগ্যটা যে ভাল মাইয়্যাডা কুমিল্লার না ।

১৫| ২০ শে মে, ২০১৩ রাত ১২:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এই মাইয়া কিলাশ থিরিতে তে পড়ে !!!!!!!!!

আর ইউ সিওর ? #:-S #:-S

১৬| ২০ শে মে, ২০১৩ রাত ১:৪২

বটবৃক্ষ~ বলেছেন: hhaah!!

পুনশ্চ ৩ : গার্লফ্রেন্ড নিয়ে এখন আমার যথেষ্ট মাথাব্যাথা আছে। আমি কোন এক নোয়াখাইল্যা (দুর্ভাগ্যবশত) মহাসুন্দরীর প্রেমে ফাইস্যা গেসি।

যাক অবশেষে ফাসতে পেরেছেন!! কংগ্র্যাটস.।.।;);)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.