![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারে-
সাপ নামে।
কখনো পদ্মরাজ,
ফুলের আলতো ছোয়ার মতো
খেলে যায় কপালে, বুকে।
আবার পর খনেই ডোরাকাটা কেউটে
তীর বেগে সাতরে যায় চুলের সিথীতে
বিলি কেটে এলোমেলো।
সাপ নামে আরো ঘোর অন্ধকারে
অসহ্য শিহরণে কাপিয়ে শরীর।
কখনো গোখরো সে ক্ষীপ্র ভীষণ
একপল্কে পুরো রাজ্য ঘুরে আসে
দ্রুত, অতিদ্রুত।
কখনো বা ক্ষিপ্ত ভীষণ ছোবল
রেখে যায় মাংসভুক স্বাদ-ক্ষত।
কখনো টিয়া রং, লাল ঠোট
রক্ত-নেশায় উন্মাদ সাপ
নামে, অন্ধকারে।
গাছে গাছে জীবন, এখানে ওখানে
ভালো লাগে না আর
খোঁজ করে সুখরন্ধ্র জীবন বপনের।
ক্লিন
২৯.৫.১৩
০২ রা জুন, ২০১৩ ভোর ৫:১৪
clingb বলেছেন: ধন্যবাদ। এই কবিতাটা একটা এক্সপেরিমেন্ট। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
২| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো ! +
০২ রা জুন, ২০১৩ ভোর ৫:১৪
clingb বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৭
হাসান মাহবুব বলেছেন: +++