নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড

clingb

clingb › বিস্তারিত পোস্টঃ

ফেলে আসা সুখ

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

কমতি নেই কিছুরই

সুখ এবং আরো সুখের অন্বেষণে চেষ্টাও অফুরাণ

রাত যায়, নতুন দিনও আসে

সূর্য ওঠে নতুন সম্ভাবনার

দিনশেষে কখনো কখনো মিলিয়ে যায়

কখনো পূর্ণচাঁদ হয়ে জেগে থাকে অপরদিনে

আরো উজ্জ্বল হয়ে।



সবই থাকে হাতের নাগালে

ভোগ উপভোগের উপকরণ-

কমতি নেই কোথাও।



তারপরও

কখনো হানা দেয় ধূসর অতীত

সুপারি খোলে মাটির রাস্তার টানা গাড়ি

ঝমঝম বৃষ্টিতে উচ্ছল নদীর বুক

বাঁশের সাকো, টিনের চালে অবিরাম শিশির শব্দ

ঘাষের মাথায় সোনালী রোদ ঝিকিমিকি মুক্তোদানা



কখনো চোখে ভাসে

ভোরের শহর, তিনচাকার টুংটাং বাহন

রাস্তার পাশে হাসিমুখ পথশিশু

সুবিশাল অট্টালিকা

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়।

স্মৃতির এ্যালবামে জেগে ওঠে ওরা বারো

বন্ধু-স্বজন, বহুবছরের।

অর্থহীন মান-অভিমান, প্রেম, অহংকার এবং বিচ্ছেদের স্মৃতি।



সবই আছে অফুরাণ

তারপরও ফিরে আসা স্মৃতিগুলো সব সুখ বর্তমানের

অর্থহীন করে দেয়।

কেবল মন খারাপ করে মুহুর্তকয়েক স্থির থাকে

ফেলে আসা দিন ও রাত।





-ক্লিন

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:২৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.