![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার কী দেখা হবে
কোন পৃথিবীতে অন্য কোথাও?
সবুজ ঘাস থাকবে যেখানে মাঠে
মায়েরা খেলবে শিশুদের সাথে
অলস আড্ডায় গা ভাসাবে পুরুষ।
আর কোথাও বইবে এমন মৃদু মলয়?
পাতারা পরষ্পরে এভাবে ছুঁয়ে যাবে ভালোবাসায়
একে অন্যকে।
কিংবা দূরে গাছের ফাকে উঁকি দেবে
উঁচু ছাদ কিংবা মিনার?
কোথায় আবার খোঁজ হবে এমন শীর্ণ নদীর?
অববাহিকায় ছোট মাছ আর শ্যাওলারা যেখানে
লুকোচুরি খেলে?
কিংবা ফেনিয়ে ওঠা সমুদ্রের ঊর্মিমালা
পাথুরে তীরে যার ভালোবাসার তীব্র কষাঘাত।
আর এমন সোনালী আলোয় ঝলমলে বিকেল
দুপুর এবং সকাল
উচ্ছল চলমান জীবন
আর অন্ধকার রাতে সমর্পিত শরীর।
আর কোথাও হবে?
অনন্য জীবন এমন ।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২১
রাইসুল নয়ন বলেছেন:
আক্ষেপ করে লাভ নেই কবি!
জীবনের নির্মমতা আমাদের পরতিনিয়ত দংশন করে।
কবিতার প্লট খুব সুন্দর,
আরও আরও লেখা চাই।।
ভালো থাকুন।