![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি পৃথবীর সকল সুন্দর। ঘৃনা করি হিংসা, বিদ্বেষ আর অন্যের উপর আগ্রাসন।
কুমিল্লা বিমানবন্দর (Comilla Airport) এর সম্পর্কে প্রাপ্ত তথ্যমতে, কুমিল্লা এয়ারপোর্ট ১৯৪০ সালে স্থাপিত হয়। ২য় বিশ্ব যুদ্ধ চলাকালীন অনেকটা তড়িঘড়ি করেই এই এয়ারপোর্ট স্থাপন করে আমেরিকা। এই এয়ারপোর্ট এ আমেরিকার কিছু যুদ্ধ বিমান উঠানামা করত জাপানি বিমানকে পাহারা দেয়ার জন্য। অখ্যাত ইতিহাস প্রনেতা এমএমআর এর উদ্বৃতিতে জানা গেছে, "১৯৫০ সাল থেকে শুরু করে ১৯৮১ সাল পর্যন্ত এই বিমান বন্দর হতে তেজগাঁও পুরান বিমান বন্দরে অভ্যন্তরীন বিমান চলাচল করত। তারপর ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপিত হওয়ার পর থেকে কুমিল্লা এয়ারপোর্ট এর কার্যক্রমও শেষ হয়ে যায়। অর্থাৎ অজ্ঞাত কারনে বন্ধ হয়ে যায় প্রাচীন এই বিমান বন্দর। তবে, এমএমআর এর এই তথ্যগুলোর সাথে কিছুটা দ্বিমত পোষন করেছেন তরুন ইতিহাস বিশ্লেষক ম্যাকলুক। লন্ডনের এই নাগরিকের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, বৃটিশদের উদ্যোগেই এই এয়ারপোর্ট স্থাপিত হয়েছিল এবং সেখানে বৃটিশ আর্মির ক্যাম্প স্থাপন করা হয়েছিল।
আরও ভালো কোন তথ্য কারও কাছে থাকলে একটু জানাবেন প্লিজ।
২| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩১
সোহানী বলেছেন: সহমত এক নিরুদ্দেশ পথিক। যেহেতু বাই রোড ৭/৮ ঘন্টার জার্নি ১.৫/২ ঘন্টায় হয়েছে ব্রিজের কারনে তাই এটি বন্ধ করে দেয়া হয় যাত্রীর অভাবে। হাঁ পরবর্তীতে এখানে "ই পি জেড" স্থাপন করা হয়।
৩| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৪
এহসান সাবির বলেছেন: আরো কিছু ছবি হলে দেখতে পেতাম।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪৯
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: কুমিল্লা এয়ারপোর্ট বর্তমানে কুমিল্লা "ই পি জেড"। যতদুর জানি ঢাকা-কুমিল্লা সড়ক পথের প্রশস্তকরনের পর এই বিমান রুটে যাত্রী সংকটের প্রেক্ষাপটে বিমানবন্দরটির কার্যক্রম গুটিয়ে নেয়া হয়, পরবর্তীতে এখানে "ই পি জেড" স্থাপন করা হয়।