![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগিং করতে ভালো লাগে তাই আমার সামুতে ব্লগিং করতে আসা :) । আমার ব্লগে যা কিছুই হয় সব আমার নিজিস্ব চিন্তাধারায় হয়ে থাকে। এতে কিছু শ্রেনির লোকের চুলকানি উঠতে পারে যদিও এইটা প্রযুক্তি ব্লগ । আমি প্রযুক্তি নিয়ে লেখতেই ভালবাসি তারপরেও কিছু নাস্তিক,রাজনীতিবিদ, তর্ক বিদ, বেশি সুশীল আছে যারা মানুষ কে চুলকাতে ভালবাসে তাই এদেরকে আমি বলছি আপনাদের এই ব্লগে প্রবেশ করা বা পোষ্ট পরা নিষেধ করা হয়েছে !! তারপরেও আপনারা কেউ ক্যাচাল করলে আপনাদের মন্বব্য ডিলেট অথবা প্রয়োজনে ব্লক করা হবে । কোন প্রয়োজনে আমাকে ফেইসবুকে নক করতে পারেন www.facebook.com/naeem.nife অথবা মেইল করতে পারেন [email protected]
ঘটনা ১
একদা আমার এক আপু
ওনি আমার কাজিন হোন বয়সে হইতো ৩-৪ মাস বড়।
প্রতিবারের মত ডাকতেছে ।
বললাম কি হইছে ? আমাকে বলছে আজকে নাকি কিছু ছবি দেখবে।
তাই সিডি ক্যাসেট ভাড়া করে এনে দিতে হবে। যখনই বাসায় থাকি ওইসময় এই কাজটা আমাকে
দিয়ে পিওনের মত কড়াই । যাইহোক কি কি যানে হিন্দি ফ্লিমের নাম বলে দিলো এবং কলকতার ও কিছু বলে দিলো।
এবং ওইসময় সন্জয় দত্ত ও অক্ষয় কুমার অভিনিত ব্লু ছবিটা মুক্তি পাইছিলো। আমাকে বলছিলা ব্লু ছবিটাও নিয়া আসবা যদি পাও।
দোকানে সব গুলা ছবির নাম বললাম দিয়া দিলো । এখন বেরিয়ে আসার সময় মনে পড়লো আরেকটা ছবি তালিকা থেকে বাদ পরলো
সেইটা হলো ব্লু ছবি । আমি দোকানদারকে বললাম ভাই ব্লু ফ্লিম যেইটা নতুন রিলিজ হইছে এইটা কি আছে ? বলে আছে তখন আলাদা করে
একটা লোকাল ডিস্ক দিলো। আমি বললাম ভাই নতুন যেইটা রিলিজ পাইছে এইটা । পরে বলে আপনারে নতুন কালেকশন ই দিছি । কিন্তু তখনও
বুঝতে পারছিলাম না আসলে কি নিচ্ছি । পরে আলাদা করে ১৫ টাকা সিডির ভাড়া দিচ্ছি ওই সময় দোকানদার বলে আরে ৩০ টাকা দিবেন ।
আমি মনে করছি ছবিটা নতুন বাহির হইছে তাই দাম বেশি নিতেছে । আবার বলতেছে এইসব সিডি একবারেই নিতে হবে ভাড়া হইনা।
ওকে নো প্রবলেম বাসায় গিয়া নিয়া নিমু তাই নিজের পকেট থেকে ১৫ টাকা
বেশি দিয়ে নিয়া আসলাম । ঘরে আসলাম এবং বললাম তুমার ব্লু ফ্লিমটাও পেয়ে গেছি । তবে ১৫ টাকা বেশি দিছি এইটা দাও । আমাকে বলে ওকে এখন আমার কাছে ভাংতি নাই পরে নেইস।
পরে কি কাজে যেনো বাহিরে চলে গেছি। ঘরে আসার পর বলতেছি ওই আমিনা তোমার কাছ থেকে ১৫ টাকা পাই ওইটা দাও ।
পরে বলে দারাও তুমার খবর আছে তুমার ১৫ টাকা আমি ভালো করে বাহির করে দিবো। আর ওই ১৫ টাকাও পাবানা । আমিতো পুরা বোকা হয়ে গেলাম।
চিন্তা করছি যেই সিডির জন্য টাকা বেশি দিয়া নিয়া আসলাম । কিন্তু আমাকে ১৫ টাকা দিবেনা। ওকে এইটা ওরে দেখতে দিমুনা ওই সিডিটাই আমি নিয়া যামু ।
যাইহোক নিয়া গেলাম এবং ডিভিডিতে
প্লে করলাম যা বুঝার তাই বুঝে ফেললাম কেন ঝাড়ি দিছিলো ওই সময় তারপর থেকে ৬ মাস আর তাদের ঘরে যাইনাই ।
# ( সিডি দোকানে গিয়ে আপনি কি নিতে চাচ্ছেন তা বুঝিয়ে বলবেন নাহলে আমার মত অবস্থা হবে । রবি এ্যাডের মত কইরেন না বউ কইলো হাস নিয়া আসার জন্য জামাই নিয়া আসছে বাশ, কইলো দাত ভাইঙ্গা গেছে শুনছে বাদ ভাইঙ্গা গেছে।
ভুলটা ছিল দোকানদারের আমি কোন ব্লু ছবির কথা বলছি আর সে কোন ব্লু দিয়া আমার মান ইজ্জত ধুলাই মিশায় দিলো। )
#ঘটনা ২
এই ঘটনার পরের ঘটনা । বাড়িতে আসলাম আর নতুন আরেকটা ল্যাপটপ নিসিলাম । আর বাড়িতেই আসলেই সবাই আবেদন করতো নাটক দেখার জন্য।
বরাবরই দেখাতাম । একদিন বলতেছে ছবি দেখবে । তারপর পর পর কয়েকটা একশ্যান ফ্লিম দেখাই । পরে আমার সমবয়সি চাচাতো বোন বলতেছে একটা ভূতের ছবি দেখবো।
আমি বললাম আমার কাছে ভূতের ছবি নাই । কিন্তু তার সাথে অনেক চাচাতো ভাই বোন ছিল তাদের ও জোরালো রিকুয়েষ্ট যে ভূতের ছবি দেখাতে হবে।
কিন্তু অরজিনালি আমার কাছে ভূতের ছবি ছিলনা তাই বাজারে সিডি ক্যাসেটের দোকান ছিল । ওকে বললাম ভাই একটা ভূতের ছবি দেনতো।
তখন কিং ভং নামে একটা ছবি দিল । তখন ঘরে আসলাম । ঘরের আলো নিভিয়ে দিলাম যেনো তারা ভয় পাই । ছবি প্লে হলো ।
ছবি অর্ধেকটা ভালো মতই গেছে কিন্তু একটু পরে হঠাৎ এক মেয়ে নগ্ন হয়ে তার জাদুর ভেল্কি দেখাচ্ছিলো আর বুইড়া জাদুকরের সাথে শুয়ে ছিল আরো ২টা নগ্ন মেয়ে ।
আর আমি সাথে সাথে ঠাপাস করে লেপির স্ক্রিন একবারে বন্ধ করে দিছি।
আর এমন টাইমে সবার চোখ নিচের দিকে । আমি কি কমু মনে হইতেছে আল্লাহ তুমি নিচে মাটি ফাক করো ভিতরে ঢুকি যাই।
কিন্তু বড় চাচাতো বোন ভাই এরা ছিল কিছুই বলেনাই । ওরা সবাই চুপ ও ব্যাপারটা বুঝতে পারছে। কিন্তু কয়েকটা ফুফাতো ভাই ওরফে বিচ্ছু ছিলো
তারা ছোট ছিল তাই দরজা খুলে এক দৌড় মেরে ফুফু এবং দাদুর কাছে গিয়া বলতেছে যে আমি নাকি নগ্ন মেয়ে দেখতেছি ল্যাপটপে ! বাছ এতটুকুই যথেষ্ট
বড়রা কাহীনি বুইজা আমার নামে কানা ঘুষা শুরু করে দিসে । ফুফুতো বলেই ফললো কি পাইছো তুমি ছোট বড় সবাইকে নিয়া কি দেখাইতেছো।
আমার জবান বন্ধ হয়ে গেছে। গেলাম দোকানদারের কাছে । ওই মিয়া কি সিডি দিলা আমার মান ইজ্জত সব ডুবায় ফেললা। দোকানদার বলতেছে কি হইছে ?
কইলাম তুমার সিডির ভিতরে এমন এমন জিনিস । দোকানদার হেসে বলে উঠে হা হা হা এগুলাতো সব ভূতের ছবি গুলাতেই থাকে তুমি জানোনা ?
আমি তো পুরা বেকুফ হইয়া গেলাম । আমাকে আবার বলে এগুলা কি সবাইরে নিয়া দেখে নাকি বোকা কোথাকার।
# ( দোকানদার থেকে যেই সিডিই আনেন না কেনো ভাই আগে আমার মত ভেরিফাই করে নিবেন নাইলে মান ইজ্জত সব ওখানেই রেখে আসতে হবে )
#ঘটনা ৩
উত্তরা ৪ নাম্বার সেক্টরের মাঠের এদিকে দারাই রইছি ওই সময় তারিফ নামে এক ফ্রেন্ড আইসা হাতে ২টা ডিস্ক দরাই দিলো। বলতেছে এই এগুলা তোর কাছে রাখ আমি এখুনি আইতেছি
। আমি দাড়ায় রইলাম তখন পরিচিত ছোট বেলার হুজুর আমার সামনে দিয়ে যাচ্ছিলো। আমাকে দেখে সালাম দিলো। আমিও সালাম দিলাম। আমাকে বলতেছে হাতে কি । আমি কইলাম
এই গজল বা ওয়াজের সিডি মনে হই। ( আসলে নিজেই জানিনা কি ) হুজুর কই তাইলে দাও আমারে একটু আমি অফিসের কম্পিউটারে কপি মাইরা আসি । আমি বললাম যান তবে এইটা আরেকজনে
আমাকে দিয়া গেছে । পরে বলে অসুবিধা নাই । দিয়া দিলাম সিডি গুলা । একটু পর তারিফ আসলো বলতেছে দোস্ত সিডিটা দে । আমি কইলাম হুযুর আসছিলো এমন এমন ঘটনা এইটা এইটা বলছি।
সে তো হাসি আর হাসি পরে আমারে কইতেছে আমার সিডি লাগবোনা যদি হুযুর সিডি দে তাইলে তুই নিয়া যাইবি । এই কথা বইলা দৌড়াইয়া পালাইছে । আর এই হুজুর তারিফের ও হুজুর ছিল।
কিছুদিন পর হুজুরের মাদ্রাসায় গেলাম সাথে আমার মামাতো ভাই। হুজুর আমাকে এবং মামাতো ভাইকে বলতেছে ওকে বিয়া করাই দিতে হবে । আমি তো অভাক হুজুর বিয়ার কতা কই কেন ?
পরে আমি মামাতো ভাইরে কইলাম জিগাইয়েন তো সে এই্টা কেন বলছে । পরে জিগাইছিলো এবং যা শুনলাম আমি ওইসময় মনে হচ্ছিলো ককটেল ফুডায়া আত্মহত্যা করি ।
ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ না ওই হুজুরের সাথে ঘনিষ্ট সম্পর্ক আমার বাবা এবং মামার । আমার মামা যেমন ইংরেশি শিক্ষিত তেমনিই অনেক ধার্মিক + তাবলীগ করে।
প্রতিদিনের মত মামার বাসায় গেলাম আমি আমার মামাতো ভাই । পরে মামার বাসা থেকে বেরিয়ে যাবো ঠিক ওই সময় কি যেনো মামাতো ভাইকে বললো কিন্তু আমি শুনিনাই।
পরে আমারে বলতেছে কিরে তোর ওই ঘটনার কথা তো তোর মামার কাছে শয়তান হুজুর ফাশ করে দিছে তুমি নাকি এগুলা দেখো । এখন আমারে ঢাইকা কইতেছে তুমি নাকি আউট অফ কন্ট্রোল
আমি আবারও ক্রাশ খাইলাম । ওই দোস্তেরেও খুইজা পাইনাই। পরে আব্বুর কাছে বলছে কি বলেনাই আমি জ্বানিনা তবে ওই হুজুরের ২ টা সুন্দর মেয়ে ছিল মাত্র আমার ২-১ বছরের ছোট।
হারামজাদারে শিক্ষা দেওয়ার জন্য আমি রাস্তায় দাড়াই থাকি । একদিন মাদ্রাসা থেকে আছড় নামাজ পরে হুজুর বাহির হয়ে আসছিলো তখন তাকে ডাক দিলাম। বললাম হুজুর আপনি তো আমার
ভাইকে বললেন যে আমার নাকি বিয়া করাই দেয়া লাগবে এবং মামার কাছেও বললেন যার পর থেকে আমার মামার বাসায় যাওয়া টোটালি অফ কারন মুখ দেখাবো কি করে । এখন এক কাজ করেন
আপনার মেয়েকে আমি খুব পছন্দ করি ফাহিমানা অনেক সুইট তাকে আমার সাথে বিয়া দিয়া দেন । আর হুজুর আমাকে বেয়াদপ কইরা সেইরাম দৌড়ানি। পরে আব্বুর কাছে শেষ পর্যন্ত বলছে আপনার
ছেলে আমাকে এমন এমন বলছে । আব্বু উত্তরে বলছে হুম পুলাটা বেশিই মনে হই তুমার মেয়েরে পছন্দ করতো তাই সরাসরি তুমার কাছেই বইলা ফেলছে । আচ্ছা চিন্তা কইরোনা,
আমি ওরে শাশিয়ে দিবো
( # এইবার বন্ধুর জন্য মামার বাসা তো আজীবনের জন্য যামুনা সাথে হুজুরের কাছে অপমানিত টাইপের হইয়া গেলাম । )
# ঘটনা ৪
এইটা ২০০৬ সালের ঘটানা । আমার ক্লাসমিটরা বলতেছে দোস্ত তোর ল্যাপটপ আছেনা ? আমি বললাম আছেতো কেন ? কি দরকার ? দোস্ত চরম একটা ছবি আনছি কার্টুন ছবি ।
তাই চিন্তা করছি তোর ল্যাপটপে দেখুম । আমি কইলাম আজ শুক্রবার সারাদিন ভাইএর দখলে থাকবে ল্যাপটপ । আজকে না । বললো আরে তোর ভাইরে বল তোর কাজ আছে।
আমি বললাম আরে যদি কার্টুন হয়ে থাকে তাহলে তো আমি আর আমার আপন বড় ভাই মিল্লাই মানে সবাই মিলেই দেখতে পারি তাইনা ? ফ্রেন্ডরা বলে বোকাচোদা কোথাকার
তোর ভাই সিনিয়র বেইসের একসাথে বসে দেখা বেয়াদপি। পরে কইলাম আচ্ছা দে সিডি গুলা আমি যাই আর ভাই এর কাছ থেকে ল্যাপটপটা নিবো।
তখন সিডিগুলা টেবিলের উপর রেখে বললাম ভাই একটু ল্যাপটপ টা দাও কাজ আছে । ভাই বলে কিসের কাজ ? আমি বলি কয়েকটা কার্টুন ছবি দেখবো ।
ভাই বললো তুই কি এখন বাচ্চা নাকি যে এখনো কাটূন দেখবি ? আমি বললাম নাহ সবাই মিলে দেখবো । এই কার্টুন নাকি আর কারো কাছে নাই।
ভাই বললো নাই মানে ওই কাটৃনের পরিচালক কি তোর ফ্রেন্ডরা নাকি ? আজকে দিতে পারবোনা তুইতো জানিস শুক্রবারেই আমি চালানোর সুযোগ পাই অন্যানদিপ বিজি। তখন সিডি
গুলা টেবিলের উপর রেখেই সিড়ি দিয়ে নিচে নেমে আসলাম ফ্রেন্ডদের কাছে এবং বললাম কিরে আজকে কার্টুন দেখা হবেনা পরে দেখিস কালকে আজকে ভাই কাজ করছে।
তখন বলে তাইলে হারামি সিডিদে তোর এখানে দেখুম ই না । আমি বলি আচ্ছি নিয়া আসতেছি । তখন দরজা খুলা ছিল তাই ঠাস করে ঢুকে দেখি ভাই কার্টুন দেখার জন্য এলরেডি সিডি লেপিতে
প্লে করে দিসে আর কাজ শুরু হইতেছে । এইটা দেইখা আমি আবার ব্যাকে গিয়া দরজায় আওয়াজ করে ভিতরে ঢুকতেছি । ভাই ওই সময় পাস করলো ভিডিওটা এবং বলতেছে এই তোর কার্টুন ?
আমি আমতা আমতা করে বলতেছি আরে বাবা আমি জানিনা তো আসরে কি এইটা । তারাতো বলছে কার্টুন ছবি ! যাইহোক সিডি গুলা দাও । ভাই বলে দওয়া হবেনা সিডি ওদেরকে ডাকে আন।
আমি তো বুইঝা ফেলছি আজকে ওদের কপালে শনি এবং আমার কপালেও আছে তাই চিন্তা করছি শনি লাগলে আমার কপালেই লাগুক ওদেরকে অপমান করে লাভ হবেনা ।
পরে বললাম না ওদেরকে ডাকতে পারবোনা ওরা শিরির নিচে ওয়েট করছে দাও তুমি সিডি এইটা বলে এক প্রকার জোরেই সিডিটা নিয়া আসলাম। তারপর দৌড়ায়া যেইটারে পাইছি লাথ্থি আর লাথ্থি।
এইটা হইলো আমার জীবনের বিভিন্ন ভাবে ধরা খাওয়ার এস্টাইল । আসলে উপরের ঘটনা গুলো যে সময় ঘটছে ওই সময় এগুলা কিছূই তেমন একটা জানতাম না।
এবং ধরা খাওয়ার পরও এগুলা নিয়া সচেতন হইনাই।
তাই বিভিন্ন ভাবে মাশুল গুনতে হলো আমার।
এছাড়াও অনেক ঘটানা আছে আমি মাত্র ৪টা শেয়ার করলাম তাই বেফুক অভিজ্ঞতা হইয়া গিয়াছে
আমার জীবনের এই ঘটনা শেয়ার করার উদ্দেশ্য হলো, যারা যানেনা তার যেনো এই ভাবে অপ্রত্যাশিত ঘটনার মুখামুখি না হয়ে যাই । আগে থেকে নিজেকে ঘোছাতে পারে।
তবে মেয়েদেরও এমন অনেক ঘটনা আমার কাছে শেয়ার করছে এগুলা আরো মজার । চরম ভাবে ধরা খাইছে এবং দেখার জন্য কি কি পদ্ধতি ব্যাবহার করতো এগুলা ইন্টারেষ্টিং ও চরম
আজকে আর শেয়ার করলাম না
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৯
কালো চিতা বলেছেন: হা হা হা। আপনার কোনটা আছিনি দেন আমার নিজের মনটাকেও ভাল্লাগাই ।
২| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:৩৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালোই ভেজালে পড়ছেন কয়বার।
আমি অবশ্য কখনোই সিডি/ডিভিডি ভাড়া নেই নি।
আর মুভি ও আসলে কম দেখা হয়।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৪১
কালো চিতা বলেছেন: বাহ আপনি খুব সুফি মানুষ তো । কবি মানুষ তো একটু লুল থাকে কিন্তু আপনি ? দুর মিয়া আপনি নকল কবি
৩| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, মজার পোস্ট
৩ এ মারাত্মক মজা পাইসি ||
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৪৬
কালো চিতা বলেছেন: বুঝেনই তো হুজুরের কাহীনি মজা তো হপেই
৪| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:৪৫
চারশবিশ বলেছেন: এতদিন মনে করছি আমি একাই ধরা খাইছি
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৪৭
কালো চিতা বলেছেন: হা হা হা দুনিয়াতে দরা কেউ একা খাইনা। সবাই খাই
৫| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:০২
বাকপটু বলেছেন: সবকটাই চরম।
+
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৫১
কালো চিতা বলেছেন: থেন্কু কিন্তু + মাত্র একটা ? প্লাসের বাজারে কি আগুন নাকি ?
৬| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:০৬
স্বপ্নরাজ্য বলেছেন: আগুণ পোস্ট।
ঘটনা ১ সিরাম লাগসে।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৫৩
কালো চিতা বলেছেন: সিরাম লাগছে আর আমার কাছে ধরা খাওয়ার পর কিরাম যানে লাগছে !
৭| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:১৪
তামীল০০৯৬ বলেছেন: বুঝেছি আপনার কাছে অভিজ্ঞতার ঝুলি।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৫৪
কালো চিতা বলেছেন: হা ধরা খাইতে খাইতে ঝুলি হইছে
৮| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:১৪
আমি শুধুই পাঠক বলেছেন: আইচ্চা টিকাচে।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৫৫
কালো চিতা বলেছেন: ওক্কে দোয়া কইরেন
৯| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:২২
স্বঘোষিত মিসির আলী বলেছেন: ওকে বিয়া করাই দিতে হবে
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৫৭
কালো চিতা বলেছেন: আপনে তো মিয়া আমার আগে ধরা খাইয়া বইসা রইছেন আবার আমারে কন
তাছাড়া আপনে আমার সিনিয়র । সিনিয়রদের আগে বিয়ে করতে নেই
১০| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:২৫
বিবর্ণ সময় বলেছেন: ভাই আপনি কী এইগুলা সত্য বলছেন? তানা হলে কোন বয়সে থাকতে ঘটানা গুলো ঘটছে বলেন তো। আপনি কত বছর পর্যন্ত এমন আবাল ছিলেন বুঝতে পারতাম।
২৭ শে মে, ২০১৩ রাত ১:০৩
কালো চিতা বলেছেন: আপনার কাছে কি মিথ্যা মনে হই নাকি ? আমি যে সিচুয়শনে পরে ধরা খাইছি এগুলাতে আপনার মত মাথা মোটা লোক থাকলেও খাইতেন । প্রথমটা ২০০৯ সালে আমি বুঝতাম ঠিকই কিন্তু দোকানি ভুল করে দিছে তাছাড়া আমি এত মুভি দেখতামও না যা দেখতাম তা ডাউনলোড করে দেখতাম। # ঘটনা ২ এইটা ২০১০ সালের কথা ওইসময় আমি চিন্তাও করতে পারিনাই এই ভূতের ছবিতে এগুলা ছিল। আর আগেও তো ভূতের ছবি দেখছি কই এগুলাতে তো নগ্নতা পেলাম না ? ৩ নাম্বার ঘটনা ২০০৭ সালে । এইটা আমি নিজেও জানতাম না ফ্রেন্ড কেন দিছিলো পরে জানতে পারছি তার সামনে ভাই আসতেছিল তাই আমার কাছে দিয়ে গেছিলো । পরে আমার কাছ থেকে হুযুরে দেখে । আর ৪ নাম্বার ঘটনা তো বলেই দিলাম ২০০৬ এ । সব কিছুতে বেশি বুঝতে চাইয়েন না । এগুলা আমি ২০০৫ থেকে বুঝি । কিন্তু কেউ যদি আমাকে কার্টুনের সিডি বলে নীল ছবি দেই তখন আমি কেমনে বুঝুম এইটা নীল ছবি
১১| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:২৬
আন্ধার রাত বলেছেন:
খুব হাসলাম।
২৭ শে মে, ২০১৩ রাত ১:০৫
কালো চিতা বলেছেন: হাইসেন কিন্তু ভাই প্লীস নিচে লুঙ্গির গিট্টুটা ঠিক রাইখেন ।
১২| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:২৭
মিনহাজুল হক শাওন বলেছেন: লুলীয় কাহিনী
২৭ শে মে, ২০১৩ রাত ১:০৯
কালো চিতা বলেছেন: সুধু কি লুলিয় না সেইরাম লুলিয় কাহীনি
১৩| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:৩২
তুষার মানব বলেছেন: বেফুক বিনুদুন পাইলাম
২৭ শে মে, ২০১৩ রাত ১:১১
কালো চিতা বলেছেন:
শুধু ইমো হইবে
১৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:১০
আর.হক বলেছেন: পুষ্টে ক্রাশ খাইলাম
২৭ শে মে, ২০১৩ রাত ১:১১
কালো চিতা বলেছেন: আমিও ক্রাশ খাইছিলাম এক সময়
১৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:১৭
লিংকন১১৫ বলেছেন: হে হে
আপ্নে দেহি আমার মতো
আমি একবার শোফার ফোমের নিচে বন্ধুর দেয়া নীল বই রাখছিলাম (কাগজে মোড়ানো ছিল ) আমি জানতাম না কি ছিল । আমার দুলাভাই খুঁজে পায় .।.। .।.। উনি জিনিষ টা কি দেখার জন্য বের করেন হায় এবার শ্বশুর আব্বা দেখে ফেললো আর কই যাই
একদিকে জামাই লজ্জায় মরে অন্য দিকে আমি ভয়ে মরি
বাপে দেখছিল যেই বন্ধু দিয়া গেছিল
আর জায় কই ....... বাপের মাথা পুরা ৪৫০* ডিগ্রি হট ঐ বন্ধুর বাসায় গিয়া ওর বাপমারে পৃষ্ঠা উলটাইয়া দেহায় কয় দেহেন আফনের ফোলা আর আর ফোলা মিল্লা ইতা দেহে
হায় হায় বন্ধুর বাপ মা দুজনি লজ্জায় বাকরুদ্ধ ....
২৭ শে মে, ২০১৩ রাত ১:১৪
কালো চিতা বলেছেন: ওরে খাইসেরে আপনার টাও মারাত্মক চরমজজজজজজজজ কিন্তু হালার পু আপনার সোফার নিচে রাখতে গেল কেন ? আহ একজন থেকে একজনের সামনে লজ্জায় লালটা যে হইছে ওইসময়
:-& :!>
১৬| ২৭ শে মে, ২০১৩ রাত ১:১২
আকাশ_পাগলা বলেছেন: হা হা হা হা
হাসতে হাসতে কাইন্দা ফালাইতে মঞ্চাইতাসে।
উফফফ, হাসি থামাইতে পারতাসি না।
২৭ শে মে, ২০১৩ রাত ১:১৫
কালো চিতা বলেছেন: আসেন আমিও কান্দি আপনেও কান্দেন
:!>
১৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৫৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ৬৮৭ বার পঠিত !!
লুল পাব্লিকের দেখি অভাব নাই । :#> :#>
পোস্ট ভাল্লাগছে ।
২৭ শে মে, ২০১৩ রাত ২:১৩
কালো চিতা বলেছেন: এক হাজার উপরে চলে যেত কিন্তু এই পোষ্ট পর পর দুইবার হয়ে গেছিলো এবং একটা ডিলেট করে দিছি ওই সময় ওইটাতে ছিল প্রায় ২৬০ টার মত আর এইটাতে ছিল ৩০০
১৮| ২৭ শে মে, ২০১৩ ভোর ৬:৫৮
অন্ধকারের রাজপুত্র বলেছেন: ফেবুতে পড়তেছি আর ভাবতেছিলাম, এই স্ট্যাটাসটা সামুতে দিলে চরম হইতো...
নিচে আইসা তো পুরা অবাক! দেখলাম সামুতে ও এক কপি ছাপাইছেন..
এই ধরণের মজার অভিজ্ঞতাগুলি সামুতে পড়তেই বেশি ভাল্লাগে
সেইরাম মজা পাইসি !
+++++
২৭ শে মে, ২০১৩ রাত ১০:২৮
কালো চিতা বলেছেন: আসলে একদরনের অভিমানে সামু ছাইড়া দিছিলাম পরে আর ঢুকিইনাই সামুতে । কিন্তু সামুর এখন আগের থেকে একটু একটু ভালো হইছে তাই এখন নিয়মিত হওয়ার চেষ্টা করবো
মজার অভিজ্ঞতা সামুতেই বেশি মানায় ফেবু থেকে
কিন্তু আপনার কিছু ধরা খাওয়ার কাহীনি আছেনি ? থাকলে বলতে পারেন
১৯| ২৭ শে মে, ২০১৩ সকাল ১০:২৭
হুমাযুন কবির সবুজ বলেছেন: ভাই হুজুর রের ওই মেয়ে ফাহিমা ... কি এখন আপনার গার্ল ফ্রেন্ড ? ????
২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩৪
কালো চিতা বলেছেন: আরে নাহ ওইটা আমার গার্লফ্রেন্ড হইবো কেমনে ? হইনাই
এইবার এজতেমা ময়দানে হুজুরের সাথে দেখা হইছিলো । হুজুর আমার পিঠে চাপড়ায়া চাপড়ায়া বলতেছি আগে খুব দোষ্ট ছিলি । আমি কথার জবাব না দিয়া কইলাম এখন তো ভালো হয়ে গেছি তয় আপনি কি আমার শশুর হতে রাজি আছেন ? কারন এখনো আপনার মেয়ের বিবাহ হইনাই । আর হুজুরের মেয়েদেরকে এতদিন ঘরে বসায় রাখাও ভালোনা । পরে দেখবেন আমার চেয়ে আরো খারাপ ছেলেদের সাথে বেগে যাবে । তখন হুজুর বলে উঠলো তুই এখনো অমানুষ ই আছোস মনে করছি ভালো হইয়া গেছস
২০| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৪২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আর সিডিই দেখতাম না। :/
২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩৭
কালো চিতা বলেছেন: নাহ সিডি দেখবেন কেন ? এখন দিন পাল্টায় গেছে ল্যাপটপ আছেনা
আর এইটা না থাকলে মোবাইলতো আছেই
২১| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:১৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: হাসতে হাসতে শ্যাষ
২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৩
কালো চিতা বলেছেন: বহুদিন পর দেখলাম আপনাকে তবে বৃষ্টি ভেজা সকালের পর ১১ কেন ? আইডি কি আরেকটা নাকি ?
আপনিই খালি হাসবেন ? আমরা কি করমু ? আমাদেরকেও হাসি দেওয়ান আপনার কাহীনি দেখায়া
২২| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৪৪
অচিন.... বলেছেন: প্রায় চার বার পেজ লোড দিতে হইছে এই পোস্ট পড়তে। নেট মারাত্তক স্লো।
পোস্ট মজার হইছে…
২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪৩
কালো চিতা বলেছেন: হা হা হা চারবার ? এই পোষ্ট করার সময় ৪-৫ বার রিলোড টিপা লাগছে পরে চাইয়া দেখি পোষ্ট ও ৪-৫ টা হয়ে গেছে
পরে একটা একটা করে ডিলেট মারছি
২৩| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:১২
তারছিরা হ্যাকার বলেছেন: অনেক বেশী মজা পাইলাম হাসতে হাসতে পেট শক্ত হইয়া গেছে।
২৯ শে মে, ২০১৩ রাত ২:৩৮
কালো চিতা বলেছেন: বেশি মজা পাইছেন ভালো কথা । আমার মত ঘর ছাড়া হইলে বুঝতেন।
তয় হাসতে হাসতে পেট বেশি শক্ত কইরা ফেলায়েন না এতে টয়লেটের প্রবলেম হতে পারে
২৪| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৪২
রক্তাক্ত সাগর বলেছেন: খালি ধরাই খাইলেন ভাই, কি জিনিশের জন্য ধরা খাইসেন, টেস্ট করে দেখেন নাই??? :পি
২৯ শে মে, ২০১৩ রাত ২:৩৯
কালো চিতা বলেছেন: নাহ টেষ্ট করার সৌভাগ্য এখন পর্যন্ত হইনাই
২৫| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
১৩২১ বার পঠিত, ৭ টি লাইক, ২ জন প্রিয়তে।
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ৬৮৭ বার পঠিত !!
লুল পাব্লিকের দেখি অভাব নাই । :``>> :``>>
পোস্ট ভাল্লাগছে ।
আমি আর কি কইতাম অবস্থা বড়ই সেইরাম।
২৯ শে মে, ২০১৩ রাত ২:৪০
কালো চিতা বলেছেন: সবাই লুলূ হতে চাই :!> কেউ কি তার লুলুটা প্রকাশ করতে চাই ? মজা পাওয়ার জন্য ধইন্যা
২৬| ২৯ শে মে, ২০১৩ রাত ৩:০১
মিজভী বাপ্পা বলেছেন: ইস!!! পরিবারের কাছে তো আফনের ইজ্জত একবারে ধুলাবালির মত মিস্যা গেছে গা।তই এসব ব্যাপার নিয়া সর্তক থাইকেন।আমি ও একবার ফাঁইসা যাইতে নিছিলাম।কপালের জোরে বাইচা গেছিলাম
২৯ শে মে, ২০১৩ রাত ৩:৫৮
কালো চিতা বলেছেন: হ্যা ভাই আমার মনের কথাটা বুঝছেন । এখনতো কয়েকজনের বাড়িতেই যেতে পারিনা আপনার ভাগ্য ভালো ধরা খাইতে খাইতে বাইচ্যা গেছেন যদি হইতো তাইলে অবস্থাটা কি হইতো একটু চিন্তা করছেন ?
২৭| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৫৭
মাহদী০০৭ বলেছেন: পোস্ট ভালো লাগলো
১৭ ই জুন, ২০১৩ ভোর ৪:৪০
কালো চিতা বলেছেন: পোষ্ট ভালো লাগার জন্য ধন্যবাদ
২৮| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১৯
আদম_ বলেছেন: লুলে লুলাকার
২২ শে জুন, ২০১৩ রাত ১১:৫২
কালো চিতা বলেছেন: পুরাই লুল
২৯| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০
কিপটা পোলা বলেছেন: আমি আমার আম্মুর কাছে হাতে নাতে ধরআ খাইছি
১৪ ই জুন, ২০১৪ রাত ১:৫৪
কালো চিতা বলেছেন: আই হাই কন কি ? আমিও গোপনে গোপনে অনেক বার খাইছি তারপরেও বুঝেনা পুলাটারে বিয়ে দিতে হইবো
:!>
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ রাত ১০:৩২
সোহাগ সকাল বলেছেন: হাহাপগে টাইপ অবস্থা। অনেক ভাল্লাগলো!