নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Comillaweb

The First Online Newspaper of Comilla District

কুমিল্লা ওয়েব

[email protected]

কুমিল্লা ওয়েব › বিস্তারিত পোস্টঃ

কুমিল্লা জেলা পরিচিতি : পর্ব - ১

২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:২২





কুমিল্লা এক সময় বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল এবং সেই সময় নোয়াখালীও এর অংশ ছিল। ১৭৩৩ সালে বাংলার নবাব শুজাউদ্দিন ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এর সমতল অংশ সুবে বাংলার অন্তর্ভুক্ত করেন। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানী কুমিল্লা দখল করে। ১৭৮১ সালে নোয়াখালীকে পৃথক করা হয় কুমিল্লা থেকে। ১৭৯০ সালে কোম্পানী শাসনামলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি। ১৯৬০ সালে জেলার নাম করা হয় কুমিল্লা। ১৯৮৪ সালে, দেশের অন্যান্য মহকুমার মতো এর দুইটি মহকুমা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলায় উন্নীত হয়। রবীন্দ্রনাথের যে ত্রিপুরা নাটক তা এই এলাকাকে কেন্দ্র করেই রচিত।

বর্তমানে কুমিল্লা জেলার ১৬ টি উপজেলা রয়েছে। যার ৩টি সবেমাত্র ঘোষিত হয়েছে।

---------------------------------------------



কুমিল্লা জেলার উপজেলা গুলি হল -

---------------------------------------------

* কুমিল্লা সদর উপজেলা

* কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা

* বরুরা উপজেলা

* চান্দিনা উপজেলা

* দাউদকান্দি উপজেলা

* লাকসাম উপজেলা

* ব্রাহ্মণপাড়া উপজেলা

* বুড়িচং উপজেলা

* চৌদ্দগ্রাম উপজেলা

* দেবিদ্বার উপজেলা

* হোমনা উপজেলা

* মুরাদনগর উপজেলা

* লাঙ্গলকোট উপজেলা

* মেঘনা উপজেলা

* তিতাস উপজেলা

* মনোহরগঞ্জ উপজেলা



কুমিল্লার কিছু ছবি-



---------------------------------------------



---------------------------------------------



---------------------------------------------



---------------------------------------------



---------------------------------------------







এক নজরে কুমিল্লা জেলা-

---------------------------

বিভাগ : চট্টগ্রাম বিভাগ

স্থানাঙ্ক : 23.4583° N 91.1833° E

আয়তন : ২৮০ বর্গ কিমি

সময় স্থান : বিএসটি (ইউটিসি+৬)

জনসংখ্যা : ৪১৯৬২৩ (২০০৭)

ঘণত্ব : - ১৪৯৮.৬৫/কিমি²

শিক্ষার হার : ৫৫%



ওয়েবসাইট: কুমিল্লাওয়েব ডট কম (আন্ডার কন্সট্রাকশন)



তথ্যসূত্র : উইকিপিডিয়া

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১২ ভোর ৬:০৩

নিভা* বলেছেন: অনেক কিছু জানলাম কুমিল্লা সম্বন্ধে ....................

সাইটের যেকোন সহযোগীতায়

https://www.facebook.com/WebExbdWebSolutions

২| ২৮ শে জুন, ২০১২ ভোর ৬:১৯

পথিক মানিক বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। বেশ তথ্যবহুল পোস্ট। প্লাস। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.