![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
supersonic jets are built unstabl; but when they cross the sound barrier; they are the king of the sky
ব্লগার মানবী রচিত "রুমানা, এই যুদ্ধ আপনার একার নয়.. আমাদের সকলের..!!" নামক ব্লগে বিপ্লব কান্তি নামের একজন প্রবীন ব্লগার মন্তব্য করেছেন "সালার বিবেক , থুথু মারি তোদের মুখে , যারা উচ্চবিত্ত এক মহিলার জন্য আর্তনাদ করলি আর গরিব মেয়েটি মরে গেলো হয়তো মরা পোড়ার জন্য ১৫০০ টাকার কাঁচা ৭-৮ মন আম কাঠ যোগাড় হতে কষ্ট হচ্ছিলো , তার জন্য কমেন্টহীন পোষ্ট হলো ।"
তার সেই পো্ষ্টের সমর্থনে আমি লিখেছিলাম "আধুনিক চূশীল শ্রেনীর ব্লগার এবং তাদের নির্বোধ সমর্থকরা সামাজিক মর্যাদা এবং স্ট্যাটাস দেখে, দরিদ্র আর বণ্চিতদের মাঝে তাদের খুজে পাবেন না। গড্ডালিকার নর্দমায় ভেসে যাওয়াদের মুখের উপর থুতু দেওয়ার দুঃসাহস দেখানোর জন্য বিপ্লব কান্তিকে প্লাস।"
এই কমেন্ট করার কিছুক্ষন পরে দেখি আমার কমেন্ট গায়েব, এবং মানবী ম্যাডামের পোষ্টে আমি ব্যান।
এইটুকুই বললাম, বাকিটা বিবেচনার ভার পাঠকের উপরে ছেড়ে দিলাম।
আমার একাউন্ট এখনো সেফ হয় নাই (২ মাস ৪ দিন), তাই প্রথম পাতায় প্রকাশ করতে পারতেছি না, এই জন্য কমেন্ট করতেছি।
(একটা অনুরোধ, পাঠকদের মধ্যে কেউ কি একটা উপকার করবেন? আমার এই পোষ্টের লিংক মানবী ম্যাডামের ওই পোষ্টের কমেন্টে দিয়ে আসবেন)
১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:১০
একলা বগ বলেছেন: আপনাকে ওয়েলকাম।
২| ১৯ শে জুন, ২০১১ সকাল ১১:৩৬
বিবর্ন বেদনা বলেছেন: ভাইরে,কিছু বলে লাভ নাই।এলিট শ্রেনির পাশে শুধু মিডিয়া থাকে।তাদের ব্যবসসার খাতিরে।
অন্নদের জন্য বিবেক জাগেনা।
৩| ১৯ শে জুন, ২০১১ সকাল ১১:৪৫
বিবর্ন বেদনা বলেছেন: পোস্টে পোস্টে গিয়ে লিঙ্ক দিয়ে আসলে গালাগালি শুনবেন। প্রথম পাতায় দেয়ার দরকার হলে অন্য কারও মাদ্ধমে দিন
১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:০৯
একলা বগ বলেছেন: আপনি ইচ্ছা করলে প্রথম পাতায় এই লেখার একটা লিংক দিতে পারেন। দিলে খুব উপকার হয়।
৪| ১৯ শে জুন, ২০১১ সকাল ১১:৫২
জারনো বলেছেন:
বিধবারা কিন্তু সকলের ভাবী !! কথাটা মনে রাখবেন। কোন সংসারে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ শুরু হলে কিছু সুশীল ও মানবতার ধ্বজ্জা ধারীদের আনাগোনা বেড়ে যায়। সুতরাং তাদের বিরুদ্ধে গেলে ব্যান খাওয়াটাই স্বাভাবিক।
বিঃদ্রঃ আপনার এই লেখাটিতো আমি প্রথম পাতাতেই দেখলাম। মনে হয় সেইভ হয়ে গেছেন। ভালো থাকবেন
১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:০৮
একলা বগ বলেছেন: নাহ সেফ হইনাই এখনো, আপনি মনে হয় ক্রমানুসারে পাতায় দেখছেন।
৫| ১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:১২
দুরন্ত সাহসী বলেছেন: এই নিয়ে একটা পোস্ট ছিলো আমার.....।
ভালো লাগলো
১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:১৩
একলা বগ বলেছেন: ধন্যবাদ
৬| ১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:১৮
বিবর্ন বেদনা বলেছেন: দিয়ে দিলাম
১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:২৭
একলা বগ বলেছেন: ভাই আপনারে অনেক আন্তরিক ধন্যবাদ, বিরাট একটা উপকার করলেন।
৭| ১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:২১
ক্লিকবাজ বলেছেন: দিয়ে দিলাম।
১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:৩৬
একলা বগ বলেছেন: ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। স্বাধীন মত প্রকাশের অধিকার সবার থাকা উচিত। রুমানা ম্যাডামকে নিয়ে লেখা ব্লগে স্বাধীন মত প্রকাশের অধিকার যেইভাবে বন্ধ করা হইল সেইটা ব্লগারের ফ্যাসিবাদী মনোভাবেরই বহিঃপ্রকাশ। এখান থেকেই বুঝা যায় তাদের যুদ্ধটা শুধু সমাজের উপর তলার সুবিধাবাদী মানুষদের জন্য, গরীব লোকেদের কি হইল না হইল তাতে তাদের কিছু যায় আসে না। আমাদের দুর্ভাগ্য সমালোচনা সহ্য করা এবং সত্য কথা মেনে নেওয়ার মনোভাব যাদের নেই, তাদের মুখেই বড় গলায় নীতিকথা শুনতে হয়।
৮| ১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:৩৯
বাল্মীকি বলেছেন: বিপ্লব কান্তির কমেন্টে জাঝা, আপ্নাকেও জাঝা।
৯| ১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:৫০
বিবর্ন বেদনা বলেছেন: কত মুখচরা সুশিল আছে,ব্লগের নাম কামান,হিত হুয়ার জন্য স্রতে গা ভাসায়।
১০| ১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:৫০
প্রদীপ মিত্র বলেছেন: বিপ্লবদা এবং আপনি যা বলেছেন তা ঠিকই আছে, কিন্তু জায়গাটা ভুল হয়েছে। আপনাদের এই কথাগুলো নিজেরা আলাদা পোস্ট দিয়ে বলা উচিৎ ছিল কিন্তু বলতে গেলেন এমন এক পোস্টে যেখানে মানুষের সিম্প্যাথি এমনিতেই আসছে। আর আপনারা কথাটা যেভাবে বলেছেন তা পড়লে মনে হবে যেন রুমানার প্রতি যাদের সহানুভূতি তাদের গরিব বড়লোক এসব বিচার করে তা প্রকাশ করা উচিৎ।
১১| ১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:৫৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পোষ্টে সহমত।
+
১২| ১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:৫৪
সিস্টেম বলেছেন: বাল্মীকি বলেছেন: বিপ্লব কান্তির কমেন্টে জাঝা, আপ্নাকেও জাঝা।
১৩| ১৯ শে জুন, ২০১১ দুপুর ১:০২
বিবর্ন বেদনা বলেছেন: সিস্টেম বলেছেন: বাল্মীকি বলেছেন: বিপ্লব কান্তির কমেন্টে জাঝা, আপ্নাকেও জাঝা।
১৪| ১৯ শে জুন, ২০১১ দুপুর ১:০৪
সীমানা পেরিয়ে বলেছেন: কি আজব!
১৫| ১৯ শে জুন, ২০১১ দুপুর ১:২০
রেজোওয়ানা বলেছেন: মানবী আপা এবং মানবী আপারা স্ট্যাটাস দেখে সংগ্রাম করে না। কারো সামগ্রীক ইতিহাস না জেনে এমন মন্তব্য করা ঠিক না। আপনি হয়তো এখনও জানেন না, সাভারের রাহেলার জন্য মানবী আপা এবং আপারা কতটা আন্দোলন করেছিলেন, তাই এমন সিম্প্লিফাইং মন্তব্য করতে পারলেন।
ভাল কথা রাহেলার নাম জানেন তো, তার সামাজিক অবস্থান? কিভাবে তাকে হত্যা করা হয়েছিল জানেন? না জেনে থাকলে ২০০৮ সালের ফয়সল নোই আর মানবী আপার ব্লগ পড়ুন।
১৯ শে জুন, ২০১১ দুপুর ১:৩৫
একলা বগ বলেছেন: মানবী আপা এবং মানবী আপারা ঠিক কি জন্য সংগ্রাম করে বলতে পারেন।
১৬| ১৯ শে জুন, ২০১১ দুপুর ২:০৫
ব্লগী তানীম বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে প্রথমে ভালো লাগায় ক্লিক দিলাম আগে .
আপনার লেখাটা অনুসরণ করেই আমার লেখা লিখছি .মাননীয়া মানবীর সাথে আমারও বেধেছিল ও আমিও মিনিট দুই পরেই ব্যান ও কমেট মোছা হয়েছিল ... ... একজন প্রবাসী দেশী বাঙ্গালীর পক্ষে এর থেকে বেশী কিছু করা সম্ভব নয় ...তার আগেকার পোস্টগুলো পড়বেন ...সবকিছুই পরিস্কার হয়ে যাবে... ৮০ কি মি বেগে ছুটন্ত হাই ফাই গাড়ী থেকে দামি ক্যামেরা দিয়ে তলা ছবি যে তুলে ছবি ব্লগ বানিয়ে নাম কামায় তাদের এই রকম আধুনিক,বিবেক জাগ্রত পোস্ট স্টিকি দেখলে -অন্তর বলে ওঠে অনেক কিছু -মুখে বা লিখে দেখানোর সাহস নেই ...এনারাই আমাকে মুখ বন্ধ করতে বাধ্য করেন ...
@রেজোওয়ানা আপু , সিম্প্লিফাইং মন্তব্য জাতীয় কথা আমরা গো মুর্খ বস্তির পাব্লিক বুঝি না ....বাংলায় অর্থটা বুঝিয়ে দিবেন ...
সবাই জেনে রাখবেন - দেয়ালে পিঠ ঠেকলে -আমরা দেশীয়রা উক্রে ফেলতে পারি সুশীল সমাজকে -- হোক না তারা জাতভাই কিম্বা ছারপোকা ....
যুদ্ধে নামতে উস্কে দেবেন না - পরিনতী শুভ হবে না !!!
১৯ শে জুন, ২০১১ দুপুর ২:৪৮
একলা বগ বলেছেন: ++++++
১৭| ১৯ শে জুন, ২০১১ দুপুর ২:২৫
রেজোওয়ানা বলেছেন: তানিম ভাইয়া, ক্লিক বোঝেন, স্টিকি, হাই ফাই বোঝেন আর ঐ শব্দটা বুঝলেন না? যাই হোক ওটা 'সরলিকরণ' পড়ে নিয়েন, তাহলে হয়তো বুঝতে পারবেন!
একলা বগ, আপনাকে অনুরোধ করেছিলাম ২০০৮ এ রাহেলা কে নিয়ে করা পোস্ট গুলো পড়তে!
১৯ শে জুন, ২০১১ দুপুর ২:৪০
একলা বগ বলেছেন: রাহেলা বা রুমানা ম্যাডাম এখানে ইস্যু না। এখানে গড্ডালিকার নর্দমায় ভেসে যাওয়ার সময় স্রোতের আনুকূল্য লাভ করার মানসিকতাই ইস্যু, নাইলে কমেন্ট ডিলিট করার মত মহৎ কাজটি উনি করতেন না।
১৮| ১৯ শে জুন, ২০১১ দুপুর ২:৫০
এফ আই দীপু বলেছেন: আমি ওই ব্লগে প্রম্ন করছিলাম, উত্তর দেয় না।
১৯| ১৯ শে জুন, ২০১১ দুপুর ২:৫২
chin২ বলেছেন: যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে। ্=ব্যান
১৯ শে জুন, ২০১১ বিকাল ৩:০৭
একলা বগ বলেছেন: এবং যদি তিতা সত্য কথা থাকে তাইলেও ব্যান।
২০| ১৯ শে জুন, ২০১১ বিকাল ৩:০৯
জা না লা বলেছেন: লেখক বলেছেন: মানবী আপা এবং মানবী আপারা ঠিক কি জন্য সংগ্রাম করে বলতে পারেন।
এটা জানার জন্য আরেকজনকে প্রশ্ন করতে হয় না। আর এসব পাঠ শেষ করে তারপর এরকম ইস্যুতে পোস্ট দিবেন।
কিছু চুতিয়া ব্লগার ছাড়া পুরোনো যেকোন ব্লগার আপনার এ পোস্ট পড়লে ইচ্ছেমতো গালি দিবে।
@ ব্লগী তানীম বলেছেন : যুদ্ধে নামতে উস্কে দেবেন না - পরিনতী শুভ হবে না !!!
ঠিক মতো বাংলা লিখতে পারস না, তোকে ব্লগে আসতে বলেছে কে? যুদ্ধটা কিসের? এতো যুদ্ধ কোথায় থাকে? পরিণতিটা কেমন? কিসের পরিণতি?
ব্লগ সম্পর্কে ভালো করে স্টাডি করার পর ব্লগিং করা উচিত। এটা মহল্লার চা দোকান না যে সিট পাওয়ার জন্য যারে তারে হুমকী দেয়া যায়।
বাই দ্য ওয়ে, আর কি কি দেখলে যুদ্ধ করতে ইচ্ছে হয়? বেশিরভাগ ছাগুর বাপ চাচারা আবার মুক্তিযোদ্ধা হয়, আপনার খালু টালু কেউ যোদ্ধা ছিলো কিনা?
১৯ শে জুন, ২০১১ বিকাল ৪:০৮
একলা বগ বলেছেন: কিছু চুতিয়া ব্লগার ছাড়া পুরোনো যেকোন ব্লগার আপনার এ পোস্ট পড়লে ইচ্ছেমতো গালি দিবে।
কি সর্বনাশ, পুরানো ব্লগারদের উপরে এত বড় অপবাদ দিলেন? গালাগালি করাটা তো চুতিয়া ব্লগারদের কাজ, পুরানো সুশীলরা আবার গালি দেয় নাকি?
২১| ১৯ শে জুন, ২০১১ বিকাল ৩:২৫
জারনো বলেছেন:
যখন পতিত চরিত্রের দুই বোন ও তাদের মা এবং দুই বোনের লম্পট ছেলে বন্ধু মিলে একজন দায়িত্ববান স্বামী ও স্নেহবৎসল পিতাকে
নির্মম ভাবে খুন করা হয় তখন কিন্তু আপুরা নীরবই থেকেছেন।
লিংক
Click This Link
১৯ শে জুন, ২০১১ বিকাল ৪:০৬
একলা বগ বলেছেন: আপুদের সমস্ত সংগ্রামের প্যাটার্ন একই রকম। ভবিষ্যত নারী সুশীল হিসাবে নিজের অবস্থান পাকাপোক্ত করার প্যাটার্নের মধ্যে যেইটা পড়বে, পাবলিক যেইভাবে খাবে নিজেদেরকে সংগ্রামকে সেইভাবে রান্না করাই ইনাদের কাজ।
২২| ১৯ শে জুন, ২০১১ বিকাল ৪:৫০
বিবর্ন বেদনা বলেছেন: সুশিলদের উঠতে বস্তে গদামের উপর রাখা উচিত।হালারা খালি যে স্রোতে গেলে সুবিধা সেই স্রোতে যায়
জানালা@@তুই বাংলা বানান নিয়ে পরে থাক।হালায় সব জায়গায় বানানের শিক্ষা দিতে আসে,তুই বাংলা বানান নিয়ে থিসিস কর।বানান ভুল হলেই নাকি ভাষার অপমান হয়।হ্যাব্লা কনহাঙ্কার।দূরে গিয়া মর।
২৩| ১৯ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৫
অচেনা রাজ্যের রাজা বলেছেন: আপনার সাথে একমত না হয়ে পারলাম না.... আসলেই আমরা আজ সব কিছু মর্যাদার পাল্লা দিয়ে পরিমাপ করি....
বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যদি শিপ্রা হত তাহলে আজ এই রকম স্টিকি পোষ্ট সামু প্রথম পাতায় ঝুলত।
এরপরও বলি মতবিরোধ থাকতেই পারে....এই দেশের জন্য এটা অস্বাভাবিক কিছু নয়!
২৪| ১৯ শে জুন, ২০১১ বিকাল ৫:৫২
বাচ্চা ভুত বলেছেন: ব্যাপারটা আসলে কার স্ট্যাটাস কোথায় সেটা না। রুমানা ম্যাডামের নির্যাতনের কাহিনী দেখে মনটা যেমেন কেদে উঠেছে, পৃথিবীর যেকোন জায়গায় যে কারো সাথে ওই ঘটনা ঘটলে একই রকম কষ্ট হত। আমি নারীবাদী, কিন্তু পুরূষ বিদ্বেষী নই।পৃথিবীর সব নারী যেমন পারফেক্ট না, পৃথিবীর সব পুরূষও পশু নয়। রুমানা ম্যাডাম কে আমি পারসোনালি চিনি না, উনার ব্যাক্তিগত জীবন নিয়ে কোন মাথাব্যাথা আমার নেই, তবে তার সাথে যা হয়েছে তা কেউ ডিসার্ভ করে না, সমাজের কোন শ্রেণীর মানুষ ই না। ধন্যবাদ।
১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:২১
একলা বগ বলেছেন: আপনার সাথে এই বিষয়ে আমি সহমত।
২৫| ১৯ শে জুন, ২০১১ বিকাল ৫:৫৪
এ হেলাল খান বলেছেন: প্রদীপ মিত্র বলেছেন বিপ্লবদা এবং আপনি যা বলেছেন তা ঠিকই আছে, কিন্তু জায়গাটা ভুল হয়েছে। আপনাদের এই কথাগুলো নিজেরা আলাদা পোস্ট দিয়ে বলা উচিৎ ছিল কিন্তু বলতে গেলেন এমন এক পোস্টে যেখানে মানুষের সিম্প্যাথি এমনিতেই আসছে। আর আপনারা কথাটা যেভাবে বলেছেন তা পড়লে মনে হবে যেন রুমানার প্রতি যাদের সহানুভূতি তাদের গরিব বড়লোক এসব বিচার করে তা প্রকাশ করা উচিৎ।
প্রদীপ ভাই এর সাথে সহমত।
১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৭
একলা বগ বলেছেন: আমরা কথাটা যেভাবে বলেছি সেইটা একটু খারাপ শুনাইছে বটে, কিন্তু সেইটাতো তিতা সত্য কথা, সহানুভূতি দেখানোর সময় গরীব বড়লোক বিচার করে দেখানো হয় সেইটা অবশ্যই একটা ফ্যাক্ট, মানবী ম্যাডামদের যুদ্ধ যুদ্ধ খেলার মূল কারন ভিকটিম গরীব না বড়লোক সেইটা না, বরং স্রোতের অনূকূলে ভেসে ভেসে নিজেদের সুবিধাবাদী অবস্থানকে জাস্টিফাই করার একটা সুচতুর প্রকৃয়া এটা।
১৬ নাম্বার কমেন্টে ব্লগী তানীমের মন্তব্যের এই অংশটায় মানবী ম্যাডামদের সত্যিকারের চেহারা ফুটে উঠে: তার আগেকার পোস্টগুলো পড়বেন ...সবকিছুই পরিস্কার হয়ে যাবে... ৮০ কি মি বেগে ছুটন্ত হাই ফাই গাড়ী থেকে দামি ক্যামেরা দিয়ে তলা ছবি যে তুলে ছবি ব্লগ বানিয়ে নাম কামায় তাদের এই রকম আধুনিক,বিবেক জাগ্রত পোস্ট স্টিকি দেখলে -অন্তর বলে ওঠে অনেক কিছু -মুখে বা লিখে দেখানোর সাহস নেই ...এনারাই আমাকে মুখ বন্ধ করতে বাধ্য করেন ...
২৬| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫১
ক্ষুধার্ত বলেছেন: একটু ভাবুনতো সুখ কি কাকে বলে?
দাম্পত্য সুখ বলতে কাকে বলে?
আমরা ভালোবাসায় পৃথিবীর সকল দেশ থেকে এগিয়ে,সেটা কিভাবে জানেন?ঘরে ফিরে বউ নামক স্বর্গের পরীটার কারণে,আমি তম্ময় চেয়ে থাকি আমাদে ঐসব পরিবার গুলো দেখে,ঐসব দাম্পত্য গুলো দেখে যারা ভালাবাসায় নিজেদের জড়িয়ে রাখেন আবেশে।আমার চোখ ভরে উঠে যখন দেখি একি মটর সাইকেলে সামনে ছোট্ট সন্তানটি আর পিছে বউ নামের পরীটি কোমর জড়িয়ে ধারে বসে থাকে।
কি অদ্ভুৎ সুন্দর লাগে যখন একজন বুড়ি তার বুড়ো বর কে পান গুরো করে মুখে তুলে দেয়,দুজনি দাঁতের অভাবে পান গুরো করে খায়।
কোথায় পাবেন এই সব ভালোবাসা এখনকার আপনাদের পিএইছডির মধ্যে আছে আমাদের এই বাংলার এমন ভালোবাসা গুলো ?
টেবিলের উপর খাবার বেড়ে বরের জন্য না ঘুমিয়ে বসে থাকায় কি পরিমান ভালোবাসা থাকে একটু ভেবে দেখুনতো।
আজকেই একটু আগে রাস্তায় দেখলাম, আধুনিক যুগের ইউরোপিয়ানরা যাদের আমরা উঠতে বসতে ফলো করি, সেই দুই দম্পত্বি , নারীটি বসে সিগারেট খাচ্ছে পুরুষ অন্য একজন নারীর সাথে কথা বলছে আর মাঝে মাঝে তার গালে চুমু খাচ্ছে,বিদায়ের বেলায় তার পিছনে তলদেশে হাত ছোয়াতে ভুল করেনি,সেটা বসে বসে দেখছেন তার নারী সঙ্গিটি,যিনি বসে ধোঁয়া ছাড়ছেন।
এদের মধ্যে আধুনিকতা আছে কিন্তু দেখাতে পারবেন সেই ভালোবাসা যা আমার দেশের মানুষের মধ্যে আছে?
হাসপাতালর বেডে অসুস্থ্য শুয়ে থাকা স্বামীর রোগ মুক্তির জন্য নারীটি নামাজে দুই হাত তুলে বিধাতার কাছে ফরিয়াদ করছেন,বিধাতা শুনুক আর না শুনুক।
অফিস থেকে আসতে দেরি হলো বলে স্বামীর জন্য অন্ধকারে ছাদে উঠে দাড়িয়ে আছেন যেন রাস্তাটা আরও একটু বেশি দেখা যায়, স্বামী নামের মানুষটি কোথায় ,কোন সমস্যা হয়নিতো, ইত্যাদি ইত্যাদি।
আপনাদের বলি ,হ্যাঁ আপনাদের কে, আপনারা যারা শিক্ষিত মানুষ হয়েছেন আজকে তাদের কে বলি---
,প্রবাসে আছি বলে আমার মা বাবা মিলে যখন আকুতি ভরা গলায় এক সাথে বলে উঠে -বাবা যেখানেই থাকিস নিজের প্রতি খেয়াল রাখিস,আমাদর জন্য চিন্তা করিসনা, তুই বেশি করে ফলমুল খাবি,ইত্যাদি ভালোবাসার কথা শুনে বুক ফুলিয়ে মনে মনে বলি আমি বাংলা মায়ের ছেলে, আমার সেই বাংলা মা বোনদের আপনারা আপনাদের যন্ত্র দিয়ে মাপতে আসবেননা।
ওরা সত্যি বেশ আছে।
আধুনিকতার দোহাই দিয়ে ডিভোর্স নামের মেশিনটা স্টার্ট দিবেননা হুট করে, দেখুননা একটু শুধানো যায় কিনা, দেখুননা যে জগড়াটা রুমানা সাইদ করেছে সেটা কোন ভুল বুঝা বুঝি কিনা।একটু চেষ্টা করতে দোষ কি?
এই ডিভোর্স মেশিনটা যদি এখন আমার মা বাবা স্টার্ট দিয়ে বসে থাকেন তাহলে আমি এই বিদেশের মাটিতে মেশিনের এক প্রান্তে দিয়ে ঢুকে অন্য প্রান্তে দিয়ে গুড়ো হয়ে বের হবো,আমার জীবন উৎসাহ এখানেই মরে যাবে।
আমার বাংলা মা;ই ভালো।
১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৩
একলা বগ বলেছেন:
অসাধারন লাগল !!
+++++++
২৭| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৩
আমি ও যাযাবর বলেছেন: ল্মীকি বলেছেন: বিপ্লব কান্তির কমেন্টে জাঝা, আপ্নাকেও জাঝা।
মানবী আপার জন্য কয়েকজন কোমর বেঁধে নেমে পড়েছেন
২৮| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
অচেনা রাজ্যের রাজা বলেছেন: আমার জানা মতে ব্লগার "মানবী" এর আগেও এই সমস্ত নিয়ে লিখেছেন পাশাপাশি কাজও করেছেন.... রাহেলাকে নিয়ে লেখা উনার পোস্তগুলোও আমি পড়েছিলাম।
কারণ একটি দ্বিমত পোষণকারী পোষ্টের মন্তব্যে মতবিরোধিতার পার্থক্য থাকতেই পারে তাই বলে উনার মন্তব্য ডিলিট করে দিয়ে ব্যান করা উচিত হয়নি....।
১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৫
একলা বগ বলেছেন: এবং সেইটাই আমি বলতে চাচ্ছি।
২৯| ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৫
মদন বলেছেন: পৃথিবীর সমস্ত বিষয়েই বিতর্ক তৈরী করা যায়, আর জন্য সবার সেরা হলো বাঙ্গালী।
১৯ শে জুন, ২০১১ রাত ৮:১০
একলা বগ বলেছেন: এই জন্যই বাংগালী মদন, কি বলেন?
৩০| ১৯ শে জুন, ২০১১ রাত ১০:২১
বিবর্ন বেদনা বলেছেন: ক্ষুধার্ত @@ পোরে আপনার এই মন্তব্যটি আমি রেখে দিলাম,পোরে ব্যবহার করব।অনুমতি নিয়ে রাখলাম।
৩১| ১৯ শে জুন, ২০১১ রাত ১০:৩৩
অনিক আহসান বলেছেন: ক্ষুধার্তরে অনেক ঝাজা
৩২| ১৯ শে জুন, ২০১১ রাত ১০:৩৫
সুপান্থ সুরাহী বলেছেন:
সহমত...
৩৩| ২০ শে জুন, ২০১১ রাত ১২:১৮
মুসাফির... বলেছেন: @ক্ষুধার্ত বলেছেন: ...........
কিরে ভাই..
চোখে পানি নিয়ে আসলে যে..
৩৪| ২০ শে জুন, ২০১১ দুপুর ২:৩০
জারনো বলেছেন: বিবর্ন বেদনা বলেছেন: জানালা@@তুই বাংলা বানান নিয়ে পরে থাক।হালায় সব জায়গায় বানানের শিক্ষা দিতে আসে,তুই বাংলা বানান নিয়ে থিসিস কর।বানান ভুল হলেই নাকি ভাষার অপমান হয়।হ্যাব্লা কনহাঙ্কার।দূরে গিয়া মর।
বিবর্ন বেদনা আপনরা কি কোন সমস্যা ? এখানে এমন মন্তব্য করার কোন যোগসূত্র পেলাম না!! শুদ্ধ বানান লিখা যাবেনা এমন কোন নির্দেশাবলী আছে নাকি সামুর ?
কপি পেস্টতো ভালোই করেন" জাহাংগীর ৮৭ এর এই পোস্টটি কপি করার মানে কী ?
Click This Link
আপনর লিংক
Click This Link
৩৫| ২০ শে জুন, ২০১১ দুপুর ২:৩১
মন্জুরুল ইসলাম বলেছেন: thank u very much, I'll link it to that POST.
I'll also post this from my account.
২০ শে জুন, ২০১১ বিকাল ৩:০১
একলা বগ বলেছেন: লিংক করতে গেলে আপনাকে ব্যান করা হবে। মানবী ম্যাডামের বিরাগ ভাজন হইলে ওই পোষ্টে আর কমেন্ট করতে পারবেন না।
৩৬| ২০ শে জুন, ২০১১ বিকাল ৩:০৩
বিবর্ন বেদনা বলেছেন: জারনো @@@
জারনো বাবু,আপনি লেখা চোর মানে লেখা চোরের সমর্থক যা সজল শর্মার পোস্টে প্রমান আছে।আমি লিঙ্ক কপি করছি কিন্তু তার আগে দেখে আসেন জাহাঙ্গীর ভাইয়ের পোস্টে আমার কমেন্ট।
তারপর দেখবেন আমার কপি করা পোস্টের উপরে লেখা
"সাঈদ হাসান আপনিও একা নন
জাহাংগীর ৮৭ "
কানা নাকি যে সেটা দেখেন নাই।
তারপর আবার দেখেন,
আমার কপিকরা পোস্টে জাহাঙ্গীর ভাই এর মন্রব্ব
"জাহাংগীর ৮৭ বলেছেন: thank u for publish my post,ur comment also nice and perfect."
আর কিছু বলার আছে আপনার?নিজের মত সকল কে ভাববেন না।অকে।
জানালার মন্তব্য নিয়ে বলি,আনি কি বলেছি সঠিক বানান লেখা যাবে না?এই পোস্টে ও জানালা বানান ঠিক না হুয়ার জন্য একজন কে তিরস্কার করেছে।সেই কারনে আমার অই মন্তব্য।আর এই বানান ভুল হওয়া নিয়ে জানালা সাথে আমার আগের কাহিনী আছে।হিস্ট্রি না জেনে তোমাকে তোমার লম্ভা নাক এখানে দিতে কে বলছে?
কিছু বলার আছে তোমার?
২০ শে জুন, ২০১১ বিকাল ৩:৩৭
একলা বগ বলেছেন: ভাই এইখানে নিজেদের মধ্যে মারামারি না করে মূল বিষয়ের উপরে ঐক্যবদ্ধ থাকি আসেন। মানবী ম্যাডামদের যুদ্ধ যুদ্ধ খেলার মাধ্যমে সমাজে বিভেদ তৈরীর অপচেষ্টার বিরুদ্ধে আমাদের এখন একসাথে দাঁড়ানো দরকার, নাইলে এইসব ভন্ড চুশিলদের আবেগের ব্যবসায় মূল সত্য হারিয়ে যাবে।
৩৭| ২০ শে জুন, ২০১১ বিকাল ৩:০৬
মি: জন বলেছেন: ক্ষুধার্ত । আপনি সত্যিই ভালবাসার ক্ষুধার্ত। ধন্যবাদ আপনাকে। আমরা আর এ সুখ এতটা পাচ্ছি না।
৩৮| ২০ শে জুন, ২০১১ বিকাল ৩:০৮
স্বপ্নকথন বলেছেন: আক হাতে কখনো তালি বাজেনা।
২০ শে জুন, ২০১১ বিকাল ৩:৪১
একলা বগ বলেছেন: আক হাতে কখনো তালি বাজেনা। --- এইটা আমার পোষ্টের মূল উদ্দেশ্য না। সাইদ সাহেব অবশ্যই পশুর মত কাজ করছেন। এইজন্য তার শাস্তি হওয়া দরকার। কিন্তু মানবী ম্যাডামরা ঘটনাটাকে পুঁজি করে যুদ্ধ যুদ্ধ খেলার নামে সমাজে নারী-পুরুষ বিভেদ তৈরী করতেছেন। আমার অবস্থান তাদের এই চুশীল সুলভ অপকর্মের বিরুদ্ধে। আশাকরি বুঝতে পারতেন।
৩৯| ২০ শে জুন, ২০১১ বিকাল ৪:০৯
মামুন হতভাগা বলেছেন: বাল্মীকি বলেছেন: বিপ্লব কান্তির কমেন্টে জাঝা, আপ্নাকেও জাঝা।
৪০| ২০ শে জুন, ২০১১ বিকাল ৪:১৬
অলস ছেলে বলেছেন: সমস্যা হইলো ছাগল-োদা পাগলে দেশটা ভইরা গেসে। জনসংখ্যা বিষ্ফোরণের একটা নেতিবাচক সাইড ইফেক্ট হিসেবে এইটারে দেখি আমি। কলকিদা তো পুরানা জিনিস, আপনারে স্বাগতম।
৪১| ২০ শে জুন, ২০১১ বিকাল ৪:২৮
এমদাদ হোসেন জাবেদ বলেছেন: ক্ষুদার্ত - অসম্ভব সুন্দর একটা মন্তব্য করলেন। চোখের পাতাটা ভিজে গেলো। আসলে আমাদের ভাই মনটা মরে যাচ্ছে,,,,, ইট-পাথরের মতই আমাদের চরিত্র হয়ে উঠছে।
লেখক সাহেব,,,,, সমাজের মানুষগুলো বেশীর ভাগই স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে চায় বলেই আমাদের এতো অবনতী।
৪২| ২০ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৮
বাক স্বাধীনতা বলেছেন: আবেগের ব্যবসা করে ওরা। ওদের শক্ত হাতে দমন করতে হবে। (ব্যান না খাই আবার)
৪৩| ২০ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
চতুষ্কোণ বলেছেন: অলস ছেলে বলেছেন: সমস্যা হইলো ছাগল-োদা পাগলে দেশটা ভইরা গেসে। জনসংখ্যা বিষ্ফোরণের একটা নেতিবাচক সাইড ইফেক্ট হিসেবে এইটারে দেখি আমি। কলকিদা তো পুরানা জিনিস, আপনারে স্বাগতম।
২০ শে জুন, ২০১১ রাত ৮:১২
একলা বগ বলেছেন: আপনার সাথে সহমত, আরো একটা সমস্য হইল সুবিধাবাদী চুশীল শ্রেনীর সংখ্যাও ছারপোকার মত বেড়ে যাচ্ছে, এখনই এদের বিরুদ্ধে একটা ব্যাবস্থা না নিলে পাগল হোক ছাগল হোক গোল হোক ত্রিকোণ বা চতুষ্কোণ হোক আপনার আমার কারো পক্ষে এই দেশের মাটিতে শান্তিতে বেঁচে থাকা সম্ভব হবে না।
৪৪| ২০ শে জুন, ২০১১ রাত ১১:২৮
লওল০০৭ বলেছেন: ওই পোস্টে আপনার লেখার লিন্ক দিলাম। ভয়ে আছি আপনার মত ব্যান খাই কিনা
২১ শে জুন, ২০১১ সকাল ১০:২৬
একলা বগ বলেছেন: চেক করে দেখেন, এতক্ষনে ব্যান খাওয়ার কথা।
৪৫| ২১ শে জুন, ২০১১ রাত ১২:৩৩
২১ শে জুন, ২০১১ সকাল ১০:২৭
একলা বগ বলেছেন: ধন্যবাদ
৪৬| ২১ শে জুন, ২০১১ সকাল ১০:৪১
আকাশের তারাগুলি বলেছেন: মানবীর অবস্থান সামুর কেন্দ্রে, শিকড় অনেক গভীরে।
কোন এক ব্লগারের পোস্টে উনি দুনিয়ার তাবৎ রাজপুত্র, প্রধানমন্ত্রীপুত্র, রাষ্ট্রপতি পুত্রের দুর্নীতি লুটপাট ও চরিত্রের অবতারনা করেছিলেন। কিন্তু বাংলাদেশের কথিত যুবরাজ সময়ের সেরা দুর্ণিতীবাজ ও দাম্ভিক লুটেরা হওয়া সত্ত্বেও তার নাম নেন নাই।
আমি বলেছিলাম ভাসুরের নাম মুখে নেয়া যায় না?
হায় হায় কিছুক্ষন পরেই দেখি আমার পদ মর্যাদার উন্নয়ন। সেফ থেকে জেনারেল।
আর আজ প্রায় সপ্তাহ খানেক হলো এই পোস্ট টি আঠা দিয়ে নাকি পেরেক দিয়ে লাগিয়ে রাখা হয়েছে, নামানোর নাম নেই। আশা করি আরো ১ সপ্তাহ এটা ঝুলতে থাকবে।
২১ শে জুন, ২০১১ সকাল ১১:০৩
একলা বগ বলেছেন: বিপ্লব কান্তির কমেন্ট নিয়ে আরেক আবালের পোষ্ট দেখেন, সেই পোষ্টে সে লিখছে:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আর বরিশালের গ্রামের এক গৃহবধুর মাঝে কত পার্থক্য বুঝেন?
রুমানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের একজন শিক্ষক। তিনি আউল ফাউল লোক নন।
আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমি দেখেছি, মধ্যবিত্তের চিন্তা ভাবনা কতখানি সংকীর্ণ, কতখানি নারীবিরোধি, আর কতখানি বাজে বিশ্রী।
গ্রামের কথা আর শহরের কথা এক করে দেখলে চলবে না
৪৭| ২১ শে জুন, ২০১১ সকাল ১১:০৯
দুরন্ত সাহসী বলেছেন: মাননীয় ব্লগার আপনার মধ্যম দিয়ে আমি দেশ বরণ্য ব্লগার মানবীর কাছ থেকে জানতে চাই, যদি সাঈদ তার কৃতকর্ম প্রথম দিন স্বীকার করে ফেলে যে সে ইচ্ছা কৃত ভাবে অত্যান্ত সুস্থ্য মস্তিষ্কে পরিকল্পিত ভাবে রুমানা কে হত্যা করতে চেয়েছিলো, তাহলে সাঈদ কে ফাঁশি অথবা কারা দন্ড দিচ্ছেনা কেন?
আজকে ডিবি পুলিশ তৃতীয় দফায় সাঈদ কে রিমান্ডে নিবে , সেটা কেন? একটা মানুষ যদি স্বীকার করে ফেলে যে সে দোষী এর পর তাকে আবারও উত্তম মাধ্যম দেয়ার কারন কি? নাকি ডিবি পুলিশ সাইদ থেকে মোটা অংকের টাকা ঘুষ খেয়ে তাকে রিমান্ডে নিয়ে সব অস্বীকার করাতে পুনরায় রিমান্ড আবেদন করছেন?
নাকি ডিবি পুলিশের আগেকার বক্তব্য এমন ছিলো যে ,সন্মানিত রুমানা প্রিয় বাসি গণ আমরা আপনাদের আবেগ কে মাথায় রেখে সাঈদের মুখ থেকে অপরাধ স্বীকার করিয়ে ছাড়বো ইনশাল্লাহ(যদিও সাঈদ অপরাধি) সুতরাং আপনারা নিজের মত করে রুমানার পক্ষে পোস্ট দিয়ে যান, নিশ্চিন্তে। আমরা আপনাদের আবেগের যথাযথ সন্মান রাখতে সাঈদের হাড্ডি ঘুড়ো করে ফেলবো, সে বুঝবে কত ধানে কত গম। বউ পিটানির মজা কাকে বলে ।
৪৮| ২১ শে জুন, ২০১১ সকাল ১১:২০
নাজনীন১ বলেছেন: @ক্ষুধার্ত, আপনার আবেগভরা এতোবড় কমেন্টে কেবল আদর্শ স্ত্রী বা মা চরিত্রটিই প্রস্ফুটিত হলো, একজন আদর্শ স্বামী বা বাবার কাছে কি আশা করেন, কেমন সে রূপ তার ছিটেফোঁটাও খুঁজে পেলাম না। আফসোস!
৪৯| ২১ শে জুন, ২০১১ সকাল ১১:৩২
রাইসুল জুহালা বলেছেন: ব্লগার ক্ষুধার্ত মনে হয় শাবানার আশি এবং নব্বই দশকের ছবিগুলি খুব বেশি দেখেন!
৫০| ২১ শে জুন, ২০১১ সকাল ১১:৩৮
দুরন্ত সাহসী বলেছেন: মাননীয় নাজনীন আমার ক্ষোভ রুমানার উপর নয়, আমি ব্যক্তি গত ভাবে মর্মাহত হয়েছি সাইদের এমন কুৎসিত নোংরা কর্মের জন্য, আমি কেঁপে উঠি যখন রুমানার মেয়ের কথা ভাবি, এমন হাজারো সন্তানের কথা যারা তাদের মা বাবার কারণে পৃথিবীতে এসেছে আবর তাদেরি কারণে সাগরে ভাসছে,
এখানে আমার ক্ষোভ মাননীয় ব্লগার মানবীর উপর যিনি ভুল বুঝে ভুল ব্যখ্যা করে সাঈদের পক্ষের জনবল সৃষ্টি করছে । তার স্টিকি পোস্টে গিয়ে দেখুন কেউ রুমানাকে দোষারোপ করে কথা বলেনি প্রথম দিকে এবং কাপুরুষ সাঈদের পক্ষ নিয়েও না, সবাই শুধু এটাই বোঝাতে চেয়েছে মানবীরা সুধু রুমানা কে নিয়ে কেন পড়ে এমনতো অনেক নারী আছে যারা নির্যাতিত হচ্ছে।উনি এখনো বুঝতে রাজি নন বিষয়টা শুধু নারী বা শুধু পুরুষের বিষয়না, বিষয়টা হলো মানবিক মানুষের বিষয়, শধু নারী হলে এই পোস্টে পুরুষ রুমানার পক্ষে কথা বলতোনা, আজকে ব্লগে যারা সাইদের পক্ষে নেমেছে এটা সম্পুর্ন মানবীদের মত বিলাষী লেখকদের সৃষ্টি।
আমার ক্ষোভ এখানেই, আমি পুরুষ হয়ে লজ্জিত সাইদের জন্য।
৫১| ২১ শে জুন, ২০১১ দুপুর ১২:৪১
আকাশের তারাগুলি বলেছেন: ০ টলারেন্স নরপশু সাঈদের জন্য।
রুমানার জন্য সমবেদনা জানানো ছাড়া আর কি করার আছে এই মুহুর্তে।
৫২| ২১ শে জুন, ২০১১ দুপুর ১:২১
আমি ও যাযাবর বলেছেন: মেণ্টাল সিক মানবী আমার নিককে কমেন্ট ব্যান করে রেখেছে ।
৫৩| ২১ শে জুন, ২০১১ দুপুর ১:২৩
আমি ও যাযাবর বলেছেন: তার বিপক্ষে সব কমেন্টই মানবী কেটে ফেলতেছে এবং নিক ব্যান করছে
৫৪| ২১ শে জুন, ২০১১ বিকাল ৪:২৯
এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:
আমার প্রশ্ন হল, সাত বছরের প্রেমের পর আট বছরের দাম্পত্যে কি এমন হল যে সাইদ তার সতী সাবিত্রী স্ত্রীর উপর এমন পাশবিক নির্যাতন চালাতে পারে!!!
দুনিয়ার আবাল মার্কা মানুষ আবেগতাড়িত হয়ে রুমানা রুমানা বলে চেঁচাচ্ছেন। একবারও কি ফ্যাক্ট বিবেচনা করেছেন!!!
আমি সাইদকে সাপোর্ট দিচ্ছি ভাবলে ভুল হবে কিন্তু সস্তা আবেগের বশবর্তী হয়ে এসব সাময়িক চেঁচামেচি না করে বাস্তবতার নিরিখে ফ্যাক্ট বিবেচনা করা উচিৎ।
ক্ষুধার্তের কমেন্টে অনেক ঝাঁঝাঁ।
৫৫| ২১ শে জুন, ২০১১ বিকাল ৫:৪৩
লওল০০৭ বলেছেন: ব্যান খাইছি
শালির পাছায় এক্কান লাথি দিতে পারলে হত!!!!!!!!!
৫৬| ২১ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:১১
বিবর্ন বেদনা বলেছেন: নাজনীন১ ছাগল নাকি,সে কি মনে করে আদর্শ স্বামী বা পুরুষ নেই?আফসোস করে ত সেই মনভাব ই বুঝাতে চাচ্ছে।
৫৭| ২১ শে জুন, ২০১১ রাত ৯:২২
মুহাম্মদ ফয়সল বলেছেন: সাাাাাত বছর প্রেম কম কথা না........তারপর আবার দশবছর সংসার.... বিষয়টা নিয়া ভালমত গবেষনা করা দরকার....কিন্তু সেটাতো এদেশে হবে বলে মনে হয় না। আফসোস সত্যি অামরা কোনদিনও জানতে পারবো না....
৫৮| ২১ শে জুন, ২০১১ রাত ৯:২৪
মুহাম্মদ ফয়সল বলেছেন: নিদেন পক্ষে এই দেশে না...
৫৯| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৩৭
নাজনীন১ বলেছেন: @ দুরন্ত সাহসী, আমি মন্তব্য করেছি ক্ষুধার্তর কমেন্টের উপরে, আপনি কেন জবাব দিলেন বুঝলাম না। যাই হোক, আমাকে আপু/আপা বা শুধু নাজনীন ডাকলেই খুশী হবো, মাননীয় নাজনীন বলাটা ভাল লাগেনি। ধন্যবাদ।
৬০| ২১ শে জুন, ২০১১ রাত ১০:২৮
ক্ষুধার্ত বলেছেন: @নাজনীন১ আফসোস আপনাকে হতেই হবে কারণ আপনি পড়ার সময় এক চোখ বন্ধ করে পড়েছেন, এই জন্য আপনি একজন আদর্শ স্বামী বা বাবাকে দেখতে পাননি।
আমি ইচ্ছে করেই এটা স্পষ্ট করিনি কারন পুরুষ হয়ে নির্লজ্জ্ব ভাবে শুধু নিজের প্রশংসা করতে বিবেকে সায় দিচ্ছিলোনা, আমার জানা ছিলোনা আপনি একজন পুরুষ দেখনি, একজন বাবাকে দেখেননি।
আপনার কি মনে হয় একজন কুৎসিৎ মানুষের জন্য নারীটি রাত জেগে না খেয়ে টেবিলে বসে ছিলো?আপনার কি মনে হয় কোন নারী স্বামীর হাতে মার খাওয়ার জন্য রাত জেগে বসে থাকে?
আপনার কেন মনে হলো নারীটি ঐ স্বামীর জন্য ছাদের উপর উঠে দাড়িয়ে অপেক্ষা করছিলো যে তার স্বামীটি আসার সময় লাঠি নিয়ে আসছে কিনা, কিংবা একটা দাড়ালো ছুরি হাতে আছে কিনা কিংবা নারীটির চোখ উপড়ে ফেলার জন্য শক্ত কিছু নিয়ে আসছে কিনা?এটা কি সম্ভব? কোন নারীকি এমন কোন অসুস্থ্য স্বামীর জন্য আল্লাহ কাছে হাত তুলে কান্না করে যে স্বামী কামড়ে নাক তুলে ফেলে?
নারীটি ঐ স্বামীর জন্য ছা|দে উঠে দাড়িয়ে আছে যে কিনা সেই সকালে একটা শুকনো রুটি খেয়ে বের হয়েছে সারা দিন ঘামে ভিজে রোদে শুকিয়ে তার জন্য সন্তানের জন্য দুবেলা রুটি রুজির ব্যবস্থা করতে বেসামাল হয়ে টলতে টলতে বাসায় ফিরছে।
নারীটি ঐ স্বামীর জন্য না খেয়ে বসে আছে যে দুপুরে অফিস ফাঁকে ভাত না খেয়ে ৩টাকা দামের একটা সিংগারা খেয়ে পানি খেয়ে আবার কাজে বসছে।
নারীটি ঐ অসুস্থ্য স্বামীর জন্য বিধাতার কাছে দোয়া করেছেন যেই স্বামী নিজের কিডনিটা দিয়েছেন নারীটাকে (আমার বড় চাচার কিডনি দিয়ে আমার চাচি আম্মা বেঁচে আছেন )।
নাজনীন আপনার কেন মনে হলো সমাজে আদর্শ বাবা বা স্বামী নেই?আপনার বাবা কি তাহলে আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চিন্তার ফাঁক দিয়ে আপনি বড় হয়েছেন?
নাজনীন আপনাকে বলি- নারী যখন ক্ষেপে যায় বা স্বামী কতৃক কষ্ট পায় তখন হাউ মাউ করে পারা প্রতিবেশি জমিয়ে ফেলে,নিজের ভিতরে কষ্ট লাঘব করে ফেলে,সংসারের বা স্বামীর সন্মানের কথা চিন্তা করেনা, কিন্ত একটা পুরুষের বোবা কান্না কখনো দেখেছেন? সে চিৎকার করে কাঁদতে জানেনা, কারণ সমাজ জানে পুরুষ মেয়েদের মত কাঁদেনা।তাই একটা পুরুষ কাঁদে নিরবে নিভৃতে ঘরের কোনে কিংবা ছাদে উঠে, সেটা শুধু বউয়ের যন্ত্রনায় নয় শুধু কোন কারণে বউকে বা নিজের সন্তানের মুখে যদি খাবার তুলে দিতে না পারে তখনও কাঁদে, কারণ এই দায়ভার তার, এই ব্যর্থতার জন্য বউটিও বলে বসতে পারে -কাপুরুষ খাওয়াতে না পারলে বিয়ে করেছো কেন?
নাজনীন আফসোস আর কস্টো তো আমার হয়ছিল সেই দিন যেদিন - বাবার কর্মস্থলে গিয়ে দেখি আমার বাবা হিটারে রান্না করতে গিয়ে কড়াইয়ের তলানি কয়েলে লেগে ইকেক্টিক শক খেয়ে আমার বাবা ২০ হাত দুরে গিয়ে পড়েছিলো।যিনি নিজে আলু ভাজি ছাড়া আর কিছুই খেতেননা, আমাদের বেশি পরিমানের টাকা পাঠানোর জন্য, এমন করে আমার বোনকে ডাক্তার আর আমাকে খেটে খাওয়ার জন্য কিছু বিদ্যা পাঠ করালেন।
ভালো থাকবেন
২২ শে জুন, ২০১১ সকাল ৯:৩৯
একলা বগ বলেছেন: দি মিরর ইমেজ ইজ হোয়াট রিমেইনস অন দা আদার হাফ ইন ফ্রন্ট অব দা মিরর।
আয়নার ভিতরে সেইটাই দেখা যায়, যেইটা আয়নার সামনে থাকে।
৬১| ২১ শে জুন, ২০১১ রাত ১০:৪৮
ক্ষুধার্ত বলেছেন: @রাইসুল - আপনি ঠিক ধরেছেন আমি শাবানার সময়ে জন্মেছি, আমি খুব বেশি করে শাবানর ছবি দেখতাম, চরম সত্য কথা, আমার আম্মুর সাথে বসে বসে আমি জীবন থেকে নেয়া, বউ শাশুড়ি, জীবন বাজি, নালিশ ইত্যাদি আরও নাম ভুলে যাওয়া বহু ছবি দেখেছি। আমি সেই সত্তরের দশকের আদলে গড়া মানুষ, তখন ঢাকা শহরে বলাকা সিনেমা শুধু নয় সকল সিনেমা হল গুলো ছিলো শুদ্ধতম পরিবেশ, মা বাবা ছেলে মেয়ে সবাই এক সাথে মিলে মিশে আমরা ফিল্ম দেখতাম, হলের পরিবেশ গত সমস্যা যেমন ছিলোনা তেমনি ছবি গুলোর ছিলো মান সম্মত।তখনকার ছবি গুলোতে কোন পরকিয়া কাহিনী ছিলোনা, ছিলোনা উধোম শরীরি হনুমানের নাচ, ছিলোনা রাস্তায় কোন নারীকে ধরে ব্রা কিংবা ব্লাউজ খুলে ফেলার দৃশ্য। আমি সেই আদলেই গড়া মানুষ।
ছবির মতই সাজানো গোছানো আমার মন বাড়ি, আমার সংসার।আমি সুখী সুখী আমার মা বাবা বোন। এখন আমি কি করবো বলুন?, আপনাদের সময়ের সাথে তাল মিলানোর জন্য সব লন্ড পন্ড করে দেব? বাসায় গিয়ে আমার বোন মা বাবা কে বলোবো তোমরা এত সুখী কেন? কেনো বাবা তুমি আম্মুর নাক তুলে ফেলছোনা কামড়ে? বোনটিকে কি বলবো তুই কেন ছেলেদের নাকে রসি লাগিয়ে ঘুরাচ্ছিসনা?
কি করবো একটু বলবেন রাইসুল সাহেব?
আমরা সেই সত্তর কে অনুসরন করে ভালো আছি বলে এটা আমাদের অন্যায়?
যে যেমন পরিবেশে মানুষ হয় সে সেই আচরনটাই করেব এটাই স্বাভাবিক। কেউ কি এর থেকে বের হতে পারে?
ধরুন আপনি জন্মালেন গুহায় বসবাস যুগের সময়, তখন কি আপনি আপনার আম্মু আব্বুকে বলতে পারতেন আমি বড় হয়ে বিমান চালাবো? তখন তো রেডিও আবিষ=কার হয়নি , আপনি বিমান পাবেন কোথায়।?
খুব বেশি আধুনিক হয়ছেন নাহ? রুমানা সাইদের যুগে বাস করে নিজেকে গর্বিত মনে হচ্ছে? বউএর পরকিয়া দেখতে নাকি বউয়ের নাকে কামড় দিতে? নাকি কসাইয়ের মত চোখ উপড়ে ফেলতে?
সময় মানুষের উন্নতির জন্য পরিবর্তন হোক আমরাও বদলাবো কিন্ত সময় আর আধুনিকতা যদি পরকিয়া কিংবা বউয়ের নাক চোখ তুলে দিতে বলে তো সেই সময় আপনাদের থাকুক, আমাদের নয়, আমরা শাবানর যুগে ফিরে যাই, কারণ আমরা ভালোবাসায় নিঃশ্বাস নেই, এই এখনো নিলাম
ভালো থাকবেন
২২ শে জুন, ২০১১ সকাল ৯:৫০
একলা বগ বলেছেন: হ্যাটস অফ বস, অনেক বড় একটা খাটি কথা বলছেন।
৬২| ২২ শে জুন, ২০১১ সকাল ৯:৩৭
বিবর্ন বেদনা বলেছেন: ক্ষুধার্ত@@ অসাধারন বস
৬৩| ২২ শে জুন, ২০১১ দুপুর ১:১৭
নাজনীন১ বলেছেন:
"""আপনার কি মনে হয় একজন কুৎসিৎ মানুষের জন্য নারীটি রাত জেগে না খেয়ে টেবিলে বসে ছিলো?আপনার কি মনে হয় কোন নারী স্বামীর হাতে মার খাওয়ার জন্য রাত জেগে বসে থাকে?
আপনার কেন মনে হলো নারীটি ঐ স্বামীর জন্য ছাদের উপর উঠে দাড়িয়ে অপেক্ষা করছিলো যে তার স্বামীটি আসার সময় লাঠি নিয়ে আসছে কিনা, কিংবা একটা দাড়ালো ছুরি হাতে আছে কিনা কিংবা নারীটির চোখ উপড়ে ফেলার জন্য শক্ত কিছু নিয়ে আসছে কিনা?এটা কি সম্ভব? কোন নারীকি এমন কোন অসুস্থ্য স্বামীর জন্য আল্লাহ কাছে হাত তুলে কান্না করে যে স্বামী কামড়ে নাক তুলে ফেলে?"""
@ক্ষুধার্ত,
যাক, তাহলে আপনি মানছেন যে নারীদের এরকম পাষন্ড স্বামীর জন্য অপেক্ষা করার দরকার নেই, বা করে না. তাহলে আশা করি এটাও বুঝবেন এরকম স্বামীকে ডিভোর্স দেয়ার কারন আধুনিকতা নয়, নারীর পিএইচডিও নয়, জীবনের জন্য প্রয়োজন, জীবন রক্ষার্থে প্রয়োজন.
২২ শে জুন, ২০১১ দুপুর ২:৩৩
একলা বগ বলেছেন: খুব বেশি জেনারালাইজড হয়ে গেল। আপনার কথার মধ্যে শুধুমাত্র একটা কারণকে হাইলাইট করলেন। সেইটা হল পাষণ্ড স্বামী। বাকি যেই কারন গুলোকে ইগনোর করে দিলেন (আধুনিকতা, পিএইচডি'র উচ্চাকাংখা) সেই গুলোও অনেক রোল প্লে করে। প্রতিটা ঘটনার কনটেক্সট আলাদা আলাদা হবে।
একজন সো কলড আধুনিক নারীর স্বামীর জন্য না খেয়ে অপেক্ষা করার সম্ভবনা খুবই কম, ছাদে উঠে বসে থাকার সম্ভবনাও অনেক কম। আর সেই আধুনিক নারী যদি পি,এইচ,ডি করতে বিদেশে চলে যায় তাইলেতো আর কোন কথাই নাই।
আমার কাছে ব্যাপারটা খুবই রুড মনে হয় যে একজন নারী সংসার ফেলে উচ্চশিক্ষার জন্য কিভাবে বিদেশে যায়? এবং এই ধরনের নারী যেই সংসারে থাকবে সেইটা কিভাবে ব্লগার ক্ষুধার্তের উল্লেখ করা সংসারের মত হবে?
৬৪| ২২ শে জুন, ২০১১ বিকাল ৩:৪১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ব্লগার ক্ষুধার্তকে +++
৬৫| ২৩ শে জুন, ২০১১ রাত ১:৫৮
উদাসী স্বপ্ন বলেছেন: বোলগার ক্ষুধার্ত তো দেখি আমার বাপের বয়সী। বুঝলাম না, আমার বিয়া করনের টাইম হইয়া গেলো , আর বোলগার ক্ষুধার্ত খালি বাপ মা বোন কয়, বৌ কয় না! কাহিনী কি? মামা কি বিয়া করেন নাই? এই বুড়া বয়স পর্যন্ত বিয়া না করার কারন টা কি জানতে পারি?
যদিও ব্যাক্তিগত পুরুশ্ন, না দিলেও সমস্যা নাই!
২৩ শে জুন, ২০১১ দুপুর ১২:২৮
একলা বগ বলেছেন: আপনে বিয়া করছেন নাকি বড়ভাই? যদিও ব্যাক্তিগত পুরুশ্ন, না দিলেও সমস্যা নাই!
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১১ সকাল ১১:২৩
নাহিয়ান বিন হোসেন বলেছেন: ভাই এসব বলে কোন লাভ নেই, এই সমাজ , এই সমাজের চুচীলরা বরাবরই সুবিধাবাদী, আবেগের ব্যবসায়ী। এদের কাছ থেকে আপনি এর চেয়ে ভালো কিছু আশা করতে পারেন না। বিপ্লব কান্তিকে ধন্যবার এরকম স্পষ্ট কথা বলার জন্য। আর সেই সাথে ধন্যবাদ আপনাকেও।