![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ না অন্য দিন লিখব ....
ভোরে সবুজ দূর্বা ঘাসেরর ডগায় সূর্যের কিরণের চিকচিক দেখে মনে হচ্ছে শীতের বুড়ি এই আসলো বলে। কিন্তু শীতের এই শুষ্ক আবহাওয়ায় আমাদের নিজেদের সাজসজ্জার পরিবর্তনের পাশাপাশি বাসারও সৌন্দর্য বাড়ানো প্রয়োজন। তাহলে চলুন জেনে নেয়া যাক শীতে বাসার সাজসজ্জার কিছু সাধারণ টিপস।
শীতের শুরুতেই বাসার সব আসবাব-পত্র মুছে রোদে শুকিয়ে নিন। ভিন্নভাবে সাজিয়ে নতুন রূপ দিতে পারেন আপনার পুরনো ফার্নিচার দিয়েই। চাইলে পুরনো ফার্নিচার গুলোকে নতুন করে রঙ বা পলিশ করিয়ে নিতে পারেন। বাসার দেয়াল নতুন করে রাঙিয়ে নিতে পারেন বা বাজারে দেয়াল স্টিকার পাওয়া যায় যা দিয়ে পুরো বাসার দেয়ালে দিতে পারেন নতুনত্ব।
বাসার পর্দা গুলো যেহেতু অন্যতম সৌন্দর্য তাই শীত আসার পূর্বে ভালো করে পরিস্কার করে নিন। পর্দা বাসার মধ্যে ঠান্ডা বাতাস ঢুকতে বাধা দিয়ে শীত কমাতে সাহায্য করবে, এছাড়াও এই সময়ে শুষ্ক আবহাওয়ার কারনে ধুলোবালি থেকে বাসাকে কিছুটা হলেও মুক্ত রাখবে পর্দা। শীতের সময় সবকিছু ধোয়া সম্ভব হয় না তাই ভ্যাকিউমক্লিনার এবং ফার্নিচার ডাস্টার দিয়ে বাসার সব কিছু পরিষ্কার রাখুন।
এছাড়াও বাসার কার্পেট দিয়েই বাসার মূল সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব। কারন গরমে আমরা কার্পেট ব্যবহার করি না। তবে বাসার মেজেতে কার্পেট ব্যবহারের সময় রঙ্গের সামঞ্জস্য বজায় থাকে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আমাদের দেশে সাধারনত ভিক্টোরিয়ান ডিজাইনের কার্পেট বেশি ব্যবহৃত হয়। প্রত্যেক মানুষ তার নিজের বাসায় নিজেই রাজা এবং তার বাসাটি হচ্ছে নিজের রাজ মহল। তাই সবাই নিজ বাসাকে রাজকীয় রূপ দিতে চায়, ভিক্টোরিয়ান ডিজাইনের বাহিরেও বাজারে নানান ডিজাইনের কার্পেট রয়েছে। কার্পেটের সাথে বড় ঝাড়বাতি আর দেয়াল ষ্টিকার আপনার বাসার সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে তুলবে
শীতকালে বাসা সাজানোর সবচাইতে বড় সুবিধা হচ্ছে আলোকসজ্জা। অন্য মৌসুম গুলোতে বাসার তাপমাত্রা বাড়ার ভয়ে আমরা ইন্টরিয়র করা ডেকোরেটিভ অথবা সিলিং এর লাইট গুলো জ্বালাতে ভয় পাই। তাই শীতের সময় আলোর পূর্নতা দেয়া যায় সহজেই এবং এটি আপনার বাসার সৌন্দর্য যেমন বাড়িয়ে দিবে তেমনি বাসাকে কে গরম রাখবে। আপনি চাইলে বাজার থেকে কিছু শেড যুক্ত ঝুলন্ত লাইট ডাইনিং টেবিলের উপরে ঝুলিয়ে দিয়ে আলোকসজ্জায় নতুনত্ব দিতে পারেন। বিভিন্ন স্পেশাল অনুষ্ঠান উপলক্ষে ফ্লেমলেস ক্যান্ডেল দিয়ে সাজিয়ে বাসাকে আরো আকর্ষনীয় করে তুলতে পারেন।
সবুজ আঙিনা থাকলে সেটার স্পেশালি যত্ন নিতে হবে কারন শীতে বাতাসের আদ্রতা অনেক বেশি থাকে তাই পানি দিতে হবে। শীত কালকে ফুলের ঋতু বলা হয় এই সময়ে নানান রকমের ফুল ফুটে তাই বাড়ির বাহিরের অংশে ভিন্নতা আনার জন্য ফুলের সমারোহ করতে পারেন। মাঝে মাঝে বাসার ড্রইং রুমকে এইসব ফুল দিয়ে সাজিয়ে সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করতে পারেন।
শীতের সময়ে উষ্ণতা খুঁজতে গিয়ে আমাদের বই পড়ার ইচ্ছে জাগে তাই বাসায় বই পড়ার জন্য একটা আলাদা স্পেস তৈরি হতে পারে। গ্রিন জোন বা জানালা বা বারান্দার পাশেই একটি রিডিং স্পেস বানিয়ে নিন। সাথে রাখুন শীতের রকমারি ফুল আর বাহারি আলো।
০৫ ই মে, ২০২০ রাত ৮:২৪
মো: ইমরান হোসেন বলেছেন: ভাড়া বাসায়ও চাইলে সুন্দর করে সাজানো সম্ভব।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: ভাড়া বাসায় তো আর মনের মতো কিছু করা যায় না।