নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিংকর্তব্যবিমূঢ় , কখন কি করবো কিছুই বুঝি না ।

ক্রেইজি বালক

জন্মসূত্রে আমি মানুষ, এখন কর্মসূত্রে মানুষ হতে চাই

ক্রেইজি বালক › বিস্তারিত পোস্টঃ

হেপাটাইটিস বি পসেটিভ ..বিশেষ_সাহায্য_প্রয়োজন....

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০১

আমার মেয়ে কাজিনের জন্য পাত্রপক্ষ দেখতে আসছে। পাত্র খুবই ভালো। কিন্তু পাত্রের হেপাটাইটিস বি পসিটিভ অনেক বছর(৩-৪ বছর) যাবত। তবে কোন সমস্যা হয় না। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন উনার জন্ডিস ধরা পরে এবং পরীক্ষায় হেপাটাইটিস বি পসিটিভ ধরা পড়েছিল ।
আমার কাজিনের হেপাটাইটিস বি টিকা দেওয়া নাই। এমন অবস্থায় কি করা যেতে পারে ? আপনাদের কারো এই ব্যাপারে কোন অভিজ্ঞতা মানে হেপাটাইটিস বি পসিটিভ-এর ব্যাপারে আইডিয়া থাকলে শেয়ার করবেন প্লিজ ।
১-এমন কোন দম্পতির কথা জানা থাকলেও তার ব্যাপারটা বলবেন প্লিজ।
২-হেপাটাইটিস বি পসিটিভ (বাহক) থাকলে মানুষ সাধারণত কি সমস্যায় পরে বা মোট আয়ুস্কালে কেমন সমস্যা হয়,কাজকর্ম কি স্বাভাবিক করতে পারবে ? যদি জানেন বলবেন প্লিজ ।
৩-ভ্যাকসিন দিলে স্ত্রীর হেপাটাইটিস বি পসিটিভ হওয়ার আশঙ্কা কেমন ?
৪-সারাজিবন কি কনডম ব্যবহার করতে হবে ?
৫- বাচ্চা নিতে কি সমস্যা হবে? বাচ্চার কি হেপাটাইটিস বি পসেটিভ হয়ে যাবে ?
৬- টিকা কয় ডোজ দিয়ে বিয়ে দেয়া যাবে ?
৭- বিয়ে দিতে চাইলে কি কি টেস্ট করে কি দেখতে হবে ?

আরও অজানা কোনো কোথা শেয়ার করবেন আপনাদের জানা থাকলে ।

ধন্যবাদ ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৬

কলাবাগান১ বলেছেন: All answers are here:
https://www.healthline.com/health/hepatitis-b
বিয়ে না হওয়া ই উচিত কেননা মায়ের থেকে বাচ্চার ও হবে....।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:০১

চাঁদগাজী বলেছেন:



না জানলে হয়তো চলতো, বাংলাদেশে লাখ লাখ মানুষের জন্ডিস হয়; যেহেতু জেনেছেন, বিয়ে না হওয়াই ঠিক হবে।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫১

মরুচারী বেদুঈন বলেছেন: @চাঁদগাজী পাত্রকে তো মারাত্মক লেভেলের পছন্দ! তাই......

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৮

কলাবাগান১ বলেছেন: যদি বিয়ে দিতেই হয়, আপনার 'কাজিন' (ব্রাকেটে লিখলাম) কে হেপাটাইটিস বি এর টিকা নেওয়া উচিত। সাথে হেপাটাইটিস বি ভাইরাসের immune globulin এর ইনজেন্কশান নিতে পারে।

প্রবলেম হল যার মাঝে হেপাটাইটিস বি ভাইরাস আছে, তাকে সারা জীবন হেপাটাইটিস বি এর সংক্রমনে থাকতে হয় ...লিভার কে শেষ করে দেয়....শেষ কালে লিভার ট্রান্সপ্ল্যান্ট ও করতে হতে পারে...

এটা জন্ডিস না...জন্ডিস করে হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা যেটা স্বল্পকালীন সংক্রমন ..সেটা আপনাতেই ভাল হয়ে যায়।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫২

এলিয়ানা সিম্পসন বলেছেন: This post is sad!

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: আসলে সবচেয়ে ভালো হয় ডাক্তারের সাথে কথা বললে।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

রানার ব্লগ বলেছেন: আগে জীবন তার পর বিয়ে বা সংসার। বিয়ে না দেয়াই উত্তম।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১২

বাকি বিল্লাহ বলেছেন: এখানেই কেন বিয়ে দিতে হবে? মেয়েটাকে অনিশ্চিত ভবিষ্যতের হাতে না তুলে দেয়াই ভাল।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

মোগল সম্রাট বলেছেন: বিয়ে-শাদি আল্লাহর হুকুম ছাড়া হয় না । আর হেপাটাইটিস বি পজেটিভ হলে ভ্যাকসিন নেয়া যায়না আগে চিকিৎসার মাধ্যমে নেগেটিভ করে তার পর ভ্যাকসিন নিতে হয়। আর আপনার কাজিনকে অব্শ্যই ভ্যাকসিন দিয়ে রাখেন এই পাত্রের সাথে বিয়ে হোক বা না হোক। মোট চার বারে ভ্যাকসিন নিতে হয়। পর পর তিন মাসে তিন ডোজ তারপর এক বছর পর এক ডোজ। এবং পরে আবার টেস্ট করে দেখতে হবে শরীরে এন্টিবডি তৈরী হয়েছে কিনা।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

নতুন বলেছেন: আমার কাজিনের হেপাটাইটিস বি টিকা দেওয়া নাই। এমন অবস্থায় কি করা যেতে পারে ? আপনাদের কারো এই ব্যাপারে কোন অভিজ্ঞতা মানে হেপাটাইটিস বি পসিটিভ-এর ব্যাপারে আইডিয়া থাকলে শেয়ার করবেন প্লিজ ।


১-এমন কোন দম্পতির কথা জানা থাকলেও তার ব্যাপারটা বলবেন প্লিজ।

আমার স্ত্রী পজেটিভ... আমার টিকা নেওয়া আছে তাই আমার সমস্যা হবেনা।

২-হেপাটাইটিস বি পসিটিভ (বাহক) থাকলে মানুষ সাধারণত কি সমস্যায় পরে বা মোট আয়ুস্কালে কেমন সমস্যা হয়,কাজকর্ম কি স্বাভাবিক করতে পারবে ? যদি জানেন বলবেন প্লিজ ।

যদি লিভারে সমস্যা বাড়তে থাকে তবে সেটার পরিনতি ভালো হয়না। তাই কিছু অভ্যাস যেমন... মদ পান সহ আরো কিছু থেকে বিরত থাকতে হয়। এবং ৬ মাস পর পর ডাক্তারের পরামশে` চেকআপ করা উচিত।

৩-ভ্যাকসিন দিলে স্ত্রীর হেপাটাইটিস বি পসিটিভ হওয়ার আশঙ্কা কেমন ?

ভ্যাকসিন দিলে স্ত্রীর হেপাটাইটিস বি পসিটিভ বার সম্ভবনা নাই বললেই চলে। যদি ঠিক মতন ভ্যাকসিন কাজ করে তবে হবেনা।
৪-সারাজিবন কি কনডম ব্যবহার করতে হবে ?

যদি ভ্যাকসিন নেয়া থাকে তবে কনডম ব্যবহার না করলে সমস্যা নাই।


৫- বাচ্চা নিতে কি সমস্যা হবে? বাচ্চার কি হেপাটাইটিস বি পসেটিভ হয়ে যাবে ?

মায়ের যদি হেপাটাইটিস বি পসেটিভ না থাকে তবে বাচ্ছার হবার সম্ভনা নাই। তবে সন্তান জন্মানোর পরপরেই তাকে ভ্যাকসিন দিতে হবে তহলে বাবার থেকে সংকামনের ভয়টা থাকবেনা।

৬- টিকা কয় ডোজ দিয়ে বিয়ে দেয়া যাবে ?

১ম ডোজ বিয়ের আগেই দেওয়া উচিত.... এবং কোস` শেষ না হওয়া পযন্ত কনডম ব্যবহার করা উচিত।
৭- বিয়ে দিতে চাইলে কি কি টেস্ট করে কি দেখতে হবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.