নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

**** দোয়া ও মুনাজাত *****

০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৩



দোয়া ও মুনাজাত



দোয়া বিশেষ ধরনের ইবাদত। দোয়া যে ইবাদত তা সহীহ হাদিসে বর্ণিত রয়েছে। কোন রাসুল কিংবা অলীর জন্য যেমন সালাত আদায় করা চলেনা, তেমনিভাবে কোন রাসূল অথবা অলীর নিকট (তাদের মৃত্যুর পর) আল্লাহকে ছেড়ে কোন দোয়া চাওয়া যাবে না।



আল্লাহ তায়ালা বলেনঃ “আল্লাহকে ছেড়ে কাউকে ডেকোনা, যে না তোমার কোন উপকার করতে পারবে, আর না কোন তি করতে পারবে। যদি তা কর অবশ্যই তুমি জালিমদের (মুশরিক) অন্তভূক্ত হয়ে যাবে”। (সুরা ইউনূস, ১০ঃ ১০৬ আয়াত)



রাসুলুল্লাহ (সাঃ) বলেন, “যখন কিছু চাও একমাত্র আল্লাহর নিকট চাও, আর সাহায্য চাইলেও তাঁর নিকট চাও”। (তিরমিজি)



দোয়া কবুলের অনুকুল অবস্থা ও সময়ঃ



# আযান ও যুদ্ধের ময়দানে যখন মুজাহিদগন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান

# আযান ও ইকামতের মধ্যবর্তী সময়

# সিজদার মধ্যে

# ফরজ নামাযের শেষে

# জুমআর দিনের শেষ অংশে

# রাতের শেষ তৃতীয়াংশে

# দুআ ইউনুস দ্বারা প্রার্থনা করলে

# মুসলিম ভাইয়ের অনুপস্থিতে তার জন্য দুআ করা

# সিয়ামপালনকারী, মুসাফির, মজলুমের দুআ এবং সন্তানের বিরুদ্ধে পিতা-মাতার দুআ

# আরাফাত দিবসে দুআ

# বিপদগ্রস্থ ও অসহায় ব্যক্তির দুআ

# হজ্ব ও ওমরাকারীর দুআ এবং আল্লাহর পথে অংশগ্রহনকারীর দুআ

# পাঁচ ওয়াক্ত সালাতের পর মোনাজাত

(সালাত শেষে যে সকল দুআ ও জিকির হাদিস দ্বারা প্রমাণিত)



দোয়া কবুলের অন্তরায়সমুহঃ



# হারাম খাদ্য, হারাম পানীয় ও হারাম বস্ত্র

# সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন করা

# দুআ কবুলে তাড়াহুড়ো করা

# অন্তরের উদাসীনতা

# ব্যক্তিত্বের এক বিশেষ ধরনের দুর্বলতা



দোয়া প্রার্থনাকারী যা থেকে দুরে থাকবেনঃ



# আল্লাহ ছাড়া অন্যের কাছে দুআ করা

# দুআয় সীমা লংঘন করা

# আল্লাহর রহমতকে সীমিত করার জন্য দুআ করা

# নিজের ও নিজের পরিবারের বা সম্পদের বিরুদ্ধে দোয়া করা

# সুর ও ছন্দ সহযোগে দুআ করা



দোয়া-মুনাজাতের আদাবসমুহঃ



# দুআ করার সময় তা কবুল হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা এবং দৃঢ়তার সঙ্গে দুআ করা

# বিনয় ও একগ্রতার সঙ্গে দুআ করা এবং আল্লাহর অনুগ্রহ লাভ ও তাঁর শাস্তি থেকে বাঁচার প্রবল আগ্রহ নিয়ে দুআ করা

# আল্লাহর কাছে অত্যন্ত বিনীত ভাবে ধর্না দেয়া এবং নিজের দুর্বলতা, অসহায়ত্ব ও বিপদের কথা আল্লাহর কাছে প্রকাশ করা

# দুআয় আল্লাহর হামদ প্রশংসা করা ও রাসুল (সাঃ) এর প্রতি দরুদ পেশ করা

# আল্লাহর সুন্দর নামসমুহ ও তাঁর মহৎ গুনাবলী দ্বারা দুআ করা

# পাপ ও গুনাহ স্বীকার করে প্রার্থনা করা

# প্রার্থনাকারী নিজের কল্যানের দুআ করবে নিজের বা মুসলিমের অনিষ্টের দুআ করবে না

# সৎ কাজের অসীলা দিয়ে দুআ করা

# বেশী বেশী ও বার বার দুআ করা

# সুখে-দুঃখে সর্বাবস্থায় দুআ করা

# দুআর বাক্য তিনবার করে উচ্চারণ করা

# দুআ-মুনাজাতে উচ্চস্বর পরিহার করা

# দুআ-প্রার্থনার পূর্বে অযু করা

# দুআয় দুহাত উত্তোলন করা

# কিবলামুখী হওয়া

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১১ রাত ৯:৪১

স্যার ... বলেছেন: খুব ভালো হয়েছে।

দুআ এবং সন্তানের বিরুদ্ধে পিতা-মাতার দুআ -- এখানে কী কোনো ভুল আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.