নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগু ঢুকলেই কট!!!

আয়োডিন স্বল্পতায় ভোগা সবাই মোল্লার লবন খান !!

শয়তান

ভুসুক ভ্যা ভ্যা বিক্ট পাতক, কাডল পাতক, ইক্টা মোদক, ঝীরাম বদবু, ছ্যা ছ্যা পিডক দেনু গদাম উপ্রে রাখক। ফেসবুকে আমি http://bitly.com/soytaan ---------------------------- - একজন ভালো শয়তান ~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~ ঠিকানাঃ ---------------------- soytaan/twitter soytaan/gmail soytaan/ymail soytaan/facebook dakbaksho/hotmail -

শয়তান › বিস্তারিত পোস্টঃ

বাজেটে সিগ্রেটের দাম বাড়ছে :( আমরা সিগ্রেটখোররা এখন কি করতে পারি ?

৩১ শে মে, ২০০৯ রাত ২:৪৮

বাজেটে সিগ্রেটের দাম বাড়ছে :( আমরা সিগ্রেটখোররা এখন কি করতে পারি ?



এইবারের বাজেটে শুন্তেছি বড় ধরনের একটা ধাক্কা আসতেছে আমাদের ধুমপায়ী কম্যুনিটীর উপ্রে । বেনসন এক লাফে ১১০ টাকা আর আমার মত গরীবের গুল্ডলীপ নাকি ৮০ টাকায় উঠানের ফন্দি ফিকির চলতেআছে :(



বেনসন এর প্যাকেট থাকলে প্রতিবার লাগে দুইটা । লীফে সেই ধাক্কাটা সামাল দিতাম । কিন্তু এখন পকেট সামাল দিবে কে ? এখনি লাগে পার ডে দুই প্যাক । তার মানে জুন থেকে নুন্যতম দেরশ টাকা ডেইলী খরচ হবে। এই বাজারে মাসে পাঁচ হাজার টাকা কিছুতেই ধোঁয়ার পিছনে খরচ করা সম্ভব নাহ ।



কৈ যামু কি করমু এইবার :((

মন্তব্য ১৭১ টি রেটিং +২২/-১

মন্তব্য (১৭১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০০৯ রাত ২:৫৩

এন এইচ আর বলেছেন: প্রতিবাদ সরুপ ্যারা ধুমপান করেন চিরতরে ছেড়ে দিন।

৩১ শে মে, ২০০৯ রাত ২:৫৭

শয়তান বলেছেন: বলা সহজ কিন্তুক করা মহাকঠিন :(

২| ৩১ শে মে, ২০০৯ রাত ২:৫৭

বিডি আইডল বলেছেন: বিড়ি খান, সস্তা...দেশের টাকা দেশেই থাকবে

৩১ শে মে, ২০০৯ রাত ৩:০২

শয়তান বলেছেন: বিড়ির উপর নাকি সবচেয়ে বড় পার্সেন্টেজ বসাবে । প্রতি প্যাক মিনিমাম ১০ টাকা করবো ।

মরন গরীবেরই !!!!

৩| ৩১ শে মে, ২০০৯ রাত ২:৫৯

মনজুরুল হক বলেছেন:

আপ্নেরে কইষ্যা মাইনাচ্! আম্রা কি পাইন্তে পর্ছিনি?
বিড়িতে পুরমোশন লৈতে অসুবিদা কিয়ের ?

৩১ শে মে, ২০০৯ রাত ৩:০৫

শয়তান বলেছেন: বিড়ির মইধ্যে কোন্টা এখন সবচায়া ভালো টেস্ট ? এনি আইডিয়া ?

৪| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:০৭

আহছানউল্লাহ বলেছেন: আগামী একবছর পর্যন্ত সিগারেটের জন্য যত বাজেট আছে আপনাদের(যারা ধুমপায়ী)সব অর্থ আইলার আঘাত প্রাপ্তদের দিয়ে দেন।শরীর ভাল থাকবে অন্যদিকে নিশ্চিত সওয়াবের ভাগীদার হবেন।

৩১ শে মে, ২০০৯ রাত ৩:১২

শয়তান বলেছেন: দাবিটা সিগ্রেট কোম্পানীগুলারে জানালে আরও ভাল পুন্য হবে । এক্ষুনি জানান ।

৫| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:০৮

বিডি আইডল বলেছেন: ছাত্র জীবনে আকিজ ট্রাই কর্ছিলাম...খুবই সোয়াদ!

৩১ শে মে, ২০০৯ রাত ৩:১৩

শয়তান বলেছেন: কাইলকাই ট্রাই দিমু।

৬| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:১০

ধীবর বলেছেন: আমাদের দেশের সরকারের নজর কাড়ার একটাই রাস্তা। এর প্রতিবাদে, রাস্তায় নেমে ভাংচুর শুরু করা। তাইলে যদি সরকারের টনক নড়ে।

আরেক্টা রাস্তা হইলো, রাস্তাঘাটে সিগারেট ছিনতাই। চাদা হিসাবে সিগারেটের কার্টুন দাবি করা। দোকানে গিয়া সিগারেট কিন্যা পয়সা না দেয়া। দিলেও আগের দাম দেওয়া।

আপনের এই ডাকে আমিও সাড়া দিলাম।

" দুনিয়ার সিগারেটখোর এক হও "

অফঃ মদ, গাঞ্জা ফেন্সিডিলের দামও তাইলে বাড়ানোর দাবি করতে হইবো।

৩১ শে মে, ২০০৯ রাত ৩:১৫

শয়তান বলেছেন: মহান সিগ্রেটের সাথে অন্য নেশারে মিক্স কৈরেননা ।

৭| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:১৬

পৈতাল বলেছেন: আমার কি অইবো :( ছিগেট কিনবার লেইগা বাংকু লুন দেইনি? তাইলে লিপ ছিগেট মোজুদ কইরা রাখতাম।নাইলে কন কাউল কাই ১৪৬০ প্যকেট কিনা রাখি।কি ভাই রাজি আছিতো আমরা -^-

৩১ শে মে, ২০০৯ রাত ৩:২৫

শয়তান বলেছেন: ব্যাংক লোন । হ এইটা ভালা বুদ্ধি । সরকারের কাছে আবেদন করা যায় । ধুমপায়ী লোন ।

১৪৬০ প্যাকেটের হিসাবটা কেমনে ??

৮| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:১৯

আহছানউল্লাহ বলেছেন: এখন থেকে চেষ্টা করেন ধুমপান আর করবেন না।ব্যাস হয়ে গেল।আরে মিয়া শোনেন আমি লাস্ট সিগারেটে ফুঁক দিয়েছি র্থাটি ফাস্ট নাইট২০০৮ আর এখন ৩১মে ২০০৯।সেই যে ফুঁক দিলাম এখন পর্যন্ত আর না................

৩১ শে মে, ২০০৯ রাত ৩:২২

শয়তান বলেছেন: ক্লাস সেভেনএ শুরু । এর পর কতোবার ছাড়লাম । কৈ আবারও কেমনে কেমনে যেন শুরু হয়া যায় ।

৯| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:২৪

অন্য কেউ বলেছেন: বু হু হু হুউউউউউউ (হেভিসে কান্দন ইমো!)

৩১ শে মে, ২০০৯ রাত ৩:২৭

শয়তান বলেছেন: :((:((:((

১০| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:২৫

আহছানউল্লাহ বলেছেন: আরে ভাই কথায় আছে না ইচ্ছা থাকলে উপায় হয়।ধুমপানে কি,কি,লাভ হয় আর কি,কি ক্ষতি হয় সেটা নিশ্চয়ই জানা আছে।

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৩১

শয়তান বলেছেন: যাইনা শুইনাই ত গত ২৫ বছর ধৈরা টানতেছি । বিয়ার মত দিল্লীকা লাড্ডু তো মানুষ যাইনাই খায় আর পস্তায় :)

১১| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:২৭

মনজুরুল হক বলেছেন: হরীণ বিড়ি। রংপুরে তৈয়ারী, বাট বিকরি হয় দিনাজপুরে....ফ্যাবুলাস!!

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৩২

শয়তান বলেছেন: স্যাম্পল আনান যায় ?

১২| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:২৯

নাজিরুল হক বলেছেন: বিড়ি খাইয়া দেশের অর্থনীতি চাংগা করার গুরু দায়ীত্ব এখন আপনাদের উপর। :)

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৩৩

শয়তান বলেছেন: ওকিজ । মজা লন । মজা লন । আপনেগোই দিন এহন :(

১৩| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:২৯

অরণ্যদেব বলেছেন: আম্রার আঢ়ীপুঢ়ের সব্দুকানবন্ধ!! :(

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৩৫

শয়তান বলেছেন: ব্যাপারস না । মামুলি হামজ্বর । কাইটা যাইবো শীঘ্রই ।

১৪| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:৩৫

নিবিড় অভ্র বলেছেন: বিড়ির প্যাকেট দশ টাকা হইবো!! :-/ মাই গড!!! :-*

দাম বাড়ছে ভাল হইছে.... আপনারা সিগ্রেটখোররা এখন পুরাতন সিগারেটের ফিল্টার নাইলে কাগজ পুড়িয়ে ধুমপান করেন :P

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৩৭

শয়তান বলেছেন: এই দিন দিন নয় আরও দিন আছে !!

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৩৯

শয়তান বলেছেন: দাড়ান একটা সিগ্রেট এই কমেন্টের প্রতিবাদে এখন ই ধরাইয়া নেই :)

১৫| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:৪১

পাথুরে বলেছেন: ১১০ ট্যাকা???
হে বন্ধুগণ, জাতি আজ গভীর দুর্দশায় নিমজ্জিত। চাকুরীজীবিদের সিগ্রেট ভাতা দেয়ার জোর দাবী জানাই।

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৪২

শয়তান বলেছেন: চাকুরীজীবিদের সিগ্রেট ভাতা দেয়ার জোর দাবী জানাই।

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

১৬| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:৪২

তামিম ইরফান বলেছেন: রহিমা বিড়ি।

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৪৪

শয়তান বলেছেন: কোন এলাকার ? টেস্ট কিরম ? ঢাকায় কি ওদের নেটওয়ার্ক আছে ?

১৭| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:৪৪

অরণ্যদেব বলেছেন: ডাহায় তামুক্পাউয়া যায়নি? হুক্কা টেরাই দিতাম

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৫০

শয়তান বলেছেন: ভালোকথা মনে করাইসেন । একসময় তো ক্যাপস্টেনমিক্সচার দিয়া নিজের হাতে বিড়ি বানায়া খাইতাম । টেস্টও সেইরম আছিলো । দেখি কাইলকাই ফার্মগেটে পাত্তা লাগামু । খরচও বাঁচবো ।টেস্টও কমবো না :)


দেওতারে একমন ধইন্যাপাতা :)

১৮| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:৪৬

অরণ্যদেব বলেছেন: আহছানুল্লা বাইরে ডা. অরূপ রতনের টিকানাদেন্তো, ভিঠিভি তে পুরগিরাম কর্তারেনি

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৫৪

শয়তান বলেছেন: :)

১৯| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:৪৬

শাহারিয়ার আহমেদ বলেছেন: 110? এখন খাই ৮৪ করে। আমি পুরা শ্যাষ।

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৫৫

শয়তান বলেছেন: হ । পুরা শ্যাষ।

২০| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:৫০

জনি ইংলিশ বলেছেন: ছোটবেলায় দেখেছি চাল ১০ টাকা কেজি আজ চাল চল্লিশ টাকা কেজি কিন্তু ১টা গোল্ডলিফের দাম ছোটবেলায় দেখেছি ২ টাকা এখনও ২ টাকা ।

তাই আমি চাই ১টা গোল্ডলিফের দাম হোক ১০ টাকা ।

এতে যদি ধুমপায়ীর সংখ্যা কিছুটা কমে।

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৫৭

শয়তান বলেছেন: তৈলে চিন্তা করে দ্যাখেন আমরা সরকাররে কত্ত ট্যাক্স দিতেসি সেই ১৯৫৩ সাল থেকে :) আর ঐ ট্যাক্সের পয়সায় আপনেরা চলেন :)

২১| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:৫৭

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ভাইসব!!!!!!! সিগ্রেটের দাম বাড়ানোর সিদ্ধান্তে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই দুরভিসন্ধিমুলক, ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত কিছুতেই মেনে নেওয়া হবে না। পুরো জাতিকে সিগ্রেটের স্বাদ থেকে বঞ্চিত করার ফল হবে ভয়াবহ যা সরকার কল্পনাও করতে পারবে না। আমরা দরকার হলে রাজপথে নামব। অতীতেও প্রতিটি সরকার একই ষড়যন্ত্রের সফল বাস্তবায়ন করে গেলেও আমরা তা ভুলি নাই। আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বই ছাড়ব। দরকার হলে রাজপথে আমরা কি করতে পারি তা সরকার ভালভাবেই জানে। তাই আজ জনগণ বলছে তাদের সাবধান হয়ে জেতে। জনগনের ইচ্ছাকে দমিয়ে রেখে কোন সরকার টিক্তে পারে নাই আর পারবেও না। তাই আবার বলছি সাবধান। আপনারা এমন কিছু করবেন না যাতে আমরা সিগ্রেটখোররা কঠিন সংগ্রামের পথ বেছে নেই। আমাদের দাবি পুরন করুন নয়ত আপনাদের পরিনতি হবে অত্যন্ত ভয়াবহ। সংগ্রামী সাথীবৃন্দ আমি আবার আমাদের হুশিয়ার বাণী সরকারকে স্মরন করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় সিগ্রেট। সিগ্রেট জিন্দাবাদ। সিগ্রেট চিরজীবি হোক।

৩১ শে মে, ২০০৯ রাত ৩:৫৮

শয়তান বলেছেন: জয় সিগ্রেট। সিগ্রেট জিন্দাবাদ। সিগ্রেট চিরজীবি হোক।

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

২২| ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:০৩

মনজুরুল হক বলেছেন:

যাইগা, ঘুম ধরে না... তাও ঘুমাইতে হইবেক...বিড়িও প্রায় শেষ !!

৩১ শে মে, ২০০৯ ভোর ৪:১২

শয়তান বলেছেন: আমার স্টকে আরও আছে :)

২৩| ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:০৫

তামিম ইরফান বলেছেন: রাজাবাজারে ঢুকার মুখে এক দোকান থেইকা কিনছিলাম একবার।টাইনা ভাললাগছিলো।

৩১ শে মে, ২০০৯ ভোর ৪:১৪

শয়তান বলেছেন: নোটেড । ধইন্যা

২৪| ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:০৭

রন্টি চৌধুরী বলেছেন: সিগারেটের উপরে ৩০০% ট্যাক্স বসানো দরকার। তাতে করে সরকারের ক্ষতি হবে না, ট্যাক্স ঠিকই পাবে বিক্রি কমে গেলেও। আর ধুমপায়ীরা ধুমপান ছাড়বে না, খালি মাত্রা কমাবে। সবচেয়ে ইতিবাচক, দাম বাড়লে টিনেইজাররা সিগারেট ধরতে চিন্তা করে ধরবে, ধরলেও মাত্রার মধ্যে ধরবে, কেননা ওত টাকা এফোর্ট করাও মুশকিল।
অর্থমন্ত্রী যে এ ব্যাপারে আন্তরিক তাতে আমি শতভাগ নিশ্চিত, আমি তারে একদিন বলেছিলাম, তুমি নেক্সট টার্মে ফাইনান্স মিনিষ্টার হলে সিগারেটে বিশাল বিশাল ট্যাক্স বসাইয়া দিয়ো, তাতে তিনি বেশ মজা পেয়েছিলেন, এবং বিশাল হাসি উপহার দিছিলেন।

ট্যাক্স বাড়ানো জিন্দাবাদ।

৩১ শে মে, ২০০৯ ভোর ৪:১৭

শয়তান বলেছেন:
ওক্কে তৈলে আমরাও দাবী তুলতেছি ।

প্রবাসীদের উপ্রে ট্যাক্স বাড়ানো হোউক ।

রন্টি চৌধুরী মুর্দাবাদ :)

২৫| ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:০৯

তনুজা বলেছেন: কমেন্ট

৩১ শে মে, ২০০৯ ভোর ৪:১৯

শয়তান বলেছেন: চির কৃতগ্যতা

( বানান ভুল কেননা পারিনা শুদ্ধ কৈরা )

২৬| ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:১১

রন্টি চৌধুরী বলেছেন: আমার বর্তমান বসবাসের জায়গায় গত বছর সিগারেটের দাম বাড়িয়েছে। আগে ছিল ৭.৬৫ ইউরো, এখন করেছে ৮.৪৫ ইউরো(সাড়ে ৮শ টাকা প্রায় প্রতি প্যাক) (সব ব্র্যান্ডের সিগারেটের দাম সমান এখানে, লীফ, বেনসন সব সমান দাম) :)

৩১ শে মে, ২০০৯ ভোর ৪:১৮

শয়তান বলেছেন: ঐডা বিলাত । আর আম্রা বাংলাদেশী ।

২৭| ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:২০

রন্টি চৌধুরী বলেছেন: বেনসনের দাম প্রতি প‌্যাক ১৫০ টাকা, খুচরা প্রতিটা ৮ টাকা। গোল্ডলীফ প্রতি প‌্যাক ১১৫ টাকা, প্রতিটা ৬ টাকা করা হলে দেশ ও জাতি উপকৃত হবে :)

৩১ শে মে, ২০০৯ ভোর ৪:২৩

শয়তান বলেছেন: দর্কার হৈলে বিড়িতে মাইগ্রেট হমু ।তাও নেহি ছোরেংগে :)

কিন্তু জোরালো কন্ঠে আওয়াজ তুলমু প্রবাসীদের উপ্রেও ট্যাক্স বাড়ানো হোউক ।

২৮| ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:২০

তনুজা বলেছেন: আরে ব্যাপার না , যা লিখছেন ঐ কত---এসব শব্দ ধরেন মনে রাখছেন এই বেশি

৩১ শে মে, ২০০৯ ভোর ৪:২৫

শয়তান বলেছেন: খুঁচান ক্যান ?

এমনেই অনাগত আন্ধার ভবিষ্যতের ভয়ে জর্জরিত আছি :(

২৯| ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:২৩

তামিম ইরফান বলেছেন: ঐটা করা হইলে শুধু সরকার উপকৃত হবে।ঐ ট্যাক্সের টাকায় মন্ত্রী,আমলারা বিদেশ থেইকা হাভানা চুরুট এনে ফুকবে।আর আমরা জনগনরা,১ টাকায় দুইটা ফাতেমা বিড়ি ফুকে দিন পার করবো@রন্টি ভাই

৩১ শে মে, ২০০৯ ভোর ৪:২৯

শয়তান বলেছেন: হ । সংসদের তহবিল থিকা ঐ হাভানার বিল পেমেন্ট করবো । ওদের কি চিন্তা । যত চিন্তা এই গরীবদের :( । পাঁচ হাজার টাকা মাসে ধুয়ার পিছনে ??

কেমনে সম্ভব :( খামু কি ???

৩০| ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:৩৩

রন্টি চৌধুরী বলেছেন: আরি ক্ষেপেন কেন, আপনাদেরকে সম্মানিত করার জন্যেই তো সরকার এটা করতেছে, যে যত বেশী ট্যাক্স দেয়, সে তত বেশী সম্মানিত। সো আপনেরা সিগারেট কমিউনিটির লোকেদেরই তো লাভ ট্যাক্স বসাইলে ;)
৮ টাকা দিয়া সিগারেট খাওয়ার মজাই আলাদা... একটা ভাব আছে।

প্রবাসীদের কথা কি কমু হেরাও তো সমানে সিগারেট ফুকে, দেশ থিকা চোরাই ডাকযোগে সিগারেট নেয়, কারও কারও কপালে চিন্তার ভাজ দেখতেছি কদিন ধরে বাজেটের কথা ভেবে :) যা খুশি লাগতেছে এমন দেইখা... হে হহে...


@তামীম
তামীম আন্দোলনের ডাক দিবার প্রস্তুতি শুরু করতেছে মনে হইতেছে ;)

৩১| ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:৩৪

রন্টি চৌধুরী বলেছেন: সরকার বিরোধী আন্দোলন করে লাভ হবে না, এই সরকার আমাদের মত নিরীহ জনগনের বন্ধু সরকার, সিগারেটের ব্যবস্থা নেয়া হবে তো হবেই কোন কমপ্রমাইজ নাই, ;)

৩২| ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:৩৭

শয়তান বলেছেন: আন্দোলন হবে আন্দোলন । কিছুতেই বাড়তি ট্যাক্স বসাইতে দিমু না । বসাইলে সবকিছুর উপ্রে বসাক । এই একটা যায়গায় এতো নজর ক্যান !!!

৩৩| ৩১ শে মে, ২০০৯ সকাল ৭:০১

পানকৌড়ি বলেছেন: ডাইরেক্ট হারাগাছের বাস ধরেন । ওইখানে গিয়া তামুক ক্ষ্যাতের পাশে বইয়া বইয়া তামুকর গন্ধ লইবেন কোন ট্যাকা লাগবোনা । ভালো বুদ্ধি দিছি না?

৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:২৮

শয়তান বলেছেন: এই দিন দিন নয় আরও দিন আছে !!

৩৪| ৩১ শে মে, ২০০৯ সকাল ৮:১২

আহাসান বলেছেন: আমি খুব খুউব খুশি হইছি

৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:২৮

শয়তান বলেছেন: এই দিন দিন নয় আরও দিন আছে !!

৩৫| ৩১ শে মে, ২০০৯ সকাল ৮:১৯

চাঙ্কু বলেছেন: সিগ্ররেটের দাম বাড়ছেতো কি হইছে !!! সিগ্ররেট ছেড়ে দিয়ে গাঞ্জা খান। গাঞ্জার দাম মনে হয় বাড়বে না :):)

৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৩০

শয়তান বলেছেন:
মহান সিগ্রেটের সাথে অন্য নেশারে মিক্স কৈরেননা ।

সিগ্রেট সিগ্রেটই । গ্রেট গ্রাস অইন্য মজা ।

৩৬| ৩১ শে মে, ২০০৯ সকাল ৮:৪১

মেঘলা মানুষ বলেছেন: হায় হায়, এসব কি শুনি?
দুপুরে মনে লয় সিগারেট খইলে ভাত তরকারি ছাড়া খালি খাইতে হবে :(

৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৩২

শয়তান বলেছেন: হ । দুস্কে পরান ফাইট্টা যাইতেসে :(

৩৭| ৩১ শে মে, ২০০৯ সকাল ৯:১২

ফজলুল করিম বলেছেন: যে যতই বলেন না কেন,

আমার চেয়ে বড় কোন উদাহারণ কারোও কাছে নাই,
সিগারেট ছাড়ার জন্য আপনার খুব সাধারণ ইচ্ছার প্রয়োজন

৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৪

শয়তান বলেছেন: তেমন ইজই কোন তরিকা হৈলে আলেদা পুস্ট দিয়া জানান ।

৩৮| ৩১ শে মে, ২০০৯ সকাল ৯:৪৫

চরণ দাস বলেছেন: ভালা হয়া যাও পুলাপাইন



চাইলে মাজেমদ্যি রেড ওয়াইন খাবা বিড়ির টেকা জমাইয়া - কেমুন? STOP SMOKIN' START KISSIN'!

৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৫

শয়তান বলেছেন: মহান সিগ্রেটের সাথে অন্য নেশারে মিক্স কৈরেননা ।

৩৯| ৩১ শে মে, ২০০৯ সকাল ৯:৫১

কাক ভুষুন্ডি বলেছেন: আমি খুল্না থিকা সুনালী বিড়ি ইস্পিশাল আনামু ;)

৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৬

শয়তান বলেছেন: কাউয়া ভাগ দিয়েন মনে কৈরা :)

৪০| ৩১ শে মে, ২০০৯ সকাল ৯:৫৮

মারুফ হায়দার নিপু বলেছেন: দুঃসংবাদ।

৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৭

শয়তান বলেছেন: ঠিক। বিশাল দুঃসংবাদ :(

৪১| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৩১

ক-খ-গ বলেছেন: "দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।" আমিও বিড়ি আনামু :)

৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৩৭

শয়তান বলেছেন: কোন মার্কা ?

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

৪২| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৪

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমি কি করুম...?আত্মহত্যা ছাড়া কুনু উপায় দেকতাসি না ...

৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৯

শয়তান বলেছেন: আমার গলির টং দোকানে আইজকা দুই প্যাকেট কৈরা দিয়া গেসে সিগ্রেট কোম্পানী । বহুৎ কৈয়া পটাইয়া পাটায়া ঐখান থিকা এক প্যাক নিয়া আসলাম একটু আগে । দামও লৈসে সাত টাকা বেশী । অথচ বাজেট হৈলো বৃহস্পতিবার ।

বুজতাসিনা এই কয়দিন অবস্থা কৈ ঠেকাইবো ?

৪৩| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৬

আরিফ থেকে আনা বলেছেন: আস্তাগফিরুল্লাহ! কৈ যামু এখন /:)

৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৫০

শয়তান বলেছেন: মরন ছাড়া গতি নাই :(

৪৪| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৫৪

নকীবুল বারী বলেছেন: বিড়ি মুনে হয় ছারতেই হইবো :(

৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:০০

শয়তান বলেছেন: আমিও ঐ চিন্তাই করতাসি । কিন্তু কেমনে ছাড়মু :(

৪৫| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:০৩

কাক ভুষুন্ডি বলেছেন: আরেক্কাম করন্জায়। পাইপ খাওন ধরি ;)

৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:০৬

শয়তান বলেছেন: আজকা বৈকালে ফার্মগেট যামু তামুকের খুঁজে

৪৬| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:০৮

কাক ভুষুন্ডি বলেছেন:

৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:২১

শয়তান বলেছেন: হ । দিল এ বড় জ্বালা রে সিগ্রেট কোম্পানীওয়ালা :(

৪৭| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:১৩

বুলবুল আহমেদ পান্না বলেছেন: তেভ্র ফ্রতিবাধ.... :(

৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

শয়তান বলেছেন: "দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

৪৮| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:১৫

কাক ভুষুন্ডি বলেছেন: মিস্টেক দিসিলাম

৪৯| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:১৯

কাক ভুষুন্ডি বলেছেন: আরেক্কান


৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:২৩

শয়তান বলেছেন: এইডা মজার

৫০| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৫:২১

ভাঙ্গা পেন্সিল বলেছেন: ভালা হইছে। সিগ্রেট ছাইড়া দেন/:)

৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

শয়তান বলেছেন: মইরা যামু তো :(

৫১| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৪

কাক ভুষুন্ডি বলেছেন: আইজকা নামায় আন্রার কর্লাম। রাশান ভাষা বুজিনা:(

৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

শয়তান বলেছেন: ইংলিশ সাবটাইটেল লাগবো নি ?

৫২| ৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১১

হামীম বলেছেন: সিগ্রেটের দাম বাড়ানোর সিদ্ধান্তে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সিগারেট ছেড়ে দিয়ে। এই দুরভিসন্ধিমুলক, সিগারেট ছেড়ে দিয়ে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত কিছুতেই মেনে নেওয়া হবে না। সিগারেট ছেড়ে দিয়ে । পুরো জাতিকে সিগ্রেটের স্বাদ থেকে বঞ্চিত করার ফল হবে ভয়াবহ সিগারেট ছেড়ে দিয়ে যা সরকার কল্পনাও করতে পারবে না। সিগারেট ছেড়ে দিয়ে আমরা দরকার হলে রাজপথে নামব।সিগারেট ছেড়ে দিয়ে অতীতেও প্রতিটি সরকার একই ষড়যন্ত্রের সফল বাস্তবায়ন করে গেলেও আমরা তা ভুলি নাই। সিগারেট ছেড়ে দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বই ছাড়ব।সিগারেট ছেড়ে দিয়ে দরকার হলে রাজপথে আমরা কি করতে পারি তা সরকার ভালভাবেই জানে। সিগারেট ছেড়ে দিয়ে তাই আজ জনগণ বলছে তাদের সাবধান হয়ে জেতে। সিগারেট ছেড়ে দিয়ে জনগনের ইচ্ছাকে দমিয়ে রেখে কোন সরকার টিক্তে পারে নাই আর পারবেও না। সিগারেট ছেড়ে দিয়ে তাই আবার বলছি সাবধান। সিগারেট ছেড়ে দিয়ে আপনারা এমন কিছু করবেন না যাতে আমরা সিগ্রেটখোররা কঠিন সংগ্রামের পথ বেছে নেই। সিগারেট ছেড়ে দিয়ে আমাদের দাবি পুরন করুন নয়ত আপনাদের পরিনতি হবে অত্যন্ত ভয়াবহ। সিগারেট ছেড়ে দিয়ে সংগ্রামী সাথীবৃন্দ আমি আবার আমাদের হুশিয়ার বাণী সরকারকে স্মরন করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করছি।সিগারেট ছেড়ে দিয়ে জয় সিগ্রেট।সিগারেট ছেড়ে দিয়ে সিগ্রেট জিন্দাবাদ। সিগারেট ছেড়ে দিয়ে সিগ্রেট চিরজীবি হোক। সিগারেট ছেড়ে দিয়ে আন্দোলন করি।

৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

শয়তান বলেছেন: "দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

৫৩| ৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

পাথুরে বলেছেন: দাবী আদায়ের সংগ্রাম চলছে, চলবেই।

"ধোঁয়া ভাতা দিতে হবে।"

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

শয়তান বলেছেন: "দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

৫৪| ৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

হাসান বায়েজীদ বলেছেন: আফিম গাঞ্জা, ইতা খাওনা ধর্তৈবো

৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

শয়তান বলেছেন: মহান সিগ্রেটের সাথে অন্য নেশারে মিক্স কৈরেননা ।

৫৫| ৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

বটগাছ বলেছেন: :(

৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬

শয়তান বলেছেন: আম্রার দলে নি ? :(

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

৫৬| ৩১ শে মে, ২০০৯ রাত ৮:১৪

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: এখানে দেখুন
বস দিছি লেখা। ঘুইরা আইসেন।

৩১ শে মে, ২০০৯ রাত ৯:১৬

শয়তান বলেছেন: ওকিজ

৫৭| ৩১ শে মে, ২০০৯ রাত ৮:৩৮

পাথুরে বলেছেন: দাবী আদায়ের সংগ্রাম চলছে, চলবেই।

"ধোঁয়া ভাতা দিতে হবে।"

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

-------------------------------------------------------------
পোস্ট স্টিকি করা হোক।

৩১ শে মে, ২০০৯ রাত ৯:১৫

শয়তান বলেছেন: বাজেটে কউক আগে । তার্পর দুর্বার আন্দোলন হৈবেক ।

"ধোঁয়া ভাতা দিতে হবে।"

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"

৫৮| ৩১ শে মে, ২০০৯ রাত ৯:২৫

রন্টি চৌধুরী বলেছেন: বৃহবার সুসংবাদ শোনার জন্য জাতি অধীর হয়ে অপেক্ষা করতেছে।

৩১ শে মে, ২০০৯ রাত ৯:৪৬

শয়তান বলেছেন: আপনারে মিয়া পিটানির কাম ।X(X(X(

আমাদের এই ক্রান্তিলগ্নে নুনের ব্যাবসা করার এত শখ কেন আপনার :(

৫৯| ৩১ শে মে, ২০০৯ রাত ৯:৫২

নয়ন বেষ্ট বলেছেন: মদ গাঁজা আছে না। সেগুলান খাইবো।

৩১ শে মে, ২০০৯ রাত ৯:৫৭

শয়তান বলেছেন: মহান সিগ্রেটের সাথে অন্য নেশারে মিক্স কৈরেননা ।

৬০| ৩১ শে মে, ২০০৯ রাত ১০:০১

অক্ষর বলেছেন: সিগারেট খাওন ভালো না, তয় ধুম্পান করা ভালো

৩১ শে মে, ২০০৯ রাত ১০:১১

শয়তান বলেছেন: হ । ধুমপানে মাথায় ভিটামিনের যুগান হয় ।

৬১| ৩১ শে মে, ২০০৯ রাত ১০:১০

নীরবকবি বলেছেন: সিগারেট ও তাদের সকল খালতো ভাইবোন (বিড়ি, জর্দ্দা ইত্যাদি) এর দাম এমন আকাশছোয়া করা দরকার যেন ১টা সিগারেট খাইলে সারা মাসের ভাতের বাজেটে টান পড়ে। এরপর হইব সিগারেটপ্রেমীদের প্রেমের পরীক্ষা... ভাত খাবি না সিগারেট খাবি!

৩১ শে মে, ২০০৯ রাত ১০:১৩

শয়তান বলেছেন: আন্দোলনের দেখি নয়া স্লোগান বানান লাগবো

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, অধুমপায়ীগো ছ্যাঁকা মারো।"

হা হা হা ।

৬২| ৩১ শে মে, ২০০৯ রাত ১০:১১

নীরবকবি বলেছেন: সিগারেট ও তাদের সকল খালতো ভাইবোন (বিড়ি, জর্দ্দা ইত্যাদি) এর দাম এমন আকাশছোয়া করা দরকার যেন ১টা সিগারেট খাইলে সারা মাসের ভাতের বাজেটে টান পড়ে। এরপর হইব সিগারেটপ্রেমীদের প্রেমের পরীক্ষা... ভাত খাবি না সিগারেট খাবি!

৬৩| ৩১ শে মে, ২০০৯ রাত ১০:৩১

তামিম ইরফান বলেছেন: কেমন লাগে মেজাজ টা!........আমি নাকি কি কমেন্ট করছি তাই আমার কমেন্ট মডুরা মুইছা দিছে।

৩১ শে মে, ২০০৯ রাত ১১:০১

শয়তান বলেছেন: কোন পোস্ট এ ?

৬৪| ৩১ শে মে, ২০০৯ রাত ১১:০৪

তামিম ইরফান বলেছেন: জানি না........কালকে নিজের পোষ্ট ছাড়া......শুধু ৩টা পোষ্টে কমেন্ট করছিলাম.........কোনটাতেই মুছে ফেলা কিছু খুজে পাইলাম না।

৩১ শে মে, ২০০৯ রাত ১১:১৯

শয়তান বলেছেন: ধর্তে পার্সি ।
এক্সাইমেন্ট ( বাংলা করেন ) এর পোস্টে গিয়া দেখেন ।

৬৫| ৩১ শে মে, ২০০৯ রাত ১১:২২

তামিম ইরফান বলেছেন: দেখলাম:)থ্যাঙ্কু:)

০১ লা জুন, ২০০৯ রাত ১২:১০

শয়তান বলেছেন: মিত্রডা ভুল চয়েস ছিলো ঐখানে আপনের ।

৬৬| ৩১ শে মে, ২০০৯ রাত ১১:৩১

কাঠগোলাপ বলেছেন: এন এইচ আর বলেছেন: প্রতিবাদ সরুপ ্যারা ধুমপান করেন চিরতরে ছেড়ে দিন। :D

০১ লা জুন, ২০০৯ রাত ১২:১১

শয়তান বলেছেন:
আন্দোলনের দেখি নয়া স্লোগান বানান লাগবো

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, অধুমপায়ীগো ছ্যাঁকা মারো।"

হা হা হা ।

৬৭| ৩১ শে মে, ২০০৯ রাত ১১:৪১

পাথুরে বলেছেন: "ধোঁয়া ভাতা দিতে হবে।"
"দুইন্নার সিগ্রেটখোর এক হও, ছ্যাঁকা মারো।"
-------------------------------------------------------------
পোস্ট স্টিকি করা হোক।

০১ লা জুন, ২০০৯ রাত ১২:১২

শয়তান বলেছেন: নয়া স্লোগান

"দুইন্নার সিগ্রেটখোর এক হও, অধুমপায়ীগো ছ্যাঁকা মারো।"

৬৮| ০১ লা জুন, ২০০৯ রাত ৩:২৯

কেল্টূ দা বলেছেন: কি হইছে ? ক্যাচাল করেন ক্কেলা ?



অঃটঃ একটু আগে ভয় পাইছিলাম, এট্টা পুস্ট দেইখা ।

০১ লা জুন, ২০০৯ রাত ৩:৩৭

শয়তান বলেছেন: এট্টা সুখবর পাইলাম সন্ধা রাত্রে ।

অটঃ কিয়ের ভয় ?

৬৯| ০১ লা জুন, ২০০৯ রাত ৩:৫৯

কেল্টূ দা বলেছেন: কিছু না ................. খবর ডিটেল মারেন
মানে হাল্কার উপর ঝাপসা

০১ লা জুন, ২০০৯ ভোর ৪:১৩

শয়তান বলেছেন: আমার প্রজেক্ট পাস হৈসে । কাজে নামন লাগবো নেক্সট উইক থিকাই ।

৭০| ০১ লা জুন, ২০০৯ রাত ৯:২০

বাউলিয়া মন বলেছেন: মামা আমার চিন্তা নাই কারণ আমি ভারত থেকে চুরির পথে আসা পাতার বিড়ি খাই। হা হা হা

শয়তান মামা তাড়াতাড়ি আসো নতুন বিচ্ছেদ গান লিখছি।

আর তুমি ইবলিস শয়তানের কাছ থেকে রেহাই পাইছো???

০১ লা জুন, ২০০৯ রাত ১০:৫৩

শয়তান বলেছেন: আহা পাতার বিড়ি ।

ছুটু বেলায় একবার টানছিলাম মনে আছে । বহুৎ টেস আছে :)

৭১| ০১ লা জুন, ২০০৯ রাত ১১:০৯

পাথুরে বলেছেন: বিড়ির আগের দাম স্টিকি করা হোক।

০১ লা জুন, ২০০৯ রাত ১১:১২

শয়তান বলেছেন: হা হা হা ।

জটিল কৈসেন তো । চরম ।

৭২| ০২ রা জুন, ২০০৯ ভোর ৬:৩৮

তনুজা বলেছেন: Click This Link

মহামান্য যদি সত্যিই প্রতিভা এইরূপ---- তবে ব্লগবাসীকে কেন বঞ্চিত রাখা :D

০২ রা জুন, ২০০৯ সকাল ৭:২১

শয়তান বলেছেন: রিপোর্টেড

৭৩| ০২ রা জুন, ২০০৯ সকাল ৭:১৯

চাঙ্কু বলেছেন: গাঞ্জা খাওন কি শুরু করছেন ?? :P

৭৪| ০২ রা জুন, ২০০৯ সকাল ৭:২৪

শয়তান বলেছেন: গাঞ্জা কি ? :|

আপাতত নিজের লাইগা তিন কার্টন স্টক করছি ।

৭৫| ০২ রা জুন, ২০০৯ দুপুর ২:২০

সম্রাট০০৯ বলেছেন: রাগে কান্না পাইতাছে আমার.........

০২ রা জুন, ২০০৯ বিকাল ৩:২৩

শয়তান বলেছেন: দাম বাড়বো দেইখ্যা ?

৭৬| ০৩ রা জুন, ২০০৯ ভোর ৪:১১

ইন্ডিয়ানা জোন্স বলেছেন: অফটপিক- অনলাইনে থাকা ব্লগারদের লিস্টটা ছবি আকারে না দেইখা নামের তালিকা আকারে দেখেন... একেবারে তলার দিকে চোখ বুলায়া দেখেন :(

০৩ রা জুন, ২০০৯ ভোর ৪:২৩

শয়তান বলেছেন: খিয়াল ঠিকই করছি । ফলোও করছি । কি কমু রুচি নষ্ট ।

৭৭| ০৪ ঠা জুন, ২০০৯ ভোর ৪:২৬

সোহানা মাহবুব বলেছেন: শুনছি সামনের বাজেটে নাকি বেতনও বাড়ছে!!!! তো চিন্তার কিছু নেই।

০৪ ঠা জুন, ২০০৯ ভোর ৪:৫২

শয়তান বলেছেন: চাকরীজীবি হইলে তো সুখবরই বলতাম। তবে আমি কাইন্ডা রাতমজুর । রাতে কামলা দেই ওয়েবে । আর দিনে খাই ঘুমাই :D

৭৮| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫১

ডি এস এন হীরা বলেছেন: এখানে একটি ভালো সমাধান দেয়া আছে। ট্রাই করে দেখতে পারেন।

সিগারেটের দাম বেড়ে গেলে কি করবেন? একটি পরামর্শ

৭৯| ০৬ ই জুন, ২০০৯ সকাল ৭:৩২

শয়তান বলেছেন: শুরু হইয়া গেসে। একটু আগে সত্তুর টাকা প্যাকেট নিলো । অথচ বাজেট হৈলো এগার তারিখে।


কি যন্ত্রনা

৮০| ০৬ ই জুন, ২০০৯ সকাল ৭:৩৮

সিন-লাম-মীম বলেছেন: হুক্কা ধরেন; শিশা - কড়াৎ কড়াৎ কড়্ড়াৎ!

মেইল তো আর আহে না হে শইতানের রেজিম!

০৬ ই জুন, ২০০৯ সকাল ৭:৫৩

শয়তান বলেছেন: একটা বিশেষ ব্যাপার ঘটতে যাইতেসে । ইমপ্যাক্টটা দেইখ্যা নেই । হেরপর মনের আনন্দ লৈয়া লিখমু আপনারে ।

ব্যক্তিগত তথ্যঃ হাই বিপি আর মধুমেহ তে আক্রান্ত হৈসি নয়া নয়া । ভিসা অপিসের জৈতেসি ভবিষ্যতবানী দিলো এই ছয়মাসেই হৈয়া যাইবো সব । মা রে পাঠায়া দিসি গেল মাসের চব্বিশে । এখন আমি বল্গাহীন হরিন ।

দি য়েন্ড :)

৮১| ০৬ ই জুন, ২০০৯ সকাল ৭:৫৫

সিন-লাম-মীম বলেছেন: তার মানে মিষ্টান্ন বিতরণ হৈবেক! গুট গুট! হেপ্পি মিষ্টিং। ;)

০৬ ই জুন, ২০০৯ সকাল ৮:০১

শয়তান বলেছেন: হ । চোখকান খোলা রাইখেন ;)

৮২| ১৯ শে জুন, ২০০৯ ভোর ৬:৪৩

দূরন্ত বলেছেন: ঘরের আঙ্গিনায়, ছাদে তামাক গাছ লাগান। তারপর সারাদিন সেই গাছ থেকে ঘ্রান নিবেন.... ;)

৮৩| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৭:০১

শয়তান বলেছেন: এরিনমোর এর প্যাকেও কৃত্রিম এ্যাসেন্স মেশায় । এমনি এমনি তামাকপাতা আর বট পাতার মাঝে পার্থক্য কৈ :P

৮৪| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৭:৫২

অন্য কেউ বলেছেন: ক্যাপ্টেন ব্ল্যাক! মনে করেন, কইইষ্যা পিলাচ!

ব্ল্যাক খাই বস। মজা-----ক!

১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:০৩

শয়তান বলেছেন: দুইন্নার সিগারেটখোর এক হউ

৮৫| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৭:৫৮

রন্টি চৌধুরী বলেছেন: সিগারেটের দাম কত এখন?

১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:০২

শয়তান বলেছেন: শুনছি দুই স্টেপে কোম্পানীগুলো দাম বাড়াবে । এখনও অফিসিয়ালি হয় নাই । কিন্তু এর মাঝে বরাবরের মতই স্টকিস্টরা একদান মেরে দিয়েছে ।

৮৬| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:০৭

অন্য কেউ বলেছেন: বেনসন সামান্য বাড়সে। ৫। প্রিয় গরিবের লিফ এখনো ৩.৫। খিকখিক।

১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:১৩

শয়তান বলেছেন: আমি পাঁচ আর তিন এ কিনি স্টিল ।

বেনসন পার প্যাক পচানব্বই করছে ।

৮৭| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:১০

অন্য কেউ বলেছেন: "লেখক বলেছেন: শুনছি দুই স্টেপে কোম্পানীগুলো দাম বাড়াবে । এখনও অফিসিয়ালি হয় নাই । "

শিটি অ্যাস! ঝামেলা আরো সামনে!

১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:১৪

শয়তান বলেছেন: আমার নিউজ সোর্স আকিজ টোবাকো ।

৮৮| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:২৪

আমি ও আমরা বলেছেন: আসুন আমাদের বাড়ীর উঠানের টবে ও বাগানে তামাক চাষ করি।

১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:২৭

শয়তান বলেছেন: তার্পর । কৈ

৮৯| ১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:৩৫

অন্য কেউ বলেছেন: ধুরো। ৩ কইতে গিয়া ৩.৫ কইয়ালাইসি ভুলে। দুইদিন মাত্র বেচনদাররা ৩.৫ এ বেচছিলো। কিন্তু ওই দুইদিনের বেনসনের ৫ আর কমেনাই।

১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:৩৯

শয়তান বলেছেন: আটআনার ঝামেলার সলভ করলো আর কি :)

৯০| ১১ ই জুন, ২০১০ ভোর ৫:২০

শয়তান বলেছেন: এবং এবারও বাড়ছে আরেকধাপ দাম :((

৯১| ১১ ই জুন, ২০১০ ভোর ৫:৪১

কারিমাট বলেছেন: অসুবিধা নাইক্কা
আরেক বাউ আছে

৯২| ১৩ ই জুন, ২০১০ দুপুর ২:১২

প্রক্সিনিক বলেছেন: ব্রি তে বহুব্রীহি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.