নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অধম।

দাদুচাচা

আমি মানুষ।

দাদুচাচা › বিস্তারিত পোস্টঃ

ভেজা কাপড় ঘড়ে শুকাবেন তো অসুখ ঢেকে আনবেন !:|/:):((

০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৮

মহানগরের অধিবাসীদের ঘরের ভেতরে ভেজা কাপড় শুকানোর অভ্যেস বেশ পুরনো। জায়গার অভাবে অথবা সূর্য দেবের হাসির অভাবে ভেজা কাপড় অনেকসময়ই ফ্যানের বাতাসে বা চুলার আগুনে শুকানো হয়।



সেসময় নিজেদের ভেজা কাপড় শুকানো মূল লক্ষ্য থাকলেও, এর স্বাস্থ্যঝুঁকির কথা কখনও কি ভেবে দেখেছেন?এবার এক গবেষণায় জানা গেছে সেই অজানা কথাই। ঘরে ভেজা কাপড় শুকালে নাকি বেড়ে যায় জ্বর, অ্যাজমাসহ নানান ধরণের অ্যালার্জিজনিত অসুখ-বিসুখ – জানিয়েছেন গবেষকরা।ব্রিটেনের গবেষকেরা আরও জানিয়েছেন, ভেজা কাপড় শুকানোর ফলে ঘরে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়।



ফলে ঘরের ভেতরকার বাতাসের গুণাগুণ পরিবর্তিত হয়ে যায়। এতে অ্যাজমা সহ বিভিন্ন প্রকার অ্যালার্জি জনিত রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়।



এবার তাহলে ভেজা কাপড় ঘরে শুকানোর আয়োজন করার আগে ভেবে দেখবেন তো?









View this link

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৫

উমাইর চৌধুরী বলেছেন: ছবি আর খুজে পান নি ! X(

০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৭

দাদুচাচা বলেছেন: ভালো ছবি দেন প্লিজ !

২| ০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৬

নুর ফ্য়জুর রেজা বলেছেন: অনেকসময় বাইরে শুকাতে দেওয়ার উপায় থাকে না !! :(

০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮

দাদুচাচা বলেছেন: ঠিকই বলেছেন।
উপায় থাকে না।

৩| ০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২২

লিঙ্কনহুসাইন বলেছেন: 5 তালা বিল্ডিং এর নিচের তলয়া থাকি সূর্য মামাকে দেখা কোন উপায় নাই :( এখন আমার কি হপে

০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫০

দাদুচাচা বলেছেন: ভাবিয়া
গবেষনা করিয়া
পরীক্ষীত
করিয়া পর
জানাচ্ছি।

৪| ০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৭

মাক্স বলেছেন: এখন আপনার এজমা হবে:P:P@লিঙ্কনহুসাইন

০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫০

দাদুচাচা বলেছেন: অভিশাপ দিয়েন না।

৫| ০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৭

বিপ্লব কান্তি বলেছেন: কক্ষবাসীদের এছাড়া আর উপায় কি ?

০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১২

দাদুচাচা বলেছেন: কি আর করার !
কপালে যা আছে তা' ই হবে।

৬| ০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৩

shfikul বলেছেন: বলেন কি ! ! ! এতো রিতিমত ভয়াবহ খবর ! ! ! চিন্তা করার মত বিষয়।

১১ ই নভেম্বর, ২০১২ রাত ১:০৩

দাদুচাচা বলেছেন: চিন্তা করে ফলাফল জানাতে ভূলবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.