![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমাকান্তকামারের ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক :) ফেসবুক- http://facebook.com/daedalus145
২১ ফেব্রুয়ারি, ২০১৩
মাগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারি (তিনটা নামেই জেলা আছে, কিন্ত মাগুড়া, কিশোরগঞ্জ - নীলফামারি জেলার একটা জায়গা)
মাগুড়া স্বাধীন বাংলা ক্রীড়া চক্রের এক যুগ পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজন। সে তালিকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীও রয়েছে। আর তার সুবাদেই আমাদের আটজনের সেখানে যাওয়া ।
প্রোগ্রাম শুরু হল মাগরিবের পরে। একদিকে রক্তদান, অন্যদিকে সাংস্কৃতিক সন্ধ্যা। একজন ক্লোজ আপ ওয়ান তারকা ও তার দল এসেছেন দর্শকদের মাতাতে।
তো মঞ্চে উঠলেন তিনি। চলছে গান। মাঝে মধ্যে দর্শকদের সাথে মিথস্ক্রিয়া ।
ক্লোজ আপ ওয়ান তারকাঃ আমি যেটা বলব, সবাই রিপিট করবেন । ঠিকাছে??
সম্মিলিত দর্শকঃ হ্যাঁ এ এ এ এ এ এ...
ক্লোজ আপ ওয়ান তারকাঃ এ ভাইইইইইইইইইই!!!
সম্মিলিত দর্শকঃ এ ভাইইইইইইইইইই!!!
আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে রাত হয়ে গেল। ট্রান্সপোর্ট নিয়ে পড়লাম ঝামেলায় । কোন বাস দাঁড়ায় না । হুঁশ হুঁশ করে একটা, দুইটা, তিনটা বাস চলে গেল ।
হঠাৎ দেখি এক গাড়ি আমাদের পাশে এসে দাঁড়ালো। সেই ক্লোজ আপ তারকা। আমাদের সংখ্যাধিক্যের কারণে আমাদের নিতে পারছেন না বলে আক্ষেপ করে চলে গেলেন।
যাহোক আমাদের সহায় হলেন এক ট্রাকওয়ালা। হই হই করতে করতে সবাই মিলে উঠে পড়লাম ট্রাকে। চিল্লাইতে চিল্লাইতে গান গাচ্ছি সবাই। সেই সাথে ফটো খিঁচাও চলছে।
যাত্রাপথে বাজারমত একটা যায়গা পড়লো। দেখলাম আমাদের ক্লোজ আপ ওয়ান তারকার গাড়ি বিগড়াইছে । উনি টেনসিত মুখে চা খাচ্ছেন এক টঙে ।
এবার আমরা উনাদের দিকে তাকায়া সমস্বরে চিল্লায়া উঠলাম, '' এ ভাইইইইইইইইইই!!! "
সাঁই করে উনাদেরকে ক্রস করলো আমাদের তুফান মেইল...
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: এ ভাইইইইইইইইইই!!!
২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
বোকামন বলেছেন:
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন:
৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
হিমেল-রনী বলেছেন: Vai,apnar basa ki magurate naki?
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: না, ভাই
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
আমি ব্লগার হইছি! বলেছেন: হা : হা; হা:
ভাইইইইইইইইইই!!!
হেব্বি, হেব্বি। কোন কথা হবে না!!!