নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন!

অনির্দিষ্ট কালের জন্য আমি ছুটিতে....

রমাকান্তকামার১১০১১৪৫

রমাকান্তকামারের ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক :) ফেসবুক- http://facebook.com/daedalus145

রমাকান্তকামার১১০১১৪৫ › বিস্তারিত পোস্টঃ

হিটস্ট্রোক টুকিটাকিঃ হিটস্ট্রোকে করণীয়

১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৬





গ্রীষ্মকালের গরমে, অবস্থাটা চরমে...



গত ক’দিনের কাঁঠালপাকা গরমে এক্কেবারে ত্রাহি মধুসূদন অবস্থা । গাছের পাতাগুলোর সাথে ‘গরম’ বোধ হয় ‘বরফ-পানি’ খেলছে । ছুঁয়ে দিয়ে বলেছে, “বরফ” । ব্যস, একদম স্ট্যাচু । কোনও নড়ন-চড়ন নাই । ‘হাওয়া’ কখন এসে গাছের পাতাগুলোকে ছুঁয়ে দিয়ে বলবে, ‘‘পানি’’ – সেই অপেক্ষা । কিন্তু ‘হাওয়া’ বাবাজীর টিকিটির দেখা নেই।



এই অসহনীয় গরমের কারণে সৃষ্টি হতে পারে নানা শারিরীক সমস্যা, বিশেষ করে হিটস্ট্রোক বা সানস্ট্রোক কথাটা আমরা প্রায়ই শুনছি । চলুন দেখে নেই হিটস্ট্রোকের টুকিটাকি...



হিটস্ট্রোক কি ?

হিট স্ট্রোক হচ্ছে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট এক ধরনের জটিলতা । আমরা জানি মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট । কোন কারণে যদি তা ১০৪ ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায় তাহলে হিট স্ট্রোক হতে পারে ।



হিটস্ট্রোক কেন হয়?

আমরা জানি বিপাক ক্রিয়ার ফলে আমাদের শরীরে তাপ উৎপন্ন হয় । ঘামের মাধ্যমে শরীর অতিরিক্ত তাপ বের করে দেয়ার কাজটি করে থাকে । কিন্তু অত্যধিক গরম ও উচ্চ আর্দ্রতার কারণে এই তাপ বের করে দেয়ার কাজটি যখন সম্ভব হয় না, তখনই হিট স্ট্রোকের সম্ভাবনা দেখা দেয় ।

হিটস্ট্রোকের আরেকটি কারণ হল ডিহাইড্রেশন । একজন ডিহাইড্রেটেড ব্যক্তি ঘামের মাধ্যমে যথেষ্ট দ্রুত তাপ বের করে দিতে সক্ষম হন না । যার ফলশ্রুতিতে শরীরের তাপমাত্রা অস্বাভাবিক রকম বেড়ে গিয়ে হিট স্ট্রোক হতে পারে ।



যাদের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি

•শিশু ( শরীরের তাপ নিয়ন্ত্রণ করার সিস্টেম ঠিকভাবে ডেভেলপড না হওয়ার কারণে )

•বৃদ্ধ ( শরীরের তাপ নিয়ন্ত্রণ করার সিস্টেম দুর্বল হয়ে পড়ে )

•অ্যাথলেট

•প্রচণ্ড রোদে যারা বাইরে কাজ করেন, যেমন- দিনমজুর



এই চার শ্রেনী হিটস্ট্রোকের জন্য সবচে' বেশি ঝুঁকিপূর্ণ।



শরীরের তাপমাত্রা অসহনীয়মাত্রায় বেড়ে গেলে নিচের লক্ষণগুলো দেখা দেবে-



• মাথা ঝিম ঝিম করা

• বমি করা

• অবসাদ

• দুর্বলতা

• মাথা ব্যাথা

• মাংশপেশির খিঁচুনি

• চোখে ঝাপসা দেখা



হিটস্ট্রোকের লক্ষণসমূহ

• দেহের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়া

• ঘামের অনুপস্থিতি, চামড়া খসখসে লাল হয়ে যাওয়া

• পালস বেড়ে যাওয়া

• শ্বাস নিতে কষ্ট

• ব্যবহারের অসংলগ্নতা

• হ্যালুসিনেশন

• কনফিউশন

• খিটখিটে মেজাজ

• খিঁচুনি

• কোমায় চলে যাওয়া





হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শুশ্রূষা



প্রথম এবং প্রধান করণীয় হবে আক্রান্ত ব্যক্তির তাপমাত্রা কমিয়ে আনার ব্যবস্থা করা । এজন্য-

• হিটস্ট্রোকের লক্ষণ দেখা দিলেই আক্রান্ত ব্যক্তিকে ছায়াযুক্ত একটি জায়গায় নিয়ে আসুন, গায়ের ভারি কাপড় খুলে দিন এবং ঠান্ডা বরফ পানি দিয়ে গা মুছে দিন । তাকে ফ্যানের নিচে বা এসি রুমে নিয়ে আসুন। সম্ভব হলে তার বগল ও রানের খাঁজে আইস প্যাক দিন।



• যদি আক্রান্ত লোকটি পানি খাওয়ার মত অবস্থায় থাকে তাহলে তাকে ঠান্ডা পানি বা পানীয় পান করতে দিন।



• একটি থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মেপে দেখুন এবং ১০১-১০২ ডিগ্রী ফারেনহাইটে না আসা পর্যন্ত তাকে ঠান্ডা করা চালিয়ে যান।



• হিট স্ট্রোক হয়ে জ্ঞান হারিয়ে ফেললে যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় হাসপাতালে নিতে হবে।



মনে রাখবেন হিট স্ট্রোক এক প্রকার মেডিকেল ইমার্জেন্সি যেখানে সাথে সাথে রোগিকে যথাযথ চিকিৎসা না দেয়া হলে রোগি মৃত্যুবরন করতে পারে।



হিটস্ট্রোক প্রতিরোধে করণীয়



• সবচে’ গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থাটি হবে দেহকে dehydrated হতে না দেয়া । এজন্য প্রচুর পরিমাণে পানি, ফলের রস খান ।



• ঘামের সাথে দেহের লবণ বেরিয়ে যায় । দুর্বল বোধ করলে স্যালাইন খেতে পারেন ।



• বেশি গরমে ভারি কাজ পরিহার করা । যদি করতেই হয় তাহলে কাজের ফাকে ফাকে প্রচুর পরিমানে তরল পান করা । খেয়াল রাখুন সেটি যেন আবার ক্যাফেইন সমৃদ্ধ না হয় (সফট ড্রিংক, চা ইত্যাদি)



• বাইরে বের হওয়ার সময় ঢিলেঢালা ও হাল্কা রঙের পোশাক পরা ।



• ক্যাপ বা ছাতা ব্যবহার করুন ।















মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫১

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: দরকারি চিকি (চিকিৎসা সংক্রান্ত ) পোষ্ট :) !:#P !:#P !:#P !:#P !:#P

১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: চিকি পোস্ট! ভালো বলেছেন :)

২| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

অনিক্স বলেছেন: প্রথম প্রিয় :D

১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: শুকরিয়া :)

সুস্থ থাকুন, ভাল থাকুন ।

আর মধুমাস চলে, বেশি বেশি ফলমূল খান ...

৩| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৩০

বোকামন বলেছেন:
মূল্যবান পোস্ট !
সকলের সুস্থতা কামনা করি।
ভাইকে জানাই ধন্যবাদ :-)

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৩৬

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :)

৪| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:২৪

মামুন রশিদ বলেছেন: খুবই দরকারি পোস্ট ।


ভালোলাগা++

১২ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ধন্যবাদ, মামুন ভাই :)

ভাল থাকবেন

৫| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

এরিস বলেছেন: চমৎকার পোস্ট। সচেতন থাকাটা জরুরী। প্লাস।

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৮

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ধন্যবাদ, আঁকিয়ে আপু এরিস :)

ভাল থাকবেন...

৬| ১৭ ই জুন, ২০১৩ রাত ২:১০

মহামহোপাধ্যায় বলেছেন: বিশাল কাজের পোস্ট। প্লাস দিলাম।

১৭ ই জুন, ২০১৩ রাত ২:৩৪

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: রমাকান্তের ব্লগে স্বাগতম মহামহোপাধ্যায় :)

সসম্মানে প্লাস গৃহীত হল। কাজে লাগলেই পোস্টের সার্থকতা।

**কাকতাড়ুয়াটা কি কাক ফ্রেন্ডলি?

৭| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৬

মহামহোপাধ্যায় বলেছেন: হুম !! হুম !! কাকতাড়ুয়া ইউজার ফ্রেন্ডলি :P :P :P

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: হা! হা! হা! :) :)

৮| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম.....

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৭

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: কেমন আছেন ভাই?

৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১:১৭

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ভাইয়া কি আমার পথের লোক? :-B :-B

২১ শে জুন, ২০১৩ রাত ১:৪০

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: এইটা কইতে আসলে শরম লাগে!!
পড়াশোনায় লবডঙ্কা তো :P
ফেবুর এডু ইনফোতে দেয়া আছে ''আমার শিক্ষা প্রশ্নবিদ্ধ''

যাহোক, রমাকান্তের ব্লগে স্বাগতম মীম নিপুণ আপুনি :)

১০| ২১ শে জুন, ২০১৩ রাত ১:৫৬

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: লবডংকা আমিও..ডুবতে ডুবতে ভাসি :)

২১ শে জুন, ২০১৩ রাত ২:০৪

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: তাইলে চিমটি :)

১১| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

শাশ্বত স্বপন বলেছেন: দাদা, অনুমতি দেন।আপনার নামে দৈনিক আমাদের সময় পত্রিকায় ছাপিয়ে দেই

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:০৭

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: নো প্রবলেমো

১২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১

শাশ্বত স্বপন বলেছেন: রমাকান্তকামার --এই নামে ছাপাব?

০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৭

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: মোঃ মেসবাউল ইসলাম
রংপুর মেডিকেল কলেজ

১৩| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:২২

শাশ্বত স্বপন বলেছেন: দুঃখিত ! রমাকান্ত কামার নামেই লেখা ছাপা হয়ে গেছে। এর পর থেকে স্বাস্থ্য বিষয়ক আপনার যে কোন লেখা মো. মেসবাউল নামেই ছাপা হবে। কোন ইয়ারে আছেন?

আগামীকাল দৈনিক আমাদের সময় পত্রিকাটি সংগ্রহ করবেন।


০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৫

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ধন্যবাদ। রমাকান্ত কামার চলবে। থার্ড ইয়ার চলছে।

ভাল থাকবেন।

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৪

শাশ্বত স্বপন বলেছেন:

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০২

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: শুকরিয়া

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৫

শাশ্বত স্বপন বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.