![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমাকান্তকামারের ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক :) ফেসবুক- http://facebook.com/daedalus145
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটি একটি অস্বাস্থ্যকর পোস্ট । নিজ দায়িত্বে পড়ুন।
বেশ অনেক দিন পর দাদুবাড়িতে আসলাম । আমি, আব্বু আর সাগর। সবার সাথে দেখা-সাক্ষাৎ, কুশল বিনিময় শেষে কাজিন গুলারে নিয়া আড্ডা দিচ্ছি । টপিকবিহীন আড্ডা । এটা-ওটা-সেটা নিয়ে কথা বলতে এক সময় উঠলো সাঁতার প্রসঙ্গ । আমরা আবিষ্কার করলাম আমাদের চৌদ্দ গুষ্টিতে আমিই ওয়ান পিস যে সাঁতার জানে না । এমনকি আমার ছোট ভাই সাগরও গত বর্ষায় ভেসে থাকতে শিখে গেছে । খুবই লজ্জার কথা! সবাই ঠিক করলো আমাকে সাঁতার শেখানো হবে এবং সেটা এখনই ।
বাহিনী নিয়ে আমি চললাম আমার দাদুবাড়ির পিছনের পুকুরে । সাঁতারে ব্ল্যাক বেল্ট স্বর্ণা আমাকে অভয় দিলো, ''ভাইয়া, কোন ভয় নাই। এখানে গলা পানি - সো তুমি ডুবে যাবে না।'' নাসির ভাইয়া তেলের শিশি ধরিয়ে দিয়ে সেটা গায়ে মেখে নিতে বলল। আমি লুঙ্গি কাছা মেরে গায়ে তেল মেখে একটা কলসি সাথে নিয়ে নেমে পড়লাম পুকুরে।
শফি চাচা কিছু প্রাক সাঁতারীয় টিপস এন্ড ট্রিকস দিলেন। আমি কসরত শুরু করলাম।
............ ......... .............
দীর্ঘ ২ ঘন্টা পরে আমি আবিষ্কার করলাম আমার অগ্রগতি যৎসামান্য । অতি কষ্টে ভাসতে পারি। তবে ইতোমধ্যে হাফ লিটার খানেক 'পাট জাগ দেওয়া পঁচা পানি' খেয়ে ফেলেছি । ঠিক তখনই ঘটনাটা ঘটলো...
হঠাৎ আমি আমার পেছনে একটা চের চের ধরনের শব্দ পেলাম।
ক্ষণকতক হতবুদ্ধি ছিলাম। সে রেশ কাটতেই বুঝলাম আমি এক নম্বর সেরে ফেলছি। লুজ মোশন এতটাই লুজ যে আমি টেরও পাই নি!!!
ঘটনা চেপে গিয়ে তাড়াতাড়ি পানি থেকে উঠে এক দৌড়ে ওয়াশ রুমে । আর ওদের বললাম, 'আজকের জন্য এটুকুই থাক!"
১৭ ই জুন, ২০১৩ রাত ১:৫০
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: বলেন তো ভাই কী একটা পরিস্থিতি!!
২| ১৭ ই জুন, ২০১৩ রাত ২:০৬
সোহাগ সকাল বলেছেন: হেহে! আমি তো ভাবছিলাম লুঙ্গি খুলে পুকুরে হারিয়ে ফেলবেন!
২১ শে জুন, ২০১৩ রাত ২:০৭
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: কী ভয়াবহ কথা!!! :-&
৩| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:২৯
মামুন রশিদ বলেছেন:
২১ শে জুন, ২০১৩ রাত ২:০৮
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন:
৪| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ।
আমার ভাবনাও সোহাগের মতোই ছিল।তবে যা ঘটসে সেটাও নেহায়েত মন্দ না ||
১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৯
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: কি রকম একটা সিচুয়েশনের মধ্যে যে পড়ছিলাম রে ভাই!!
৫| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৯
ইকরাম বাপ্পী বলেছেন: ও এই কথা? এই অকাম কতই তো করলাম ইচ্ছা করে। DU এর পুলে নামলে আগে আরাআআআআআআআআআআআআআআআমসে ওটা করে নিতাম
১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৬
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন:
বে অভ বেঙ্গলে ছোটটা করছিলাম একবার। কিছুক্ষণ পর দেখলাম ওইখানে এক কাপল জলকেলি করতে নামলো
৬| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৭
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: :#> :#>
৭| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কাহিনী অফ দ্যা ইয়ার
১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: :!> :#> :!>
৮| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫
জুন বলেছেন:
আপনার জন্য আমার পোষ্টে ভুটান এয়ারপোর্টের ছবি দিয়েছি দেখে আসবেন আশাকরি।
আর এখানেও একটা দিয়ে গেলাম
১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: খুশি হয়ে গেছি, জুনপি
ধইন্যা পাতা নেন
৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১:৫০
খেয়া ঘাট বলেছেন: আপনার কিনটাতো ভারি মজার, পোস্টটাও মজার।
এ যে দেখি মজার মাজার।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
২১ শে জুন, ২০১৩ রাত ২:০৩
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: রমাকান্তের ব্লগে স্বাগতম, খেয়া ঘাট
প্লাস সসম্মানে গৃহীত হল
এই ছবিটা আপনার জন্য...
১০| ২১ শে জুন, ২০১৩ রাত ২:৩১
নোবিতা রিফু বলেছেন: দাফুক! ইহা আমি কি পড়িলাম...! :-&
২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: য়্যু হ্যাভ মেইড আ গ্রেইভ মিস্টেইক!!!
রমাকান্তের ব্লগে স্বাগতম, ভাই
১১| ২১ শে জুন, ২০১৩ রাত ২:৩২
খেয়া ঘাট বলেছেন:
ঘাটে লাগাইয়া ডিঙা,
খালি নাওয়ে বইসা আছি,
সময় গেলো ঘাটে বইয়া,
খেয়াঘাটেই দিন কাটাচ্ছি।
কতজনো এলোগেলো
কতজন হলো পারাপার,
নিজে কেমনে পার হবো
ভয়তো আমার বেশুমার।
----------------------------------------------------
সুন্দর ছবির জন্য অনেক ধন্যবাদ।
২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: চমৎকার কতগুলো লাইন...
শুভ কামনা, খেয়া ঘাট
১২| ২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৩১
আরমিন বলেছেন: একি অবস্থা !
২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৫৭
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: অবস্থান্তর জটিল অবস্থা!
১৩| ২৪ শে জুন, ২০১৩ সকাল ৮:৫১
ঘাসফুল বলেছেন: ঘটনা এরাম প্যাঁচ খাইবো, ভাবতেই পারি নাই...
২৫ শে জুন, ২০১৩ রাত ১০:০১
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: আমিও কি ভেবেছিলাম?!
আমার ব্লগে স্বাগতম, ঘাসফুল
আপনার ছানা-পোনারা কেমন আছে? তাদের জন্য অনেক আদর রইলো...
১৪| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৩
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আহ!! কি জিনিশ মনে করায় দিলেন ভাই!!
একমাস ধরে পচা পানি খেয়ে অবশেষে একটু সাতার শিখেছিলাম। টাও বহুদিন প্রাক্টিস নাই, এখন আর পারব কিনা জানিনা!
৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩২
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: সে কি ভোলা যায়?
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ রাত ১:৪৬
আব্দুল মোমেন বলেছেন: আপনার গল্পের শেষ অংশ পড়ে একা একাই হাসছিলাম ! হা হা হা হা