![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমাকান্তকামারের ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক :) ফেসবুক- http://facebook.com/daedalus145
সকাল গড়িয়ে দুপুর হবো হবো করছে। আঁচল কলেজ থেকে ফিরে দেখলো তার দাদাজান বেজার মুখে ইজি চেয়ারে বসে আছে।
- দাদাজান, মুখটা এরকম বাংলার পাঁচ বানিয়ে রেখেছ কেন?
- তোর দাদীজানের কান্ডটা দেখেছিস? সকাল থেকে আমাকে না খাইয়ে রেখেছে। কোন খেয়াল নাই আমার দিকে...
-ওমা! সকালে কলেজ যাওয়ার সময় না দেখলাম তুমি খাচ্ছো?
আঁচলের দাদী পাশের ঘর থেকে আসে।
-আর বলিস না, বুবু। ইদানীং কি যে শুরু করছে তোর দাদাজান! এখনি খেয়ে কিছুক্ষণ পরে বলবে 'খেতে দিলে না যে'। আর মেজাজটাও যা খিটখিটে হয়ে গেছে...
মানুষ বৃদ্ধ হলে স্মরণ শক্তি কমে যায় (dementia) এটা আমাদের মাঝে খুবই প্রচলিত একটি ধারণা। ধারনাটা যে খুব একটা ভুল তাও কিন্তু নয়। ৪৫ বৎসর বয়সের পর বিশাল অংশের একদল লোকের স্মরণ শক্তি কমে যেতে শুরু করে এবং বয়স বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে সব কিছু ভুলে যাবার প্রবণতাও। এই ধরণের বুদ্ধিবৈকল্য বা স্মৃতি শক্তি কমে যাওয়ার কারণ যে সকল রোগ তার প্রধান রোগটির নাম আলঝেইমার’স ডিজিজ। ১৯০৬ সালে জার্মান মনোচিকিৎসক Alois Alzheimer সর্বপ্রথম এ রোগটির বর্ণনা দেন, আর তার নাম অনুসারেই এ রোগের এমন নাম রাখা হয়।
সম্প্রতি এক গবেষনায় দেখা গেছে বিশ্বের প্রায় ২৬.৬ মিলিওন
মানুষ এই রোগে ভুগছে, এবং বিজ্ঞানীদের ধারনা আগামী ২০৫০ সালের মধ্যে প্রতি ৮৫ জনে একজন এই রোগে ভুগবে। আলঝেইমার ডিজিজ পড়ন্ত বয়সে দেখা গেলেও ইদানিং ৩০ বা তার আশেপাশেও এ রোগ দেখা যাচ্ছে। যার কারনে নার্ভাস সিস্টেমের এই অসুখ নিয়ে চিকিৎসকরা নতুন করে ভাবতে শুরু করেছেন।
গত ২১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী দ্বিতীয়বারের মত পালিত হল বিশ্ব আলঝেইমার দিবস। এবারের প্রতিপাদ্য ছিল Dementia: A journey of caring ।
লক্ষণঃ
এ রোগের সঠিক কারণ কি তা কিন্তু এখনও জানা যায়নি। তবে সাম্প্রতিক গবেষণা গুলো দাবী করছে; যে সকল উপাদান বা নিউরোট্রান্সমিটার (neurotransmiter) এর আদান প্রদান এর মাধ্যমে মস্তিস্ক তাদের কার্য সম্পাদন করে তাদের সমস্যার কারণেই এই রোগটি হয়ে থাকে। পরিসংখান অনুযায়ী শতকরা ১৫ ভাগ রোগীই এ রোগে আক্রান্ত হন পারিবারিক উত্তরাধিকার সূত্রে (familial inheritance), আর শতকরা ১ থেকে ৫ শতাংশ রোগের কারন হলো জেনেটিক (genetic)।
এই রোগের অনেকগুলো উপসর্গের মধ্যে দশটি উপসর্গ বেশী গুরুত্বপুর্ন, যা কোন ব্যাক্তির মধ্যে দেখা দিলে তৎক্ষণাত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
লক্ষনগুলো নিম্নরুপ-
১)আলঝেইমারে আক্রান্ত ব্যাক্তিরা কোন জিনিসকে তার সঠিক স্থানে রাখতে পারেনা। যেমন ধরুন বই টেবিলে না রেখে ফ্রিজে রেখে দেয়া এবং পরবর্তীতে ঐ জিনিসটি কোথায় রেখেছে তা মনে করতে না পারা।
২) চিন্তা শক্তি ও বড় কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলা। নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, খাওয়া দাওয়া, টাকা-পয়সা বা ব্যাক্তিগত জীবনের কথা ভুলে অচেনা এক ভুবনে হারিয়ে যাওয়া।
৩)নিজেকে সামাজিক, পারিবারিক কিংবা অন্যান্য শৌখিন কাজকর্ম থেকে সরিয়ে ফেলা, যা সে আগে করতে পছন্দ করতো, যেমন খেলাধুলা, ঘুরে বেড়ানো, আড্ডা দেয়া ইত্যাদি।
৪)মুড বা মানসিক অবস্থার আমূল পরিবর্তন হওয়া, যেমন সর্বদা কনফিউসড, বিষাদগ্রস্থ, আতংকিত, সন্দেহপ্রবন বা দুশ্চিন্তাগ্রস্থ থাকা।
৫)অন্য কোন ব্যাক্তির সাথে স্বাভাবিক কথোপকথন চালিয়ে যেতে না পারা। যেমন মাঝখানে কথা বন্ধ করে দেয়া কিংবা একই কথা বারবার বলা।
৬)লিখতে সমস্যা বা উচ্চারনগত সমস্যা। কোন কিছু বলার সময় সঠিক শব্দ চয়ন করতে না পারা, যেমন ঘড়ি কে watch না বলে hand clock বলা।
৭) সময় ও জায়গা নিয়ে কনফিউসনে ভোগা। গুরুত্বপুর্ন তারিখ, ফোন নম্বর, নিজের বাড়ীর ঠিকানা, পরিবার পরিজনদের নাম মনে না রাখতে পারা।
৮)দৈনন্দিন সাধারন কাজকর্ম করতে না পারা, একই জিনিস বারবার মনে করিয়ে দেয়া সত্বেও ভুলে যাওয়া।
৯)নিচের দিকে ঝুঁকে ঝুঁকে হাটা।
১০)কোন কিছুর রঙ নির্ধারন ও দুরত্ব পরিমাপ করতে ব্যর্থ হওয়া। কোন কোন ক্ষেত্রে আয়নায় নিজের চেহারা দেখেও বুঝতে না পারা যে আয়নার ঐ ব্যাক্তিটি সে নিজেই।
আগেই বলেছি আলঝেইমার’স রোগ হলে রোগীর স্মৃতি শক্তি কমে যেতে শুরু করে। রোগী সাম্প্রতিক (short term) এবং অতীত (long term) দুই ধরণের স্মৃতিই বিস্মৃত হয়ে যান, যদিও সাম্প্রতিক ঘটনা গুলো ভুলে যাবার হারটাই অধিক। এছাড়া এ সকল রোগীর মাঝে দ্বিধা (confusion), খিটখিটে স্বভাব (irritation), উদ্ধ্যত ভাব (aggression), বিষন্নতা-অবসাদ, বাকশক্তিহীনতা বা অন্যের কথা বোঝার ক্ষমতা লোপ পাওয়া (aphasia) সহ নানাবিধ সমস্যা দেখা দেয়। দুর্ভাগ্যজনক ভাবে তিনি তার এই সমস্যা গুলো বুঝতে পারেন না এমন কি তার মনে এ বিশ্বাস জন্মায় যে তার এ ধরনের কোন সমস্যাই নেই। এর ফলে অনেক সময়ই ব্যক্তিটি পারিবারিক ভুলবোঝাবুঝির শিকার হন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার একটি বৈরি সম্পর্ক তৈরী হয়; ফলস্বরূপ তিনি চরম একাকীত্বে ভুগতে থাকেন।
এমন রোগ হলে পরিবারের প্রবীণ সদস্যটিকে একজন নিউরোবিশেষজ্ঞের নিকট নিয়ে যাওয়া উচিত। সাধারণত চিকিৎসক সাহেব রোগীর ইতিহাস জেনে এবং তার আত্মীয়দের সাথে কথা বলেই রোগটি নিশ্চিত করতে পারেন। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সিটি স্ক্যান (CT scan), এম-আর-আই (MRI), স্পেক্ট (SPECT-single photon emission computed tomography), পেট স্ক্যান (PET-positron emission tomography) এসব পরীক্ষা করে অনেক সময় নিশ্চিত হতে হয় রোগীর এর সাথে মস্তিস্কের অন্য কোন রোগ আছে কিনা।
দুর্ভাগ্যজনক হলো আলঝেইমার রোগের এখনো সঠিক কোন চিকিৎসা আবিষ্কার করা সম্ভব হয়ে উঠেনি। তবে পরিবারের আপনজনেরা সহানুভুতিশীল হলে এবং সহমর্মিতা সহ ব্যক্তিটিকে একটি সঠিক স্নেহময় পরিবেশ তৈরী করে দিলে তার জন্য একটি অর্থবহ জীবন যাপন সম্ভবপর হয়ে উঠতে পারে।
বিভিন্ন সমীক্ষায় দেখা যায় যে, যেসকল ব্যক্তি মধ্যবয়সে বিভিন্ন বুদ্ধিভিত্তিক কাজ (যেমন লেখালেখি, বইপড়া, যন্ত্রসংগীত বাজানো), বিভিন্ন সামাজিক গঠন/সেবামূলক কাজ, Board game খেলা (দাবা, cross word puzzle) ইত্যাদি কাজে ব্যস্ত থাকেন এবং স্বাস্থ্যকর খাবার খান তাদের মাঝে এ রোগ হবার প্রবণতা কম। অন্যদিকে যারা অনিয়ন্ত্রিত কোলেস্টেরল, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ রোগে ভোগেন বা ধুমপায়ী তাদের মধ্যে এ রোগ হবার প্রবণতা অপেক্ষাকৃত ভাবে বেশী।
উৎসাহের কথা হলো অতিসম্প্রতি আলঝেইমার রোগের উপশমে DONEPEZIL, GALANTAMINE, MEMANTINE, RIVASTIGMINE নামক কিছু অসুধ আবিস্কৃত হয়েছে। এদের কার্যকারীতা শতভাগ না হলেও অনেক ক্ষেত্রেই এরা রোগ উপশমে আশানুরূপ প্রমাণ রেখেছে।
পোস্ট শেষ করবো। মীরাক্কেল ইশটাইলে বলি, 'খতম করার আগে' নিচের মুভি লিস্টটা দেখে বলেন তো কয়টা কমন পড়লো। কোনটা সবচে' ভাল লাগছে? আর আলঝেইমার'স এর সাথে আমার পরিচয় কিন্তু একটা মুভির মাধ্যমেই। আ মোমেন্ট টু রিমেমবার...
আলঝেইমার নিয়ে নির্মিত কিছু মুভির লিস্টঃ
১। The Notebook
২। A Moment To Remember
৩। Away From Her
৪। Iris: A Memoir of Iris Murdoch
৫। A Song for Martin
৬। U Me Aur Hum
৮। Firefly Dreams
৯। The Savages
১০। Aurora Borealis
১১। Age Old Friends
১২। Lovely, Still
১৩। The Family That Preys
লিস্টে এড করার জন্য আপনার কাছে কোন মুভি থাকলে, জানিয়ে ধইন্যা পাতা বুঝিয়া লন
সবাই অনেক ভাল থাকুন।
তথ্যসূত্রঃ
১।সুস্বাস্থ্য.কম
২।সাইকোথেরাপী অনলাইন। মতিভ্রম বা আলঝেইমার
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: প্রিয় কাল্পনিক ভালবাসা,
তথ্যসূত্র জুড়ে দেয়ার ব্যাপারটা মাথায় ছিল
পড়ার জন্য অনেক ধন্যবাদ। শুধুমাত্র মুভিলিস্ট করার ইচ্ছা ছিল। পরে কিছু ইনফো জুড়ে দিতে চাইলাম।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার পোষ্ট +++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: অনেক ধন্যবাদ, স্নিগ্ধ শোভন...
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর পোস্ট!
++++++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: শুকরিয়া
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
সরকার আলী বলেছেন: আলঝেইমার রোগ উপশমকারী DONEPEZIL, GALANTAMINE, MEMANTINE, RIVASTIGMINE নামক ওষুধগুলো বাংলাদেশে পাওয়া যায় কি না (গেলে কোথায়) তা জানিয়ে বাধিত করবেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: বাংলাদেশে নিচের ব্রান্ড নেমে ওষুধগুলো পাওয়া যায়
...
Donepezil (ফিল্ম কোটেড ট্যাবলেট)
ELZER(স্কয়ার), AMELOSS(ইনসেপটা), MEMORIN(বেক্সিমকো)
Rivastigmine (ক্যাপসুল)
RIVAMER(সান), EXELON(নোভারটিস)
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪
সরকার আলী বলেছেন: Thanks a lot for your information.
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: নো প্রব্লেমো। ভাল থাকুন সবসময়...
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক কিছু জানতে পারলাম।
দারুণ পোস্ট।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ধন্যবাদ, প্রোফেসর শঙ্কু
আমিও লিখার সময় জানলাম অনেক কিছু
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার পোস্ট।
মুভি লিস্টে কোনোটাই কমন পরেনাই ||
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: সিরিয়ালি দেখা শুরু করে দেন...
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
শায়মা বলেছেন: আলঝেইমার
এই রোগের সাথে প্রথম পরিচয় আমার এক পরিচিতজন রোজ অফিসে আসে হঠাৎ একদিন দেরী দেরী দেরী!!
সে অফিসের সামনে এসে ভুলে গেছে রাস্তা। রিকশাওয়ালাকেও কিছু বলতে পারছিলো না।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১০
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: 'ইউ মি অর হাম' এর কাজলের মত...
শায়মাপু, কি খবর? কেমন আছেন?
৯| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
নতুন অনেক কিছু জানলাম।
পোস্টের জন্য ধন্যবাদ।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, ভাই
অনেক ভাল থাকুন...
১০| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৯
না পারভীন বলেছেন: অনেক সুন্দর একটা পোস্ট । খুব ভাল লাগল রমা ভাই ।
১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: শুকরিয়া... রমাকান্তকামারের ব্লগে স্বাগতম আপনাকে!!!
আপনার কমেন্ট পেয়ে খুউউউউউউব খুশি হয়ে গেছি
১২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪
জুন বলেছেন: আমারও মনে অদুর ভবিষ্যতে এই রোগ হবে । অনেক কিছু ভুলে যাই। কিছু নিতে এসে দাঁড়িয়ে থাকি কি জানি নিতে এসেছিলাম
বিশেষ করে ডিজিটতো মনেই থাকে না। কিছু কিনলে একটু পরেই ভুলে যাই কত দিয়ে কিনেছি । অনেকে ভাবে আমি গোপন করতে চাচ্ছি । আসলে তা নয় রমাকান্ত । আমার মনে হয় আলঝেইমার হবে
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ধূর!! কি যে বলেন...
আমি নিজেই ডিজিট নিয়ে খুব একটা ভাল না... টুকটাক ভুলে যাওয়া তো আছেই । আরেকদিন বাসে করে কোথাও একটা যাচ্ছিলাম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি স্কুলের পুরাতন এক বন্ধু। তাকে ডাক দিতে গিয়ে আমি কিছুতেই তার নাম মনে করতে পারলাম না। বারকয়েক ''এই! এই!'' করলাম। এর মধ্যে বাস ছেড়ে দিলো
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট। ভালো একটা বিষয় শেয়ার করেছেন। যদিও আপনি চেষ্টা করেছেন অনেকটা নিজের মত করে বা ইম্প্রোভাইজ করে পোষ্টটা দিতে, তাও মনে করি, এই ধরনের ফিচারের ক্ষেত্রে তথ্য সূত্র প্রদান করাই ভালো। যেমন, এই পোষ্টের অনেক তথ্য হুবহু কিছু ওয়েব সাইটে বাংলায়ই লেখা আছে। আপনি তথ্যের প্রয়োজনে সেখান থেকে নিয়েছেন। এমনটা হতেই পারে। কিন্তু সেই ক্ষেত্রে তথ্য সূত্র যোগ করে দিলে পোষ্টের মানটা অনেক বেড়ে যায়। আপনার সুবিধার জন্য লিংকগুলো শেয়ার করলাম। আশা করি মূল পোষ্টে তা সংযোজন করে দিবেন।
সুস্বাস্থ্য.কম
আলঝিমারস রোগঃ বৃদ্ধ বয়সের বুদ্ধিবৈকল্য
বা অন্য যেখান থেকে তথ্য সংগ্রহ করেছেন, তাও দিয়ে দিতে পারেন।
অনেক শুভ কামনা রইল।