![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমাকান্তকামারের ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক :) ফেসবুক- http://facebook.com/daedalus145
আজ বিশ্ব কবিতা দিবস। তাই এই আড্ডামূলক পোস্টটির অবতারণা। কমেন্টে কবিতাপ্রেমী ব্লগারদের প্রিয় কবিতার কিছু লাইন আশা করছি।
শুরুটা আমিই করি।
কথা আছে – সুনীল গঙ্গোপাধ্যায়
==================
বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু
আবার আলাদা দৃষ্টি, টেবিলে রয়েছে শুয়ে
পুরোনো পত্রিকা
প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে
দুটি পা-ই ঢাকা
এপাশে বোতাম খোলা বুক, একদিন না-কামানো দাড়ি
ওপাশে এলো খোঁপা, ব্লাউজের নীচে কিছু
মসৃণ নগ্নতা
বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায়
কারা ফিরে আসে
বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদেশ ভ্রমণে।
আপাতত প্রকৃতির অনুকারী ওরা দুই মানুষ-মানুষী
দু‘খানি চেয়ারে স্তব্ধ, একজন জ্বলে সিগারেট
অন্যজন ঠোঁটে থেকে হাসিটুকু মুছেও মোছে না
আঙুলে চিকচিকে আংটি, চুলের কিনারে একটু ঘুম
ফের চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময়,
সময় ভিখারী হয়ে ঘোরে
অথচ সময়ই জানে, কথা আছে, ঢের কথা আছে।
২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৩
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: "চৈত্রের হাহাকার
নেই এ প্রেমিকের
শুধু থাকে বসন্ত
শিমুল যার পান্থ"
দারুণ লেগেছে
২| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪
এম এ কাশেম বলেছেন: দুটোই চমৎকার।
২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫১
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ধন্যবাদ।
আপনার কাছ থেকেও শুনতে চাই
৩| ২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩
মামুন রশিদ বলেছেন: কবিতার আড্ডা চলতে থাকুক । মাঝে মাঝে উঁকি দিয়ে দেখে যাব ।
২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৫
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: মামুন রশিদ ভাই, শুধু উঁকি দিলে হবে না। পছন্দের দু'টো লাইনও শুনিয়ে দেন
৪| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৯
আমিনুর রহমান বলেছেন:
আমি কবি না তাও হাজিরা দিয়া গেলাম। আড্ডা চলুক
২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৬
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: রমাকান্তের ব্লগে স্বাগতম
পছন্দের কোন কবিতার দু'টো লাইনও যদি শুনিয়ে দিতেন...
৫| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪১
আমি নিন্দুক বলেছেন: কই সব???
উরিবাবা!!
২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:০১
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: উরিবাবা!! ''মহব্বত ম্যান'' এর কথা মনে পড়ে গেল (ওম শান্তি ওম)
নিন্দুক ভাইকে ব্লগে পেয়ে ভাল লাগলো। দু'টো লাইন শুনিয়ে দেন না।
৬| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: সাধু উদ্যোগ। দেখি, আমি দিয়ে যাই পুরনো ধাঁচের ক'টা লাইন -
বিষণ্ণ নিঃসঙ্গ দালানশীর্ষে চলদলপত্র প্রমাণকারী
অঙ্গুলি হেলনে আকাশের পথপানে ঘনাত্যয়
গেছে ঘটে, ঘনঘটা ছিল বহুপূর্ব দূরে– আজ নেই
সমীরণের তুবড়িতে অচকিতে দোদুল্যমান ধমনী-শিরা-উপশিরা
শোঁ-শোঁ-শোঁ নয়, বোধহয় কানে কানে ধ্বনিত
প্রতিধ্বনিত হয় ছন্দোবদ্ধ কোন সুপ্রাচীন আখ্যানের।
দেখি––
কালপুরুষ গেল ছুটে
বিপরীত নামাংকের খোঁজে
দাঁড়িয়ে সুরনদীর তটে
সাঁতরায় কল্পিত দ্বিভূমে।
সমীরণের বাচঙ্গনে মূল্যহীন উৎসর্গ করি দুর্মোচ্য
বিমর্ষতা, দৃষ্টির পরিসীমার ঘটে চারুশীল অবমোচন
জ্যোৎস্নালোক সারথি হয় কালপুরুষের, আমার
হৃদয়ের নয়– সে হৃদয় পরভাগ্যোপজীবী
অপর ভাগ্য কালপুরুষের– একালবেলায়║
২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৪
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: পোস্টে প্রোফেসর সাহেবকে পেয়ে ভাল লাগছে ।
কবিতা পড়তে মুখের পেশীগুলো বেশ গলদঘর্ম হয়েছে
৭| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: আর হুমায়ুন আজাদের এই কটা লাইন আমার প্রিয়। খুব।
আজ থেকে খুব ধীরে পুড়ে যাবে চাঁদ,
খুব সুস্থ হয়ে উঠবে জীবনযাপন।
অন্নে জলে ঘ্রাণে পাবো অবিকল স্বাদ,
চিনবো শত্রুর মুখে, কারা-বা আপন।
বুঝবো নিদ্রার জন্য রাত্রি চিরদিন,
যারা থাকে ঘুমহীন তারা গায় গান।
২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৯
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: দারুণ!
হুমায়ুন আজাদের 'তোমার পায়ের নিচে' -র এই লাইনগুলো আমার প্রিয়
"পৃথিবীর শেষ প্রান্তে আমার থাকতো যদি
একটা লাল টকটকে গোলাপ বাগান,যাতে ফোটে শতবর্ষে একটি গোলাপ,
তাহলে চোখের মণিতে গেঁথে নিয়ে আসতাম গোলাপ পাপড়ি,
বিছিয়ে দিতাম তোমার সড়কে-
অন্যমনস্ক তুমি হেঁটে যেতে তীক্ষ্ন স্যান্ডেলের শব্দ তুলে তুলে ।
আমার কিছুই নেই –
আছে শুধু করুন কম্প্র টলোমলো একরাশ বিষণ্ন স্বপ্ন-
সেই স্বপ্নগুলো আমি বিছিয়ে দিয়েছি শহরের সমস্ত সড়কে-
তুমি আস্তে হাঁটো – তোমার পায়ের নিচে
ডুকরে ওঠে দীর্ঘশ্বাসের চেয়েও কোমল কাতর আমার বিষণ্ন স্বপ্ন"
৮| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!!! আয়োজন! বিখ্যাত কবিদের পাশাপাশি নিজেদের কিছু কবিতা সবাই দেন।
২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৬
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ধন্যবাদ, ভাইয়া... আপনার কাছ থেকেও শুনতে চাই
৯| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৫
এহসান সাবির বলেছেন: আড্ডার হোস্ট ঘুমায় পড়ছে
২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৮
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: চলেন আড়মোড়া ভেঙ্গে উঠি
রমাকান্তের ব্লগে স্বাগতম, এহসান সাবির ভাই
১০| ২৩ শে মে, ২০১৪ রাত ১:২০
প্রোফেসর শঙ্কু বলেছেন: আর কবিতা কৈ?
১১| ৩০ শে মে, ২০১৪ ভোর ৪:২৭
একজন বনলতা সেন বলেছেন: কবিতা প্রেম !!! সত্যি দারুণ
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৭
শাহ আজিজ বলেছেন: কেন যৌবনে
এলেনা মৌবনে
দুলিয়ে নিতম্ব
গুড়িয়ে স্তম্ভ ।
প্রাক বার্ধক্যে
বল সেই তাঁকে
চৈত্রের হাহাকার
নেই এ প্রেমিকের
শুধু থাকে বসন্ত
শিমুল যার পান্থ ।
------------------------
এই মাত্র লিখলাম । শাহ আজিজ