নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন!

অনির্দিষ্ট কালের জন্য আমি ছুটিতে....

রমাকান্তকামার১১০১১৪৫

রমাকান্তকামারের ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক :) ফেসবুক- http://facebook.com/daedalus145

রমাকান্তকামার১১০১১৪৫ › বিস্তারিত পোস্টঃ

সোশ্যাল মিডিয়ায় হালের ক্রেজঃ Ice Bucket Challenge

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

দিন চারেক আগে ইনস্তাগ্রামে একটা ভিডিও চোখে পড়লো। জিম প্যারসন (দ্য বিগ ব্যাং থিওরি-র শেলডন কুপার) এক বালতি বরফশীতল পানি মাথায় ঢালছেন এবং কিছু বন্ধুকে একই চ্যালেঞ্জ দিলেন।





পেছনের কারণ জানতে কৌতুহল হল। নেট ঘেটে দেখা গেল, বিগত কয়েক মাসে ফেসবুক, ইউটিউব টুইটার আর ইনস্তার কল্যাণে অনেক সেলিব্রেটিকেই মাথায় বরফ-পানির বালতি উল্টাতে দেখা গেছে। হলিউড-বলিউড সেলিব্রেটি থেকে শুরু করে রাজনীতিবিদ, সামাজিক ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী, ক্রীড়াবিদ কে নেই সে তালিকায়? এমনকি এ তালিকায় আছেন খোদ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। কিন্তু কেন?



“The Ice Bucket Challenge” বা “ALS Ice Bucket Challenge” – এ নামেই ডাকা হচ্ছে এটাকে। আপনাকে যেটা করতে হবে তা হল কেউ আপনাকে চ্যালেঞ্জ করার ২৪ ঘন্টার মধ্যে এক বালতি বরফ শীতল পানি মাথায় ঢালতে হবে। এটা ভিডিও করে শেয়ার করবেন ইউটিউব, টুইটার বা ইনস্তাগ্রামে। এটাকে আরও মজার করার জন্য আপনি আপনার কয়েকজন বন্ধুকেও এই চ্যালেঞ্জ করতে পারেন, যা তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে করতে হবে। এর সাথে সাথে আপনাকে ডোনেট করতে হবে ALS Association এ ।



ALS বা Amyotrophic Lateral Sclerosis (মোটর নিউরন ডিজিজ) নিয়ে জনসচেতনতা তেমন একটা ছিল না বললেই চলে। কিন্তু Ice Bucket Challenge এর কল্যাণে দেখা গেল, এটা সামাজিক মাধ্যম গুলোতে ভাইরাল হবার পর ALS Association ১৫.৬ মিলিয়ন ডলার ডোনেশন পেয়েছে, আগের বছর একই সময়ে (২৯ জুলাই থেকে ১৮ আগস্ট) যা ছিল $১.৮ মিলিয়ন!



** এই চ্যালেঞ্জ এর বেশ কিছু ভারসন আছে। কোনটায় বলা হয় , ‘হয় ডোনেট করতে হবে নতুবা মাথায় পানি ঢালতে হবে’ । আরেকটা এরকম যে আপনি মাথায় পানি ঢালবেন এবং দশ ডলার ডোনেট করবেন। পানি ঢালতে না চাইলে আপনাকে ১০০ ডলার ডোনেট করতে হবে।



** আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাও এ চ্যালেঞ্জের সম্মুখীন হন। তাকে চ্যালেঞ্জ করেন ইথেল কেনেডি। তিনি অবশ্য ১০০ ডলার ডোনেট করে পার পান।

মজার ব্যাপার হচ্ছে, সঙ্গীত শিল্পী জাস্টিন বিবারও চ্যালেঞ্জ দেন প্রেসিডেন্ট ওবামাকেই!

ওবামার পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশ অবশ্য চ্যালেঞ্জ পুরো করেছেন। তিনি ফিরতি চ্যালেঞ্জ ছুঁড়েছেন আরেক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে।



কারা Ice Bucket Challenge এ অংশ নিয়েছেন তাদের তালিকাতে চোখ বুলাতে চাইলেঃ

আইস বাকেট চ্যালেঞ্জে অংশ নেয়া সেলিব্রেটিরা



তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫২

ফা হিম বলেছেন: এই ধরনের ফাও চ্যালেঞ্জও তাহলে ভালো কাজে লাগানো যায়।

২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: খারাপ কী?

রমাকান্তের ব্লগে স্বাগতম ফা হিম ভাই

২| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Eta kono fao challange na, eta diye onek awareness and donation hocche.

২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০১

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ট্রু দ্যাট।

তবে শুধু পানি ঢাইলা ভিড্যু শেয়ার দেয়াটাই না, ডোনেশন আর সচেতনতা সৃষ্টিই যে মূল উদ্দেশ্য সেটা না ভুললেই হয়।

৩| ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ALS Ice Bucket Challenge Raises $8.6 Million in a Single Day

২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: দ্যাটস ক্রেইজি!

৪| ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১

হাসান মাহবুব বলেছেন: বেশ মজার সেইসাথে জনহিতকর। ভালো লেগেছে কনসেপ্টটা। বাংলাদেশেও এরকম কিছু চালু করা দরকার।

২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: আমারও জোস লাগছে আইডিয়াটা।

এখানে হলে? আই ওয়ান্ডার হোয়াট হেটারস আর গোনা সে টু দ্যাট...

কেমন আছেন, হাসান মাহবুব ভাই?

৫| ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাহ। মানুষকে উজ্জীবিত করে কল্যাণের পথে নেয়ার সিস্টেম।

৬| ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৭

ফা হিম বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, আমি তো সেটাই বললাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.