| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভাবের তারনায় তুমি চলে গিয়েছিলে........
একটু বিস্তারিত বলা প্রয়োজন। হ্যা, অভাবের কথা বলছিলাম। উপলবদ্ধি করছি, দু’টো অভাব । একটি ভালবাসা অন্যটি আর্থিক। আমাদের দুজনের মধ্যে যে ভূলবুঝাবুঝি কিংবা অবহেলার সৃষ্টি হলো তা কেবলই বাস্তবতা কিংবা আর্থিক ব্যধি থেকে। আমার আর্থিক ব্যধিকে মেনে নিতে না পেরে তোমার চলে যাওয়াতে আমার যে অতৃপ্ততা, তা শুধু একটু খানি ভলবাসা পাবার আকাঙ্খা মাত্র।
তোমাকে পাবার আশায় যে মুহুর্তে আমার আরোগ্য, ঠিক সেই মূহুর্তে তোমার অনুপস্থিতি আমার ভেতরে এক ক্ষতের সৃষ্টি করে যন্ত্রনা নামক নতুন এক ব্যধির জন্ম দিল। এ থেকে আরগ্যের উপার কি যান? যানলে বলো কেমন? তোমার প্রতি কোন রাগ কিংবা ক্ষোভ কোনটিই নেই আমার। শুধু কিছু অভিমান এবং একমুঠো অতৃপ্ততা রেখে দিলাম।
তৃপ্ততা ফুরোলে মানুষ তা আর করে না। ভালবাবেসে কেউ কখনও তৃপ্ত হতে পারে না। যদি কখনও হয় তাহলে সেটা তৃপ্ততা না হয়ে অতিষ্টতায় পরিনত হয়। তোমার কি তাই হলো? যানতে চাইলেও যানতে পাই কই?
অনধিকারে হলেও কিছু স্মৃতি রোমন্থন করছি। যেমন তোমার সঙ্গে আমার প্রথম পরিচয় এবং আমার জন্য অনেক রাত পযর্ন্ত অপেক্ষা করা। সেই মুহুর্তে স্মৃতি যখন ডানা মেলতে শুরু করেছিলো আর জীবনকে মনে হতো বাধাবন্ধনহীন তখন নিজেদের মনে হতো আমি বলতে দু’জন মিলে এবং আলাদা ভাবেও আমরা।
এসব ছোট ছোট ঘটানা।
যাই হোক এখন আর সেভাবে ভাবা যায় না। এখন তুমি বলতে তোমরা এবং আমি বলতে শুধুই আমার। আমারদের দু’জনের জীবনই এখন আলাদা। শুধু আবির্ভাব হয়েছে কিছু ছোট ছোট দানবের।
ভালো থেকো, ইচ্ছে হলে ফিরে এসো। জোৎস্না রাতে আমাদের বাসার ছাদে গিয়ে আমি বাঁশি বাজাবো তুমি আমার পাশে বসে থাকবে। বাঁশির শুরের সঙ্গে আমরা ভেসে বেড়াবো এক তৃপ্ততার রাজ্যে যেখানে থাকবে না অন্যকিছু কিংবা ভালবাসার অভাব বোধ।
শুভ কামনা.......
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
জাহাঙ্গীর শুভ বলেছেন: নাজমুল হাসান শান্ত : ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
নাজমুল হাসান শান্ত বলেছেন: Awesome...