নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

আসুন কিছু খোলামেলা ছবি উপভোগ করি: পর্ব ১

২০ শে মে, ২০১০ রাত ৮:০২



প্রিয় ব্লগার এবং পাঠকবৃন্দ, আসুন কতগুলো খোলামেলা ছবি উপভোগ করি। প্রসঙ্গত, এর কোনটিই ১৮+ নয় বিধায় হেডলাইনে এই ট্যাগ দেয়া হল না। তবে, যে সকল পাঠক এবং ব্লগার অন্তত: নিজেকে রুচিসম্পন্ন বলে করেন, তারা প্রবেশ করতে পারেন নিজ দায়িত্বে। আসুন তবে উপভোগ করি কিছু খোলামেলা ছবি।





সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২০শে মে, ২০১০ বৃহস্পতিবার





সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২০শে মে, ২০১০ বৃহস্পতিবার





সূত্র: দৈনিক যায়যায়দিন, ২০শে মে, ২০১০ বৃহস্পতিবার





সূত্র: দৈনিক যায়যায়দিন, ২০শে মে, ২০১০ বৃহস্পতিবার





সূত্র: দৈনিক যায়যায়দিন, ২০শে মে, ২০১০ বৃহস্পতিবার





সূত্র: দৈনিক কালের কন্ঠ, ২০শে মে, ২০১০ বৃহস্পতিবার





সূত্র: দৈনিক কালের কন্ঠ, ২০শে মে, ২০১০ বৃহস্পতিবার





সূত্র: দৈনিক কালের কন্ঠ, ২০শে মে, ২০১০ বৃহস্পতিবার





সূত্র: দৈনিক কালের কন্ঠ, ২০শে মে, ২০১০ বৃহস্পতিবার





সূত্র: দৈনিক মানবজমিন, ২০শে মে, ২০১০ বৃহস্পতিবার





সূত্র: দৈনিক মানবজমিন, ২০শে মে, ২০১০ বৃহস্পতিবার





সূত্র: দৈনিক প্রথম আলো, ২০শে মে, ২০১০ বৃহস্পতিবার



আশা করি আপনি যথেষ্ট উপভোগ করেছেন। ধন্যবাদ



বিদ্র: একটা রিকোয়েস্ট। কেউ যদি মাইনাস দেন তবে কষ্ট করে মন্তব্যের ঘরে বলে যাবেন কেন মাইনাস দিয়েছেন। যদি ছবিগুলোর কারণে দিয়ে থাকেন, তবে অবশ্যই কোন ছবিটার কারনে তা বলবেন, প্লিজ প্লিজ প্লিজ।



আসুন কিছু খোলামেলা ছবি উপভোগ করি: দ্বিতীয় পর্ব অবশ্য পাঠ্য

মন্তব্য ৮৫ টি রেটিং +২৩/-৩৮

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১০ রাত ৮:০৭

নিঃশব্দ শিশির! বলেছেন: আমাদের ময়ুরি, মুনমুন , শানু, পপি, ঝুমকা, পলি ওরা কি দোষ করলো!!
ওদেরও কিছু দেন!! দেশ প্রেম আছেনা!!

২০ শে মে, ২০১০ রাত ৮:১২

দারাশিকো বলেছেন: হেগো টা পাইনাই, পাইলে সত্যি বলছি দিতাম।
আপনেরে ধন্যবাদ।
কিন্তু মাইনাস দিছেন কিনা সেইটা বলেন নাই, বললে ভালো লাগতো।
ধন্যবাদ

২| ২০ শে মে, ২০১০ রাত ৮:০৯

বাহারুল ইসলাম বাহার বলেছেন: উপর থেকে ৬ ও ৭ এর জন্য মাইনাচ।

২০ শে মে, ২০১০ রাত ৮:১৩

দারাশিকো বলেছেন: ধন্যবাদ বাহার। পরের পর্বে আমন্ত্রন রইল

৩| ২০ শে মে, ২০১০ রাত ৮:০৯

shamim ahmed বলেছেন: ভাই ওদের কাপরের অবাভ

৪| ২০ শে মে, ২০১০ রাত ৮:১০

আমি ছাড়া সবাই ভাল বলেছেন: তবে, যে সকল পাঠক এবং ব্লগার অন্তত: নিজেকে রুচিসম্পন্ন বলে করেন, তারা প্রবেশ করতে পারেন নিজ দায়িত্বে।

আইচ্চা হাফ নেংটা দেইখ্যা যদি নিজেরে রুচিশীল মনে করি তাইলে পুরা নেংটা দেইখ্যা নিজেরে কি মনে করুম?

বোল্ড করা লাইনগুলার লাইগা ন্ম্বার১

২০ শে মে, ২০১০ রাত ৮:১২

দারাশিকো বলেছেন: এক নম্বরের জন্য মাইনাস?
অকে..

৫| ২০ শে মে, ২০১০ রাত ৮:১০

নস্টালজিক বলেছেন: খোলামেলা ছবি উপভোগ করলাম।।

৬| ২০ শে মে, ২০১০ রাত ৮:১৫

দারাশিকো বলেছেন: প্লাস দিল কেডা? তারে মাইনাস, কয়া যায় নাই, তাই

৭| ২০ শে মে, ২০১০ রাত ৮:১৬

সুমনা শাহনাজ বলেছেন: এই ছবি গুলো পোস্ট করে আপনি আপনার রুচি বোধের পরিচয় দিয়েছেন। ব্লগে আপনাদের মতো অসুস্থ মানুষের না থাকাই ভালো। ব্লগের পরিবেশ ঠিক রাখতে আশা করি আপনি নিজ থেকে বিদায় নিবেন্ । - - -এবং ধিক্কার।

২০ শে মে, ২০১০ রাত ৮:১৮

দারাশিকো বলেছেন: ধন্যবাদ সুমনা শাহনাজ। আপনাকে পরের পর্বে আগাম আমন্ত্রন। এবং অবশ্যই আপনি সেখানে একটা কমেন্ট করে যাবেন। এটা অনুরোধ।
আপনার ধিক্কার সাদরে গৃহীত হলো।

৮| ২০ শে মে, ২০১০ রাত ৮:১৬

মৈত্রী বলেছেন: "ধানমন্ডী ৩২" এর মতন অবস্থা না হয়.....

পোস্ট দেওয়ার ২ মিনিটের মধ্যে পোস্ট ডিলেট!!

২০ শে মে, ২০১০ রাত ৮:১৮

দারাশিকো বলেছেন: ভয়ে আছি, সত্যি কথা এইটা।

৯| ২০ শে মে, ২০১০ রাত ৮:১৬

তাশফী বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২০ শে মে, ২০১০ রাত ৮:১৯

দারাশিকো বলেছেন: তাশফীরে মাইনাস।
পরের পর্বে আমন্ত্রন।

১০| ২০ শে মে, ২০১০ রাত ৮:১৮

পুশকিন বলেছেন: খোলামেলা বলতে আপনি কি বোঝেন?একটু জানাবেন কি?

২০ শে মে, ২০১০ রাত ৮:২২

দারাশিকো বলেছেন: আমি নিজেই আসলে জানি না, কিন্তু মনে হয় এই ছবিগুলোর মধ্যেই সঙজ্ঞাটা লুক্কায়িত।
কি বলেন?
আমার মাইনাস কিঙবা প্লাস কই?

১১| ২০ শে মে, ২০১০ রাত ৮:১৯

অলস ছেলে বলেছেন: উপভোগ করলাম কিন্তু এগুলা কি বুঝিনাই

২০ শে মে, ২০১০ রাত ৮:২০

দারাশিকো বলেছেন: আমিও বুঝি নাই এখনো, বুঝতে চেষ্টা করতেছি।
আপনে কেমন আছেন?
পরের পর্বে আইসেন

১২| ২০ শে মে, ২০১০ রাত ৮:১৯

তাশফী বলেছেন: ------------------------------------------------------------------

২০ শে মে, ২০১০ রাত ৮:২১

দারাশিকো বলেছেন: তাশফীরে প্লাস, আগেরগুলো ফেরত দিয়া, এইবারেরর মাইনাসগুলোরে প্লাসে রূপান্তর করে যতডি হয়, ততডি
পরের পর্বে আমন্ত্রন

১৩| ২০ শে মে, ২০১০ রাত ৮:২০

অপ্রয়োজন বলেছেন: কেনু কেনু কেনু ....

১৪| ২০ শে মে, ২০১০ রাত ৮:২০

অলস ছেলে বলেছেন: দেখে মনে হচ্ছে এরা কোন অজানা সমস্যায় আক্রান্ত, ত্যাড়াবেড়া হয়ে দাড়িয়ে আছে, সমস্যাটা কি?

১৫| ২০ শে মে, ২০১০ রাত ৮:২০

তাশফী বলেছেন: ভাই জারা বলে এগুলো অসুস্থ মানুসের তারাই এগুলো ছুরি করে একা একা দেখে

১৬| ২০ শে মে, ২০১০ রাত ৮:২১

স্নিগ বলেছেন: এসব কি ভাইয়া :-*
কিছু বুঝলাম না।হঠাৎ এই ধরনের পোস্ট কেন!
+,- কোনোটাই দিলাম না।

২০ শে মে, ২০১০ রাত ৮:২২

দারাশিকো বলেছেন: প্লিজ একটা অন্তত: দিয়ে যান ভাইয়া, প্লিজ। মাইনাস না হোক, প্লাসটা তো প্রাপ্য, তাই না?

১৭| ২০ শে মে, ২০১০ রাত ৮:২২

িসজার বলেছেন: হমম,চিন্তিত ছবিগুলো দেখে।

১৮| ২০ শে মে, ২০১০ রাত ৮:২২

নিঃশব্দ শিশির! বলেছেন: ভাই আমি কারওরে মাইনাচ দেইনা!!
পেলাচও দেই না!!

তারপরও ভালো লাগলো!! আমি মনে করি দেশি জিনিসই ভালো!! কি বলেন!! নেটে খোজে অনেক দেশি ছবি পাবেন!!!

২০ শে মে, ২০১০ রাত ৮:২৩

দারাশিকো বলেছেন: সার্চ দিমুনে পরে। তয় এখন না, এখন কমেন্টের উত্তর দিতে বিজি আছি... আপনারে ধইন্যা।

১৯| ২০ শে মে, ২০১০ রাত ৮:২৪

সাইবর্গ_পল বলেছেন: এই গুলি ১৮+ না হইলে ১৮+ কুন গুলি? আপনি ত ভাই অনেক মডান...ভালা হই যান...

২০ শে মে, ২০১০ রাত ৮:২৫

দারাশিকো বলেছেন: এইগুলা ১৮+ না, সত্যি বলছি, এই কথাটা অন্তত: বিশ্বাস কইরেন।
পরের পর্বে আরও ভালো তবার চেষ্টা করবো, সাইবর্গ ভাইয়া

২০| ২০ শে মে, ২০১০ রাত ৮:২৪

তায়েফ আহমাদ বলেছেন: এইটা ত্যাড়াব্যাড়া না! এইটার নাম ত্রিভঙ্গ....হইয়া খাড়ানি....:D:D:D
আর এইগুলান যদি খোলামেলা হয়, তাইলে খোলামেলাগুলাওরে কী কৈবেন!
আইজকাল ঢাকার বিউটি কুইনেরা ও এইভাবে রাস্তায় বাইর হয়!

২০ শে মে, ২০১০ রাত ৮:২৬

দারাশিকো বলেছেন: তায়েফ ভাইডি কি যে কয় ... খালি হাসি পায় :D:D:D

২১| ২০ শে মে, ২০১০ রাত ৮:২৮

মো: ইউসুফ বলেছেন: ধুর এই গুলা কোন খোলামেলা হলো? এইগলোতো পেপারে হরদম দেখি। নতুন কিছু থাকলে দেন।

২০ শে মে, ২০১০ রাত ৮:৩০

দারাশিকো বলেছেন: এহ হে... এইটা কি কন, আমি কি আর পত্রিকা দিলাম নাকি?

২২| ২০ শে মে, ২০১০ রাত ৮:৩০

অনর্থ বলেছেন: প্লাস। (বেহুদা সুশীল সাজার চেষ্টা আমি করি না!)

২৩| ২০ শে মে, ২০১০ রাত ৮:৩৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মাইনাসের কারন, আপনার পোষ্ট দ্বারা কোন উদ্দেশ্য নাই। শুধু ছবিই যদে দেখানো উদ্দেশ্য থাকে তবে কি আমরা নেট থেকে ছবি দেখে নিতে পারি না।

২০ শে মে, ২০১০ রাত ৮:৪৮

দারাশিকো বলেছেন: জ্বি সত্যি কথা কায়রো ভাই।
ইয়ে আপনার প্রো পিক চেঞ্জ করলেন ক্যান?

২৪| ২০ শে মে, ২০১০ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: শিরোনামে আপনি মিছা কথা কইছেন;)

দূর মিয়া.. সবতো বোরকা পড়া :):):) (ফান)

২৫| ২০ শে মে, ২০১০ রাত ৮:৪৭

স্পেলবাইন্ডার বলেছেন: মাইনাস দিলাম, কারণ এইগুলা 'খোলামেলা' ছবি না।

২৬| ২০ শে মে, ২০১০ রাত ৮:৪৮

বিপ্লব কান্তি বলেছেন: এই ছবিগুলোকে খোলামেলা ছবি বলেছেন বলে মাইনাস।

২০ শে মে, ২০১০ রাত ৮:৫১

দারাশিকো বলেছেন: কল্কেদারে অনেকদিন পরে দ্যাকলাম।
আছেন কেমুন?

২৭| ২০ শে মে, ২০১০ রাত ৮:৫৭

সালাহ উদ্দিন০০৭ বলেছেন: মাইনাস..................কারন, উদ্দেশ্যহীন পোস্ট.........খোলামেলা ছবি, এটা ব্লগিং এর কোনো বিষয় হল?...গুগলে সার্চ দিলে এরকম বহু পাওয়া যায়......

২০ শে মে, ২০১০ রাত ৯:০১

দারাশিকো বলেছেন: স্বীকার করছি এটা ব্লগিঙ এর কোন বিষয় না, পরের পর্বে আমন্ত্রন।

২৮| ২০ শে মে, ২০১০ রাত ৯:০১

সালাহ উদ্দিন০০৭ বলেছেন: আপনার কাছে এটা আশা করিনি.........কোনো গোপন উদ্দেশ্য আছে নাকি? :P আপনি তো জাত ব্লগার............

২০ শে মে, ২০১০ রাত ৯:০১

দারাশিকো বলেছেন: কে বলে এই কথা ? হিট বাড়ানোর জন্য কর্ছি

২৯| ২০ শে মে, ২০১০ রাত ৯:০৩

হাবিবকুল বলেছেন: নেট স্লো হওয়ার কারণে মাইনাচ দেওয়ার অপশনটা আসতে দেরি হচ্ছে। না হইলে কি যে হইত
হুদাই কাম বইয়া বইয়া খালি অকাম
যত্তসব

৩০| ২০ শে মে, ২০১০ রাত ৯:০৬

হাবিবকুল বলেছেন: X(X(X(X(X(X(

৩১| ২০ শে মে, ২০১০ রাত ৯:১১

আকাশের তারাগুলি বলেছেন: উপভোগ করার কিছু দেখলাম না তাই মাইনাস।

২০ শে মে, ২০১০ রাত ৯:১৩

দারাশিকো বলেছেন: মানে কি?
আপনার প্রত্যাশা পূরন করেনি? নাকি এ ধরনের ছবি আপনি আশা করেন না আমার কাছ থেকে?

৩২| ২০ শে মে, ২০১০ রাত ৯:১৩

লুথা বলেছেন: ++++

যারা মাইনাস দিছে, তারা কিন্তু ছবি দেখেই মাইনাস দিছে

২০ শে মে, ২০১০ রাত ৯:২৩

দারাশিকো বলেছেন: হে হে জটিল বলেছেন,
তা ছবি না দেখে মাইনাস দেয়ার উপায়টা কি?

৩৩| ২০ শে মে, ২০১০ রাত ৯:৪২

রিয়াজওয়ার্ল্ড বলেছেন: খোলা ছবি তো দেখলাম মেলা ছবি কোনটা

৩৪| ২১ শে মে, ২০১০ রাত ১:১৯

রবিনহুড বলেছেন: মডুর সাথে কি পরিচয় আছে নাকি?
তাই তো মনে হচ্ছে।

পোষ্ট এখনো ঝুলে আছে দেখি?
দেশ এগিয়ে যাচ্ছে।

৩৫| ২১ শে মে, ২০১০ সকাল ১১:৩০

আরাফাত উদ্দিন আহম্মেদ বলেছেন: কাহিনী কী ভাই? পরের পুস্টের লেগা ঝুইলা থাকলাম। কবে দিবেন?

২১ শে মে, ২০১০ বিকাল ৪:৩৩

দারাশিকো বলেছেন: কাইলক্যা দেয়ার ইচ্ছা আসে .. দেখি পারি কিনা... ছবি নাইতো..

৩৬| ২১ শে মে, ২০১০ রাত ১১:৫৪

স্নিগ বলেছেন: মাইনাস।ছবির জন্য না,আপনার পোস্টের জন্য।
আপনি আমার পছন্দের ব্লগারদের একজন।
আশা করবো, আপনার মতো একজন ভালো ব্লগার এমন কমার্শিয়াল পোস্ট আর দিবেন না

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫২

দারাশিকো বলেছেন: স্নিগ... আর ঘন্টাখানেক অপেক্ষা করুন... দ্বিতীয় পর্ব আসছে ... সেখানেও মাইনাস কাম্য

৩৭| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৮

সাইফুর বলেছেন: ভালো লাগেনাই
মাইনাস

৩৮| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০০

অরণ্যচারী বলেছেন: বিপ্লব কান্তি বলেছেন: এই ছবিগুলোকে খোলামেলা ছবি বলেছেন বলে মাইনাস।

৩৯| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১০

প্লাস_মাইনাস বলেছেন: ধুরু আমি ভাবলাম কি নাকি? এর চাইতে মেলাখোলা (খোলামেলা উল্টাইয়া দিলাম) ছবি আমার পিসিত আছে :P এই বা* দেখতে ব্লগে ঢুকা লাগে? মাইনস X(

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

দারাশিকো বলেছেন: :P

৪০| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২৫

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: নিজের রুচিবোধের পরিচয় দিয়েছেন, ভালো।

৪১| ২৪ শে মে, ২০১০ সকাল ৮:৩৪

Oni বলেছেন: ভাইরে আর কোন দিন এমন ছবি পাঠাইন না ,পাঠাইলে দৌডানী ছাড়া আপনার কপালে কিছুই থাকব না ।

২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৫

দারাশিকো বলেছেন: আমনে আমার পরের পোস্টা দেইখছেন নি?
Click This Link
সেইখানে আমনের একটা গুরুত্বপূর্ন মইন্তব্য দর্কার।

৪২| ২৯ শে মে, ২০১০ বিকাল ৫:০০

সুবিদ্ বলেছেন: জনকন্ঠে এইরকম ছবি আকছার দিতে দেখছি, অন্যরাও দিচ্ছে দেখি এখন

২৮ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১১

দারাশিকো বলেছেন: সব্বাই দেয়। এইটা নতুন কিছু না

৪৩| ২৯ শে মে, ২০১০ বিকাল ৫:০৮

তেলাপোকা বলেছেন:
গরু ছাগলে মাইনাস দিছে।

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা যখন এসব ছাপায় তখন নিজেরা লোল ফেলে, তারপর, এইসব ছবি যখন এমন কোনো ব্লগে প্রদর্শিত হয় তখন ঐসমস্ত সুশীলদের ৩ নাম্বার পায়ে ঘা লাগে। তখন তারা সমস্বরে ছি: ছি: ছি: রবে এমনই কোনো কোনো ব্লগারের উপর মাইনাস দেবার জন্য ঝাপিয়ে পড়ে।

কাপড় খোলাই যদি অশ্লীলতা হয়, তো জন্মাবার আগে সবার কোট টাই পড়ে আসা উচিত ছিল।

প্রতিবাদ করতে চাইলে সব ফ্লাটফর্মে করা উচিত। সামাজিক দৃষ্টিকোন থেকে প্রতিবাদ আসলে সেটার দায় পত্রিকাগুলোর আগে নিতে হবে।

২৯ শে মে, ২০১০ রাত ৮:১১

দারাশিকো বলেছেন: বুইঝলাম না, আপনি কি চুচিল নাকি অচুচিল গোত্রের লোক ...
যারা মাইনাস দিছে তাদের মধ্যে এই লোকগুলো নাও থাক্তে পারে, হুদাই দোষ দিয়া লাভ নাই ... নিজেরা দেখুক, একা একা দেখুক, কিন্তু পাব্লিক প্লেসে সবাই মিল্যা দেইখ্যা সবার দেখার ব্যবস্থা করা তো মনে হয় ঠিক না।
দুই নাম্বার পার্টে আপনার কমেন্ট নাই যে ...

৪৪| ২৯ শে মে, ২০১০ রাত ৮:৩১

মনিরুল হাসান বলেছেন: উপরের ছবিগুলোর নিচে সূত্র হিসেবে বাংলা পত্রিকার নাম দেয়া রয়েছে।
সেসব পত্রিকার লেখক/সম্পাদক/সমালোচকেরা তাদের অশ্লীলতা বিরোধী মত প্রকাশ করেন কিংবা বাংলা সিনেমার বিভিন্ন অশ্লীলতার সমালোচনা করেন। কিন্তূ সেইসব পত্রিকাতেই যখন অশ্লীল ছবি প্রকাশ করা হয়, তখন পত্রিকার লেখক/সম্পাদক/সমালোচকেরা কি চোখ বন্ধ করে থাকেন?

২৯ শে মে, ২০১০ রাত ১০:৫২

দারাশিকো বলেছেন: Click This Link

৪৫| ০৫ ই জুলাই, ২০১০ রাত ৮:৩৫

মেঘবন্ধু বলেছেন: ৪ নাম্বার ছবিটা দেইক্কা মজা সবচেয়ে মজা পাইছি। মাইয়্যাডা কি আমাগো দেশী?

০৫ ই জুলাই, ২০১০ রাত ৯:০৮

দারাশিকো বলেছেন: এক্টাও না

৪৬| ০৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৭

উদাসী স্বপ্ন বলেছেন: কালের কন্ঠের ফটুক খান দেখি..........পত্রিকা যেইটা যেমুন চলে তার ফটুকগুলানো সেইরম। একখান কইরা সচিত্র চটি লিখলেই তো পারে এরা!

০৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫০

দারাশিকো বলেছেন: আইচ্ছা কইতাসি তাগো ....

৪৭| ১০ ই জুলাই, ২০১০ সকাল ৭:৪৮

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ++++++++

পত্রিকায় দেওয়া গেলে, আর পুরা বাংলাদেশ তা দেখলে .... ব্লগেও দেওয়া জায়েজ।

১০ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৬

দারাশিকো বলেছেন: ত্যাজ দেখানোর জন্য জায়েজ আছে, তবে সত্যি কথা হলো ,পত্রিকাতেও জায়েজ হওয়া উচিত না।
আপনি কি বলেন?

৪৮| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৫৬

বল্টু মিয়া বলেছেন: রস ;)

১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩০

দারাশিকো বলেছেন: দুই নাম্বার পর্বে আপ্নার কমেন্ট কৈ?

৪৯| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৪

বল্টু মিয়া বলেছেন: ২য় পর্বে জ্ঞানগর্ভ পোস্ট ।তাই কমেন্ট দেই নাই। আমি ভাই মজুর-কামলা শ্রেণীর পাঠক । যেই পেপার খোলা মেলা ছবি ছাপায় সেই পেপার বেশী পড়ি । বর্তমানে জনকণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন পড়ি । !:#P

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২১

দারাশিকো বলেছেন: আমি জনকন্ঠ পড়ি নাই তেমন একটা .. অনলাইন ভার্সনে কোন ফটুক থাকে না ....

৫০| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৬

বল্টু মিয়া বলেছেন: তাইলে কমু আপনে কিছু না জাইন্নাই এই পোষ্ট মারছেন :| :-/

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩০

দারাশিকো বলেছেন: কয় কি? এখন কি ফটুক দেয় নাকি? আমি তো খুইজা পাইনাইক্ক্যা .. দেখতে হয় তাইলে ..

৫১| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে ........ ১৮+ ট্যাগ নাই... ১৮- হয়াও ঢুকলাম তাই।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১০

দারাশিকো বলেছেন: হুম। ট্যাগ দিয়া হবে কি, এই ছবি দুধের বাচ্চা থেকে শুরু করে বুডঢারা সবারই চোখে পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.