![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি
বাংলাদেশী সিনেমার অন্যতম জনপ্রিয় প্রয়াত নায়ক মান্না সম্পর্কে কিছু তথ্য খুজছিলাম নেটে। তার 'ধোকা' সিনেমাটি সম্পর্কে কিছু যদি জানা যায় তবে বেশ হয়, কিন্তু দুর্ভাগ্য যে এ ধরনের কোন তথ্য ইন্টারনেটে নেই, বাংলায় নয়, ইংরেজিতেও নয়।
তবে বাংলা উইকিপিডিয়ায় নায়ক মান্না নিয়ে একটা পেজ রয়েছে। এতে মান্না সম্পর্কে বেশ কিছু তথ্য পা্ওয়া যায়। আরেকটু ঘাটাঘাটি করতেই পেয়ে গেলাম একটি নতুন তথ্য, টাঙ্গাইলে জন্ম নেয়া নায়ক মান্নার আসল নাম হলো এসএম আসলাম তালুকদার, যা সিনেমায় এসে মান্নায় রূপান্তরিত হয়েছে। এর সাথে জানা হলো ২০০ এরও বেশী সিনেমায় অভিনয় করেছেন নায়ক মান্না। সোর্স বিবিসি নিউজ । তথ্য দুটো উইকিতে যুক্ত করার লোভ সামলাতে পারলাম না, তাই সম্পাদনা অপশনে গিয়ে যুক্ত করে দিয়ে এলাম, অবশ্যই লিঙক সহ।
বাংলা সিনেমা, নায়ক মান্নার তথ্য প্রদানের মাধ্যমে উইকিকে সমৃদ্ধ করা তো আসলে বাংলা সিনেমাকেই সহায়তা করা, তাই না?
বেশ প্রশান্তি অনুভব করছি ...
নির্মানাধীন সিনেসাইট
২| ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৪৮
সম্পানওয়ালা বলেছেন: ইনফরমেটিভ েপাস্ট ভাল লাগল
৩| ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০০
হিমাংশু বলেছেন:
উইকিপিডিয়ায় ছবি আর তথ্য যুক্ত করে আমাদের দেশের কবি-সাহিত্যিক-শিল্পী তারকাদের নিবন্ধগুলো আরও সমৃদ্ধ করা উচিত। সেইসাথে জেলা বিষয়ক নিবন্ধগুলোও।
আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অবদান যুক্ত হয়ে একদিন মহীরূহ হবে।
আপনাকে ধন্যবাদ।
৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫২
দারাশিকো বলেছেন: একদিন মহীরূহ হবে
৪| ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: ভালো এবং কার্যকর পোস্ট ।
৫| ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৩০
মুরুববী বলেছেন:
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: ভালো এবং কার্যকর পোস্ট ।
ভালো পোষ্ট- তাতে কোন সন্দেহ নাই আমার, কিন্তু এইটা "কার্যকর" পোষ্ট কেমনে হইল এইটা বুঝার খেমতা আল্লায় আমারে দেয় নাই মনে লয়। পাব্লিকে কি বাংলা শব্দের ব্যবহার নিয়াও কনফিউজ থাকে, নাকি আমারই মাথায় ধরে না, বুঝি না।
৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫২
দারাশিকো বলেছেন: আমনে মুরুব্বী মানুষ, মাফ করন যায় না?
৬| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১০:১০
ঘুনেপোকা বলেছেন: তয়, দারাইশষা এহন মান্নারে লইয়া ব্যবসা শুরু করছোস। কামই তো এইয়া। তোরা আমারে কতকিছু দেহাইলি। গাবনুর, ভয়ুরী, বিষা, গোমা, পবি, মুনমুন, মান্না, ভিয়া-জ, সোমা, এইসব নায়িকারা এহনো তোদের পূজার পত্রী ও পাত্র। হালায় দুনিয়ায় তোদেরকে বুঝতে হারলাম না।
তা নায়িকাদের ..............পূজা করলে বেহেস্ত পাবি। এমন কথাও তোগো মধ্যগোনে হুনি। হায়, দরাইশা কি কমু তোমহারে
০৩ রা আগস্ট, ২০১০ রাত ৮:৫০
দারাশিকো বলেছেন: কাহিনী বুঝতাসি না.. ঘটনা কি হুজুর?
নামটা কি একটু ভালা কইরা ডাকন যায় না?
৭| ০৩ রা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫১
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: রিসেন্টলি আপনার মুভি বিষয়ক পোষ্টগুলো মিস করি খানিক...
০৩ রা আগস্ট, ২০১০ রাত ৮:৪৯
দারাশিকো বলেছেন: মনিটর ভাইঙ্গা চুরমার.... সিনেমা দেখা বন্ধ আছে ... তাই পোস্ট ও বন্ধ ...
মাসখানেক বন্ধ থাকার আশঙ্কা দেখা যাচ্ছে ...
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৪৭
উন্নত শিক্ষা বলেছেন: আপনাকে ধন্যবাদ। মান্না অবশ্যই আমাদের সিনেমা জগতকে অনেকদূর এগিয়ে দিয়ে গেছেন। বেচে থাকলে নীতি নির্ধারনী ক্ষেত্রে নিশ্চয়ই আরো বেশ অবদান রাখতে পারতেন।