নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গ শেরপা

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৩১





অর্ণক প্রায় দুই ঘণ্টা যাবত বাসের লাইনে দাড়িয়ে আছে । বাসায় আজ রাতে কখন পৌছনো যাবে হিসেব করে বের করা গেলো না । অন্য সময় একটু পরপর এই লাইনের বাস চলে আসে, অথচ আজ একটা বাসও আসে নি । একটু সামনে একই রুটের আরেক কোম্পানির বাসের লাইন । দেখতে দেখতে সেটার তিনটা বাস আসলো - গেলো, কিন্তু তার লাইনের বাসের কোন খোঁজ নেই । সে সামনের লাইনে যাওয়ার ভরসা পাচ্ছে না, কারণ সবসময়ই দেখা গেছে অন্য বাস ধরার জন্য লাইন থেকে বের হওয়ার দুই মিনিটের মাথায় ছেড়ে আসা লাইনের পরপর কয়েকটা বাস চলে আসে । আগের দিনের নির্ঘুম রাতের পর আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ব্যস্ততার ক্লান্তিতে শরীর ভেঙ্গে আসছে । দাড়িয়ে থাকা ক্রমেই কষ্টকর হয়ে যাচ্ছে দেখে আজ ৬ বছরের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটবে না ভেবে মনে অনেক সাহস আর আশা নিয়ে সে অন্য লাইনে গিয়ে দাঁড়ায় । এবং দাঁড়ানোর পর দেখা গেলো সেই লাইনের বাস আসাও বন্ধ হয়ে গেছে । বাস স্ট্যান্ডের আশেপাশের রাস্তা ঘাট ফাঁকা।



মানুষের আনন্দ, রাগ, দুঃখ, ধৈর্য, বিরক্তি সবকিছুরই একটা Thresh hold Limit আছে । এই লিমিটের বেশি সে নিতে পারে না । অর্ণক বুঝতে পারছে তার বিরক্তি আর রাগ Thresh hold Limit পেরিয়ে যাচ্ছে । রাগ সাধারণত তেমন উঠে না, কিন্তু উঠলে মানুষ খুন করে ফেলার মতোই রাগ উঠে যায় । সাথে শুরু হয় প্রচণ্ডতম মাথা ব্যথা , যার রেশ থাকা একটানা কয়েকদিন।



অবশেষে একটা বাস আসে । ততক্ষণে সে অসুস্থ বোধ করছে । কোনমতে সিটে গিয়ে বসলো । পাশে বসলো সমবয়সী বা কাছাকাছি বয়সে এক ছেলে । বসতে না বসতেই মোবাইল বের করে বিরক্তিকর আলাপনের শুরু ।



- ভাত খাইছো রাতে?

- আজ কার কার সাথে কথা বললা?

- আমাকে স্বপ্ন দেখছিলা ?



আলাপ বেশী দূর এগোলো না । যখন দেখল তার পাশের সিটের চশমা পরা ছেলেটা তার দিকে বড়বড় চোখে কেমন যেন অন্য রকম এক বুনো দৃষ্টিতে তাকিয়ে আছে সে ফোনটা রেখে দিলো । না রাখলে অর্ণক সম্ভবত তার গলা টিপে ধরতো । অবাক হওয়ার কিছু নেই । অস্বাভাবিক অবস্থায় মানুষ মাঝেমাঝে এমন অনেক কিছুই করে ফেলে যা সাধারণ অবস্থায় অকল্পনীয়।



বাসের চাকা ঘুরতে শুরু করলো । ভেতরের তিনটা লাইটের দুটো বন্ধ হয়ে বাকি একটার কেমন নীলচে অদ্ভুত আবছা একটা আলো ছড়িয়ে পরে । ক্লান্তিকে ছাপিয়ে কেমন যেন একটা তিক্ততায় ভরে উঠে সারা মন । জীবনের সংজ্ঞাটা আসলে কী ? সকাল থেকে রাত পর্যন্ত অর্থহীন ছোটাছুটি? তারপর রাতে বাসায় ফিরে সারারাত নির্ঘুম কাটিয়ে আবার আগের দিনের মতো ঠিক সেই একই কাজ? প্রতিটা দিন যেন আয়নায় আগের দিনটার হুবহু প্রতিরূপ । সে যেমন চায় না , সব দিক দিয়েই ঠিক তেমন । এটা তো কোন জীবন হতে পারে না । এটা তো একটা চক্র, অন্যায় চক্র ।.... নাকি এই চক্রের নামই আমরা দিয়েছি জীবন? আমরা সবাই-ই কি সারা জীবন চক্রের পরিধির বাইরে বেরোনোর রাস্তা খুঁজে সব সময় খরচ করে ফেলে শেষ বেলায় আবিষ্কার করি জীবনে বাঁচতে শুরু করার আগেই জীবন শেষ?



এসব চিন্তা মনের স্যাঁতস্যাঁতে ভাবই বাড়ায় কেবল । একটু স্বাভাবিক হতে কানে হেড ফোন লাগায় । জন ডেনভার অদ্ভুত মায়াবী গলায় তার মনের কথা গুলোই গেয়ে উঠেন –



“ Life is old there, older than the trees

Younger than the mountains, blowing like a breeze

Country roads, take me home

To the place I belong

West Virginia, Mountain Mama

Take me home, country roads ........ “



আমেরিকার West Virginia জায়গাটা ঠিক কত দূর সে জানে না । কিন্তু তারও ইচ্ছা করে শহরের বাইরের কোন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দৃষ্টির বাইরে কোথাও হারিয়ে যেতে । এখানে হারিয়ে যাওয়ার নিয়ম নেই ... তবুও । তাকে পিছু ডাকবে বা হারিয়ে যাওয়ার পর খুঁজবে এমন অবসর আছে, এমন কারো চেহারা মনে ভেসে উঠলো না । না উঠুক , সে নিজেই নিজেকে খুঁজবে । পেছনে ফেলে আসা বছরগুলোতে ঠিক কখন যে অর্ণক নিজেকেই হারিয়ে ফেলেছে তা সে ঠিক জানে না । কিন্তু খুঁজে পাচ্ছে না বহুদিন যাবত ।



অর্ণকের বিষণ্ণ লাগে খুব । নিজের ছায়ার থেকেও হারিয়ে গিয়ে পুরোপুরি নিঃসঙ্গতায় ডুবে যাওয়ার মতো বিষণ্ণ । সে খোলা জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আপন মনে গুনগুনিয়ে গাইতে থাকে - Country roads, take me home , To the place I belong .…….

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অর্ণক :(

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৪২

শহুরে আগন্তুক বলেছেন: কি হলো ??

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৪

সদয় খান বলেছেন: বাসায় ফেরার সময় এমন অনেক কিছুই আমি ভাবি ++

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৫

শহুরে আগন্তুক বলেছেন: অবসর সময় । চিন্তার অভাব হয় না ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:২২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ভাল লিখছিস অর্ণক!

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :) .আশা করি ভালো আছেন ।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬

সমুদ্র কন্যা বলেছেন: বাহ ভাল লাগল গল্পটা পড়তে।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ আপু :)

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪

শীলা শিপা বলেছেন: ছবিটা সুন্দর... সবচেয়ে ভাল লেগেছে, বড়বড় চোখে বুনো দৃষ্টিতে তাকিয়ে থাকার অংশটা...

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩

শহুরে আগন্তুক বলেছেন: হা হা হা ..... :D

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো নিঃসঙ্গতার কথকতা।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৬

শহুরে আগন্তুক বলেছেন: :) :) :)

৭| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১

অস্পিসাস প্রেইস বলেছেন: ভালো লাগলো। শুভ কামনা।।

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০

শহুরে আগন্তুক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

রহস্যময়ী কন্যা বলেছেন: বাহ! সুন্দর তো :)

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২২

শহুরে আগন্তুক বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.