![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
মাঝারি সাইজের গাট্টা – গোট্টা একটা গরুর দামাদামি চলছে । ব্যাপারী যে দাম বলল শুনে আক্কেল গুড়ুম !
- ঐ মিয়া গরু কি বেচতে আনছো? নাকি ভাড়া দিয়া আবার সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে ?
- হে হে হে ...... বেচতে আনছি ভাই । নইলে তো এতো ছোট করে দাম কইতাম না । ( হালায় কয় কি ???!!! )
- ইন্ডিয়ান গরু এতো দাম হয় নাকি?
- ইন্ডিয়ান হইব কেন? এক বছর দেশে থাকলে গরু আবার ইন্ডিয়ান থাকে নাকি ?
অকাট্য যুক্তি । ইন্ডিয়া থেকে গরু এনে দেশে এক বছর পেলে – পুষে বড় করলে তার বাংলাদেশী পাসপোর্ট পেয়ে যাওয়া বোধকরি অসম্ভব কিছু না । এমন কথা শুনার পর আর কথা বাড়ানোর রাস্তা খুঁজে পাওয়া গেলো না ।
বাপ – চাচা, ফুপা, বড় ভাইয়ের সাথে পরিবারের জুনিয়র সদস্য হিসেবে হাটে গেছি । দলে দুধ-ভাত হিসেবে নিষ্ক্রিয় সদস্য ক্লাস থ্রি পড়ুয়া দুই ছোট ভাইও আছে । আগের দুই ঈদে কায়দা করে পিছলে গেলেও এবার ছোট কাকু আগে থেকে হাতে ছাই মাখিয়ে টাকি মাছ ধরার মতো করে ধরে ফেলায় আর ফাঁকি দেওয়া গেলো না । দেশে বর্ডার ক্রস করে এবার বৈধ ভাবেই গরু এসেছে ১৯ লক্ষ, অবৈধ ভাবেই এর থেকে কম আসার কথা না । আর আমাদের দেশী গরু তো আছেই । সব মিলিয়ে চাহিদার চেয়ে গরুর যোগান অবশ্যই বেশী । কাজেই দাম কম থাকার কথা । কিন্তু সমস্যা হল গরুর হাটে অ্যাডাম স্মিথ বাবাজীর অর্থনীতির থিওরি খাটে না । অন্তত আমরা যেদিন কিনতে যাই সেদিন কখনোই খাটে নি । এপর্যন্ত যতবার হাটে গিয়েছি প্রতিবার শুনেছি আমরা আসার ঠিক আগের দিনই নাকি দাম কম গেছে, একেবারে পানির দাম । এবারও তাই শুনলাম
কিছু কিছু সময়ে মনে হয় মেয়ে হয়ে জন্মানোই বোধহয় ভালো ছিল, জীবনে কিছু ক্ষেত্রে অন্তত কষ্ট কম করতে হতো . গরুর হাটে ঘোরার সময়টা এমনই একটা সময় । দুপুরের প্রচণ্ডতম রোদ, আকাশে - বাতাসে উত্কট দুর্গন্ধ, যে কোন সময় যে কোন দিক থেকে শিংয়ের গুঁতা খাওয়ার সম্ভবনা । মাঝেমাঝে আবার গরু ছুটে যায়, তখন দেয়া লাগে দৌড় । এসবে অত্যাচারের মধ্যে কয়েক ঘণ্টা হাঁটার পর আমাদের আট সদস্যের বিশাল কমান্ডো বাহিনী ক্লান্ত । বাসা কাছেই হওয়ায় দুই পিচ্ছি আস্তে করে মাইনাস হয়ে গেলো । আমরা যারা ভুল করে বড় হয়ে গেছি তাদের তো আর সে সুযোগ নেই, আমরা হাঁটতেই থাকলাম আর দামাদামি করতেই থাকলাম, করতেই থাকলাম । একটা করে গরু পছন্দ হয়, দাম জিজ্ঞাসা করি আর দাম শুনে চোখ কপালে উঠে যায় । সর্বোচ্চ ৫০ হাজার দাম হতে পারে এমন এক গরুর দাম কম বয়সী ছোকরা টাইপ ব্যাপারী চাইলো ৯২ হাজার । আমরা সবাই চোখ সরু বুঝার চেষ্টা করছি ব্যাপারী কী দুষ্টামি করার চেষ্টা করছে নাকি । দাম বলা শেষে উদাসভাবে গরুর লেজের চুল হাত দিয়ে ঠিক করে দেওয়ার ফাঁকে আবার আরেকটু যোগ করে দেয় দামের সাথে ,
- একদাম ।
- একদাম বিরানব্বই হাজার ?
- জে ।
আর তো সহ্য করা যায় না । বাপ-কাকাকে সুযোগ না দিয়ে এবার আমিই লাফ দিয়ে উঠে দাম বললাম ,
- তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকায় দিবা ?
এবার ব্যাপারীর চোখ সরু হয়ে যায় আমি রসিকতা করছি কিনা বুঝার জন্য । আমি চেহারায় একটা ভালো মানুষী ভাব ফুটিয়ে তুলে হাসিহাসি মুখে দাড়িয়ে থাকি । ব্যাপারি Shockzz , আই RockzzZ
অবশেষে আমার আর বড় ভাইয়ের ক্লান্ত, বিধ্বস্ত চেহারা আর একটু পরপর গরুর জন্য বাধা বাঁশের উপর হাত-পা ছড়িয়ে বসে পড়া দেখে তেমন দামাদামি ছাড়াই একটা গরু কেনা হল । বাসায় হাঁটিয়ে আনার সময় মনে হচ্ছিলো এখনো বাচ্চা মানুষ থাকলে ঘোড়া মনে করে গরুর পিঠে চরে ঘুমাতে ঘুমাতে বাসায় ফেরা যেতো ।
এই উপভোগ্য কষ্টটাই আসলে ছেলেদের কোরবানির ঈদের আনন্দ । মেয়েদেরটা কী তারাই ভালো বলতে পারবে ।
দুরের - কাছের, বন্ধু - শত্রু, পরিচিত – অপরিচিত, প্রিয় - অপ্রিয়, বিশেষ প্রিয় সবাইকে আন্তরিক ঈদ মোবারক
১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৭
শহুরে আগন্তুক বলেছেন: জামাই , জুনিয়রদের নিয়ে ঘুরাঘুরিও তো হয় ঈদের পরের দিনগুলোতে । সেটা বললেন না?
২| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭
কোবিদ বলেছেন:
আমার বেলাতেও ঠিক তাই ঘটে
আমি কেনার আগে পানির দামে গরু বিক্রি হয়।
গত শনিবার যে গরু ৪৫ হাজার টাকায় দিতে চেয়েছিলো
আমি বলেছিলাম ৪০ হাজার, গত কাল সেই গরু দাম হাকলো ৭৫ হাজার
৫০ বলেও কাবু করতে পারিনা্ই। আজ ৩৭ হাজারে যেটা কিনলাম তা
কোন মতেই গত শনিবার ২৫ হাজারের অধিক ছিলোনা। যা হোক
কোরবানীর গরু বলে কথা। সবই উৎসর্গ হবে মহান আল্লাহর নামে।
আশা করি তিনি ৩৭ হাজারের নেকী দান করবেন। আমিন-
১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৯
শহুরে আগন্তুক বলেছেন: সবই কপাল ভাই !
আমিন ।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: যারা গতকাল গরু কিনেনি তাদের বেশি দাম দিয়ে গরু কিনতে হয়েছে।গরুর হাটএর মতিগতি বুঝা বড় দায়। গতঈদে কিন্তু শেষদিকে গরুর দামএকদম পরে যায়।এবার তারউল্টোটা হচ্ছে।ঈদের শুভেচ্ছা। থাকলো্।সুস্থ পশু সম্পূর্ণআল্লাহর ওয়াস্তে কুরবানী দিলেই হলো। যত বেশি কষ্ট যাবে তত বেশি নেকি। বেশি টাকায় কিনলেও সেটা তো স্রস্টার জন্যই। তবে প্রথম শর্ত এখলাসের সঙ্গে কুরবানী দিতে হয়।আগে কুরবানীর গোন্ত স্রস্টা প্রদত্তআগুনে ঝলসে যেত।যেটা কবুল হয়নি সেটা রয়েই যেত।আর এখন তেমনটি নেই। কুরবানী করা গরুর গোশত আমার খেতে পারছি।
ভাল থাকবেন।
১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২
শহুরে আগন্তুক বলেছেন: আপনিও ভালো থাকবেন ভাই । ঈদ মোবারক । মনের কথাই বলেছেন সব ।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫
সুমন কর বলেছেন: মজা পাইলাম। পুরনো কথাগুলো সুন্দর ভাবে প্রকাশ করেছন।
ঈদ মোবোরক।
১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২
শহুরে আগন্তুক বলেছেন: ঈদ মোবোরক
৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ !!
ঈদ মুবারাক :-)
১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
শহুরে আগন্তুক বলেছেন: ঈদ মোবারক
৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মজা পাইলাম!!!!!
ঈদ মোবারক!!!!!
১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
শহুরে আগন্তুক বলেছেন: ঈদ মোবারক বর্ষণ
৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২
আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: ঈদ মোবারক
১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
শহুরে আগন্তুক বলেছেন: কি নিয়া টেনশন ভাই ? ঈদ মোবারক
৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজা লাগলো, বিশেষ করে ৩২ হাজার ৩ শো ৩৩ টাকা দাম বলাটা
ইদের শুভেচ্ছা।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮
শহুরে আগন্তুক বলেছেন: ঈদ মোবারক
৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭
এম ই জাভেদ বলেছেন: চামে এবার গরু ব্যবসায়ীরা গত বছরের ক্ষতি পুষিয়ে নিয়েছে আর কি।
আপনার সঞ্চিত অভিজ্ঞতা দারুন
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৬
শহুরে আগন্তুক বলেছেন: আজকেও নাকি দাম কম ছিল শুনলাম ।
ঈদ মোবারক
১০| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
ভাল্লাগ্লো! ঈদ মোবারক!
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৭
শহুরে আগন্তুক বলেছেন: ঈদ মোবারক পথিক ভাই
১১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, কোরবানীর হাটে ভালই দেখালেন ।
লেইট ঈদ শুভেচ্ছা রইলো
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮
শহুরে আগন্তুক বলেছেন: ঈদ মোবারক
১২| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭
ঢাকাবাসী বলেছেন: দামাদামীর যুক্তিটা মজার, বিরানব্বই হাজারের গরু ৩৩৩৩৩ টাকা! পরে কত পড়ল জানলামনা। ভাল লাগল।
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫
শহুরে আগন্তুক বলেছেন: ৪০,০০০ টাকা ভাই । অন্য গরু ।
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭
হাসান মাহবুব বলেছেন: আমি জীবনে গরুর হাটে যাই নাই। ইচ্ছাও নাই যাওয়ার।
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৭
শহুরে আগন্তুক বলেছেন: এমন মানুষও আছে দেশে যে কখনো হাটে যায় নি ?
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৪
শায়মা বলেছেন: বাসায় হাঁটিয়ে আনার সময় মনে হচ্ছিলো এখনো বাচ্চা মানুষ থাকলে ঘোড়া মনে করে গরুর পিঠে চরে ঘুমাতে ঘুমাতে বাসায় ফেরা যেতো ।


এই উপভোগ্য কষ্টটাই আসলে ছেলেদের কোরবানির ঈদের আনন্দ । মেয়েদেরটা কী তারাই ভালো বলতে পারবে ।
মেয়েদের টা.......
১. ১ থেকে ৪/৫ বছর---- গলু গলু আমাদেল গলু, ঘাস কাও, পাতা কাও
দুত্তুদেল মাথা কাও......
২.৫ থেকে ১০/১২,১৩,১৪ বা ১৫ ------ ঈদ ঈদ মজার ঈদ, খাবো কাবাব হাড়ি হাড়ি
আমার যত বন্ধুরা সব আসো আমার বাড়ি
৩. ১৫/১৬ থেকে ২০/২২------- সাজুগুজু, বেড়াবেড়ি, আম্মুর চোখে ধুলো
বাঁধতে আমার ভাল্লাগেনা খোলা চুলগুলো
৪. ২২ থেকে ২৮---------- মনটা আমার উড়ু উড়ু উদাস হয়ে রয়
ঈদের দিনেও উতল হাওয়া আমার মনে বয়
৫. ২৮/২৯ থেকে আমৃত্যু---- আসলো যে ঝামেলার গরু খাসী রান্না
রাঁধো বাড়ো হাড়ি মাজো আরে বাবা আর না
কালিয়া কোপতা আর বিরিয়ানী ঝন্ঝাট
কে করেবে এখন আবার ঘরবাড়ি ঝাঁটপাট