![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
বিখ্যাত বিটলস ব্যান্ডের জন লেনন যখন স্কুলে পড়েন তখন স্কুল থেকে একবার একটা রচনা লিখতে দেওয়া হল ; প্রসঙ্গ- জীবনে কি হতে চাও ? ক্লাসের সবাই স্বাভাবিক ভাবেই ডাক্তার , ইঞ্জিনিয়ার , পাইলট , প্রেসিডেন্ট এসব হতে চাওয়ার ইচ্ছা জানিয়ে রচনা লিখে জমা দিলো । জন লেনন ওসবের কিছুই লিখলেন না , তিনি লিখলেন আমি জীবনে সুখি হতে চাই । এই লেখা দেখে শিক্ষক তাকে ডেকে বললেন যে জন লেনন সম্ভবত রচনাটার মানেই বুঝতে পারেন নি ।
জবাবে জন লেনন শিক্ষককে বললেন- “ আপনি সম্ভবত জীবনের মানেই বুঝতে পারেন নি । “
সুখি হওয়ার ইচ্ছাটা সবারই । আর মধ্যবিত্ত পরিবারের সুখ আসতে খুব আহামরি কিছু লাগেও না । এসব পরিবারের মায়েদের দিন কাটে রান্না ঘরে । তিনি জন্মেছেন বাবার বাড়ি , আর বিয়ে হওয়ার পর চলে এসেছেন স্বামীর বাড়ি । জীবনে পরিবর্তন বলতে তার এটুকুই । তিনি হয়তো কখনো সমুদ্র দেখেন নি, সব কাজ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাসও ফেলেন নি । তার টাইয়ের নট বাঁধার মতো জটিল কাজ শেখার প্রয়োজন পড়ে না । তার জীবন ছকে বাঁধা ,চিন্তার জগত খুব সংকীর্ণ; রান্নায় লবন বেশী হয়ে গেলো না তো ? তেল কি মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যাবে? বিকেলে কি আজ নাস্তা বানানো লাগবে ?
বাবার আছে কেবল দায়িত্ব । সংসারে দায়িত্ব, কাজের জায়গায় দায়িত্ব, বাজারের ব্যাগের প্রতি দায়িত্ব, বাড়ির দরজা , ইট , কাঠ , সুরকির প্রতি দায়িত্ব । তার আয় সীমিত । ঘুম ভাঙ্গে খুব সকালে । কাজে যাওয়ার আগে দরজার কাছে গিয়ে হঠাৎ ঝুঁকে পড়ে তিনি সঙ্গিনীকে চুমু খান না , বরং তাড়া থাকে দেরী না হয়ে যাচ্ছে এই ভেবে । মাস ভালো মতো ফুরোবার আগেই তার হাত খালি হয়ে যায় । তখন তিনি কিছুটা বিষণ্ণ মুখে ঘুরে বেড়ান । সম্ভবত তিনিই পরিবারের সবচেয়ে একা মানুষ, নিঃসঙ্গ শেরপা । সারা জীবন তিনি কেবল কষ্টই করে যান , নিজ ছাড়া আর সবার জন্য । কিন্তু তার অবদানের মূল্যায়ন খুব কমই হয় ।
ছেলে-মেয়েগুলোর মধ্যে প্রায়শই বিপরীতমুখি চরিত্র দেখা যায় । এরা খুব অল্প বয়সে জেনে যায় বেশিরভাগ চাওয়াই পূরণ হওয়ার মত না , কিন্তু মনে মনে স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার । বয়স বাড়ে , কমতে থাকে স্বপ্নের পরিধি, রঙ । তখন মনে জন্মায় অভিমান । কেন বাবার অনেক টাকা নেই ? কেন আশেপাশের কিছু অপদার্থ মানুষ কেবল বাবার টাকা আছে বলে আরাম, আয়েশ, স্বাচ্ছন্দ্যে জীবন পার করবে ? মনে ক্ষোভ থাকে , কিন্তু এরা অভিযোগ করে না । ...... জীবনের সামনে এদের খুব দ্রুত দাড়াতে হয় । এরা সকালে উঠে বিছানার পাশের বেল বাজিয়ে বাসি মুখে মর্নিং টি আনিয়ে খায় না । জামা কেনে একটা নষ্ট হলে আরেকটা । মানি ব্যাগে টাকার চেয়ে থাকে কাগজের পরিমাণই বেশী । মনে মনে হয়তো কাউকে খুব গভীর ভাবে ভালোবাসে , কিন্তু ভেতরের জটিলতার জন্য প্রিয় মানুষের খুব কাছে যায় না । এরা কল্পনা বিলাসী হয়েও বাস্তববাদী । এরা স্বপ্ন দেখে । দেখতে হয় , নিজের অবস্থাকে একটু সহনীয় করে নেওয়ার জন্যেই ।
মধ্যবিত্ত পরিবার গুলো আসলে “ একদিনের “ অপেক্ষায় থাকে , যে একদিনে সব কিছু বদলে যাবে । এই “ একদিন “ খুব বিপদজনক শব্দ ; সম্ভবত “ কোনদিন নয় “ এরই এক নামান্তর । তারাও সেটা জানে , কিন্তু তা মানতে রাজী না ।
স্বপ্ন যারা দেখতে জানে , স্বপ্ন পূরণ হওয়ার অধিকার কেবল তাদেরই হওয়া উচিত । সব মধ্যবিত্তর ঐ “ একদিন “ সত্য হোক ।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৯
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ।
২| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৪
লুৎফুল আহসান বলেছেন: অাশাই জীবন অাশাই জীবনের শ্রী ।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫০
শহুরে আগন্তুক বলেছেন: আশায় আশায়ই বেঁচে আছি !
৩| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২১
একজন সুখীমানুষ বলেছেন: চমৎকার লিখেছেন।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫০
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ।
৪| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৩
মামুন রশিদ বলেছেন: ভালো লিখেছেন ।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫১
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ।
৫| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২
হরিণা-১৯৭১ বলেছেন: মধ্যবিত্তের সংখ্যা বাড়ানোর চেস্টা করার দরকার বাংলাদেশে।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫১
শহুরে আগন্তুক বলেছেন: লাভ কি তাতে ????
৬| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৩
হাসান মাহবুব বলেছেন: ফিল করলাম।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২
শহুরে আগন্তুক বলেছেন: আশা করি ভালো আছেন ভাই ।
৭| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৬
শ্রাবণধারা বলেছেন: বেশ ভালো। তবে ভাবনাগুলোকে আরও এগিয়ে নিয়ে যাবার দরকার ছিল। পড়া শেষে এমন মনে হতে পারে - ঠিক আছে বুঝলাম, তো?
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২
শহুরে আগন্তুক বলেছেন: বুঝলাম । এখন মনে থাকলেই হয় !!
৮| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আগে স্বপ্ন নিজে উপভোগ করব, তারপর স্বপ্ন বেচব। আর ঐ যে বললেন, স্বপ্ন যারা দেখতে জানে , স্বপ্ন পূরণ হওয়ার অধিকার কেবল তাদেরই হওয়া উচিত - কথাটা মন্দ নয়।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৩
শহুরে আগন্তুক বলেছেন: তেমনটাই বিশ্বাস করে বড় হচ্ছি !!!!
৯| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:০২
অতঃপর জাহিদ বলেছেন: সুখ এক আজব জিনিস, সবাই চাই কেউ পাই কেউ পেয়ে হারায় আবার কেউ সুখের মানেই বোঝে না!
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৩
শহুরে আগন্তুক বলেছেন: তবুও জগতের সকল সৃষ্টি সুখি হোক ।
১০| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:০২
শুঁটকি মাছ বলেছেন: মধ্যবিত্ত পরিবার গুলো আসলে “ একদিনের “ অপেক্ষায় থাকে , যে একদিনে সব কিছু বদলে যাবে । এই “ একদিন “ খুব বিপদজনক শব্দ ; সম্ভবত “ কোনদিন নয় “ এরই এক নামান্তর । তারাও সেটা জানে , কিন্তু তা মানতে রাজী না ।
দারুন সত্যি।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৪
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাই । আশা করি ভালো আছেন ।
১১| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৪০
মৃদুল শ্রাবন বলেছেন: এই “ একদিন “ খুব বিপদজনক শব্দ ; সম্ভবত “ কোনদিন নয় “ এরই এক নামান্তর বলতে পারি তবু এটাই আমাদের জীবনের স্টাইল। বেঁচে থাকার আনন্দ।
৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৪
শহুরে আগন্তুক বলেছেন: আসলেই তাই !
১২| ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালো লিখেছেন।+++
৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৪
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাই । আশা করি ভালো আছেন ।
১৩| ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মধ্যবিত্তের অকৃত্রিম চেহারা।
ধন্যবাদ, শহুরে আগন্তুক।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৪
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ আশরাফুল ভাই । আশা করি ভালো আছেন ।
১৪| ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৯
সুমন কর বলেছেন: আশেপাশের কিছু অপদার্থ মানুষ কেবল বাবার টাকা আছে বলে আরাম, আয়েশ, স্বাচ্ছন্দ্যে জীবন পার করবে ? মনে ক্ষোভ থাকে , কিন্তু এরা অভিযোগ করে না
.........................
ধ্যবিত্ত পরিবার গুলো আসলে “ একদিনের “ অপেক্ষায় থাকে , যে একদিনে সব কিছু বদলে যাবে । এই “ একদিন “ খুব বিপদজনক শব্দ ; সম্ভবত “ কোনদিন নয় “ এরই এক নামান্তর । তারাও সেটা জানে , কিন্তু তা মানতে রাজী না ।
স্বপ্ন যারা দেখতে জানে , স্বপ্ন পূরণ হওয়ার অধিকার কেবল তাদেরই হওয়া উচিত ।
খুব সুন্দর বলেছেন।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৫
শহুরে আগন্তুক বলেছেন: অমন মানুষের সংখ্যা আশেপাশে খুব দ্রুত বেড়ে যাচ্ছে !!!!
১৫| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:২১
পার্থ তালুকদার বলেছেন: কঠিন সত্য !!
ভাল লেগেছে।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৫
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ভাই । আশা করি ভালো আছেন ।
১৬| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৪
টুম্পা মনি বলেছেন: চমৎকার বলেছেন। সুন্দর সুন্দর ভাবনার সমন্বয়।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৬
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ডাক্তার আপা !!! ভালো আছেন বলেই ধরে নিলাম ।
১৭| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪০
আজমান আন্দালিব বলেছেন: স্বপ্ন যারা দেখতে জানে , স্বপ্ন পূরণ হওয়ার অধিকার কেবল তাদেরই হওয়া উচিত । মূল্যবান কথা।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৫
মদন বলেছেন: +++