নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

কিছু প্রিয় বইয়ের রিভিউ ০৫: হারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৬



বইয়ের নামঃ হারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প
অনুবাদঃ দিলওয়ার হাসান
প্রকাশনীঃ মওলা ব্রাদার্স

১৯৭৯ সালে " Here The Wind Sings " দিয়ে আত্নপ্রকাশ করা জাপানি লেখক হারুকি মুরাকামি এখন সারা বিশ্ব জুড়ে অতি পরিচিত এক নাম । নিজ দেশে তো বটেই, পুরো পৃথিবীর পাঠকদের কাছেই তিনি সমানভাবে জনপ্রিয় । বহু ভাষায় অনুদিত হয়েছে তার সাহিত্য কর্ম, পেয়েছেন অসংখ্য পুরষ্কার, তার একাধিক গ্রন্থের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্র । আমার ধারনা তিনি অচিরেই সাহিত্যে নোবেল পুরষ্কারও পেতে যাচ্ছেন ।

জাপানি লেখকদের মধ্যে ইউকিও মিশিমা ব্যাতীত অন্য কারও নামই যেখানে শোনা যায় না, সেখানে মুরাকামি কিভাবে এতো সুপরিচিত হয়ে উঠলেন?

নিঃসন্দেহে তার রচনার বিষয়বস্তু এবং অতি সাধারণ ঘটনা বা চিন্তাকে বাস্তব ও ফ্যান্টাসির মিশেলে উপস্থাপন করার দুর্দান্ত ক্ষমতার জন্যে । তার লেখার সম্বন্ধে সমালোচকরা বলেন - " Simple yet profoundly complex " . আর নিজের ব্যাপারে তার নিজের মূল্যায়ণ হলো - " I like horror films, Stephen King, Raymond Chandler, detective stories. I don't want to write those things. What I want to do is use those structure, not the content. I like to put my content is this structure. That's my way, my style.... "

সেজন্যেই তার প্রতিটা গল্প বাস্তব আর পরাবাস্তবের মিশেলে ধাক্কা খাওয়ার মতো, যেখানে চরিত্ররা মুখোমুখি হয় অদ্ভুত অদ্ভুত সব ঘটনার । " ব্যাঙ বাঁচালো টোকিও " গল্পটার কথাই প্রথমে বলি । টোকিওর ট্রাস্ট ব্যাংকের মাঝবয়সী কর্মকর্তা কাটাগিরি এক রাতে নিজের অপার্টম্যান্টে ঢুকে দেখতে পান তার ঘরে বসে আছে ছয় ফুট লম্বা স্বাস্থ্যবান এক ব্যাঙ । ব্যাঙ ঐ ব্যাংক কর্মকর্তাকে গম্ভীর গলায় জানায় টোকিও শহর বিশাল এক প্রাকৃতিক দূর্যোগে ধ্বংস হয়ে যাবে কয়েকদিন পর । ধ্বংস ঠেকানোর একমাত্র উপায় হলো সেই ব্যাঙের জীবন বাজি রেখে পাতালে নেমে ভয়াবহ এক লড়াইয়ে নামা । সে লড়াইয়ে নামতে রাজি, কিন্তু তার ব্যাংক কর্মকর্তা কাটাগিরির সাহায্য দরকার । " কিডনি আকৃতির এক পাথর যেটি রোজই চলাফেরা করে " গল্পের কাহিনী কোন এক হাসপাতালে পেপারওয়েট হিসেবে ব্যবহৃত হওয়া এক পাথরকে নিয়ে, যে পাথর চলাফেরা করতে পারে । আবার কোন গল্প সুন্দরী এক তরুনীর সাথে হোটেলের লবিতে দেখা হয়ে যায় তুষার মানবের। তুষারমানব সেখানে বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিলেন। তার আঙুলগুলো সাদা তুষারে ঘেরা, মাথার চুলে ছোপ ছোপ সাদা দাগ - যেন গলে না যাওয়া বরফ । তরুনী তুষার মানবের প্রেমে পড়ে যায় এবং তাদের বিয়ে হয় । সামনে গ্রীষ্ম । তরুনী ভয় পায় সূর্যের উত্তাপে তুষার মানব গলে যাবে না তো আবার? তাদের সন্তানেরা কি হবে? সাধারণ মানুষ, নাকি তুষার মানব? তারা বেড়াতে যায় দক্ষিন মেরুতে কি ঘটে তারপর?? আবার " বেকারিতে হামলা " গল্পে একদল ক্ষুধার্ত মানুষ সিদ্ধান্ত নেয় পেটের ক্ষুধা মেটাতে বেকারিতে হামলা করে বেকারির মালিককে খুন করে ইচ্ছামতো রুটি লুট করে নিজেদের জীবন বাঁচানো । বাম্তবে দেখা গেলো খুনের হুমকির কথা শোনার আগেই বেকারির মালিক তাদের এমনিতেই যতো খুশী রুটি নিয়ে যেতে দিতে রাজি আছেন এক শর্তে । সে শর্ত অদ্ভুত এক শর্ত, হামলাকারীদের তার পছন্দের একটা গান শুনতে হবে । হামলাকারীরা ঐ গান শোনে এবং অভিশপ্ত হয়ে যায়, চিরতরে বদলে যায় তাদের জীবন । কিভাবে? ..... সে অদ্ভুত অভিশাপ কাটাতে বহু বছর পর হামলাকারীদের একজন আবার সিদ্ধান্ত নেয় বেকারিতে হামলা করার, তা নিয়ে আরেক গল্প ।

মুরাকামি মূলত উপন্যাসিক হলেও বেশ কিছু গল্পও লিখেছেন । তার রচিত দুই গল্প গ্রন্থ থেকে বাছাই করে ভিন্ন ভিন্ন স্বাদের ১৫ টি গল্প নিয়ে দেশের প্রবীন ও সুপরিচিত সাংবাদিক দিলওয়ার হাসানের প্রাঞ্জল অনুবাদে এ বই । প্রতিটা গল্পের ভেতরেই যেন লুকিয়ে আছে পাঠককে ভাবানোর মতো আরেকটা গল্প, যার অর্থ বুঝতে হলে আপনাকে পূর্ন মনোযোগ দিয়ে এবং সময় নিয়ে অনুধাবন করে করে পড়ার মানসিকতা সহ মুরাকামি সাহেবকে নিয়ে বসতে হবে ।

হারুকি মুরাকামির রচনার বিষয়বস্তু আধুনিক যুগের বিচ্ছিন্ন, লক্ষ্যহীন মানুষের জীবন, চিন্তা । একটু খটমটে মনে হচ্ছে কি? নিশ্চিন্ত থাকুন মোটেও তা নয় । মুরাকামির লেখার ধরনের সাথে নিঃসন্দেহে ফ্রানৎস কাফকার ছায়া বিদ্যমান । তবে পার্থক্য এখানেই যে, মুরাকামির রচনা সাধারণ পাঠকের কাছে কাফকার রচনার মতো দুর্বোধ্য ঠেকবে না ।

বইটি সংগ্রহ করতে পারেন এখান থেকে - http://rokomari.com/book/7487 . আশা করি এ গল্প সংকলনটি আপনার কাছে ভালো লাগার চেয়েও বেশী কিছু লাগবে ।

হ্যাপি রিডিং :)

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৩

জাবের তুহিন বলেছেন: এই বইয়ের অনুবাদ কেমন ? তা জানালে ভালো হতো ।
লেখকের কোন লিখা এখনো পড়া হয় নি কিন্তু নাম শুনেছি ।

০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

শহুরে আগন্তুক বলেছেন: চমৎকার অনুবাদ :) .... আমার বেশ ভালো লেগেছে ।

২| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৯

আমিনুর রহমান বলেছেন:


ইন্টারেস্টিং গল্প মনে হচ্ছে। রিভিং পড়ে পড়ার আগ্রহ জন্মেছে।

০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

শহুরে আগন্তুক বলেছেন: পড়ে ফেলেন ভাই :)

আশা করি ভালো আছেন ।

৩| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এই লেখক এর অনেক গুলো উপন্যাস এবং সাক্ষাৎকার আমি পড়েছি । যেকোন মানুষ তার কথা বা লেখা পরতে পরতে অন্য জগতে চলে যাবে ।খুব সুন্দর ।

০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

শহুরে আগন্তুক বলেছেন: আমি এখনও এনার কোন উপন্যাস পড়ি না :( .... অ্যানি সাজেশন ?? :)

৪| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Click This Link

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩১

শহুরে আগন্তুক বলেছেন: আছেটা কি ?

৫| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৪

ডি মুন বলেছেন: সুন্দর রিভিউ।

বইটা পড়তে আগ্রহ হচ্ছে। বাস্তব আর পরাবাস্তবতার মিশেল থাকলে এবং তার মিথস্ক্রিয়া যথাযথ হলে গল্প অন্য এক স্তরে চলে যায়।
+++

ধন্যবাদ আপনাকে বইটা সম্পর্কে জানানোর জন্যে।

১০ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৩

শহুরে আগন্তুক বলেছেন: পড়ে ফেলুন । মাহমুদ ভাইকেও এক কপি পাঠিয়ে দেন ;)

৬| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭

বোকামানুষ বলেছেন: আমিনুর রহমান বলেছেন:


ইন্টারেস্টিং গল্প মনে হচ্ছে। রিভিং পড়ে পড়ার আগ্রহ জন্মেছে।

১০ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৪

শহুরে আগন্তুক বলেছেন: সেখানে শহুরে আগন্তুক বলেছেনঃ " পড়ে ফেলেন ভাই :) আশা করি ভালো আছেন । "

=p~

৭| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৩

আরণ্যক রাখাল বলেছেন: ধন্যবাদ আপনাকে। পাঠ তালিকা বাড়িয়ে দিলেন, অনেক বই জমে আছে ঘোরে, ল্যাপুতে- পড়ার সময় পাচ্ছি না। খুব ভাল হবে তাড়াতাড়ি সংগ্রহ করতে পারলে।
আপনার রিভিউ ভালো লাগছে, এ চেষ্টা অব্যাহত রাখা হোক

১০ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৫

শহুরে আগন্তুক বলেছেন: আমার ঘরেও প্রচুর বই জমে আছে এবং সংখ্যা দিনদিন বাড়ছেই !!!! :``>> B:-/

৮| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৯

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: হুমায়ুন আহমেদ তার কোন লেখায় হারুকি মুরাকামির কথা উ্ল্লেখ করেছিলেন তার ব্যাঙের গল্প সহ। উনার বই পড়া হয়নি। আপনার রিভিউ ভালো লেগেছে। বইটা অর্ডার দিলাম।

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

শহুরে আগন্তুক বলেছেন: হুমায়ূন আহমেদের ঐ বইটা আমিও পড়েছি । তবে নাম খেয়াল আসছে না ।

৯| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বইটি সংগ্রহের ইচ্ছা আছে।

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

শহুরে আগন্তুক বলেছেন: করে ফেলুন :)

১০| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

সুপান্থ সুরাহী বলেছেন: রিভিউ ভাল হইছে। বইটি সংগ্রহে আছে। পড়ার তালিকায় এখনো আসেনি। রিভিউ পড়ে মনে হচ্ছে ঈদেই পড়ে ফেলতে হবে।

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০১

শহুরে আগন্তুক বলেছেন: পড়ে ফেলুন দ্রুত ! আশা করি ভালো লাগবে :)

১১| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৭

এহসান সাবির বলেছেন: রিভিউএ প্লাস।

পড়তে হবে....

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০১

শহুরে আগন্তুক বলেছেন: :) :) :)

১২| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: মুরাকামির একটা গল্প আছে না, 'ঘুম' নামে সম্ভবতঃ, এক গৃহিণীর ঘুমোতে না পারা নিয়ে কাহিনী- সেটা আমার পড়া অন্যতম শ্রেষ্ঠ একটা লেখা। দারুণ প্রতিভাবান রাইটার।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৭

শহুরে আগন্তুক বলেছেন: আছে বইয়ে গল্পটা :) ... নাম আপনি যা বললেন তাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.