নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

ডালিম কুমার, সিনড্যারেলা, আসলান, তলস্তয়

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮



ট্যাব বা স্মার্টফোন কেন? শৈশবে ছোটদের হাতে রঙ - বেরঙ্গের কমিকসের বই তুলে দিন না ... তারও আগে শুরু হোক আপনার মুখে, ঠাকুরমার ঝুলি দিয়ে। খাটের ওপর বালিশে আধ শোয়া হয়ে তাকে বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে ছবি দেখাতে দেখাতে বলে যান হিরামন তোঁতা, সুয়োরানী - দুয়োরানী, ডালিম কুমারের গল্প। রাজকুমারের মতো পঙ্খীরাজ ঘোড়ায় চেপে সাত সমুদ্র তের নদী পার হয়ে তার কল্পনাও যদি উদ্ধার করে আসে পাতালপুরীর রাজকন্যাকে বা তার চুমুতে শাপ মুক্ত হয় ব্যাঙ হয়ে থাকা রাজপুত্র, তাহলে তা কি অ্যাংরি বার্ডস বা ক্যান্ডি ক্রাশের একটা লেভেল শেষ করার তুলনায় তার চিন্তার জগতকে বেশি সমৃদ্ধ করবে না?

আবৃত্তি করতে জানেন আপনি? বাচ্চাদের মতো আদুরে ভঙ্গিতে মাথা দুলিয়ে দুলিয়ে? তাহলে ঠাকুরমার ঝুলি, ঈশপের গল্প, গ্রিম ভাইদের রুপকথার পাশাপাশি হয়ে যাক সুকুমার রায়ের হ-য-ব-র-ও, আবোল তাবোল ও ।

স্কুলের যাওয়ার পর যখন সে বানান করে পড়তে শিখে যাবে তখন হাতে তুলে দিন চাচা চৌধুরী, পিংকী, রমন, বিল্লু, সিনড্যারেলা, লায়ন কিং, রাপুনজেলের রঙিন কমিকসের বইগুলো । মুগ্ধ হয়ে যখন সে স্কুলের বইয়ের ফাঁকে লুকিয়ে লুকিয়ে কমিকস পড়া শুরু করবে তখন আবার কানমলা দিতেও ভুলবেন না! পড়তে পড়তে সে নিশ্চয়ই রাগ করবে কুটিল রুমপেলস্টিলটস্কিন আর হ্যামিলনের বাঁশিওয়ালার উপর, অদৃশ্য পোশাক গায়ের ন্যাংটো বুদ্ধু রাজার গল্প শুনে হাসতে হাসতে দেবে গড়াগড়ি ।

প্রাইমারি স্কুলের পর দেখবেন সে নিজেই কোথা থেকে যোগাড় করে এনেছে তিন গোয়েন্দার বই । কিশোর পাশা, মুসা আমান, রবিন মিলফোর্ডের মতো নিজেও ভাবছে কোন গোয়েন্দা দল খুলবে। কিশোরের আদলে ঘনঘন চিমটি কাঁটছে নিচের ঠোঁটে। ওমর শরীফের সাথে দক্ষিনের দ্বীপে উড়ে গিয়ে স্কুবা ডাইভিং করে সে তুলে আনবে মুক্তো, নির্জন দ্বীপে খুঁজে পাবে জলদস্যুর গুপ্তধন কিংবা আমাজানের গহীন অরন্যে তার সাথে দেখা হবে বামন পিগমি জাতির মানুষদের সাথে যারা বাঁশের চোঙ্গের ভেতর থেকে বিষাক্ত তীর ছুঁড়ে শিকার করে । জরজিনা পার্কারের খোঁজে একটু ইতিউতি তাকানোও শুরু হবে দেখবেন এসময়ই ... পরীক্ষার আগের রাতেও তিন গোয়েন্দা নিয়ে পড়ে থাকায় হয়তো রেজাল্ট খারাপ আসবে দুই - এক সাবজেক্টে। রাগ করবেন না বেশি ওতে । মাঝেমাঝে পরীক্ষায় খারাপ হলে কি-ইবা আর ক্ষতি? তিন গোয়েন্দার সাথে রকি বিচে ঘুরে বেড়াতে বেড়াতেই তার পরিচয় হবে হ্যারি পটারের সাথে, ওয়ার্ডরোবের ভেতরের জগত নার্নিয়ার আসলান আর কথা বলা বিভারদের সাথে । হুট করে একদিন আবিষ্কার করবেন সে শুধু আপনার ভর্তি করিয়ে দেয়া বাংলা বা ইংলিশ মিডিয়ামের নিরস স্কুলেরই শিক্ষার্থী নয়, হোগোয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট এন্ড উইজার্ডি-তেও তার নাম এনরোল করা হয়ে গেছে । সে জগতে উড়ন্ত ঝাঁড়ুর উপর চড়ে কুইডিচ খেলা যায়, ডায়াগন এলি থেকে কেনা ম্যাজিক ওয়ান্ড হাতে নিয়ে নিষিদ্ধ বনে দুরুদুরু বুকে নামা যায় আহত ইউনিকর্নের খোঁজে ।

তারপরের পথটুকু সে নিজেই চিনে নিতে পারবে .... জাফর ইকবালের সায়েন্স ফিকশন আর কিশোর উপন্যাস শেষ করার পর হিমু কিংবা মিসির আলী হতে ইচ্ছে করবে তার এক সময় । এরপর হেমিংওয়ে, তলস্তয়, গোর্কি, অস্ত্রোভস্কিদের লেখায় সে খুঁজে পাবে আদর্শিক কোন জীবন যাতে মানুষ কেবল নিজের জন্যেই বাঁচে না । তার জীবনে প্রেম আসবে । ভালোবাসবে সে পূর্ণেন্দু পত্রীর শুভঙ্কর কিংবা নন্দিনীর মতো পরিশুদ্ধ আবেগে । হয়তো সে প্রেম সফল হবে, নয়তো তা তাকে অন্তত শেখাবে জীবনের দুঃখবোধকেও কিভাবে কলমে তুলে আনা যায় ভার হালকা করতে । পরিচয় হবে অসংখ্য লেখকের সাথে যারা প্রত্যেকেই তার সামনে খুলে দেবে নতুন কোন জগত । সেসব জগতে বাসিন্দা হয়ে সে নিজেকে বাঁচিয়ে চলতে পারবে বাস্তবের হাজারও কলুষ থেকে ... তার জীবন কেবল যাপিত জীবনটাই হবে না, হবে অসংখ্য । নিঃসঙ্গতার মাঝেও সে কখনো নিঃসঙ্গ বোধ করবে না ।

বই মেলায় সবাইকে নিমন্ত্রণ ... দয়া করে ঘুরতে যাওয়ার মানসিকতা নিয়ে নয়, পাঠকের মানসিকতা নিয়ে মেলায় চলে আসুন সবাই :-)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: পুরো জীবনটাই তো তুলে ধরেছেন। খুব ভালো লিখেছেন।
+।

২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৪

মুশি-১৯৯৪ বলেছেন:

ভাল লাগল । তবে একটু ভূল বলেছেন, লিখেছেন ঘুরতে যাওয়ার মানসিকতা নিয়ে নয়, বলা উচিত ছিল সেলফি তোলার মানসিকতা নিয়ে নয়, বইমেলায় সেলফি তোলার হিরিক দেখে ,আমার নিজেরই খুব বিরক্ত লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.