![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
তন্দ্রাচ্ছন্নতায় বছরটা শেষ হয়ে আসলো প্রায়। বহুবছর যাবত উষ্ণতা দিয়ে চলা এক রঙা কালো চাদরটার বদলে নতুন কেনা জলপাই রঙের জ্যাকেটটা গায়ে অফিস থেকে বের হতে হতে বাজলো রাত সাড়ে নয়টা । নানা কারণে বিরক্ত, রাগান্বিত বা চিন্তিত সাথে বের হওয়া অন্য চারজনও । পথে রাস্তা পেরোনোর সময় আইলেনে চোখে পরে অফ হোয়াইট কালারের একটা কুকুর পায়ে মুখ রেখে শুয়ে আছে, কেমন মনমরা ভাব, যেন বেশ মন খারাপ কোন কারণে । আমি তাকে জিজ্ঞাস করি কি হয়েছে, তার মন খারাপ কিনা? জবাবে সে একটু চোখ পিটপিট করে উদাস ভাবে অন্যদিকে তাকিয়ে থাকে । মনমরা ভাব কাটাতে উৎসাহ দিয়ে আবারও বলি - অফিস ছুটির রাতে এমন ঝিম মেরে থাকলে তো হবে না রে বেটি .. এই রাত হলো Chilling এর রাত .. So, chill. শুনে সে উঠে দাড়িয়ে আমাদের সঙ্গী হয়।
নির্জীব অফিস পাড়ার রাস্তার লাইটের নিচে কিছুক্ষণ মিথ্যে আন্তরিকতায় গল্প হয় দাড়িয়ে দাড়িয়ে। প্রোমোশন - ইনক্রিমেন্টের গল্প, গ্রামের বাড়ির মিষ্টি পাট শাকের গল্প, ডুব সাঁতার দিয়ে উঠে মুখের সামনে সাপ দেখার গল্প, আবেদনময়ী হতে চাওয়ার প্রানান্তকর চেষ্টা করেও ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়ে চলা পরিচিত কোন তরুনীর গল্প, কিংবা এমন পাহাড়ে ঘুরতে যাওয়ার গল্প যার চুড়োয় দাড়ালে ধোঁয়াটে মেঘ ঘিরে ফেলে সারা শরীর - যে মেঘ হাত বাড়ালেই ছোঁয়া যায়, আবার যায়ও না । আমার সবার মাঝে দাড়িয়েও বিভ্রম হয় আমি বুঝি দাড়িয়ে আছি তুষার ঢাকা কোন বিরাণ প্রান্তরে। চলতে চলতে আমার স্লেজ গাড়িটা গেছে ভেঙে। চোখ, মুখ, হৃৎপিন্ড গ্রাস করে তুষারের নিঃস্পৃহ শীতলতা।
তখন আমি ফিরে গেলাম অতীতে, প্রায়ই যেমন যাই, অকারণে। যেন জামরুল, অড়বড়ই গাছের উঠোনে কোন এক সন্ধ্যায় হারিকেন জ্বালিয়ে, শীতল পাটিতে আধশোয়া হয়ে স্কুলের পড়া পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছি, আর এখনও ঘুমিয়েই আছি... একটু পর ঘুম ভাঙ্গবে। চোখ মেলে দেখবো হারিকেনে কেরোসিন শুকিয়ে সলতের আগুনের কালিতে চিমনি কালো হয়ে যাচ্ছে। চিমনি খুলে পরিষ্কার করতে গিয়ে আবারও হাত কেঁটে যাব। তখন আমার মায়ের খোঁজে ঘরে ঢুকবো... দেখবো মা অল্প আলোতে তার সেলাই মেশিনটাতে বসে অনাত্নীয় কারও কোন পোষাক সেলাই করে চলেছেন ধ্যানের নিমগ্নতায়.. আমার আঙ্গুল তিনি সেই সেলাইয়ের কাপড়ের বাড়তি কোন টুকরো দিয়ে যত্নে বেঁধে দেবেন। রাত বাড়বে। একসময় আমি আমার মা'কে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাবো। তিনি আমার মাথার চুলে বিলি কেটে চলবেন আমি ঘুমিয়ে যাওয়ার পরও অনেকক্ষণ। মনে হয় পাশের ঘরে গেলেই যেন তাকে দেখবো। অথচ তাকে দেখার তেমন তাড়া বা আগ্রহ কখনো ছিলো বললে নিতান্তই অসত্য বলা হবে। মানুষের অনুপস্থিতির রেশ তার উপস্থিতির চেয়ে তীব্রতর।
দেয়ালে বৃষ্টি ভেজা কাকের মতো টুকরো বিষন্ন মন্তব্য আসে - আজকের দিনটাও শেষ হয়ে গেলো ।
আমি হেসে বলি - বছরটাই তো শেষ হয়ে গেলো ।
- সময় যে কোনদিক দিয়ে যায় বুঝি না ।
- সময় আসলে চলে যাওয়ারই জিনিস ... চলেই যায় ।
যাচ্ছে যাক ... চলে যাওয়া নিয়ে ভাবার অবসর কই? আমার বদলে আপাতত আমার শেলফে অলস সময় কাটিয়ে চলা হুমায়ুন, কুন্ডেরা, মুরাকামি, রেমার্ক, কোয়েলহোরা বরং যৌথ বিস্ময়ে ভেবে চলুক বহমান নিস্তরঙ্গ এ সময়ের আশ্চর্য চলে যাওয়া নিয়ে । কখনো অবসর এলে তখন আমারও না হয় ভাবা যাবে। এখন অবসর নেই।
" ... ঘাসের ভিতরে নীল শাদা ফুল ফোটে হেমন্তরাগে;
সময়ের এই স্থির এক দিক,
তবু স্থিরতর নয়;
প্রতিটি দিনের নতুন জীবাণু আবার স্থাপিত হয় । "
২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫১
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ ।
২| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৭
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বর্তমানের যন্ত্রণা থেকে মুক্তিলাভের আশায় মানুষ চলে যায় অতীতের কোনো মধুর স্মৃতিতে।সেই স্মৃতিতে আচ্ছন্ন হয়ে ভুলে থাকতে চায় বর্তমানের হতাশাকে।
২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫১
শহুরে আগন্তুক বলেছেন: হতে পারে ..
৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৩২
নেওয়াজ আলি বলেছেন: সচেতন নাগরিক, সচেতন কথা।
২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২
শহুরে আগন্তুক বলেছেন: কই?! সচেতনতা প্রকাশ করে এমন কিছু তো বলি নি ।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: আবেগ কমিয়ে বাস্তবমূখী হতে পারলে জীবনে ভালো থাকা যায়।
২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৮
শহুরে আগন্তুক বলেছেন: বাস্তবমুখী হলেই আবার অনেকে হয়তো জীবনে ভালো থাকে না।
৫| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু স্মৃতি কখনো মলিন হয়না।
আজকের দিন আগামীদেনর অতীত।
২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৭
শহুরে আগন্তুক বলেছেন: মানুষ আনন্দের স্মৃতির চেয়ে বিষাদের স্মৃতি মনে রাখে বেশি।
৬| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬
মনিরা সুলতানা বলেছেন: আপনি এত ভালো লিখেন !!
আর এত কম লিখেন।
২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩০
শহুরে আগন্তুক বলেছেন: হা হা হা.. আপনার বাক্য দুইটার কেবল দ্বিতীয়টা ঠিক কথা!
৭| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: যে চলে যায় তাকে চলে যেতে দাও
সময়, নদীর জল, যৌবন---
শুধু নেয়ে নাও নিজের মতো করে
তুমিও তো নিত্য- যাবার পথেই......
২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু
৮| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাস্তবমুখী হলেই আবার অনেকে হয়তো জীবনে ভালো থাকে না।
কথাটা একটূ বুঝিয়ে বলবেন প্লীজ।
২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮
শহুরে আগন্তুক বলেছেন: আপনি মানুষকে একটা কমন মানসিকতার ছাঁচে ফেলে বিচার করে ফেলেছেন। জীবনে একেকজনের মানসিকতা ও গন্তব্য আলাদা। ভালো থাকার ধারনাটাই তো একেকজনের কাছে একেক রকম।
গন্তব্যটাই যেহেতু আলাদা, একই রাস্তায় হেঁটে সবার সেখানে পৌঁছতে পারার কথা না।
৯| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৩
পদ্মপুকুর বলেছেন: সুপ্ত বিষণ্নতার এ রকম লেখা এখন আর ব্লগে দেখা যায়না বললেই চলে। পরিবর্তে এখন সশব্দ আক্রমণের সরল লেখার আধিক্য। লুপ্তপ্রায় একটা ধারাকে জীবত করার চেষ্টাকে অভিনন্দন।
জীবনানন্দের লেখায় 'সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত সন্ধ্যা নামে'র মধ্যে যে বিষণ্নতা, পারিপার্শ্বিকতার সাথে যে অন্তর্লীন মিথস্ক্রিয়া, আপনার লেখাতেও সেরকম একটা আবেশ পাচ্ছি। যদিও বলছেন- এ রাত হলো চিলিং এর রাত, সো চিল! কিন্তু আদতে তার পেছনেই ঘাপটি মেরে দাড়িয়ে আছে অলস ক্লান্তি। এই বৈপরীত্যই লেখাটাকে অন্য মাত্রা দিয়েছে। এজন্যই মনিরা সুলতানা বলেছেন- আপনি এত ভালো লিখেন !! আর এত কম লিখেন।
ভালো লাগলো লেখাটা। আপনার বাড়ি ঘুরে আসলাম। আপনি বেশ পুরোনো ব্লগার। আপনার এমন লেখা আরও দেয়া উচিৎ বলেই আমি মনে করি।
ভালো থাকবেন স্যার, শুভ ব্লগিং।
২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৬
শহুরে আগন্তুক বলেছেন: নিরীক্ষাধর্মী মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ পদ্ম পুকুর। কৃতজ্ঞতা জানবেন। আশা করি ভালো আছেন।
১০| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর লেখা
২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৫
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৪
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: "মানুষের অনুপস্থিতির রেশ তার উপস্থিতির চেয়ে তীব্রতর " কি নিদারুণ সত্য অকপটে বলে দিলেন। পোস্টে ++