![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানায়া প্রনাম আজি করিতেছি শুরু,
হাজারো সালাম তোমার চরনেতে গুরু।
দ্বীনের নবী হযরত আছেন মদীনায়,
লক্ষ কোটি দূরুদ জানায় তাহারও রওজায়।
হাজারো বৎসর আগে গাহিয়াছিলেন গান,
সেইসব ভূলিয়া আজ হইয়াছি মহান!
দিনে দিনে দ্বীন আমি খুঁজিয়া হয়রান,
বন্ধুত্বও খুঁজি ফিরি হায় ভগবান!
ভালোবাসো ক্ষমা কর এই ছিল তান,
বন্ধুত্বের তো হয় না প্রতিদান।
আশরাফ-আতরাফে করিওনা ভেদ,
হাতে হাত ধরো আজ ভূলি সব খেদ।
দিন দিবসে মিলিবেনা বন্ধু জামানার,
ভালোবাসা ধরো সবে, ভূলি রং কামনার।
থাকিবেনা জাত-বিভেদ তোমার আমার,
পৃথিবীতে বন্ধ হবে সকল ব্যাভিচার।
ভূল আমার হতে পারে, ক্ষমিবেন স্যার
যুদ্ধ আর করিবেন না, ভূলিবেন অনাচার
তবেই তো মিলিবে বন্ধুত্ব সবার,
পৃথিবীটা হইয়া যাইবে সুখেরও সংসার।
০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৫
ঋষাণ বলেছেন: ভূল আমার হতে পারে, ক্ষমিবেন স্যার
যুদ্ধ আর করিবেন না, ভূলিবেন অনাচার
তবেই তো মিলিবে বন্ধুত্ব সবার,
পৃথিবীটা হইয়া যাইবে সুখেরও সংসার।
০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:১৩
ঋষাণ বলেছেন: জনাব সাহিত্য লেখক, "বোঝায়ে" শব্দের অর্থটি কি জানানো যাইবে? আর প্রণাম শব্দের অর্থটি।
আর গুরুচন্ডালি লেখা সম্পর্কে আপনার কতটুকু ধারনা আছে, দয়া করিয়া যদি প্রকাশ করিতেন, জানিয়া সুখী হইতাম।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:২০
সরদার হারুন বলেছেন: এটা কোন ধরণের কবিতা ? জানায়া,প্রণাম, গুুরু । আবার নবীর কথা তার মাঝে অসংলগ্ন ছন্দ ।
বোঝায়ে বলবেন কি ? জানায়া অর্থ কি ?