![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না না ,
প্রিয় ব্লগার বন্ধুরা, আমি কোনো নির্বাচনের জন্য দোয়া প্রার্থী নই। ঘটনা হলো, সেই কবে সর্দি লেগেছে, এখনও ভালো হয়নি।মাঝে অনেক ঔষধ আর ট্রিপস ব্যবহার করে একটু ভালো হলেও গত বৃহস্পতিবার আবারও বিপত্তি ঘটেছে।ঐ দিন আমাদের ইউনিভার্সিটির ১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কনসার্ট হয়েছিল। সেখানে হৈ চৈ করে এখন আমার গলার অবস্থা বারোটা।তিনদিন ধরে রং চা আর ঔষধ চালিয়ে যাচ্ছি, লাভ হচ্ছে না। এদিকে আমার সেমিষ্টার ফাইনাল আগামী ৩০ তারিখ থেকে শুরু, পড়াশুনাও করতে পারছি না।তাই অসহায়ের মত ব্লগ লিখলাম সবাইকে দোয়া করার জন্য যাতে দ্রুত সুস্থ হই।
২| ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
স্বজন বলেছেন: আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ্য করুন।
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৪
হুমেরা বলেছেন: আমিন, মিঃ বিল্লী।
৩| ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
সিটিজি৪বিডি বলেছেন: আমি ও দোয়া করে দিলাম! আর একুনি নেট বন্ধ শুয়ে পড়ুন।
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:০৩
হুমেরা বলেছেন: ভাই এটাতো কোরটে পারবো না। কারণ, রিপোর্টের জনয় নেটে তথ্য খুঁজছি...
৪| ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৬
সৈয়দ নাসের বলেছেন: আমরা সারা রাত আপনার জন্য দোয়া করলাম ,আর আপনি সারা রাত ঠান্ডা লাগালেন এতে কি শরীর ঠিক হবে ? বরং নিজে একটু বিশ্রাম নিন এবং আদা দিয়ে চা খান । সুস্হ হয়ে উঠবেন । তাড়াতাড়ি সুস্হ হোন এই শুভ কামনা ।
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৬
হুমেরা বলেছেন: মনে হয়, মন থেকে দোয়া করেননি, তাই আমার এই বিপর্যয়।
৫| ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৫১
চোরকাঁটা বলেছেন: দোয়ায় কাম হইবোনা! পানি পড়া দিমু নি?
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৮
হুমেরা বলেছেন: হ, লগে কাঁটা পড়াও লাগবো
৬| ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৪
জানা বলেছেন:
সারাদিনে অনেক বার টমেটো জ্যুস, কমলার জ্যুস, লেবুরস মিশিয়ে পাতলা ডাল, গরম সব্জির স্যুপ এ,সব খেতে থাকুন। চেষ্টা করুন প্রতিদিন এক চা চামচ কডলিভার অয়েল খেতে। ভাল যে কোন ওষুধের দোকানে কিনতে পাবেন। যতবার খুশি লেবু চা খান। ভাল থাকবেন।
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৪
হুমেরা বলেছেন: কিছু বললেন...
৭| ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:২৬
অক্ষর বলেছেন: সর্দির মনে হয় তেমন কোন চিকিৎসা নাই
আপ্নে এক কাজ কর্তে পারেন, বেশি কৈরা ঠান্ডা লাগান তাতে কৈরা নিউমোনিয়া হৈতে পারে। পরে নিউমোনিয়ার চিকিৎসা কৈরেন।
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৭
হুমেরা বলেছেন: ঐ, অক্ষর হইয়া নিরক্ষরের মত কথা কন ক্যান?
৮| ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৭
অক্ষর বলেছেন: নিরক্ষর মানে কি??
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪২
হুমেরা বলেছেন: নিরক্ষর মানে, আপনি অক্ষর ঠিক আছেন, তবে সুপরামর্শ দেয়ার অক্ষর আপনার অজানা...
৯| ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০১
অক্ষর বলেছেন: ভালো বুইঝা পরামর্শ দিলাম তো, নিলেন না। উলটা গালি দিলেন!!!
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৩
হুমেরা বলেছেন: ভাই অথবা আপু, গালি কাকে বলে? ওটা কি কোনো নখ কাটার মেশিন!
১০| ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৯
পাথুরে বলেছেন: অক্ষ্ র ঠিক কইছে। "বিষে বিষক্ষয়"...
আমারো ঠান্ডা লাগসে ১ সপ্তাহ থাইক্যা...
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০০
হুমেরা বলেছেন: তাইলে আর বইসা আছেন ক্যান, তাল গাছের মাথায় উইঠা নাচেন........
১১| ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৮
শাহরিয়ার হাসান বলেছেন: গরম পানি দিয়ে গড়গড়া করেন।
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৫
হুমেরা বলেছেন: কিতা কইলা, গরম পানিতে গড়াগড়ি করতামনি।তুমি কি আমারে ঔষধ দিলা না বিষ দিলা, খুন্তা বুঝলাম না।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
নকীবুল বারী বলেছেন: দোয়া করে দিলাম.........আমেন