![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ডে বিএনপি জামায়াতের নামে স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুর ও ছিনতাইকালে তিন যুবলীগ কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের কাছে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার হরতাল শেষে রাতে সাত/আট জন সন্ত্রাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকু- ব্রিজের ওপর ও সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় বিভিন্ন যানবাহনে হামলা চালিয়ে ২০/২৫টি গাড়ি ভাঙচুর এবং যাত্রীদের কাছ থেকে মালামাল ও টাকা মোবাইল ফোনলুট করে। এ সময় সন্ত্রাসীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’ ও জামায়াত শিবির ও বিএনপি’র নামে স্লোগান দিতে থাকে।সন্ত্রাসীদের হামলায় মাইক্রোবাস যাত্রী মীরসরাই এলাকার নাছিফা (১১), মমতাজ বেগম (৩৪), মনির উদ্দিন (১৮), মহিউদ্দিন (৩৮), মেসতাক উল্লাহসহ (৩২) বেশ কয়েকজন আহত হয়। তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।এ সময় যাত্রীদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে সন্ত্রাসীদের ধাওয়া করে সুভাস দাশ (১৮), সবুজ দাশ (২২) ও শাহীন (১৯) নামে তিন জনকে ধরে ফেলে।আটকের পর স্বীকার তারা যুবলীগ কর্মী এবং সীতাকু- ডিগ্রি কলেজের ছাত্রলীগেরসাবেক সভাপতি মাহমুদাবাদ গ্রামের জামশেদ উদ্দিনের নির্দেশে দিয়ে তারা ভাঙচুর ও গণডাকাতি করেছে। তাদের সঙ্গে (পালিয়ে যাওয়া) ফকিরহাটের ছাত্রলীগের আলাউদ্দিন, আলমগীর, হোসেন ছিল।জামশেদ কেন এই কাজ করতে বলেছে জিজ্ঞাস করলে আটকৃতরা জানায়, ২৫ অক্টোবরবিএনপি-জামায়াতের লোকজন জামশেদের দোকান ভাঙচুর করেছিল। এজন্য এর প্রতিশোধ নিতে মিথ্যা স্লোগান দিয়ে বিএনপি জামায়াতের বিরুদ্ধে মামলাদেওয়ার জন্য এই কাজ করেছে বলে তারা জানায়।এ ব্যাপারে জামশেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এ ব্যাপারে কিছুই জানি না। বিএনপি জামায়াত আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করছে। আমি আটকৃতদের চিনি না।
এদিকে তিন যুবলীগ কর্মীকে আটকের খবর পেয়ে বুধবার সীতাকু- থানার এসআই মাহবুবুল আলম ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করেছে। এলাকাবাসী তিন জনকে পুলিশে দিতে চাইলে পুলিশ যুবলীগের পরিচয় পওয়ার পর তাদের আটক না করে চলে যায় (!!!)বুধবার বিকেলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে আটকদের এ ধরণের কাজ আর করবে না মর্মে মুচলেকা নিয়ে অভিভাবকের কাছে ছেড়ে দেয়(যদি আসলেই বিএনপি - জামায়াত ভাংচুর করতো,তাহলে নিশ্চিত রিমান্ড! )
সূত্র:- শীর্ষ নিউজ
ছবি সহ নিউজ: http://www.sheershanews.com/2013/10/31/9767
২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৫
দার্শনিক ফিনিক্স বলেছেন: বিভিন্ন জায়গাতেই এভাবে আওয়ামী কর্মীরা নাশকতা করতে যেয়ে ধরা পড়ছে,কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে খবরগুলো আসেনা.
আল্লাহ আমাদেরকে সকল প্রকার অন্যায়,জুলুম আর খারাবি থেকে হেফাজত করুন.আমীন.
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯
HHH বলেছেন: নাস্তিকদের রাজনীতি নাস্তিকদের মতই নোংড়া।
নাস্তিকদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন