নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আউযুবিল্লাহি মিনাশ শাইতোয়ানির রাজীম।

সোনালী কিরণ

কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

সোনালী কিরণ › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ আরশের উপর রয়েছেন, তবে জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের সাথে আছেন

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫

প্রশ্ন: আল্লাহ তা‘আলা বলেন:

﴿ تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ ٤ ﴾ [المعارج: ٤]

“ফেরেশতাগণ ও রূহ এমন এক দিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয়, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর”। সূরা মা‘আরিজ: (৪) এ আয়াত কি প্রমাণ করে যে, আল্লাহ তা‘আলা আরশে থেকে দুনিয়াবি কার্যাদি সম্পাদন করেন? যদি এ এরূপ হয়, তাহলে কিভাবে তিনি গলার ধমনীর চেয়েও আমাদের নিকটবর্তী?

উত্তর: আল-হামদুলিল্লাহ।

কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত যে, আল্লাহ তা‘আলা আসমানসমূহের উর্ধ্বে আরশে আরোহণ করেছেন, তিনি সর্বোচ্চ ও মহান। তিনি সবার উপরে, তার উপরে কিছু নেই। ইরশাদ হচ্ছে:

﴿ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ مَا لَكُم مِّن دُونِهِۦ مِن وَلِيّٖ وَلَا شَفِيعٍۚ أَفَلَا تَتَذَكَّرُونَ ٤﴾ [السجدة : ٤]

“আল্লাহ, যিনি আসমান ও যমীন এবং এ দু’য়ের মধ্যে যা কিছু আছে, তা ছয়দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশের উপর উঠেছেন। তিনি ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই এবং নেই সুপারিশকারী। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না”? 2সূরা আলিফ লাম মীম সাজদাহ: (৪) অপর আয়াতে তিনি বলেন:

﴿ إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يُدَبِّرُ ٱلۡأَمۡرَۖ ٣ ﴾ [يونس : ٣]

“নিশ্চয় তোমাদের রব আল্লাহ। যিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন ছয় দিনে, তারপর আরশে উঠেছেন। তিনি সব বিষয় পরিচালনা করেন”। 3সূরা ইউনুস: (৩) অপর আয়াতে তিনি বলেন:

﴿إِلَيۡهِ يَصۡعَدُ ٱلۡكَلِمُ ٱلطَّيِّبُ وَٱلۡعَمَلُ ٱلصَّٰلِحُ يَرۡفَعُهُۥۚ ١٠ ﴾ [فاطر: ١٠]

“তাঁরই পানে উত্থিত হয় ভাল কথা আর নেক আমল তা উন্নীত করে”। 4সূরা ফাতির: (১০) অপর আয়াতে তিনি বলেন:

﴿هُوَ ٱلۡأَوَّلُ وَٱلۡأٓخِرُ وَٱلظَّٰهِرُ وَٱلۡبَاطِنُۖ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ ٣ ﴾ [الحديد: ٣]

“তিনিই প্রথম ও শেষ এবং সবকিছুর উপরে ও সবকিছুর নিকটে; আর তিনি সকল বিষয়ে সম্যক অবগত”। 5সূরা আল-হাদিদ: (৩)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ধমনীর চেয়ে নিকটে বিষয়েতো কোন তথ্য ব্যাখ্যা দিলেন না। যে আয়াত সশূহ দিয়েছেন তা যেমন আল্লাহর। ধমনীর চেয়েও নিকটে ঘোষনাটাও আল্লাহর।
আপনার উত্তরতো খুজে পেলাম না।
....
ক্বুলুবিনা মুমিনিনা আরশাল্লাহ!!!

তাহলে কি মিথ্যে?

যদি সত্য হয়- তবেতো মুমিনের ক্বলাবেই তিনি বিরাজ করেন! ণয় কি?

আবার সেই আয়াত সমূহ- "বান্দা যখন আমার হয়ে যায়-আমি তার হয়ে যাই। তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে!!..."

তার কি হবে?

আসলেই সত্যের গভীরে না গেলে সত্য ভাসা ভাসাই থাকে।



১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭

সোনালী কিরণ বলেছেন: ক্বুলুবিনা মুমিনিনা আরশাল্লাহ!!!
কথাটা মিথ্যা বানোয়াট এর সহীহ কোন প্রমান নেই, বরং এর বিপরিত কোরআনের আয়াত আছে "আর-রহমান আলাল আরশিস্তাওয়া‍‍‍‌‌‌‌‌‌" দয়াময় আল্লাহ আরশের উপরে। সূরা- তা'হা আয়াত-৫) রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন আরশ সাত আকাশের উপর।
আল্লাহ হচ্ছেন পবিত্র তিনি কোন মানুষের কলবে থাকতে পারেন না, বরং মুমিনের কলবে আল্লাহর জিকির বা সরন থাকে। মুমিন কখনো পবিত্র অবস্থাই থাকে আবার কখনো অপবিত্র অবস্থাই থাকে।
আসলেই সত্যের গভীরে না গেলে সত্য ভাসা ভাসাই থাকে।

২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:১৬

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:

@ বিদ্রোহী ভৃগু :

আপনি বলেছেন।-

"তবেতো মুমিনের ক্বলাবেই তিনি বিরাজ করেন!"

"আবার সেই আয়াত সমূহ- "বান্দা যখন আমার হয়ে যায়-আমি তার হয়ে যাই। তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে!!..."


আপনার এই কথাগুলোর উৎস রেফারেন্স সহ জানার ইচ্ছা রাখি।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: In the Holy Quran Sura "Yunus" Ayat 62 the verse says:-

Behold! Verily on friends of Allah, there is no fear, nor they shall grieve.

Holy Prophet (sallal laahu alaihi wasallam) has said in Hadith Qudsi quoted below:-

Allah has said " The most value worshiper of my bondsman, seeking my nearness, is the one I have opposed on him; and my servant continues to draws me near Me through the work of supererogation, until I love him. And when I love him, I am his ears so that he hears Me, and his eyes so that he sees Me, and his feet so he walks by Me, I am his hand so that he do work by Me. When he raises his hand in the prayers,I grant his request, when he seeks refuge unto Me, I protect him".

@ মুমারশ....

Let us start with the following question:-

a) Is it a Shirk to kiss "Ghilaf" the outwards covering of Kaaba Sharif?
b) Is it a Shirk to kiss "Hajra e Aswad" a stone of Kaaba Sharif?
c) Is it a Shirk to kiss the Holy Quran the book of Allah?
d) Is it a Shirk to kiss Hands and Feet's of parents face?
e) Is it a Shirk to kiss Wife, Children, Parents, Face?
f) Is it a Shirk to kiss Trophy Cup or Award?

@ লেখক..........

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯

সোনালী কিরণ বলেছেন: বাংলা ভাষাভাষির মানুষ বাংলা ভাষা ছেড়ে ইংরেজি কপি পেষ্ট করে জবাব পূর্ন ভাবে হয় না।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: বাংলা ভাষাভাষির মানুষ বাংলা ভাষা ছেড়ে ইংরেজি কপি পেষ্ট করে জবাব পূর্ন ভাবে হয় না।

আয় হায় কি কইলেন?

তয় আসেন কোরআন নিয়া বাংলায় আলাপ করি। পারবেন তো?

বলেন আলিফ লাম মীম এর অর্থ কি?

নিশ্ছয়ই এ বলবেন না- আল্লাহ বিনা কারণে বলেছেন?
বা এর অর্থ জানার জন্য নয়?
অথবা-এর অর্থ আল্লাই ভাল জানেন?

যেহেতু আপনার তথা মানব জাতির জন্য নাযিলকৃত কোরআন-তার প্রতিটা হরফ মানব জাতির বুঝের জন্য, হেদায়েতের জন্য এবং উপলদ্ধির জন্য।

ইংরেজী আর দিমুনা। আরবিও কিন্তু বাংলা নয়। তাই আসুন বাংলা ভাষা্য়ই বোঝার চেষ্টা করি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.