নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেলোয়ার আলো

দেলোয়ার আলো › বিস্তারিত পোস্টঃ

আমের ফলন বিপর্যয়ে হতাশ কানসাটের আম চাষীরা!!!

২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২

স্টাফ রিপোর্টারঃ আম চাঁপাই নবাবগঞ্জ জেলার প্রধান অর্থকারী ফসল। এই ফলটি পুরো চাঁপাই নবাবগঞ্জ জেলাই চাষ হলেও কানসাট ও এর আশে-পাশে ফলটি চাষের ব্যাপকতা বেশী। এ এলাকার উৎপাদিত আম এক সময় পুরো দেশের মোট উৎপাদিত আমের সিংহভাগের দাবীদার ছিলো। কিন্তু সময়ের প্রেক্ষাপটে চাঁপাইনবঞ্জ জেলার সর্বত্র ফলটি ব্যাপকভাবে চাষ হতে থাকে সেই সাথে বিভিন্ন জেলায় ফলটির চাষ ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ ফলটির উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাই এবং কানসাট অঞ্চল তার আম উৎপাদনের গৌরব অনেকটা হারিয়ে ফেলে। কিন্তু তবুও অত্র অঞ্চল, দেশে মোট উৎপাদিত আমে একটা বড় অবদান রাখে। তাই এ অঞ্চলের আম উৎপাদনের সাথে আমের মোট উৎপাদন এবং মূল্যে নির্ধারনের একটা সম্পর্ক রয়েছে। অাবার এই অঞ্চলের লোকজনের জীবিকার প্রধান মাধ্যম হলো আমচাষ। সব মিলিয়ে এ অঞ্চলের আমের ফলনের উপর নির্ভর করে অনেক কিছুই। কিন্তু এ বছর এ অঞ্চলের আমগাছে ব্যাপক মুকুল আসলেও আবাহাওয়া জনিত কারণে দেখা দেয় ফলন বিপর্যয়। গাছে মুকুল থাকা অবস্থায় হঠাৎ বৃষ্টি হওয়ায় পরাগায়ানে বিঘ্ন সৃষ্টি হয় এবং মুকুলগুলোর সিংহভাগ নষ্ট হয়ে ঝরে যায়। ফলে গাছে গুটীর পরিমান ব্যাপাকভাবে কমে যায়। আবার গুটী বরই এর সমান হওয়া অবস্থায় হানা দেয় শীলাবৃষ্টি ফলে আরেকবার ক্ষতির মুখে পড়ে এলাকার আম চাষীরা। সব মিলিয়ে এখন আমগাছে আমের সংখ্যা অনেক কমে গেছে এবং অত্র এলাকার আম চাষীদের মধ্যে হতাশা বিরাজ করছে। পাশাপাশি দেশের মোট আম উৎপাদনে এবং আমের মূল্যের উপর এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।সংবাদটি http://www.chapaiaambazar.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.