নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫



ঋজু সূর্যের দিকে তাকিয়ে থাকে ৷ চৈত্রের বড় নিষ্ঠুর রোদ আর ঝড় ৷ দুটোই উন্মাদ ক্ষ্যাপা ৷

সবে দুমাস হয়েছে জলপাইগুড়ি আসা ৷ দেশ আর বন্ধুদের গন্ধ ঋজুকে বড্ড বেশী অনুভূতি জাগায় ৷

গলির মোড়ে দাঁড়িয়ে আপন মনে অতীত খুঁজে বেড়ায় ৷ মাঝে মাঝে আতকে উঠে ঋজু বুঝতে পারেনা তাকে গোলির মুখে কে দাঁড়িয়ে রাখে ৷ কাকে খুঁজে , বুঝতে পারেনা ৷

মোবাইল আর ফেসবুক ঋজুকে স্বদেশ হারাবার কষ্ট তীর বেঁধা পাখি যে
,রুহুম জলপাইগুড়ির ছেলে আধ পেটা ছেলে ঋজুর বন্ধু ৷

ভলোবাসা আর বন্ধুত্ব এক নয় মৃত্রিকা বলেছিল ঋজুকে , যেমন নাকি সুখ আর আনন্দ এক নয় , ভালবাসতে সাহস লাগে , বন্ধুত্ব করতে সাহস লাগেনা ৷

কেন লাগেনা !

কেন ভালবাসতে সাহস লাগে!!

রুহুম ঋজু কাধে হাত রেখে বলে - এনি প্রবলেম?
ঋজু রুহুমের দিকে অপলোক দৃষ্টিতে তাকায় ৷ কিছু একটা বলার চেষ্টা করে , কিন্তু বলতে পারেনা ৷

রুহুম , ঋজুকে বুঝতে চেষ্টা করে ৷ ঋজুর মনের গড়মিলটা রুহুমকে কষ্ট দেয় ৷ রুহুম পাশের দোকান থেকে সিগারেট নিয়ে এসে ঋজু দিকে বারিয়ে দেয় ৷ ঋজু রুহুমের হাত থেকে সিগারেট নিয়ে আবার কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না ৷

রুহুম নিজেকে সামলে নিয়ে বললো-এনি প্রবলেম ?

ঋজু ভাবল এবার রুহুমকে এরিয়ে যাওয়াটা ঠিক হবে না ৷

ঋজু নির্লিপ্ত চোখে তাকিয়ে বলল-পুরনো দিনগুলো আমাকে আধ পেটা করছে ৷

রুহুম বুঝতে পারল ঋজুর অতীত বলতে দেশ আর মৃত্রিকা ৷
মৃত্রিকার অনেক গল্পই তার জানা রুহুম ছোট্ট করে বলল- মৃত্রিকা না ফরিদপুর ?
ঋজু সিগারেটে আড়ষ্ট টান দিয়ে বলল- কাকে বাদ দিব ?দেশ আমারে পরদেশি বানিয়েছে ৷ আর মৃত্রিকা আমাকে কষ্টের থলি উপহার দিয়েছে ৷ দেশকে বাদ দিলে মাটির গন্ধ বেমানান লাগে আর মৃত্রিকা ? সে তো আমার ঘোরায় তোলার জল ছিল ৷

রুহুম হরবর করে বলল-বাদ দে না ইয়ার নতুন হোক জীবনটা ৷

ঋজুও চেয়েছিল ভেবেও ছিল তাই হোক , ভেবেছিল লাভ ক্ষতি বলতে কি শুধুই দেশ আর মৃত্রিকা ?

আকাশে যখন ফুটো মেঘে অনাগোনা করে ৷ সময় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশকে আলাদা করে ৷ মাঝ খানে শুধু একটি তার কাঁটার বেড়া দিয়েছে ৷ কিন্তু সূর্য যে একটাই
ঋজু জলপাইগুড়ির অন্ধ অলিগোলি খোঁজে বেড়ায় দেশ আর মৃত্রিকাকে ৷
ঋজু জানেনা , সেই অন্ধ গোলিতে খুঁজে পাবে কিনা আলো আর একচিলতে অক্সিজেন বাঁচার সাহারায় ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

প্রামানিক বলেছেন: পড়া হলো কাহিনী। ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

দেবজ্যোতিকাজল বলেছেন: সঙ্গে থাকর জন্য ধন্যবাদ:)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৭

নিমগ্ন বলেছেন: এটা অনুকাব্য কি করে হলো? তুই তো অনুকাব্যই জানিস না?


(আপনি<তুমি<তুই বিবর্তন)

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

দেবজ্যোতিকাজল বলেছেন: তবে এটা কি?
আর আমাকে তুই বলার কারণ?
সাহিত্য সম্পর্কে তোমার জ্ঞান কম আছে ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

গন্ধ গণতন্ত্র বলেছেন: চালিয়ে যাৱ

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: সঙ্গে থাকর জন্য ধন্যবাদ:)

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

নিমগ্ন বলেছেন: যে কাউরে যেই লোক তুমি বলে তারে তুই বলাই যথোপযুক্ত।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮

দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি যদি মনে কর আমি তুমি বলে ভুল করছি , সেই একই ভুল তুমি করছ কেন ?
তূমি যদি প্রথম থেকে আমাকে তুই বলতে তবে প্রশ্ন করতাম না । ওকে ,বলে আনন্দ পেলে ,অনুমতি দিলাম ।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪

নেক্সাস বলেছেন: বেশ সুন্দর অনু গল্প

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

তিমিরবিলাসী বলেছেন: অনুগল্প থেকেও তুমি -তুই এর ঝগড়া বেশি ভাল লেগেছে। এর পেছনে রহস্য কি?

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

দেবজ্যোতিকাজল বলেছেন: রহস্য ঘনঘটা

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

কাবিল বলেছেন: ভাল লাগা রইল।

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০

দেবজ্যোতিকাজল বলেছেন: সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.