নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

বুড়ো ঈশ্বরের সাথে কিছুক্ষণ [] প্রথম পর্ব

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭



তিরোভূত প্রচ্ছায়ায় একটা চাঁদ উঠল
উঠল পাতকী জ্যোস্না
করকর করছে হনহন করছে বিদ্বান বিদ্বেষ্টা
কখনও মুখ তুলে , আলো দেখে
আলোতে চোখ বুজে
চোখ বুজে গর্ব করে
মৎস বর্ষের ঘাঁ-এর রোগ
আমরাই প্রথম ধরেছি ।

ভাই বিধাতা তখন জংগলে ঘুড়ে বিধিবৎ
আঙ্গুলে খোঁচা দেয় ডাক্তার কাকু
কোন পরাগে যেনো মিশাবে নশ্বর ভাবে
নশ্বর এখনও কাঁদে

ছেলে হয়ে প্রবাল পাথরের বালা পড়ে ঘুড়ে
পাগল পাগল ব'লে কাকে যেন ধাওয়া দেয়
তখন চিৎকার করে
ওর পিছু পিছু যায়
বুড়ো নিলম্বিত ঈশ্বরটা

ঈশ্বরটা আগের চাইতে এখন
বেশী কথা বলে । বিকৃত হাসি দেয়
হাসি থামে না
ফুলের গন্ধ থেমে যায়
ভোর হতে না হতে
ঠোঁট চিরে রক্ত ঝড়ে ।

বুড়ো ঈশ্বর এখন শুধুই দেখে ।
কি দেখে ?
পাল্টা ধাওয়ার কঙ্কাল
নর্তকির নাকের নলক
ঝুলমুলে শাড়ীর আঁচল
টিমটিমে বাতির দিকে কখনও কখনও
চোখ ফিরায় ।
লাল কাগজে আলো মোড়ান বলে
বমি করে গলা ভরে
নিশ্বাসঃর চাপড়ে আওয়াজ তুলে
নষ্টমতী , ছাড়া
হেই-হেই ছেই-ছেই
ভাল্লাগে না তঞ্চক ।

তঞ্চক উঠে পরে লেগেছে
রসে ফেলেছে ছিলিপি
আজ কাল হাত ছাপাই-ও শুরু করেছে
কালো মেঘের সংগে
পিরিত পিরিত খেলছে
অচিরেই কামনীয় জখম হবে
দরদর ক'রে উরু বয়ে রক্ত ঝড়বে
মাটিতে রক্ত পড়বে গন্ধ বের হবে
অধোপ গোশালার মত
বুড়ো ঈশ্বরটা তখন নিশ্বাস নিতে পারবে না ।

বড় তকলিফ হবে
চুলুঢুলু ভেঙ্গে যাবে
একটা একটা করেও
যদি ঘন্টা গুণি । অসংখ্য শৃগালের
লকলকে জ্বিবা গিরিদরী গিলন অর্তকে
ভন্ভন্ করবে
উৎপীড়নের উৎপথ কুকুর নাসিকায়
উত্তুঙ্গ গায়েবী শশ্মান হবে
সব হয়ে গ্যাছে
সব খানে উদ্ভূত
সমপ্রীতি নেই , প্রতীভা নেই
সমঝোতা নেই , উত্তীর্ণ নেই
আছে শুধু পাতকী
যা দেখে বুড়ো বুড়ি সবাই ভয় পাই
দৃশ্যে যদি দেহ অংশন থাকে
যদি আগুন জ্বলে জোড়া বুকের মাঝ খানে
তিরতির করে যদি
সুমুদ্র এ্যামিবিয়া লোম চাটে
চাটে যোনির অঙ্কুর
ছিঁড়তে হবে তখন
বয়বুদ্ধির কাকচাতুরী
ফেল মেরে যেতে হবে
হেডমাষ্টারের অংক খাতায় ।

ক্রমশ-

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

প্রামানিক বলেছেন: অনেক চিন্তা ভাবনার কবিতা। ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল সন্ধ্যাকালীন ।।।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: অনেক কঠিন শব্দমালা। বুঝতে কষ্ট হচ্ছে। যতটুকু বুঝেছি ভালো লেগেছে।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

দেবজ্যোতিকাজল বলেছেন: পরের অংশটা কাল দিব । আরও এতটা হবে । শুভেচ্ছা রইল সন্ধ্যাকালীন ।।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: অপেক্ষা নয় প্রতিক্ষায় থাকবো।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ঠিকককককককক আছেছছছছ:)

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বুড়ো ঈশ্বর কি ঘুমোচ্ছে?

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: যা মনে হয় তোমার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.