নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
প্রতিটি কথাকে , প্রতিটি কাজকে , তার নিজের মূল্যে বিচার করা ছাড়া আমাদের আর উপায় কি , তা যদি না করি তাহলেই অগোচরে আমরা প্রতিষ্ঠানগত হয়ে পড়ি , তাহলেই দেখা দিতে থাকে একধরণের ধর্মীয় অন্ধত্বা ।
আমাদের দেশ জুড়ে এইটাই একটা ভয়ের দিক এখন ।
যাকে আমরা মানি অথবা ভালবাসি তাঁর বিষয় কোন প্রশ্ন করা চলবে না , তাঁর সবটাকেই আমার নিতে হবে নির্বিকার এবং নির্বিচার আনুগত্য , আর অন্যদিকে , যাঁর বিষয়ে আমাদের সামান্য কোনো প্রশ্ন , উঠবে তাঁকে ভাবতে হবে সর্বতোভাবে পরিহার্য বা ঘণ্য , এই জায়গায় এসে যদি দাঁড়ায় মানুষ তবে তার মতো সর্বনাশ আর নেই ।প্রতিটি কথাকে , প্রতিটি কাজকে , তার নিজের মূল্যে বিচার করা ছাড়া আমাদের আর উপায় কি , তা যদি না করি তাহলেই অগোচরে আমরা প্রতিষ্ঠানগত হয়ে পড়ি , তাহলেই দেখা দিতে থাকে একধরণের ধর্মীয় অন্ধত্বা ।
আমাদের দেশ জুড়ে এইটাই একটা ভয়ের দিক এখন ।
যাকে আমরা মানি অথবা ভালবাসি তাঁর বিষয় কোন প্রশ্ন করা চলবে না , তাঁর সবটাকেই আমার নিতে হবে নির্বিকার এবং নির্বিচার আনুগত্য , আর অন্যদিকে , যাঁর বিষয়ে আমাদের সামান্য কোনো প্রশ্ন , উঠবে তাঁকে ভাবতে হবে সর্বতোভাবে পরিহার্য বা ঘণ্য , এই জায়গায় এসে যদি দাঁড়ায় মানুষ তবে তার মতো সর্বনাশ আর নেই ।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
দেবজ্যোতিকাজল বলেছেন: এটা আমার বার্তা । মনের বার্তা ।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
কিরমানী লিটন বলেছেন: সহমত জানাই...
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন: সুন্দর সমাজ গড় যেখানে মানুষ হিসেবে বাস করবা ,আর নিজের মতামত নির্ভয়ে জানাতে পার
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সেই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে,জানতে হবে কোনটা সঠিক আমি নাকি প্রশ্নকারী । সঠিকতায় পৌঁছতে হলে আত্মবিশ্লেষনের একান্ত প্রয়োজন । এক্ষেত্রে দুই পক্ষেরই সহনশীল মনোভাব একান্ত জরুরী । সবচেয়ে বড়কথা সঠিকতায় পৌঁছার প্রবল আকাঙ্খা থাকা চাই এবং নিজে ভুল হলে সংশোধনের সদিচ্ছা থাকা চাই ।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬
দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল থেকো
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
কল্লোল পথিক বলেছেন: শতভাগ সহমত