![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে ছিল নীলাকাশে উড়তে থাকা মুক্ত বিহঙ্গ হবো... কিংবা শিশির-ভেজা প্রভাতের চঞ্চল ঘাস-ফড়িং... কখনো হতে চেয়েছি সাদা কাশবন... উদ্দাম বুনো-মেঘ... কখনো বা শান্ত নদীতে ফুটে থাকা কল্পনার নীলপদ্ম... কিন্তু বেঁচে আছি আজো আজন্ম পাপের স্খলন নিয়ে... বোবা বৃক্ষ হয়ে... দেবদারু-র মৌনতা সাথী করে... এক অভিশপ্ত কষ্ট-তরুর ছদ্মবেশে!
যে প্রেমিক এত উচ্ছ্বাসে ভাসে প্রেম-আবেশে,
সে কেন আজ অভিমানী তার প্রিয়ার সাথে?
ভালোবাসা যত প্রেয়সীরে দেবে-
তারো চে' বেশি ব্যাথা পেতে হবে!
প্রতারণা নয়, মন ভাঙ্গা নয়-
কাছের মানুষ কষ্ট দেবে মুখের কথায়!
যারে তুমি বেঁধে রাখো বুক-পাঁজরে,
সেও জানে না কখন তুমি চমকে দেবে;
চমকে দেবে আচরণে-
হঠাত হঠাত বদলে গিয়ে,
স্ব-ভিমানের দমকা হাওয়া-
ভালোবাসা থমকে দেবে!
বছরের পর বছর কাটে
একই ঘরে, ছাদের নীচে;
তবু মানুষ রয় অচেনা,
অপরিচিত- নিজের কাছেই!
২| ০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
মুকুল বলেছেন: হুমম...
৩| ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৮:১৮
দেবদারু বলেছেন: @রাশেদ ভাই, মুকুল ভাই, ব্যাপার কি?....হুমম...
৪| ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:০৫
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
প্রতিদিন কষ্ট পেতে হয়
প্রতিদিন নষ্ট হতে হয়
৫| ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:১০
মৈথুনানন্দ বলেছেন: আশা রাখি মিস কবিতার প্রতি আপ্নার ভালোবাসা পড়ালিখায় মন:সংযোগ ঘটাবে না ও জিপিয়েদের তন্দুরস্ত রাখবে।
৬| ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১:০৪
সিঁদুরে মেঘ বলেছেন: বাহ।
৭| ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:২২
দেবদারু বলেছেন: @সারওয়ারচৌধুরী, ঠিক বলেছেন......
@মৈথুনানন্দ, বুঝলাম না ঠিক কি বোঝাতে চাইছেন...
@সিঁদুরে মেঘ, ধন্যবাদ।
৮| ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৭
সুমি বলেছেন: কষ্ট ভাবলেই কাষ্ট বাড়ে---
জীবন একটাই একে ভালবাসুন----
জীবনে কি কষ্টের মাত্রাই বেশী ---
৯| ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪১
সামী মিয়াদাদ বলেছেন: বছরের পর বছর কাটে
একই ঘরে, ছাদের নীচে;
তবু মানুষ রয় অচেনা,
অপরিচিত- নিজের কাছেই!
জটিল হইছে....
১০| ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১২
দেবদারু বলেছেন: @সুমি, বেঁচে থাকাটাই যখন কষ্টকর....... জীবনে তো কষ্টের ছায়া থাকবেই........... ভালো থাকবেন সবসময়.............
@সামী মিয়াদাদ ভাই, অসম্ভব ভালোলাগা রইল আপনার জন্য.......
১১| ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৩
জয়িতা বলেছেন: বড় গো ভালোবাসায়---------জীবনের সব প্রাপ্তিকে এ যেন অপ্রাপ্তেই ভরে দেয়।
১২| ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩২
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: এমন করেও অচেনা কষ্টকে চেনা যায়?!?
৫
১৩| ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৯
দেবদারু বলেছেন: @জয়িতা এবং সাতিয়া মুনতাহা নিশা- ভালোবাসায় সিক্ত থাকুন প্রতিটি প্রহর...............
১৪| ০৫ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
মুনিয়া বলেছেন: বছরের পর বছর কাটে
একই ঘরে, ছাদের নীচে;
তবু মানুষ রয় অচেনা,
অপরিচিত- নিজের কাছেই!
- কঠিন সত্য।
৫
১৫| ০৫ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
মোসতফা মনির সৌরভ বলেছেন: হুম। একেক পরিস্থিতিতে একেকরকম হয়। আর "মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারনে অকারনে বদলায়, সকালে বিকালে বদলায়"মনে নেই এই কথাটি?
১৬| ০৫ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
দেবদারু বলেছেন: @মুনিয়া, অকুন্ঠ ধন্যবাদ আপনাকে........
@মোসতফা মনির সৌরভ, ঠিক বলেছেন..... তবুও সে বদলানো কষ্ট দেয়........
১৭| ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:১৬
রঙ বলেছেন: বছরের পর বছর কাটে
একই ঘরে, ছাদের নীচে;
তবু মানুষ রয় অচেনা,
অপরিচিত- নিজের কাছেই!
হুমম.......আজকাল আপনিও খুব ভালোবাসা সম্পর্কিত কবিতা লিখছেন।৫........
১৮| ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩০
দেবদারু বলেছেন: @ রঙ ভাই, আমি আগাগোড়াই ভালোবাসার কবিতা লিখি............. সামাজিক ইস্যু নিয়ে কবিতা লেখা হয় না বেশি একটা.............
১৯| ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫১
সিঁদুরে মেঘ বলেছেন: ভারী ভালো হয়েছে,......সত্যিই।
বেদনা না পেলে বোধহয় গান বা কবিতা আসতো না জগতে।
২০| ০৬ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: অসম্ভব ভালো লেগেছে আপনার কবিতা। আপনার কবিতাটা পরে, কেন যেন আপনাকে আমার মতোই দুঃখ বিলাসী বলে মনে হলো। অবশ্য আমার ধারণা ভুল হতেও পারে।
লিখার হাত ভালো আপনার। চালিয়ে যান, উজ্জল ভবিষ্যত কামনা করছি। ভালো থাকুন।
২১| ০৬ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:০০
দেবদারু বলেছেন: @সিঁদুরে মেঘ, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একমত আমি- দুঃখ-ই সৃষ্টির জন্ম দেয়..........
@ইফতেখার ভূইয়া ভাই, খুব অনুপ্রাণিত করলেন....... ঠিক ধরেছেন, নিজেকে কষ্ট-বিলাসী ভাবতেই পছন্দ করি.............. আপনিও আমার মতো জেনে ভালো লাগলো......... একজন সঙ্গী তো পাওয়া গেলো!.............অনেক, অনেক ভালো থাকবেন.........
২২| ০৬ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৮
কালপুরুষ বলেছেন: বিচিত্র মানুষের বিচিত্র ভাবনা,
বিচিত্র এই ভূবনে সবই অচেনা।
২৩| ০৬ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৫
দেবদারু বলেছেন: @কালপুরুষ দা, আপনার কমেন্টের প্রতীক্ষায় ছিলাম... মাত্র দু'লাইনে তো মন ভরে না.........
২৪| ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩৭
প্রচেত্য বলেছেন: "মানুষ চেনা বড় কষ্টের"- এ সত্যকে মানতাম
উপলব্ধিতে আরও একবার সে অনুভূতিই জাগ্রত করে দিলেন
সুপ্ত,মিয়ম্রান আবেগী মনটাকে নাড়া দিলেন !
২৫| ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪৮
দেবদারু বলেছেন: @প্রচেত্য, শ্রেষ্ঠ মানুষটি আসুক আপনার জীবনে চিরচেনা রূপে.... অনেক শুভকামনা আপনার জন্য.....
২৬| ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:২২
নীলাঞ্জনা বলেছেন: "বছরের পর বছর কাটে
একই ঘরে, ছাদের নীচে
তবু মানুষ রয় অচেনা,
অপরিচিত- নিজের কাছেই!"
......অত্যন্ত সত্যি কথা কিন্ত সবার এই সত্যি কথা গুলো বলার ভাষা জানা নেই, প্রকৃতি আপনাকে সেই ক্ষমতা দিয়েছে কিছু অবর্ণনীয় সত্য কথা এত গুছিয়ে এত চমৎকার অথচ সাবলীল ভাবে বলার। আপনার এই কবিতাটিতেই শুধু নয়, প্রায় সব লেখাতেই আপনার এই ক্ষমতা আমাকে মুগ্ধ করে।
আপনি যদি এতদিনেও এই ক্ষমতার পরিচয় পেয়ে না থাকেন তাহলে এখনি চিনতে শিখুন...
আমার শুভকামনা রইল।
২৭| ০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৪
প্রচেত্য বলেছেন: দেবদারু
শুভকামনার জন্য ধন্যবাদ
"শ্রেষ্ঠ মানুষ" - অসংখ্য ধন্যবাদ
২৮| ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫২
দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, আপনাকে ধন্যবাদ জানাতে জানাতে আমার আর ভাষা অবশিষ্ট নেই.......... কি বলে আপনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করবো - বলতে পারি না............. তবে এটুকু নিশ্চিতভাবেই বলতে পারি, আপনি আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন বহুগুন!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫
রাশেদ বলেছেন: হুমম...