নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেলোয়ার02

দেলোয়ার02 › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজার কাদের ; বাংলাদেশের নাকি বার্মার (মিয়ানমার)

০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৯

শিরোনাম দেখে অনেকে হযত অবাক হবেন যে, আমি এসব কি বলছি পাগলের মত। কক্সবাজার যে বাংলাদেশের সেটা একটা বাচ্চাও জানে। হ্যা, আমিও একমত। তবে এটা বলার আমার কিছু কারণ আছে। কারণ শুনে অনেকে হয়ত আমার মত প্রশ্ন করবেন আহত মন নিয়ে যে, জাতি হিসেবে আমরা কতটা অসচেতন।আমি কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম। সেখানে সমুদ্রের পাড়ে যতগুলো দোকান দেখলাম প্রায় ৯৫% দোকান বার্মিজ পণ্যে ঠাসা। আবার এসব মার্কেটের নামও বার্মিজ মার্কেট। মনে হয় যেন বাংলাদেশে নয়, বার্মার কোন সমুদ্র সৈকতে বেড়াতে এসেছি। প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত আমাদের গর্ব । যদি কোন বিদেশী পর্যটক কোন দেশে বেড়াতে যায তারা সেদেশের ঐতিহ্য দেখে এবং সেদেশের পণ্য স্মৃতি হিসাবে নিয়ে যায়। কিন্তু যদি কোন বিদেশী পর্যটক কক্সবাজার যায় তাহলে সেই পর্যটক আমাদের বাংলাদেশের কি প্রোডাক্ট কিনবে একমাত্র শুটকি মাছ ছাড়া। কক্সবাজারে এত বার্মিজ মার্কেটের দরকারটা কি? সেই দোকানগুলিতে বার্মিজ পণ্য না বিক্রী করে বাংলাদেশের কুটির শিল্প, হস্তশিল্প এবং আরো সব বাংলাদেশী পণ্য বিক্রি করতে সমস্যা কোথায়? আমাদের কুটির শিল্প যেখানে বিশ্বব্যাপি সুনামের সাথে বিক্রি হচ্ছে সেখানে কক্সবাজারের মত মূল্যবান জায়গা বিদেশী পন্যের বাজারে পরিনত হল। এটাকি আমাদের সকলের সচেতনতার অভাব নয়? আসুন আমরা সবাই সচেতন হই এবং কক্সবাজার, কুয়াকাটার মত পর্যটন এলাকাগুলোতে যেন বাংলাদেশের পণ্য বিক্রী হয় এবং বিদেশী পর্যটকরা বাংলাদেশে বেড়াতে এসে যেন বাংলাদেশকেই খুজে পায় সেই চেষ্টাই করি।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমরা সচেতন হলে এমনটা হতো না। বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন যদি এ ব্যাপারে আন্তরিক হতেন।

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০১

দেলোয়ার02 বলেছেন: ঠিক বলেছেন

২| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৮

খেয়া ঘাট বলেছেন: আপনার লিখাটি দুবার এসেছে।

"কক্সবাজারে এত বার্মিজ মার্কেটের দরকারটা কি? সেই দোকানগুলিতে বার্মিজ পণ্য না বিক্রী করে বাংলাদেশের কুটির শিল্প, হস্তশিল্প এবং আরো সব বাংলাদেশী পণ্য বিক্রি করতে সমস্যা কোথায়?" ১০০ ভাগ সহমত।

কিন্তু কর্তৃপক্ষের মাথায় ঢুকবে কি?

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৬

দেলোয়ার02 বলেছেন: কর্তৃপক্ষের মাথা আছে বলে মনে হয় না

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫২

আতিকুল০৭৮৪ বলেছেন: Agreed

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৬

দেলোয়ার02 বলেছেন: ১০০%

৪| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২১

নতুন বলেছেন: দেশের ব্রান্ডিং নিয়া তো সরকারী মানুষ ভাবেনা... ভাবে কিভাবে নিজের পকেটিং হবে তাই নিয়া...

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:১২

দেলোয়ার02 বলেছেন: সরকার সুদু তার দল নিআ ভাবে,

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৪

কাজী মামুনহোসেন বলেছেন: জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমরা সচেতন হলে এমনটা হতো না। বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন যদি এ ব্যাপারে আন্তরিক হতেন।

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:১৩

দেলোয়ার02 বলেছেন: ১০০ ভাগ সহমত।

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪০

নাহিদ তানভীর বলেছেন: রাষ্ট্রের পদক্ষেপ আশু জরুরী। আপনার সচেতনতা দেখে ভালো লাগলো ..

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

দেলোয়ার02 বলেছেন: ধন্যবাদ

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৩

অনিক সি বলেছেন: আপনার পোস্ট টা চেক করে কারেক্ট করুন। ভুলবশত হয়ত লেখাটা দুবার পেস্ট হয়েছে।
আর আপনার সাথে পুরো সহমত!
পকেটের চিন্তা না করে অন্তত একবার দেশের চিন্তা করা উচিত!

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

দেলোয়ার02 বলেছেন: ধন্যবাদ আপনাকে। পোষ্টটফ ভুলবশত দুবার হয়ে গেছে। এখন ঠিক করেছি।

৮| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৩

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: সহমত।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

দেলোয়ার02 বলেছেন: ১০০% সহমত

৯| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৮

আহ্‌মেদ সামাদ বলেছেন: নিজের আর দলের কথা ভাবতে ভাবতে দেশের কথা ভাববার সময় কোথায় আমাদের দরদী নেতা, নেত্রীদের !!

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৭

দেলোয়ার02 বলেছেন: ঠিকই বলেছেন। আমাদের নেতারা দেশ ও জনগণের কথা ভাবে না, দলই তাদের কাছে বড়।

১০| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

আল ইফরান বলেছেন: সহমত পোষণ করছি :)

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮

দেলোয়ার02 বলেছেন: ধন্যবাদ

১১| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৩

মেংগো পিপোল বলেছেন: পোষ্টের সাথে স হ ম ত। পর্যটন আমাদের একটা আশার খাত। সেই খাতটাকে আমরা হ্যালায় হারাচ্ছি প্রতি নিয়ত। পুরকৃর্তি যখন বেদখল হয় তখন মনের ভেতর খারাপ লাগে। ইদানিং অন্যায় গুলো গা সওয়া হয়ে গেছে। আমরা ভাবি অন্যায় টাই স্বাভাবিক। আমাদের সচেতন হতে হবে।

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

দেলোয়ার02 বলেছেন: ১০০ ভাগ সহমত। আমাদের নেতারা দেশের কথা ভাববে না, আমাদের নিজেদেরই দেশের কথা ভাবতে হবে এবং দেশের জন্য কিছু করতে হবে।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: অশান্ত রাজনৈতিক কারনে আমাদের মনোরম পর্যটন এলাকা অবহেলিত , দরকার সব মহলের সংশ্লিষ্ট সহযোগিতা ।।
সুন্দর পোস্ট
ধন্যবাদ +

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৭

দেলোয়ার02 বলেছেন: দরকার সব মহলের সংশ্লিষ্ট সহযোগিতা
ধন্যবাদ

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭

ল্যাটিচুড বলেছেন:
পোষ্ট টি ষ্টিকি করার দাবি জানাচ্ছি ...........

এতে করেও যদি আমদের কর্মকর্তাদের ঘুম ভাঙে - তো খারাপ কি ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৮

দেলোয়ার02 বলেছেন: ধন্যবাদ

পোষ্ট টি ষ্টিকি করার দাবি জানাচ্ছি

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪

কর্ন বলেছেন: ভুল ধারনার পোষ্ট ।
১। কক্সবাজারের বেশিরকেত(৯৫%)পর্যটক বাংলাদেশি তাই তাদের কে টার্গেট করে এই মার্কেট গড়ে উথেছে। যাতে তারা কিছুটা আলাদা ধরনের জিনিস কিনতে পারে।
২। বার্মিজ নাম দিয়ে জা বিক্রি হয় তার ৩৩% দেশি, ৩৩% চাইনিজ এবং ৩৩% বার্মিজ। এই পণ্য দেশের অন্য জায়গায় আরও সস্তা পাবেন।
৩। এমনকি শুটকি ও এইখানে দাম বেশি।
৪। বার্মিজ যে পণ্য গুল বিক্রি হয় তা নিম্ন মানের হওয়ায় দামে সস্তা । যেহেতু টার্গেট দেশি লোক এই কারনেই এই মার্কেট গড়ে উথেছে।
৫।যেই হাতে বানানো রাখাইন স্টাইলের পোশাক বিক্রি হয় তা তার বেশিরভাগ আসে বার্মা থেকে। যেহেতু রাখাইন অই এলাকার আদি জন তাই ওই এলাকার কালচারের সাথে মার্কেটিং ঠিক আছে। তবে নাম বার্মিজ না হয়ে রাখাইন মার্কেট হলে ভাল হত।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪০

দেলোয়ার02 বলেছেন: কক্সবাজার বাংলাদেশের এমন একটি পর্যটন এলাকা যা প্রচুর বিদেশী পযৃটককে আকৃষ্ট করতে পারবে। সরকারের অবহেলার কারণে বিদেশী পর্যটকরা কক্সবাজার সম্পর্কে কম জানে বিধায় বিদেশী পর্যটক কম তাই দেশী পর্যটক বেশী। আপনার কথামতে মনে করলাম কক্সবাজারে মাত্র ৫ ভাগ বিদেশী পর্যটক আসে। কিন্তু এই ৫ ভাগ পর্যটক কক্সবাজার থেকে কি নিয়ে যায় ; বার্মিজ পন্য। এই পর্যটকগুলো তখন ভাবে বাংলাদেশের নিজস্ব তেমন কোন প্রডাক্ট নেই। এটা দেশের এবং দেশের প্রডাক্টের জন্য প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ক্ষতিকর। তাই পর্যটন এলাকাগুলোতে যত বেশী দেশী পন্য রাখা যায় ততই ভালো।

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

মাথা ঠান্ডা বলেছেন: আরে ভাই, আগে সচেতন হতে হবে সাধারণ মানুষকে বা পর্যটকদের।আমরা ওখানে গিয়ে বার্মিজ পন্য না কিনলেই তো অটোমেটিকলি তা বন্ধ হয়ে যাবে। সরকারের কিছু করা লাগবে না ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৪

দেলোয়ার02 বলেছেন: কোথাও বেড়াতে গেলে মানুষ প্রিয়জনদের জন্য কিছু কিনে নিতে পছন্দ করে। কক্সবাজারে দেশী পণ্য কম তাই কিনতে হলে বাধ্য হয়ে বার্মিজ পন্য কিনতে হয়। আর সবাই সচেতন হলে তো ভালোই হত। সবাই সচেতন না বলেই তো এই পোষ্ট। যদি একজন লোকও আমার এই পোষ্ট পড়ে সচেতন হয় তাহলে মনে করব আমার পোষ্ট সার্থক হয়েছে।

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

হাসিব০৭ বলেছেন: ভাইরে আমরা সীমান্তে হত্যাকান্ড সংঘঠিত হলেও এগুলো নিয়ে চিন্তা করি না। আর আপনি বললেন বার্মিজ প্রডাক্ট। হায়রে আমার দেশ। এদেশে দেশপ্রেমিকের বড়ই অভাব...................... :(( :(( :(( :((

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫০

দেলোয়ার02 বলেছেন: এদেশে দেশপ্রেমিকের বড়ই অভাব.....

সীমান্ত নিয়ে আমরা চিন্তা করি না একথা আপনাকে কে বলল? আমরা যতটুকু চিন্তা করি সরকার তার অর্ধেক চিন্তা করলেই সীমান্ত হত্যা বন্ধ হত। আর বার্মিজ প্রডাক্ট নিয়ে কথা বললে দেশ প্রেমের অভাব হয় কিভাবে বুঝতে পারলাম না। গাজা টাজা খাননি তো?

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

ইমরান হক সজীব বলেছেন: দুঃখ পেলাম জেনে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২

দেলোয়ার02 বলেছেন: যদি একজন লোকও আমার এই পোষ্ট পড়ে সচেতন হয় তাহলে মনে করব আমার পোষ্ট সার্থক হয়েছে।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০০

নাঈম_নাজিউর বলেছেন: কর্ণ এর সাথে একমত।

টার্গেট কাস্টোমার ৯০% ই বাংলাদেশি তাই তাদের কে ঘিরেই এই ব্যাবসা। আর মানুষ কিনে কারনটাও সিম্পল আপনি যদি ঢাকায় পাওয়া যায় এমন জিনিস ঐখানে বেচেন তাহলে ঢাকা থেকে যে গেসে তার তো কিনার দরকার নাই সে ঢাকাতেই ঐটা পাইতাসে !

আরেকটা জিনিস শুনতে খারাপ লাগলেও সত্য যে পর্যটন খাতে একমাত্র সুন্দরবন ছাড়া কোনো জায়গা দিয়াই আমরা টুরিস্ট এট্রাক্ট করতে পারবো না। নিজেরাই ঘুরতে যাই সেটা এক কথা কিন্তু বাইরের টুরিস্ট ঘরে আনা সম্ভব না এই সী-বিচ দিয়া। ইমশনালি না লজিক্যালি যদি চিন্তা করেন।

আমগো খুব কাছেই আছে মালদীপ কস্ট একটু বেশি কিন্তু বেনিফিট ও বেশি।
ধরেন আপনারেই অপশন দিলাম কোথায় যাবেন চান্স পাইলে (টাকার কথা বাদএ :) )

http://toptravellists.net/wp-content/uploads/2012/08/Waters-Beach-Palm-Maldives.jpg

Click This Link

১৯| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৬

জাহিদ হাসান বলেছেন: এই দেশের সরকার যেখানে শত্রু দেশ মিয়ানমার থেকে চাল আমদানী করে সেখানে ছোটখাট বার্মিজ পণ্য আমদানী ব্লক করার দাবী তোলা হাস্যকর ছাড়া আর কিছুই না। বিনিময়ে আর্থিকভাবে ও সামরিক শক্তিতে ফুলে ফেপে বড় হয়ে উঠছে আমাদের শত্রুরা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.